প্যালেস্টিনের যোদ্ধাদের টানেল। এত দেখি ধারণার চাইতেও অনেক বেশি গভীর। 😲
আমরা পরে আছি মোবাইল, ল্যাপটপ, গেমস নিয়ে, আর ওরা (সন্মানের সহিত) বছরের পর বছর ধরে এগুলো তৈরি করেছে শত্রুর কাছ থেকে নিজের দেশ বাঁচাতে, আল আকসাকে রক্ষা করতে।
বিষয়টি লক্ষ্য করুনঃ জাতিসংঘে প্যালে/স্টিন রাষ্ট্রদূতের ভাষণ শেষে সবাই হাততালি দিচ্ছিলেন। কিন্তু ইজ/রাইলের রাষ্ট্রদূতের ভাষণ শেষে টেবিলে তার নিজের ফাইলের একটি শব্দ ছাড়া, সবাই ছিলেন একদম নিরব। চুপ থেকেও অনাস্থা জানানো যায়, এটাও একটা প্রমাণ।
প্যালেস্টিনবাসীদের হারানোর কিছু নেই। তাঁরা আগেই সব হারিয়েছেন। তবে, এইসকল ছোট ছোট পাওয়া, তাদের জন্য অনেক সন্মানের।
Love You #Palestine.
জাতিসংঘ কিছু করতে পারুক আর নাই পারুক, জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্য প্যালেস্টিনবাসীর জন্য একটা দলিল, যেখানে বলা হয়েছে,
"এটাও গুরুত্বপূর্ণ যে হামাসের হামলা এমনি এমনি ঘটেনি। ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা দেখেছে তাদের জমি ক্রমাগতভাবে গ্রাস করা হয়েছে এবং হিংস্রতায় জর্জরিত হয়েছে। তাদের অর্থনীতি স্তব্ধ। তাদের মানুষ বাস্তুচ্যুত এবং তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে।"
#FreePalestine #UnitedNations
পক্ষপাতমূলক ভারত ও পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে এটা আরেকটা চটকানা!
গতরাতে যেই দুইজন জি/ম্মিকে মুক্ত করে দেওয়া হয়েছে তাদের একজন কথা বলছেন মিডিয়ার সাথে। তিনি বলেছেন, "তারা আমাদের সাথে সম্মানের সাথে আচরণ করেছে, আমাদের ওষুধ সরবরাহ করেছে, আমাদের স্বাস্থ্যবিধির ভাল যত্ন নিয়েছে এবং ডাক্তারদের চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে এসেছে। তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল... আমরা একই খাবার খেয়েছি।"
(এখানে সংক্ষিপ্ত ভিডিও এ্যাড করা হল। মূল ভিডিও আরও বড়)
এর আগে হাম/লা চালিয়েছিল মসজিদে, তারপর হাসপাতালে, আজ করেছে চার্চে। আহত একজন ফিলিস্তিনি খ্রিস্টান চিৎকার করে বিশ্বকে বলেছে, "আমরা কোথায় যাব? তারা আমার বাড়িতে, আমার গির্জায় বো/মা মেরেছে, কোথাও যাওয়ার বাকি নেই!”
