SQUAD SCOUT

SQUAD SCOUT সদা প্রস্তুত

আসসালামু আলাইকুম রমজান মোবারক সবাইকে
11/03/2024

আসসালামু আলাইকুম
রমজান মোবারক সবাইকে

18/02/2024

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্রশ্ন: স্কাউটিং কী?

উত্তর: স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল এবং বয়স্ক নেতাদের সহায়তায় পরিচালিত আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন।

প্রশ্ন: স্কাউটিং কেন?

উত্তর: যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্নিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং।

প্রশ্ন: বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের মূলনীতি কী?

উত্তর: বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন নিম্নেবর্ণিত ৩টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত -

1. স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্মিক দিক),

2. নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক),

3. অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।

প্রশ্ন : স্কাউটিং এর মূলনীতিকে ইংরেজীতে কী ভাবে বলা

হয়?

উত্তর: স্কাউটিং এর ৩টি মূলনীতিকে ইংরেজিতে বলা হয়

• Duty to God,

• Duty to Self and

• Duty to Other.

প্রশ্ন : স্কাউটিং পদ্ধতি কী?

উত্তর: স্কাউটিং পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদানগুলি হচ্ছে:

1. প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।

2. হাতে কলমে শিক্ষা।

3. ছোট ছোট দলের সদস্য হিসেবে কাজ করা (যেমন - ষষ্টক/উপদল পদ্ধতি)।

4. ক্রমোন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)।

5. বয়স্ক নেতার সহায়তা।

6. প্রকৃতি পর্যবেক্ষণ।

7. প্রতীকি কাঠামো।

প্রশ্ন : স্কাউট প্রোগ্রামের লক্ষ্য কী?

উত্তর: স্কাউট প্রোগ্রামের লক্ষ্য যথাক্রমে:

1. শেখার জন্য কাজ।

2. উপার্জনের জন্য শেখা।

3. বাঁচার জন্য উপার্জন।

স্কাউট হলো বিশ্বব্যাপী একটি যুব সংস্থা। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অ...
18/02/2024

স্কাউট হলো বিশ্বব্যাপী একটি যুব সংস্থা। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। স্কাউট আন্দোলন ১৯০৭ সালে স্যার লর্ড ব্যাডেন পাওয়েল শুরু করেন।তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ল্যাফটেনেন্ট জেনারেল। বর্তমানে পৃথিবীর প্রায় ১০০ কোটি স্কাউট ও গার্লস গাইড বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করছে।

18/02/2024

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আপনারা সবাই কেমন পোস্ট চান জানাবেন

Address

Gazipur
1230

Alerts

Be the first to know and let us send you an email when SQUAD SCOUT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share