News Feed - নিউজ ফিড

  • Home
  • News Feed - নিউজ ফিড

News Feed - নিউজ ফিড ২৪ ঘণ্টার সর্বশেষ,ভিন্নধর্মী ও বস্তু?

মাটি আর মানুষের দৃঢ়-প্রদীপ্ত শপথ অন্তরে লালিত স্বপ্নবাজ একঝাঁক তুখোড় সংবাদকর্মী নিয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, সমুদ্রের বিশালতা আর পাহাড়ের মতো মাথা উঁচু করে আমরা সমস্বরে গাইতে চাই-

‘তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে
তুমি যে সকল-সহা, সকল-বহা মাতার মাতা।।.. ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।’

অবশেষে খলিল সাহেব সুমতি হয়েছে। তিনি গোস্ত বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন। বলেন তো কে বা কারা জয়ী হয়েছে?
25/03/2024

অবশেষে খলিল সাহেব সুমতি হয়েছে।
তিনি গোস্ত বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন।
বলেন তো কে বা কারা জয়ী হয়েছে?

সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায়............. ওদের গাড়ি দেখলেই ১০০ হাত দূরে থাকা উচিৎ।
24/02/2024

সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায়.............
ওদের গাড়ি দেখলেই ১০০ হাত দূরে থাকা উচিৎ।

22/02/2024

রূহ আফজা
নামটা শুনলেই ইফতারে প্রাণ

19/02/2024

শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্ট আইওয়াশ ও হাস্যকর বলে মন্তব্য করেন হাইকোর্ট।

আরো ব্যয় সংকোচন করুন ...... এমন আহ্বান করেই লিফলেট ছাপানো হয়েছিল দ্বিতীয় বি/শ্ব যু/দ্ধের সময়। ব্যয় কমানোর জন্য যেই বিষয় ...
14/02/2024

আরো ব্যয় সংকোচন করুন ......
এমন আহ্বান করেই লিফলেট ছাপানো হয়েছিল দ্বিতীয় বি/শ্ব যু/দ্ধের সময়।
ব্যয় কমানোর জন্য যেই বিষয় গুলো এই লিফলেটে ছিল তা আসলেই যুক্তি সঙ্গত।

🌼 ব্যবহারের পর সাবান শুখনা রাখুন - বেশি দিন চলবে
🌼 ছোট উননে রান্না করুন - কয়লা বাঁচবে
🌼 গাড়ি গ্যারেজে রেখে দিন - পেট্রল বাঁচবে
🌼 শান্তি না আসা পর্যন্ত আসবাব পত্র কিনবেন না।
🌼 বিয়ের খরচ কমান - বরং নগত টাকা দিন।
🌼 বাড়ির কাজের লোক কমিয়ে দিন।
🌼 চিঠিতে কাজ হলে টেলিগ্রাফ করবেন না।

বিষয় গুলা ভালই লাগছে। তবে মনে হচ্ছে আবার এই সুত্রে চলে আসতে হবে আমাদের। ব্যয় সঙ্কোচনের জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।

রোববার থেকে আবারও কুয়াশা বাড়তে পারেবিভিন্ন স্থানে কুয়াশা কেটে রোদের দেখা মিললেও আগামীকাল রোববার থেকে আবারও ঘন কুয়াশায় ছে...
20/01/2024

রোববার থেকে আবারও কুয়াশা বাড়তে পারে
বিভিন্ন স্থানে কুয়াশা কেটে রোদের দেখা মিললেও আগামীকাল রোববার থেকে আবারও ঘন কুয়াশায় ছেয়ে যেতে পারে দেশ। কুয়াশার সঙ্গে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

13/05/2023

কক্সবাজারের ১০ নম্বর মহা বিপদ সংকেত।
তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন দ্বীপ।
সুপার সাইক্লোনের রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় মোখা।

দেবহাটার প্রাচীন বটগাছ
10/05/2023

দেবহাটার প্রাচীন বটগাছ

Hundreds or Thousands years old Banyan tree?Some people said it's hundreds of years old, and some said it's a thousand years old. Lots of people come every d...

প্রতিবাদের আমিও ছিলাম
04/03/2023

প্রতিবাদের আমিও ছিলাম

Bikers protest at press club Dhaka

01/03/2023

বাইকারদের বাইক বিরোধী নীতিমালার প্রতিবাদে মানব বন্ধন

21/02/2023
Chili fish easy recipe
13/02/2023

Chili fish easy recipe

🐟 𝑪𝒉𝒊𝒍𝒊 𝑭𝒊𝒔𝒉 𝑹𝒆𝒄𝒊𝒑𝒆 🐟Chili Fish recipe. The total process shown in step by step. The description explained in details way to make the proces...

09/02/2023

রাস্তায় মামলা খেতে না চাইলে জেনে রাখুন

08/02/2023

এই উৎসুক জনতা এই বার হ্যান্ড মাইক নিয়া রাস্তায় নেমেছেন......
বলেন কেনো?

