করেরহাট24.কম

  • Home
  • করেরহাট24.কম

করেরহাট24.কম like .share.stay with us

করেরহাটে নি'খোঁ'জে'র ৪ ঘন্টাপর পুকুরে মিললো শিশুর ম'র'দে'হমিরসরাইয়ের করেরহাটে নি'খোঁ'জে'র ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর ...
04/11/2024

করেরহাটে নি'খোঁ'জে'র ৪ ঘন্টা
পর পুকুরে মিললো শিশুর ম'র'দে'হ
মিরসরাইয়ের করেরহাটে নি'খোঁ'জে'র ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর ম'র'দে'হ। আজ সোমবার বিকেল ৩ টার দিকে নি'খোঁ'জ হয় করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের মহেন্দ্র দেব নাথের বাড়ির তপন দেবনাথের পুত্র সৃজল নাথ অভি (৫)।

অবশেষে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পুকুরে ভা'স'মা'ন অবস্থায় অভির নি'থ'র দে'হ ভা'স'তে দেখে সেখান থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করে।
করেরহাট24.কম

একটি হারানো বিজ্ঞপ্তি.. ৫নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের দুপুর থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি দেখে থাকেন...
04/11/2024

একটি হারানো বিজ্ঞপ্তি..

৫নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের দুপুর থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি দেখে থাকেন তাহলে
এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল
01890837900

সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছ...
27/10/2024

সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আজ দুপুর ১ টায় বসুন্ধরার বাসা থেকে তিনি আটক হন। তার বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

মিরসরাইয়ের বারইয়ারহাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রোভোক্স গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। তার নাম রহিম উল্ল্যাহ প্রকাশ রন...
12/10/2024

মিরসরাইয়ের বারইয়ারহাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রোভোক্স গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। তার নাম রহিম উল্ল্যাহ প্রকাশ রনি (৩৫)। সে ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরকারতালুক গ্রামের মৃ'ত মোহাম্মদ উল্ল্যাহর পুত্র।

19/09/2024

নুর নবীর জানাজা নামাজ রাত দশটায় ছত্তরুয়া আলীরাজা ভূইয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

একটি শোক সংবাদ ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের পরিচিত মুখ, করেরহাট মাদ্রাসার ২০০৮ব্যাচের এস.এস.সি পরিক্ষার্থী নুর ...
19/09/2024

একটি শোক সংবাদ
১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের পরিচিত মুখ, করেরহাট মাদ্রাসার ২০০৮ব্যাচের এস.এস.সি পরিক্ষার্থী নুর নবী আমাদের মাঝে আর বেঁচে নেয়।

"ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন"

বিঃদ্রঃ উনি দীর্ঘদিন কিডনি রোগে অসুস্থ ছিলেন।

17/09/2024

সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

ব্রেকিং নিউজ জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে খুবই ভয়ংকর অবস্থা দেখা যাচ্ছে নিম্নচাপের। এই নিম্নচাপের কেন্দ্...
12/09/2024

ব্রেকিং নিউজ

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে খুবই ভয়ংকর অবস্থা দেখা যাচ্ছে নিম্নচাপের। এই নিম্নচাপের কেন্দ্রটি নোয়াখালী, ফেনী, ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করে ভারতের ত্রিপুরা রাজ্যের দিয়ে অগ্রসর হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আজ সরারাত ভারি থেকে খুবই ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। ফেনী জেলায় বন্যা শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে আগামীকাল শনিবার থেকে।

সূত্র: আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ

১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম ছওরুয়া একটা অজগর সাপ উদ্ধার করা হয়েছে
09/09/2024

১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম ছওরুয়া একটা অজগর সাপ উদ্ধার করা হয়েছে