মধ্য গাজার গ্রীক অর্থোডক্স চার্চে বিমান/হাম/লায় দু'জন নি/হত (আপডেটঃ ১৭জন) এবং দশজন আ/হত হয়েছে, যেখানে বেসামরিক, মুসলিম এবং খ্রিস্টানরা আশ্রয় নিচ্ছিল।
ইজ/রাইলিরা শুধু মুসলমান হ/ত্যা করছে না। তারা হ/ত্যা করছে মানবতাকে। প্যালেস্টিনে শতাব্দি ধরে ইহুদী, খ্রিষ্টান আর মুসলমানরা একসাথে বসবাস করতো। উদ্বাস্তু ইহুদীরা (যারা ইউরোপ থেকে প্যালেস্টিনে এসেছে তারাই ) আমেরিকা ও ইংল্যান্ডের মদদে দখল করে নিয়েছে প্যালেস্টিনিদের ভু-খন্ড। ৭০বছর ধরে দখল, নির্যাতন ও হ/ত্যা/যজ্ঞ চালিয়ে যাচ্ছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানবতাবাদীদের সম্মিলিতভাবে প্যালেস্টিনে ই
নিজের দুই সন্তান একই দিনে শহীদ হয়েছেন। অথচ তিনি সাহস দিচ্ছেন অন্যদের। নিজে স্ত্রী'র কাছে ক্ষমা চেয়ে রেখেছেন, তিনি স্ত্রী'কে ক্ষমা করে দিয়েছেন।
ফিলিস্তিনবাসীদের সাহায্য বা সাহস দেওয়ার মত আমাদের কাছে কিছু নাই, যার কাছে আছে তিনি হচ্ছেন, 'আল্লাহ্'। তিনি (আল্লাহ্) ইনশা আল্লাহ্ কিয়ামত দিবসে ফিলিস্তিনবাসীকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ্, আমাদেরকে ক্ষমা করুন। :(
আইরিশ রাজনীতিবিদ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট মেম্বার Clare Daly প্যালেস্টিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গতকাল পার্লামেন্টে ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, "উরসুলা ভন ডের লেইন কীভাবে "ইউরোপ ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে" ঘোষণা করার সাহস করেন? সে আমার পক্ষে কথা বলে না। তিনি আয়ারল্যান্ডের পক্ষে কথা বলেন না। তিনি ইউরোপের নাগরিকদের পক্ষে কথা বলেন না।
আমরা #ফিলিস্তিনের জনগণের জন্য শান্তি, আন্তর্জাতিক আইন এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি।"
ইইউ পার্লামেন্টের এই ভিডিওটা সেই সকল সুশীলদের জন্য যারা ৭অক্টোবর দিয়ে গত ৭০বছর বিবেচনা করেছিল।
ভিডিওটি ৩১মার্চ ২০২৩ সালের। বক্তৃতা দিচ্ছেন আইরিশ পলিটিশিয়ান Clare Daly । পার্লামেন্টে তিনি উল্লেখ করেছেন ২০০৮ সাল থেকে ইজরাইলের হামলায় প্যালেস্টিনে ৩১মে ২০২৩ পর্যন্ত দেড় লাখের বেশী মানুষ হতাহত হয়েছে। যাদের মধ্যে ৩৩হাজার ছিল শিশু।
Clare Daly
ইজরাইলী বোমা হামলায় আহত মায়ের পাশে অসহায়ের মত দাঁড়িয়ে থাকা ব্যথিত শিশুটিই হয়তো একদিন একজন সাহসী যোদ্ধা হয়ে উঠবেন, যেমনটি ২০০৮, ২০১৪ সালের শিশুরা আজ এক একজন বীর যোদ্ধা।
দেশে দেশে হয়তো মানুষ আর অমানুষ জন্মায়, কিন্তু ফিলিস্তিনিতে জন্মায় এক একটা বীর!
ভিডিও'তে দেখুন ই জ বাহিনীর হাতে আটক কিশোরগুলো মুখের হাসিই কি তাদের বীরত্ব কি প্রমাণ করছে না!
'ষ্টেট অফ ই জ রা ই ল মূল ইহুদিবাদিত্তের প্রতিনিধিত্ব করে না', এই প্লাকার্ড নিয়ে ফিলিস্তিনিতে ই জ রা ই লী আগ্রাসনের বিরোধিতা করছে একদল ইহুদী।
#FreePalestine
জেরুজালেম থেকে ইহুদিবাদবিরোধী ইহুদিরা ফিলিস্তিনি পতাকা নিয়ে শেখ জাররাহতে মিছিল করেছে। আমরা, ইহুদি হিসাবে, শতাব্দী ধরে মুসলমানদের সাথে এখানে শান্তিতে বসবাস করেছি। আমরা ইহুদি যারা জায়নবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে। আমরা জায়নবাদী নই, আমরা শুধু ইহুদি।
#FreePalestine #gaza #palastinenotalone