Learn Microsoft Office - graphics and web design Online

  • Home
  • Learn Microsoft Office - graphics and web design Online

Learn Microsoft Office - graphics and web design Online Learn Microsoft Office (word,excel,power point, access), graphics design (Adobe Photoshop, Illustrator), video editing, web design online

31/12/2023
17/11/2023

- #এমএস #ওয়ার্ড #কীবোর্ড #শর্টকাট

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প 64 জেলা গাইবান্ধা জেলা শাখার কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন ক...
18/09/2023

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প 64 জেলা গাইবান্ধা জেলা শাখার কম্পিউটার অফিস এপ্লিকেশন ও গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফলাফলে যারা অকৃতকার্য হয়েছে তারা ৩০০ টাকা ফি জমা দিয়ে ফলাফল রিচেক এর আবেদন করতে পারবে ২০ তারিখের মধ্যে, দুজন করার জন্য যোগাযোগ করেছে, বাকি যারা করতেচাও দ্রত যোগাযোগ করতে বলা হল

27/01/2023

#কম্পিউটার #অফিস #অ্যাপ্লিকেশন #পরীক্ষা- ২০১৯ #প্রশ্ন ও #উত্তর
#বাংলাদেশ #কারিগরি শিক্ষা #বোর্ড, ঢাকা
#বেসিক #ট্রেড #৩৬০ #ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি #পরীক্ষা- #২০১৯
জানুয়ারী-জুন-২০১৯
সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

অতি সংক্ষেপে উত্তর দাও :
১. প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী ?
উত্তর : ENIAC / Mark-1 Computer .
২. ফার্মওয়্যার কী ?
উত্তর : Ram -এ সংরক্ষিত ডেটা ।
৩. ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী ?
উত্তর : ডিজিটাল কম্পিউটার ০ এবং ১ এই দুটি বাইনারি ডিজিট দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পাদন করে ।
৪. আই.পি.এস (IPS) কি ?
উত্তর : বিদ্যুৎ সঞ্চয়কারী যন্ত্র । Instant Power Supply .
৫. ফর্মুলা কী ?
উত্তর : ফর্মুলা বলতে বোঝানো হয় গাণিতিক প্রক্রিয়া ।
৬. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলোর কী কী ?
উত্তর : (ক) ডাটা (খ) রেকর্ড (গ) ফিল্ড (ঘ) কুয়েরি ।
৭. রিসাইকেল বিন (Recycle Bin) কি ?
উত্তর : রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলেটকৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার ।
৮. ফোল্ডার তৈরি করা হয় কিভাবে ?
উত্তর : Mouse এ Right বাটনে ক্লিক করে, new ক্লিক তারপর folder ক্লিক । folder তৈরি হয়ে যাবে ।
৯. Slide design কী ?
উত্তর : MS powerpoint এক ধরনের স্লাইড নকশা ।
১০. অনলাইন সংযোগ বলতে কি বুঝায় ?
উত্তর : ইন্টারনেটের সাথে সার্বক্ষনিক সংযুক্ত থাকার বিষয়কে বুঝায় ।
১১. MS- Access – এ কুয়েরি (Query) কেন ব্যবহৃত হয় ?
উত্তর : Query শব্দের আভিধানিক অর্থ ‘খুঁজা’ ডেটাবেজের এক বা একাধিক টেবিলে সংরক্ষিত ব্যাপক তথ্য ভাণ্ডার থেকে কোন বিশেষ ধরণের তথ্য/রেকর্ড/ রেকর্ডসমূহ দ্রুত ও সহজে খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহৃত হয়।
১২. দুটি Spreadsheet Software – এর নাম লেখ ?
উত্তর : (ক) MS. Excel (খ) Qua.
১৩. Marge Cell – এর কাজ কি ?
উত্তর : একাধিক Cell কে একত্রিত করা ।
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
১৪. কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ……… টি ? উত্তর : ৩ টি ।
১৫. মাল্টিমিডিয়া শব্দের অর্থ ………. ? উত্তর : বহু মাধ্যম ।
১৬. উইন্ডোজ স্ক্রীন ………… করা যায় ? উত্তর : ছোট/বড় ।
১৭. কোন কোন মাউসের মাঝখানেও …………. বাটন থাকে। উত্তর : স্কল ।
১৮. VIRUS শব্দের পূর্ণরূপ ………… ?
উত্তর : Vital Information Resourcs Under Seize .
১৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের – এর সংক্ষিপ্ত রূপ হলো …………. ?
উত্তর : (WAN) অথ্যাৎ World area network .
২০. নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য ………… অপশন ব্যবহৃত হয় ?
উত্তর : New Slide .
২১. ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী …….? উত্তর : উপাদান ।
২২. Pen Drive সংযুক্ত করার জন্য ………… port ব্যবহৃত হয় । উত্তর : USB .
২৩. Caps Lock on থাকলে লেখা ……………. Case এর হয় ? উত্তর : Upper .
২৪. মেমরির একক হচ্ছে ……….. ? উত্তর : বাইট ।
২৫. Goal Seek অপশনটি …………… Manu এর অধীনে। উত্তর : Tools .
২৬. Accounting কাজে মূলত …………. প্যাকেজ ব্যবহৃত হয় । উত্তর : MS Excel .

বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখঃ
২৭. উইন্ডোজ চালু করার জন্য Tash Bar- এ ক্লিক করতে হয় । উত্তর : মি ।
২৮. এক্সেলের ওয়ার্কশিট হলো ‘কলাম’ ও ‘রো’ – এর সমন্বয়ে গঠিত শিট । উত্তর : স ।
২৯. স্লাইড শো এর জন্য Shift+F6 ফাংশন কী চাপতে হয় । উত্তর : মি ।
৩০. ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন । উত্তর : মি ।
৩১. অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে হচ্ছে ১০ । উত্তর : মি।
৩২. ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানির মাইক্রোপ্রসেসের তৈরি করে । উত্তর : স ।
৩৩. Linux একটি Application Software . উত্তর : মি ।
৩৪. স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস । উত্তর : স ।
৩৫. প্লটার এক ধরনের পিন্টার । উত্তর : স ।
৩৬. Report – এর কাজ হলো File কে প্রদশন করা । উত্তর : মি ।
৩৭. MS- Word এ বানান শুদ্ধ করার জন্য Spelling Chacker ব্যবহৃত হয় । উত্তর : স
৩৮. Copy করার কীবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+x . উত্তর : মি ।
সঠিক উত্তর লিখঃ (MCQ)
৩৯. HTML একটি –
(ক) ইন্টারনেট প্রটোকল
(খ) টপোলজি
(গ) টেক্সট্ভিত্তিক প্রোগ্রাম ভাষা
(ঘ) মিডিয়ার নাম
উত্তর : (গ) টেক্সট্ভিত্তিক প্রোগ্রাম ভাষা।
৪০. বিসিডি (BCD) কোড – এর পূর্ণরূপ –
(ক) Binary Coded Decimal Decimal
(খ) Banary Coded Data
(গ) Bangladesh Coded data
(ঘ) Binary Computer data
উত্তর : (ক) Binary Coded Decimal Decimal
৪১. Log(1000)r এর মান হবে –
(ক) 10
(খ) 100
(গ) 3
(ঘ) 1
উত্তর : (গ) 3 .
৪২. রহিমের জন্মতারিখ ২৪শে অক্টোবর , ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে –
(ক) Text Type
(খ) Number Type
(গ) Data Type
(ঘ) OLE Type
উত্তর : (খ) Number Type .
৪৩. কোন সালে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়
(ক) 1994
(খ) 1990
(গ) 1987
(ঘ) 1995
উত্তর : (খ) 1990
৪৪. ওয়ার্ড প্রসেসিং সপটওয়্যারে ট্যাব ‘কী’ একবার চাপলে কতটুকু জায়গা সরে ?
(ক) এক ইঞ্চি
(খ) আধা ইঞ্চি
(গ) দের ইঞ্চি
(ঘ) দু ইঞ্চি
উত্তর : (খ) আধা ইঞ্চি ।
৪৫. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজী বোতাম লিঙ্ক হিসাবে ব্যবহৃত হয়।
(ক) F
(খ) G
(গ) H
(ঘ) E
উত্তর : (খ) G .
৪৬. একটি ওযার্ডবুকে সাধারণ কয়টি ওয়ার্কশিট থাকে ?
(ক) 1 টি
(খ) 3 টি
(গ) 4 টি
(ঘ) 5 টি
উত্তর : (খ) 3 টি
৪৭. Replace কীবোর্ড বোডৃ কমান্ড কোনটি ?
(ক) Alt + F
(খ) Ctrl + H
(গ) Alt + G
(ঘ) Ctrl + R
উত্তর : (খ) Ctrl + H .
৪৮. MS-Word এ র কোন মেন্যুতে মেইল মার্জ কমান্ড থকে ?
(ক) File
(খ) Edit
(গ) Tools
(ঘ) View
উত্তর : (গ) Tools .
৪৯. MS-Access এর ক্ষেত্রে Relition হচ্ছে –
(ক) Record
(খ) Table
(গ) Data
(ঘ) Information
উত্তর : (খ) Table .
৫০. 2H2o= H2 + O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয় –
(ক) Format > Font > Superscript
(খ) Format > Font > Shadow
(গ) Format > Font > Engrave
(ঘ) Format > Font > Subscript
উত্তর : (ঘ) Format > Font > Subscript .
Answer the following question in English .
৫১. What is your Citizenship ? উত্তর : Bangladeshi .
৫২. What is your 21st February memorable ? উত্তর : International Mother,s Language day .
Translate into English:
৫২. আমার বাবা একজন সরকারি চাকুরিজীবি । উত্তর : My father is a goverment employment .
৫৩. রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে। উত্তর : Raju is reading the daily newspaper.
৫৪. তুমি কি ভাত খেয়েছ ? উত্তর : Did you eat rice ?
৫৫. সদা সত্য কথা বলবে । উত্তর : Alaways speake the truth .
৫৬. আমি একসপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি । উত্তর : I heve fever for a week .
Choose and fill in the gaps with the correct word/words in brackets:
৫৮. Two and two ……. four. উত্তর : makes .
৫৯. My Mother ………..home yesterday. উত্তর : went .
৬০. Look ………. the moon . উত্তর : at .