08/02/2023

কোন রঙের গোলাপ দিয়ে রোজ ডেতে উইশ করবেন || Symbolic Meanings Of Roses By Color

05/02/2023

কাচ্চি ভাই-এর কাচ্চি কেমন?

30/01/2023

Beautifull road under the Metro rail

30/01/2023

Noodles pizza

22/01/2023

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত : ইজতেমার মাঠ থেকে সরাসরি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়েছেন গাজীপুরের টঙ্গীর তুরাগ ময়দানে।

28/12/2022
বাজারে প্রতি পিস ডিম এর দাম ১২ টাকাhttps://youtu.be/J8eEV6HKXAc
11/08/2022

বাজারে প্রতি পিস ডিম এর দাম ১২ টাকা

https://youtu.be/J8eEV6HKXAc

কুসুম না ভেংগে ডিম পোচ করার নিঞ্জা টেক নিক | Live to Eatপ্রতিদিন সকালে একটি ডিম খাওয়া মানে সারা দিন আপনার ক্ষুধা কম হওয়া, খ....

08/08/2022

==জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট==

27/07/2022

রাস্তায় বের হলেই ভঁয় করে। রাস্তায় আপনি কতটা নিরাপদ?

এসি ছাড়াই ঘর শীতল করার উপায়গরমে অনেকেরই অস্বস্তিকর দিন কাটছে। যাদের ঘরে এসি রয়েছে তারাও বিপাকে পড়েছেন লোডশেডিং বেড়ে যাওয়...
24/07/2022

এসি ছাড়াই ঘর শীতল করার উপায়
গরমে অনেকেরই অস্বস্তিকর দিন কাটছে। যাদের ঘরে এসি রয়েছে তারাও বিপাকে পড়েছেন লোডশেডিং বেড়ে যাওয়ায়। তবে এসি ছাড়াও ঘরকে শীতল করা সম্ভব। কিছু পদক্ষেপ নিলেই আপনার ঘর ঠান্ডা হয়ে যাবে এবং আরামে দিন কাটাতে পারবেন।

* জানালায় পর্দা ব্যবহার করুন: ঘরে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো রোদের প্রবেশ, তাই দিনের বেলায় জানালায় পর্দা ব্যবহার করুন। ঘরে যতটুকু সূর্যালোক ঢুকে তার তিন-চতুর্থাংশই তাপমাত্রা বাড়িয়ে থাকে। তাই জানালায় পর্দা ব্যবহার করলে তাপের অনুপ্রবেশ কমে আসবে।

* চুলা বন্ধ রাখুন: চুলা নিশ্চিতভাবে ঘরের তাপমাত্রা বাড়িয়ে থাকে। তাই লোডশেডিং বেড়ে গেলে বা দীর্ঘায়িত হলে অপ্রয়োজনীয় রান্না কমিয়ে ফেলতে হবে। উদাহরণস্বরূপ, ঘন ঘন চা পানের প্রবণতা থাকলে তা কমাতে পারেন অথবা পানি ফুটিয়ে বিশুদ্ধকরণের পরিবর্তে অন্যান্য উপায় অবলম্বন করতে পারেন। ঘরকে ঠান্ডা রাখতে চাইলে তাপের উৎস কমাতেই হবে।

* হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহার কমান: আপনি হয়তো অবাক হবেন- কিন্তু এটা সত্য যে ওয়াশার, ডিশওয়াশার ও ড্রাইয়ারও ঘরের তাপমাত্রা বাড়ায়।। তাই যথাসম্ভব পরিষ্কারকরণ ও শুকানোর কাজে বিদ্যুৎ ব্যবহার না করাই ভালো। আরো চমকপ্রদ তথ্য হলো, ফোন চার্জার ও অন্যান্য ছোট অ্যাপ্লায়ান্সও ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে থাকে। তাই প্রয়োজন না হলে ঘরের যেকোনো অ্যাপ্লায়ান্স বন্ধ রাখুন বা আনপ্লাগ করুন।

* ঘরের বাইরে ছায়ার ব্যবস্থা করুন: ঘরের আশপাশে গাছপালা থাকলে ঘরে রোদের তাপ তেমন প্রবেশ করে না। আপনার ঘরের আশপাশে গাছপালা না থাকলে ছায়ার যোগান দিতে জানালায় অনিং (ক্যানভাসের শিট) লাগাতে পারেন। জানালায় অনিং ব্যবহারে ঘরে সূর্যালোকের প্রবেশ প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে। ভবিষ্যতের কথা ভেবে ঘরের আশপাশে চারা রোপণ করতে পারেন।

* অব্যবহৃত রুমের দরজা বন্ধ রাখুন: আপনি ঘরের যেখানে থাকেন ঠিক সেই রুমের শীতলতা বাড়াতে অন্যান্য রুমের দরজা বন্ধ করে দিন। প্রয়োজনে দিনের বেলায় পরিবারের সকল সদস্য একই রুমে অবস্থান করতে পারেন, যদি গরমে বেশি অস্বস্তি অনুভব করেন।

