সুন্নাহ এয়ার ইন্টারন্যাশনাল

  • Home
  • সুন্নাহ এয়ার ইন্টারন্যাশনাল

সুন্নাহ এয়ার ইন্টারন্যাশনাল সম্মানিত ফেসবুক বন্ধুগন আপনি/আপনার কাছের কেউ যদি হজ্জ, উমরাহ করার নিয়ত করেন আমাদের সাথে যোগাযোগ করুন।

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমলো ৮২৮১৮ টাকাজ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৩বেসরকারি পর্যায়ে হজে...
15/11/2023

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমলো ৮২৮১৮ টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৩
বেসরকারি পর্যায়ে হজের খরচ কমলো ৮২৮১৮ টাকা
এবার বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় এবার খরচ কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা।

একই সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন।

চলতি বছর বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

গত ২ নভেম্বর সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। ঘোষিত সাধারণ প্যাকেজ অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ হবে। সরকারি দুটি প্যাকেজের সঙ্গে সমন্বয় রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ ঘোষণা করলো।

আগামী বছর (২০২৪ সাল) হজে যেতে নিবন্ধন শুরু হবে বুধবার (১৫ নভেম্বর)। নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর।

কোরবানি খরচ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে জানিয়ে হাব সভাপতি বলেন, ‘হজযাত্রীকে কোরবানি বাবদ আনুমানিক ৮০০ সৌদি রিয়াল নিতে হবে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। সৌদি আরবে ৩০ থেকে ৪৮ দিন অবস্থান করতে পারবেন। মদিনায় অবস্থান করতে পারবেন পাঁচ থেকে আটদিন।

পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। এবছর ৬৫ বা এর বেশি বয়সীরা হজে যেতে পারবেন বলেও জানান তিনি।

‘এজেন্সিগুলো বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বিভিন্ন মানের ও নিজ নিজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে।’

একটি স্বতন্ত্র কারিগরি কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া পুনর্নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে গত ৫ নভেম্বর আবেদন দেওয়া হয়েছে জানিয়ে তসলিম বলেন, ‘আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। বিমান ভাড়া কমানো হলে হজ প্যাকেজের মূল্যও কমানো হবে।’
তিনি আরও বলেন, ‘হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় নিশ্চিত করার জন্য সব হজ ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। কোনোভাবেই কোনো সিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে না।

হজ্ব ওমরাহর বিশ্বাস্ত প্রতিষ্ঠান
15/09/2023

হজ্ব ওমরাহর বিশ্বাস্ত প্রতিষ্ঠান

যোগাযোগ  করুন 01826-988388
22/02/2023

যোগাযোগ করুন 01826-988388

06/02/2023

হজ্ব উমরাহ্ এর বিশাস্ত প্রতিষ্ঠান

06/02/2023
06/02/2023

হজ্ব ওমরার ( বাংলাদেশ বিমান) এর টিকিট লাগলে যোগাযোগ করুন 01826-988388

29/01/2023

যোগাযোগ করতে পারেন
01826-988388

16/01/2023

🎤৩০ জানুয়ারীর মধ্যে হজ প্যাকেজ 🎙️ঘোষণা করা হবে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

হজযাত্রীদের ব্যাগেজ এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পৌছে দেয়ার দায়িত্বে নিয়োজিত সউদি সেবা সংস্হা " ইউনাইটেড এজেন্ট বা আল ও...
15/01/2023

হজযাত্রীদের ব্যাগেজ এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পৌছে দেয়ার দায়িত্বে নিয়োজিত সউদি সেবা সংস্হা " ইউনাইটেড এজেন্ট বা আল ওকাল্লা" এর চেয়ারম্যান শাহের আল মাত্তার এর সাথে হজ প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক শেষে কার্যপত্র হস্তান্তর। হজযাত্রীদের ব্যাগেজ সুষ্ঠুভাবে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। “মক্কা রুট ইনিশিয়েটিভ” প্রকল্পের আওতায় বাংলাদেশী হজযাত্রীগণের ব্যাগেজ সমুহ ঢাকা থেকেই সউদি কর্তৃপক্ষ বুঝে নিবে এবং সউদি আরবের এয়ারপোর্টে পৌছার পর সউদি ইউনাইটেড এজেন্ট হজযাত্রীদের হোটেলে সকল ব্যাগেজ তাদের দায়িত্বেই পৌছে দেবেন। কোন হজযাত্রীকেই কষ্ট করে নিজে ব্যাগেজ হ্যান্ডলিং করতে হবে না। বয়োবৃদ্ধ হজযাত্রীদের কষ্ট লাঘবে এটি খুবই ভালো উদ্যোগ। সম্মানিত হজযাত্রীদের কল্যানে আমাদের সকল প্রচেষ্টা মহান আল্লাহ কবুল করুন। ১০ জানুয়ারী, জেদ্দা, সউদি আরব।

After a bilateral meeting with Shaher Al Mattar, chairman of "United Agent or Al Wukalla”, the Saudi service organization responsible for delivering the baggage of pilgrims from the airport to the hotel, the documents were handed over. A detailed discussion and decision was taken regarding the smooth arrival of the baggage of the pilgrims from the airport to the hotel. Under the "Makkah Route Initiative" project, the Saudi authorities will take care of the baggage of the Bangladeshi pilgrims from Dhaka and after reaching the airport in Saudi Arabia, the Saudi United Agent will deliver all the baggages to the hotel of the pilgrims under their responsibility. No Hajj pilgrim has to handle the baggage himself with difficulty. This is a very good initiative to ease the suffering of elderly Hajj pilgrims. May Almighty Allah accept all our efforts for the welfare of the Honorable pilgrims. January 10, Jeddah, Saudi Arabia.

যোগাযোগ-01911-965291
16/10/2022

যোগাযোগ-01911-965291

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নাহ এয়ার ইন্টারন্যাশনাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share