Law of Attraction

  • Home
  • Law of Attraction

Law of Attraction Dreams are the seeds from which beautiful tomorrows grow.
(23)

09/02/2024

যারা ফোনপে/গুগলপে/ অ্যামাজন পে বা পেটিএম থেকে রিচার্জ করেন তাদের জন্য আরও বেশি ইনকাম করার সুবর্ন সুযোগ নিয়ে এল সোশ্যালপে।
আপনারা সোশ্যালপে থেকে রিচার্জ করলে আরও বেশি ইনকাম করতে পারবেন বা কমিশন পাবেন।

নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে ফ্রিতে বাড়তি ইনকাম করতে চাইলে অবশ্যই সোশ্যালপে জয়েন করুন।
https://play.google.com/store/apps/details?id=com.social.pe&referrer=AMTM27ZC
Joining Link 🔗☝️

For Details WhatsApp me👇
https://wa.me/918918444022?text=JOIN

https://play.google.com/store/apps/details?id=com.social.pe&referrer=AMTM27ZC
এই লিঙ্ক এ ক্লিক করুন, অটোমেটিক প্লেস্টোরে যাবে, তারপর ইন্সটল করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নাম, বয়স ইত্যাদি দিয়ে।

PhonePay/GooglePay/Amazon Pay या Paytm से रिचार्ज करने वालों के लिए Socialpay ज्यादा कमाई करने का सुनहरा मौका लेकर आया ह...
09/02/2024

PhonePay/GooglePay/Amazon Pay या Paytm से रिचार्ज करने वालों के लिए Socialpay ज्यादा कमाई करने का सुनहरा मौका लेकर आया है।
यदि आप सोशलपे से रिचार्ज करते हैं तो आप अधिक आय अर्जित कर सकते हैं या कमीशन प्राप्त कर सकते हैं।

यदि आप अपने खाली समय का उपयोग करके मुफ्त में अतिरिक्त आय अर्जित करना चाहते हैं, तो सोशलपे से अवश्य जुड़ें।
https://play.google.com/store/apps/details?id=com.social.pe&referrer=AMTM27ZC
जुड़ने का लिंक 🔗☝️

विवरण के लिए मुझे व्हाट्सएप करें
https://wa.me/918918444022?text=JOIN

https://play.google.com/store/apps/details?id=com.social.pe&referrer=AMTM27ZC
इस लिंक पर क्लिक करें, यह स्वचालित रूप से प्लेस्टोर पर चला जाएगा, फिर इंस्टॉल करें और मोबाइल नंबर, नाम, उम्र आदि के साथ रजिस्टर करें।

25/01/2024

*Attention* *Attention* *Attention*

I'm looking for people who are seriously in need of extra income.

You can earn Rs 10000-30000 per month by Working 3-4 hours per day by Your any Mobile in Part or Full time.

Totally Genuine and Govt. Approved.

I will provide all Legal proofs.

Note: We need only serious candidates

If you are interested then Write ur Name, City and State WhatsApp me on +91-8918444022

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ প্রাপ্ত বাঁকুড়া জেলার সেরা ১৩ দুর্গাপূজা (সেরা পুজো, সেরা প্রতিমা,সেরা মন্ডপ,সেরা সমাজ সচে...
25/10/2023

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ প্রাপ্ত বাঁকুড়া জেলার সেরা ১৩ দুর্গাপূজা (সেরা পুজো, সেরা প্রতিমা,সেরা মন্ডপ,সেরা সমাজ সচেতনতা)

বাঁকুড়া জেলার সেরা ১৩ দুর্গাপূজা • দুর্গাপূজা ২০২৩ | Best Durgapuja of Bankura District িশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ প্রাপ্ত বাঁক.....

এবছর দুর্গা পুজোয় মেট্রো পরিষেবা -
10/10/2023

এবছর দুর্গা পুজোয় মেট্রো পরিষেবা -

ছোট থেকেই শুনতেন বাঙালির দ্বারা আর যাই হোক, ব্যবসা সম্ভব না | কিন্তু বড়বাজারে ডিস্ট্রিবিউটরের কাজ করতে করতে তিনি স্বপ্ন ...
19/09/2023

ছোট থেকেই শুনতেন বাঙালির দ্বারা আর যাই হোক, ব্যবসা সম্ভব না | কিন্তু বড়বাজারে ডিস্ট্রিবিউটরের কাজ করতে করতে তিনি স্বপ্ন দেখতেন বড় ব্যবসা করার | বলতেন একদিন সারাদেশে আমার প্রোডাক্টের নাম ছড়িয়ে পড়বে | সেই সময় দাঁড়িয়ে তাঁর এই কথায় কেউ বিশ্বাস করত না | লোকে তাঁকে নিয়ে হাসাহাসি করত | কিন্তু তিনি ছিলেন নিজের লক্ষ্যে অবিচল | আর আজ তাঁর কোম্পানি বিস্ক ফার্ম বেকারি ব্যবসায় দেশের চতুর্থ বৃহত্তম কোম্পানি | বর্তমানে কোম্পানির ব্যবসার টার্নওভার দুহাজার কোটির বেশী | এখন সারা দেশে এই ব্র্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া..💙🌿

🤎| #বিশ্বকর্মার_সন্ধানে |🤎

কে তিনি...?