26/08/2024

করেরহাটে এখন যারা ত্রাণ দিবেন তাদের প্রতি আমার অনুরোধ শুকনা খাবার আর দিয়েন না প্লিজ। পানিও এখন আর দরকার নেই। এখন মূলত দরকার টাকা। টাকার বদলে দিতে পারেন চাল, ডাল, লবণ, চিনি, আটা, আদা, রসুন, পেঁয়াজ, আলু ইত্যাদি। অনেকের আগামী এক মাসও লাকড়ির চুলায় রান্না করা সম্ভব না সেক্ষেত্রে গ্যাসের সিলিন্ডার, এবং গ্যাসের চুলাও কিনে দিতে পারেন (যদি বাজেট থাকে)। পর্যায়ক্রমে ঘরের ক্ষয়ক্ষতি নিরূপন করে মেরামতের দিকে দৃষ্টি দিতে হবে।

C mozzam limon

25/08/2024

বন্যা সংক্রান্ত শেষ আপডেট :
করেরহাটের বেশিরভাগ বাড়ি থেকে পানি নেমে গেছে। করেরহাট বাজারের বেশিরভাগ ব্যবসায়ী আজকে বিকাল থেকে আর দোকান খুলেনি। তারা নিজেদের বাড়ি ঘর পরিষ্কার করতে ব্যস্ত। অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ আসছে।আপাতত করেরহাট ইউনিয়ন বিপদ মুক্ত।

আগামী ৭২ ঘণ্টা পর সারা দেশে এক যোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে!
24/08/2024

আগামী ৭২ ঘণ্টা পর সারা দেশে এক যোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে!

24/08/2024

নিজেকে ত্রান সহযোগী মনে করুন প্লিজ, ত্রানকর্তা ভাবতে যাইয়েন না।

এই দূর্যোগ সাময়িক, মানুষ আবার মাথা তুলে দাঁড়াবেই...

নাম : আকরামুল ইসলাম ইমনঠিকানা : মজুমদার বাড়ি, নিজপানুয়া, জঙ্গলবাড়ি বাজারের পাশে বাড়ি,ছাগলনাইয়া। ওদিকে কোন উদ্ধারকারী থাক...
24/08/2024

নাম : আকরামুল ইসলাম ইমন
ঠিকানা : মজুমদার বাড়ি, নিজপানুয়া, জঙ্গলবাড়ি বাজারের পাশে বাড়ি,ছাগলনাইয়া।
ওদিকে কোন উদ্ধারকারী থাকেন উনাদের যদি উদ্ধার বা ত্রাণ পৌছে দেওয়া যায়। দুইদিন ধরে পরিবার নিয়ে আটকে আছে। খাওয়ার এবং পানি সংকট।কেউ যদি ওই একালায় উনাকে দেখে থাকে বা খোঁজ পেয়ে থাকে দয়া করে খবর পেইজের ইনবক্সে জানান।

24/08/2024

মোবাইলের চার্জের জন্য নাইস টেলিকম (পুরাতন মাছ বাজার) যোগাযোগ করতে পারেন। যদি সম্ভব হয় চার্জার সঙ্গে করে নিয়ে আসবেন।
নাইস টেলিকম খোলা থাকে সকাল ৮টা রাত থেকে ১১টা পর্যন্ত।

24/08/2024

শেষ ২৪ঘন্টায় করেরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি।

24/08/2024

বন্যায় যাদের মোটরে পানি ডুকছে বা নষ্ট হয়ে গেছে তাদের মোটরের মালামালের টাকা ব্যাতিত আর কোন সার্বিস ফি নেয়া হচ্ছে না।
রুবেল ইলেক্ট্রিক
ঠিকনা :চৌধুরী মার্কেট (পুরাতন মাছ বাজার)
প্রো:মোঃ নুরুল করিম রুবেল

 #আর্তমানবতার_আকুল_আহবান__স্মরণকালের ভয়াবহ দুর্যোগে দিশেহারা, ভিটে-মাটি ছাড়া হয়ে সহায়-সম্বল হারানো মানুষগুলোর ঘরে ফেরার ...
24/08/2024

