S.M. Shakil

S.M. Shakil Blogger, Content Creator.

20/11/2023
এইটা এমন একটা দেশ; যেই দেশে ঘরে শান্তি নাই, অফিসে শান্তি নাই, বাজারে শান্তি নাই, এমনকি মইরা গিয়াও শান্তি নাই! যাইবেন কই?
04/11/2023

এইটা এমন একটা দেশ;
যেই দেশে ঘরে শান্তি নাই, অফিসে শান্তি নাই, বাজারে শান্তি নাই, এমনকি মইরা গিয়াও শান্তি নাই!
যাইবেন কই?

03/11/2023

প্যালেস্টিনের যোদ্ধাদের টানেল। এত দেখি ধারণার চাইতেও অনেক বেশি গভীর। 😲
আমরা পরে আছি মোবাইল, ল্যাপটপ, গেমস নিয়ে, আর ওরা (সন্মানের সহিত) বছরের পর বছর ধরে এগুলো তৈরি করেছে শত্রুর কাছ থেকে নিজের দেশ বাঁচাতে, আল আকসাকে রক্ষা করতে।

যেই কয়েকটি মুসলিম দেশ ইজরাইলকে স্বীকৃতি দিয়েছিল বাহরাইন তাদের একটি। ইজরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার এবং তাদের রাষ্ট্রদূতক...
02/11/2023

যেই কয়েকটি মুসলিম দেশ ইজরাইলকে স্বীকৃতি দিয়েছিল বাহরাইন তাদের একটি। ইজরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার এবং তাদের রাষ্ট্রদূতকে ফেরত আনার ঘোষণাকে সাধুবাদ জানাই। (আন্তর্জাতিক দুটে নিউজ লিংক কমেন্টবক্সে দেওয়া হলো)

ইজরাইল নিয়ে বেশ কয়েকবছর আগে একটা ডকুমেন্টরি দেখেছিলাম, সেই ডকুমেন্টরি নির্মাতা উপস্থাপিকা ইজরাইলে বসবাসরত একজন ইহুদী ধর্...
02/11/2023

ইজরাইল নিয়ে বেশ কয়েকবছর আগে একটা ডকুমেন্টরি দেখেছিলাম, সেই ডকুমেন্টরি নির্মাতা উপস্থাপিকা ইজরাইলে বসবাসরত একজন ইহুদী ধর্মগুরূকে জিজ্ঞেস করেছিলেন, "এই যে আপনারা সারা পৃথিবী থেকে যেকোন ইহুদী ইজরাইলে আসলেই তাদেরকে নাগরিকত্ব দিচ্ছেন, নানা রকম সুযোগ সুবিধা দিয়ে বসবাসের সুযোগ করে দিচ্ছেন, আর সেই সুযোগ নিয়ে প্রতিবছর কয়েক'শ মাত্র মানুষ ইজরাইলে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিবছর এই স্বল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে আসলে ইজরাইলের কি লাভ হবে?"

সেই ধর্মগুরুর উত্তর ছিল, "আপনি হয়তো ভাবছেন, একবছর/দু'বছরের কথা, কিন্তু আমরা ভাবছি, আগামী ৪হাজার বছরের কথা।"

এই মন্তব্যটি শুনার পর আমার চিন্তাশক্তির পরিধি কিছুটা হলেও বেড়েছে। আমরা সাধারণত ২০বছর/৩০বছরের পরিকল্পনার কথা ভাবি, কিংবা সর্বোচ্চ ৫০বছর বা ১০০বছরের কথা। আমরা কখনই ২০০/৫০০ কিংবা ১হাজার বছর এ্যাডভান্স চিন্তা করি না, কিন্তু সেটাই করে ইহুদীরা।

আমরা কথায় কথায় কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ, এই কথা বলে বলে; সান্তনা খুঁজি! আমরা ভাবি, কিয়ামত আসবে সবার বিচার হবে, আমরা পার পেয়ে যাব, আর বাকীরা সাঁজা ভোগ করবে। ব্যাস শেষ!

কিয়ামত অবশ্যই আসবে, এবং আল কোরআনে আল্লাহ্‌ বার বার এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিয়ামত সন্নিকটে ইহুদীরাও সেটা জানে। কিন্তু তারা বসে নেই তাদের পরিকল্পনা বাস্তবায়নে।

মাত্র ১শ বছর আগে উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়ানো একটা জাতি এখন সারা দুনিয়ায় শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছে। যাদের আঙ্গুলের ইশারায় এখন নাচে পুরো পশ্চিমা দুনিয়া। সবচেয়ে অবাক করা বিষয় দেখলাম যে, আমেরিকার নীতিনির্ধারণীর বড় বড় পদগুলো এখন ইহুদীদের দখলে। এগুলো তারা একদিনে দখল করেনি। এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। ইজরাইল বেশ কিছু মুসলমান দেশের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে নিয়েছে। বাকীরা নিরবে পা চাটছে। আর যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদেরটা নেওয়ার জন্য যে তারা বসে নেই সেটা তো বাংলাদেশের পাসপোর্ট থেকে ইজরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়াও একটা প্রমাণ বহন করে।