তিনি কৃষ্ণদাস পাল | তবে শিল্পমহলে তিনি কে ডি পাল নামেই পরিচিত | জন্ম ১৯৪০ সালে বর্ধমান জেলার কামারকিতা গ্রামে। বাবার নাম পূর্ণ চন্দ্র পাল। পাঁচ ভাই, তিন বোনের মধ্যে তিনি তৃতীয় |
পূর্ণচন্দ্র পাল বিয়ের আংটি বিক্রি করে বর্ধমান থেকে কলকাতায় এসেছিলেন ভাগ্যান্বেষণে। তাঁর সঙ্গে আসেন স্ত্রী ও ছেলেরাও। শহরে পৌঁছে গঙ্গায় ডুব দিয়ে প্রার্থনা করেন 'যাই করি তাতেই যেন সেরা হতে পারি'। অভাবের সংসার | পরিবারের সকলকে নিয়ে এসে তুললেন শ্যামপুকুরের এক কামরার ঘরে। শুরুতে কলকাতার এক বেসরকারী কোম্পানিতে অল্প মাইনের একটা চাকরী পেয়েছিলেন পূর্ণচন্দ্র | তারপর সেটা ছেড়ে বড়বাজারের একটা ছোট্ট ঘর থেকে শুরু হল পূর্ণচন্দ্রের ট্রেডিং ও ডিস্ট্রিবিউশনের কাজ।
কৃষ্ণদাস ভর্তি হলেন কাছেই শ্যামবাজার এ. ভি স্কুলে। পড়াশুনার জায়গার অভাব তাই তিনি পড়াশুনা করতেন রান্নাঘরে। অল্প বয়স থেকে ব্যবসার কাজে বাবাকে সাহায্য করতেন কৃষ্ণদাস। প্রথমে সাইকেল ভ্যানে এ্যালপাইন দুধ পৌঁছে দিতেন বাড়ি বাড়ি। আর‌ও বড় হলে; মোটর ভ্যানে বড় বড় দোকানে নানান ধরনের মাল পৌঁছে দিয়েছেন তিনি। এদিকে আবার সেল্স ট্যাক্স রেজিস্টার লেখার দায়িত্ব‌ও ছিল তাঁর উপর | বেশ মেধাবী ছিলেন কৃষ্ণচন্দ্র | তাই ছোট ভাই বোনেদের লেখাপড়ায় সাহায্য করার দায়িত্ব‌ও ছিল তাঁর কাঁধে। এ. ভি স্কুলের পর ইংরাজী অনার্স পড়তে ঢুকলেন সিটি কলেজে। বিএ করার পর এমএ ও তারপর আইন পড়া শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

পূর্ণচন্দ্রের ব্যবসার অবস্থা ততদিনে বেশ পোক্ত হয়ে উঠেছে। শ্যামপুকুর স্ট্রীটেই দেড় কাঠা জমির উপর ছোট্ট একটা বাড়ি করেছেন। তবু বাবার উপর চাপ না বাড়িয়ে কৃষ্ণদাস চাকরী নিলেন হাওড়ার অক্ষয় শিক্ষায়তন স্কুলে। এরপর কিছুদিন হাইকোর্টে ওকালতিও করেন। ততদিনে পূর্ণচন্দ্রের ব্যবসা আর‌ও বড় হয়েছে। তিনি ছেলেকে পুরোপুরি টেনে নিলেন ব্যবসার কাজে।

