Theory of Joy

  • Home
  • Theory of Joy

Theory of Joy Be confident with truth and run forward in any situation. Truthfulness have a power that can make you win.

13/12/2024

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা তৈরি 👍👍 দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা 👍

05/12/2024

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।

ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।👍

21/11/2024

যৌথ বাহিনীর উপর হামলা করেছে ব্যাটারি রিক্সা চালকেরা

Mirpur 2
মিরপুর ২

09/11/2024

দোয়া করায় চাকরি নেই ইমাম মোয়াজ্জিন্দের! আল্লাহর কাছে হাশরের ময়দানে কি জবাব দিবেন মুখস্ত করে রাইখেন। #ইমাম #মসজিদ

06/11/2024

তুই যারে চু,,ইসনা তারে চু,,ইসনা। অপরাধ করে পালিয়ে গেল কিভাবে দেখুন।

#গুলশান #টাফিক

15/10/2024

First ever SLV booster's landing on launch pad.

রকেটের ফার্স্ট স্টেজ বা বুস্টার সফলভাবে মহাকাশ থেকে লঞ্চ প্যাডে অবতরণ। মহাকাশ গবেষণার নতুন দ্বার উন্মোচিত করলো এলন মাস্ক ✌️👍👍

এই না হলে চি টার জাতির খেতাব জেতা কি সম্ভব ছিল!!
12/10/2024

এই না হলে চি টার জাতির খেতাব জেতা কি সম্ভব ছিল!!

12/10/2024

🏖️সিএনজি মিটারের ভাড়ায়🏖️ লোকাল বাস নিয়ন্ত্রণ এবং 🏖️প্রাইভেটকারে গ্যাস কনভারসন বন্ধ করে দেখান! বহু গল্প শুনেছি টকশোতে বসে ঝেড়েছেন যে🖕

03/10/2024

Misfortune!

03/10/2024

সব সাদাকালো

28/09/2024

ঢাকার যানজট সর্বকালে ভয়াবহ!

#যানজট #ঢাকা #মিরপুর #ইসিবি #কালশী #তোফাজ্জল

27/09/2024

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩১ জন ছাত্র মারা গেছে! পাবলিকে ১২ জন মারা গেছে কিন্তু ঢাবির কেউ মরেনি! উপদেষ্টা করা হয়েছে আবার ঢাবির ৩ জনকে। এটা কি বৈষম্য না??

18/09/2024

What on?? Who are they??

এরা কারা! ধিক্কার জানাই এমন ন্যাক্কারজনক অপরাধের এবং এসব কাজে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Theory of Joy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Theory of Joy:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share