নেতানিয়াহু কয়েকমাস আগে জাতিসংঘে নতুন মধ্যপ্রাচ্যের ম্যাপ উপস্থাপন করেছে। সেখানে ফিলিস্তিন বা গাজা বা পশ্চিম তীর বলে কোন অংশ নেই। যা আছে পুরোটাই ইজরাইল। কি দুঃসাহস! যারা অন্যের বসতবাড়ি, জায়গা-জমি দখল করে নাম দিয়েছে 'স্টেট অফ ইজরাইল' তারাই এখন শো করছে মধ্যপ্রাচ্যের নতুন ম্যাপ? আর আরব নেতারা বসে বসে সেটা দেখছে।

মূল কথা হচ্ছে, ওদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং ওরা এখন পর্যন্ত দুনিয়াতে সফল। আমাদের মুসলমানদের কোন পরিকল্পনা নেই। আমরা বিভক্ত। আমরা ওদের কূটকৌশলের কাছে পরাজিত।

কিন্ত, হ্যাঁ, আমরাই জিতবো। আমরা এখন মার খাচ্ছি। কারণ, আমাদের নেতৃত্ব নেই, পরিকল্পনা নেই। কিন্তু আমাদের 'আল্লাহ্‌' আছেন।
ওরা (ইহুদীরা) ৪ হাজার বছরের পরিকল্পনা করছেন কিন্তু আমরা জানি, "আল্লাহ্‌ই উত্তম পরিকল্পনাকারী" এবং "আল্লাহ্‌ মুমিনদের সঙ্গেই রয়েছেন" পবিত্র কোরআনে আল্লাহ্‌ এই ঘোষণাই দিয়েছেন।

আমরা জানি, আমরাই জিতবো। রাসুল (সাঃ) এর ভবিষ্যৎবাণী বা হাদিসও সেই ইঙ্গিতই দেয়। আমরা জিতবো আল্লাহ্‌র সাহায্যে, কিন্তু মোনাফেকগুলোর কি হবে?

সেই বিষয়েও আল্লাহ্‌ বলে দিয়েছেন, সুরা আন নিসা। আয়াতঃ ১৪৫-এ, "মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতমস্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোন সহায় পাবেন না।"

27/10/2023

বিষয়টি লক্ষ্য করুনঃ জাতিসংঘে প্যালে/স্টিন রাষ্ট্রদূতের ভাষণ শেষে সবাই হাততালি দিচ্ছিলেন। কিন্তু ইজ/রাইলের রাষ্ট্রদূতের ভাষণ শেষে টেবিলে তার নিজের ফাইলের একটি শব্দ ছাড়া, সবাই ছিলেন একদম নিরব। চুপ থেকেও অনাস্থা জানানো যায়, এটাও একটা প্রমাণ।

প্যালেস্টিনবাসীদের হারানোর কিছু নেই। তাঁরা আগেই সব হারিয়েছেন। তবে, এইসকল ছোট ছোট পাওয়া, তাদের জন্য অনেক সন্মানের।
Love You .

25/10/2023

জাতিসংঘ কিছু করতে পারুক আর নাই পারুক, জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্য প্যালেস্টিনবাসীর জন্য একটা দলিল, যেখানে বলা হয়েছে,

"এটাও গুরুত্বপূর্ণ যে হামাসের হামলা এমনি এমনি ঘটেনি। ফিলিস্তিনি জনগণ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা দেখেছে তাদের জমি ক্রমাগতভাবে গ্রাস করা হয়েছে এবং হিংস্রতায় জর্জরিত হয়েছে। তাদের অর্থনীতি স্তব্ধ। তাদের মানুষ বাস্তুচ্যুত এবং তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে।"

24/10/2023

পক্ষপাতমূলক ভারত ও পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে এটা আরেকটা চটকানা!
গতরাতে যেই দুইজন জি/ম্মিকে মুক্ত করে দেওয়া হয়েছে তাদের একজন কথা বলছেন মিডিয়ার সাথে। তিনি বলেছেন, "তারা আমাদের সাথে সম্মানের সাথে আচরণ করেছে, আমাদের ওষুধ সরবরাহ করেছে, আমাদের স্বাস্থ্যবিধির ভাল যত্ন নিয়েছে এবং ডাক্তারদের চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে এসেছে। তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল... আমরা একই খাবার খেয়েছি।"

(এখানে সংক্ষিপ্ত ভিডিও এ্যাড করা হল। মূল ভিডিও আরও বড়)

তবুও আমরা হাসতে জানি!
21/10/2023

তবুও আমরা হাসতে জানি!

20/10/2023

এর আগে হাম/লা চালিয়েছিল মসজিদে, তারপর হাসপাতালে, আজ করেছে চার্চে। আহত একজন ফিলিস্তিনি খ্রিস্টান চিৎকার করে বিশ্বকে বলেছে, "আমরা কোথায় যাব? তারা আমার বাড়িতে, আমার গির্জায় বো/মা মেরেছে, কোথাও যাওয়ার বাকি নেই!”