#আর্তমানবতার_আকুল_আহবান__
স্মরণকালের ভয়াবহ দুর্যোগে দিশেহারা, ভিটে-মাটি ছাড়া হয়ে সহায়-সম্বল হারানো মানুষগুলোর ঘরে ফেরার পরবর্তী কঠিন বাস্তবতা/পরিস্থিতি মোকাবেলায় দেশ-প্রবাসের সকল মানবতাবাদি ভাইবোনদের নিকট এগিয়ে আসার আকুল আহবান জানাচ্ছি।
সংগৃহীত তহবিলের #পবিত্র_আমানত নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী সমাজকর্মীদের মাধ্যমে সরেজমিনে যাচাইবাছাই পূর্বক তালিকা প্রনয়ণ করতঃ তহবিল বিবেচনায় সাধ‍্যানুযায়ী সর্বোচ্চ সংখ্যক বিপদগ্রস্থ মানুষের হাতে পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।
সবাই সাধ‍্যমতো এগিয়ে আসুন দয়া করে....💞🙏

24/08/2024

করেরহাট এলাকায় কারো যদি খাওয়ার পানি সংকট হয় কেউ যদি চায় পানির বোতল বা পাত্র যেকোন সময় পুলিন মাস্টার বাড়ি /মিলন স্যার /সাধন মেম্বার বাড়ি (সিএনবি বাংলোর পিছনে) খাওয়ার পানি নিয়ে আসতে পারেন। উনাদের ডিপ টিউবওয়েল পানি বিকালের পর থেকে খাওয়ার উপযুক্ত হয়েছে।

24/08/2024

বিচ্ছিন্ন ভাবে বা নিজ নিজ উদ্যোগে ত্রাণ না দিয়ে সবাই সমল্লিত ভাবে এক জোট হয়ে ত্রাণ দিন যাতে ত্রাণে সুষম বণ্টন হয়। বন্যার পানি নামতে শুরু করছে করেরহাট এর বিভিন্ন একালা থেকে। বন্যার পরবর্তী পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করবে। তাই সবাইকে দল মত নির্বিশেষে সকল সেচ্চাসেবী সংগঠন একসাথ হয়ে পরিকল্পিত ভাবে বন্যার পরবর্তী দূর্যোগ সালাম দেওয়া যায়।

24/08/2024

কেউ আশ্রয় কেন্দ্রে ভিডিও করলে তাদের মোবাইল ও ক্যামেরা জব্দ করুন। যেসব ভাইয়েরা আশ্রয় কেন্দ্রের দায়িত্বে আছেন, একটা বিষয় খেয়াল রাখবেন, যারা আসতে চাচ্ছে কিংবা আসবে, দয়া করে তাদের কোন রকমের ফটো কিংবা ভিডিও করতে দিবেন না।

ভাই সাবধান!

অনেক মা বোনেরা আছে সবার সম্মান রক্ষা করা আমার আপনার সকলেরই দায়িত্ব।
কেউ সাহায্য করলে ছবি তুলতে দিবেন না।

23/08/2024

হাবিলদার বাড়ির অবস্থা খুবই খারাপ।
অনেক মানুষ এইখানে আটকে আছে।
এই পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ার কারণে।
মানুষের দুর্ভোগ্য পরে গেছে।
এদিকে কোন বোট/নৌকা পাওয়া যাচ্ছে না।
যদি কেউ সেদিকে যেতে পারেন, দয়া করে একটু খোজ করে দেখার অনুরোধ রইলো।
Md. Arif Hossen Jisan
+880 1880-938206
ভুক্তভোগী ১জনের নাম্বার।

23/08/2024

সবাই একটু সর্তক ও জেগে থাকার চেষ্টা করুন।

23/08/2024

ভালুকিয়া বড় বাড়িতে ডাকাত হামলা । করেরহাট মসজিদের মাইকে এই মাত্র ঘোষণা হচ্ছে।

23/08/2024

করেরহাট এলাকায় ভালুকিয়া ও ছত্তরুয়া গ্রামে ডাকাতির ব্যপারে মাইকে সতর্ক করা যাচ্ছে করেরহাট বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক লোক ঢুকেছে। সবাই সতর্ক থাকুন। নির্ঘুম রাত কাটান।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when করেরহাট24.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share