* দরজা ও জানলার ফাঁকাস্থান ঢেকে দিন: শীতকালে যেমন ঘরের ফাঁকফোকর দিয়ে হু হু করে যে ঠান্ডা প্রবেশ করে, তেমনি গরমকালে এসব ফাঁকফোকর দিয়ে সূর্যের তাপও প্রবেশ করে থাকে। তাই দরজা-জানলার ফাঁকাস্থান বা ঘরের অন্যান্য ফাঁকফোকর বন্ধ করে দেয়ার মানে হলো, ঘরের শীতলতা বাড়াতে চলেছেন।

* রোদ পড়ে গেলে জানলা খুলুন: ঘরকে ঠান্ডা রাখতে সকালে তেজি রোদ ওঠার পূর্বেই জানলা বন্ধ করে দিন এবং রোদ পড়ে গেলে খুলে দিন। জানলা খুলতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই, রোদ নিস্তেজ হয়ে গেলেই খুলে দিতে পারবেন। পড়ন্ত বিকেলে বাইরের তাপমাত্রা ঘরের তাপমাত্রার চেয়ে কম হয়ে থাকে। তাই এসময় জানলা খুলে দিলে ঘর আরো ঠান্ডা হবে।

* গরম বাতাস বের করে দিন: রান্নাঘর ও বাথরুমের এগজস্ট ফ্যান চালু করলে কিচেন অ্যাপ্লায়ান্স ও শাওয়ারের যেকোনো তাপ দূর হয়ে যাবে। রাতে রুমের গরম বাতাস বাইরে বের করতে ও বাইরের ঠান্ডা বাতাস ভেতরে টানতে জানালাতেও এগজস্ট ফ্যান ব্যবহার করতে পারেন।

আজ কোন এলাকায় কখন লোডশেডিংবিদ্যুৎ সাশ্রয়ে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। তবে কোন এলাকায় কখন লোডশে...
23/07/2022

আজ কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশ মোতাবেক শনিবার (২২ জুলাই) লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)। একইসঙ্গে তালিকা প্রকাশ করেছে ওজোপাডিকো এবং নেসকো।

কোম্পানিগুলোর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

তবে বিদ্যুতের অন্য বিতরণ কোম্পানির মধ্যে পিডিবি ও আরইবি এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনও তালিকা প্রকাশ করেনি। এই দুটি সংস্থা জানায়, এলাকার ব্যাপ্তি বড় হওয়ার কারণে তারা স্থানীয়ভাবে গ্রাহকদের লোডশেডিংয়ের বিষয়ে জানাচ্ছে।

নিচের লিংকগুলোতে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকোর শনিবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা পাওয়া যাবে।

https://www.desco.org.bd/bangla/loadshed_b.php

https://dpdc.gov.bd/site/page/73eb4722-b49c-4a44-bd6e-923c06c4a169

http://www.wzpdcl.org.bd/

https://nesco.portal.gov.bd/site/page/13ccd456-1e1d-4b24-828d-5811a856f107

ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ: হাইকোর্ট
21/07/2022

ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ: হাইকোর্ট

১৮০০ টাকার চার্জার ফ্যান ৪ হাজারঠাকুরগাঁওয়ে অতিরিক্ত গরম ও নিয়মিত লোডশেডিংয়ের কারণে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। তবে ন...
21/07/2022

১৮০০ টাকার চার্জার ফ্যান ৪ হাজার

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত গরম ও নিয়মিত লোডশেডিংয়ের কারণে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। তবে নির্ধারিত দামের থেকে দুই থেকে তিন গুণ বেশি দাম দিয়েও তা পাওয়া যাচ্ছে না।

বুধবার (২০ জুলাই) জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ভোক্তারা অভিযোগ করে বলেন, বাজারে চার্জার ফ্যানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিম সংকট দেখিয়ে দোকানদাররা অতিরিক্ত দাম চাইছেন।
চার্জার ফ্যান কিনতে আসা রবিউল আহসান নামে একজন বলেন, ‘যে ফ্যান আগে ১৮০০ টাকায় কিনেছি, তা আজ ৪ হাজার টাকায় নিতে হলো। সারাদিনে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। উপায় না দেখে বেশি দামেই কিনতে হলো।’

তাপদাহে স্পেনে ৫০০ লোকের মৃত্যুস্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্...
21/07/2022

তাপদাহে স্পেনে ৫০০ লোকের মৃত্যু

স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।

প্রধানমন্ত্রী এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, এটি এখন কথার কথা নয়, বাস্তবতা।

তিনি লোকজনকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, চলতি তাপদাহে পরিসংখ্যাগতভাবে ৫০০ এর বেশি লোক মারা গেছে। তাপমাত্রা খুবই বেশি।
স্পেনের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এর জের ধরে অনেক এলাকায় আগুন লেগে যাচ্ছে।

তবে তাপদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

সূত্র : আল জাজিরা, এনডিটিভি

20/07/2022

বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ব্যক্তিগত সচেতনতাই সবথেকে বেশি দরকার
Save the energy save the world

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News Feed - নিউজ ফিড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share