মধ্য গাজার গ্রীক অর্থোডক্স চার্চে বিমান/হাম/লায় দু'জন নি/হত (আপডেটঃ ১৭জন) এবং দশজন আ/হত হয়েছে, যেখানে বেসামরিক, মুসলিম এবং খ্রিস্টানরা আশ্রয় নিচ্ছিল।

ইজ/রাইলিরা শুধু মুসলমান হ/ত্যা করছে না। তারা হ/ত্যা করছে মানবতাকে। প্যালেস্টিনে শতাব্দি ধরে ইহুদী, খ্রিষ্টান আর মুসলমানরা একসাথে বসবাস করতো। উদ্বাস্তু ইহুদীরা (যারা ইউরোপ থেকে প্যালেস্টিনে এসেছে তারাই ) আমেরিকা ও ইংল্যান্ডের মদদে দখল করে নিয়েছে প্যালেস্টিনিদের ভু-খন্ড। ৭০বছর ধরে দখল, নির্যাতন ও হ/ত্যা/যজ্ঞ চালিয়ে যাচ্ছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানবতাবাদীদের সম্মিলিতভাবে প্যালেস্টিনে ইজ/রাইলী গণহ/ত্যা রুখতে হবে।

19/10/2023

নিজের দুই সন্তান একই দিনে শহীদ হয়েছেন। অথচ তিনি সাহস দিচ্ছেন অন্যদের। নিজে স্ত্রী'র কাছে ক্ষমা চেয়ে রেখেছেন, তিনি স্ত্রী'কে ক্ষমা করে দিয়েছেন।
ফিলিস্তিনবাসীদের সাহায্য বা সাহস দেওয়ার মত আমাদের কাছে কিছু নাই, যার কাছে আছে তিনি হচ্ছেন, 'আল্লাহ্‌'। তিনি (আল্লাহ্‌) ইনশা আল্লাহ্‌ কিয়ামত দিবসে ফিলিস্তিনবাসীকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ্‌, আমাদেরকে ক্ষমা করুন। :(

18/10/2023

আইরিশ রাজনীতিবিদ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট মেম্বার Clare Daly প্যালেস্টিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গতকাল পার্লামেন্টে ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, "উরসুলা ভন ডের লেইন কীভাবে "ইউরোপ ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে" ঘোষণা করার সাহস করেন? সে আমার পক্ষে কথা বলে না। তিনি আয়ারল্যান্ডের পক্ষে কথা বলেন না। তিনি ইউরোপের নাগরিকদের পক্ষে কথা বলেন না।

আমরা #ফিলিস্তিনের জনগণের জন্য শান্তি, আন্তর্জাতিক আইন এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি।"

হাসপাতালে বো/মা হা/মলার প্রতিবাদে রাতেই লেবানন এবং জর্ডানের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। দুটো ভিডিওই আছে, এবং অন...
18/10/2023

হাসপাতালে বো/মা হা/মলার প্রতিবাদে রাতেই লেবানন এবং জর্ডানের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। দুটো ভিডিওই আছে, এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সংগ্রহে আছে, কিন্তু ফেসবুক পলিসি ভায়োলেশন দেখিয়ে রেস্ট্রিকশন দিতে পারে সেই জন্য পোষ্ট করতে পারি না।
আমি অনেক সাবধানতা অবলম্বন করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তবুও গতকাল আমার একটি ভিডিও ফেসবুক বাতিল করেছে।

গাড়ি বহরের যেই ছবিটি সেটা লেবাননের, আর মানুষের অবস্থানের ছবিটি জর্ডানের। জর্ডানের মানুষ জড়ো হয়েছিল ইজ***ল দুতাবাসের সামনে, আর লেবাননের গাড়িবহর মার্চ করেছে লেবালনে অবস্থিত ইউএস এ্যাম্বাসির দিকে।

16/10/2023

ইইউ পার্লামেন্টের এই ভিডিওটা সেই সকল সুশীলদের জন্য যারা ৭অক্টোবর দিয়ে গত ৭০বছর বিবেচনা করেছিল।

ভিডিওটি ৩১মার্চ ২০২৩ সালের। বক্তৃতা দিচ্ছেন আইরিশ পলিটিশিয়ান Clare Daly । পার্লামেন্টে তিনি উল্লেখ করেছেন ২০০৮ সাল থেকে ইজরাইলের হামলায় প্যালেস্টিনে ৩১মে ২০২৩ পর্যন্ত দেড় লাখের বেশী মানুষ হতাহত হয়েছে। যাদের মধ্যে ৩৩হাজার ছিল শিশু।
Clare Daly

16/10/2023

সৌদি আরবের আমন্ত্রণে ১৮অক্টোবর প্যালেস্টিন ইস্যুতে ৫৭ মুসলিম দেশের সংগঠন ওআইসি জরুরী সভা ডেকেছে। এই সভাতেই গাঁজার গণহত্যা বন্ধ করা সম্ভব। আমরা হ্যাশ ট্যাগ দিয়ে ওআইসি'র দৃষ্টি আকর্ষণ করতে পারি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when S.M. Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.M. Shakil:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share