 #গ্রাফিক্স  #ডিজাইন  #এন্ড  #মাল্টিমিডিয়া  #বোর্ড  #প্রশ্ন
23/01/2023

#গ্রাফিক্স #ডিজাইন #এন্ড #মাল্টিমিডিয়া #বোর্ড #প্রশ্ন

 #কম্পিউটার  #অফিস  #এপ্লিকেশন  #বোর্ড  #পরীক্ষা  #২০২০ ( #জানুয়ারী- #জুন)
20/01/2023

#কম্পিউটার #অফিস #এপ্লিকেশন #বোর্ড #পরীক্ষা #২০২০ ( #জানুয়ারী- #জুন)

কম্পিউটার অফিস এপ্লিকেশন বোর্ড পরীক্ষা ২০২০ (জানুয়ারী-জুন) - infotakebdবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা বেসিক ট্রেড ৩...

19/01/2023

#এমএস #ওয়ার্ড #কীবোর্ড #শর্টকাট -

Ctrl+A একটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+B সিলেক্ট করা টেক্সটকে Bold করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+C সিলেক্ট করা যে কোন কিছু কপি করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+D ফন্ট ডায়লগ বক্স ওপেন বা শো করতে ব্যবহৃত হয়।
Ctrl+E সিলেক্ট করা টেক্সকে পৃষ্টার মধ্যখানে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+F কোন সার্চ বা খোঁজার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+G নির্দিষ্ট পৃষ্ঠায় যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+H রিপ্লেস ডায়লগবক্স ওপেন করতে ব্যবহৃত হয়।
Ctrl+I সিলেক্ট করা টেক্সকে ইটালিক বা বাঁকা করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+J সিলেক্টকৃত টেক্স জাস্টিফাই বা দু’দিক সমান করতে ব্যবহৃত হয়।
Ctrl+K সিলেক্টকৃত যেকোন কিছুকে লিংক করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+L টেক্স পৃষ্টার/টেক্স বক্সের বাম দিকে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+M ডান দিকে ট্যাব দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+N নতুন ডকুমেন্ট ফাইলন খোলা হয়।
Ctrl+O পুরাতন বা সেভ করা ফাইল বা ডকুমেন্ট ওপেন/খোলার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+P যে কোন কিছু প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
Ctrl+R টেক্স পৃষ্টার/টেক্স বক্সের ডান দিকে নিতে ব্যবহৃত হয়।
Ctrl+S নতুন/পুরাতন ফাইল সেভ বা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
Ctrl+T বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো
Ctrl+U সিলেক্টকৃত টেক্স এর নীচে আন্ডারলাইন করতে ব্যবহার হয়।
Ctrl+V কপি করা যে কোন কিছু পেস্ট করার কাজে ব্যবহৃত হয়।
Ctrl+W প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত হয়।
Ctrl+X নির্বাচিত বা সিলেক্টকৃত যে কোন কিছুকে কাট করেতে ব্যবহৃত হয়।
Ctrl+Y পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo) ব্যবহৃত হয়।
Ctrl+Z পূর্বর্তী কাজ সমূহে যাবার জন্য (Undo) ব্যবহৃত হয়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Microsoft Office - graphics and web design Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn Microsoft Office - graphics and web design Online:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share