১৯৭৩ সালে পূর্ণচন্দ্র তাঁর সমস্ত ব্যবসা ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন। কৃষ্ণদাস পেয়েছিলেন ডিস্ট্রিবিউশন | কৃষ্ণদাস পেলেন ডিস্ট্রিবিউশন। তখন থেকেই যোগাযোগ এই বিশাল মার্কেটের সঙ্গে। নেসলে, ল্যাকমি আর ক্যালকাটা কেমিক্যালস— এই তিনটে কোম্পানির সঙ্গে ব্যবসা তো ছিলই। পরে কৃষ্ণদাস প্রায় একার চেষ্টাতেই সেই তালিকায় যুক্ত করলেন ব্রিটানিয়া, ডাবর, হরলিক্সের মতো কোম্পানিকে। ব্যবসা ও লাভের পরিমাণ এক ধাক্কায় বেড়ে গেল অনেকটা।
ক্যালকাটা কেমিক্যালসের ডিরেক্টর সমরেশ দাশগুপ্ত এই সময় মারা গেলে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে সেই কোম্পানির শেয়ার কিনে নেন কৃষ্ণদাস। কিন্তু উল্টোদিকে এগিয়ে এল আরেক প্রতিপক্ষ, শ ওয়ালেস। এমন ঘটনায় অসন্তুষ্ট হলেন কে ডি। আর সেই লড়াই গড়াল আদালত পর্যন্ত। বিস্তর ঘটনাপ্রবাহের পর তাঁর শেয়ার বিক্রি করে দিলেন কে ডি। কিন্তু ক্ষতিপূরণ পেলেন প্রায় ৭ কোটি টাকা। আর এই টাকা দিয়েই ২০০০ সালে শুরু হল ‘সাজ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’। তিন ছেলেমেয়ে শর্মিষ্ঠা, অর্পণ, আর জয়িতার নামের আদ্যক্ষর দিয়ে রাখা হল এই নতুন কোম্পানীর নাম। এই কোম্পানির প্রধান প্রোডাক্ট হল ‘বিস্কফার্ম বিস্কুট’।

প্রথমে উলুবেড়িয়া, তারপর শিলিগুড়ি— কারখানা বেড়েই চলল। সেইসঙ্গে বেড়ে চলল বিস্কফার্মের নাম। আর আজ? ২০ বছর বয়সী এই কোম্পানি গোটা ভারতে বেকারি ব্যবসায় চতুর্থ স্থান অধিকার করে আছে। আগে আছে ব্রিটানিয়া, পার্লে আর আইটিসি | সাড়ে তিন হাজার কর্মী যুক্ত বিস্কফার্মের সঙ্গে। এই ব্র্যান্ডের দ্য টপ, গুগলি, স্পাইসি, জাস্ট জিনজার, বুরবোঁ, চিজ ক্রিম– ইত্যাদি বিস্কুটগুলি সাধারণের কাছে বেশ জনপ্রিয় | দেশের বড় শহরগুলিতে বিস্কফার্ম ব্র্যান্ডের আউটলেট রয়েছে, ‘জাস্ট বেকড’ নামে। সেখানে বসে নানা রকম বিস্কুটের সঙ্গে চা-কফি তো খাওয়া যায়ই, সেই সঙ্গে পাওয়া যায় বিভিন্ন কুকিজ, কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, প্যাটিস, মাফিন | বর্তমানে ৪০ টির বেশি জাস্ট বেকড চালু আছে | কোম্পানীর লক্ষ্য হল এটাকে ১০০ তে নিয়ে যাওয়া। ইতিমধ্যে দেশের অন্যান্য প্রান্তে বিস্কফার্মকে ছড়িয়ে দিতে নাগপুরে একটা কারখানা খোলা হয়েছে। পরের লক্ষ্য বেঙ্গালুরু। সেখানে কনকপুরায় ৮ একর জমি কেনা হয়েছে। শীঘ্র‌ই কারখানা তৈরী শুরু হবে।

২০২০ সালে প্রয়াত হন কৃষ্ণদাস পাল | কেডি পালের ছেলে অর্পণ পাল এখন হাল ধরেছেন ব্যবসার। সারা দেশে নাম করলেও, বর্ধমানের মাটিকে কখনওই ভোলেননি কৃষ্ণদাস পাল। সাধারণ গ্রামের মানুষ নানা ভাবে পাশে পেয়েছে তাঁকে। লকডাউনের সময়েও গ্রামের মানুষের যাতে অসুবিধা না হয়, সে জন্য প্রয়োজনীয় সাহায্য করেছেন। গ্রামে ১১২টি পথবাতি লাগিয়ে দিয়েছেন। বিদ্যুতের বিলও উনি মেটাতেন। বাড়ি-বাড়ি পানীয় জলের সংযোগ করে দিয়েছেন। উনি চলে যাওয়ার পরে গ্রামের বাসিন্দারা যাতে সমস্যায় না পড়েন , সে জন্য একটি সংস্থাও তৈরি করে দিয়েছেন। গ্রামের ৯৫ শতাংশ রাস্তা কংক্রিট করে দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, শ্মশানঘাট তৈরি, দাতব্য চিকিৎসা, কম্পিউটার শিক্ষা, সেবা প্রতিষ্ঠানের মতো একাধিক প্রকল্প গ্রামের মানুষের জন্য চালু করেছিলেন। আশেপাশের গ্রামেও প্রচুর প্রাচীন মন্দির সংস্কার করেন। ঝড়ে ক্ষতিগ্রস্থ একশোরও বেশি বাড়ি দাঁড়িয়ে থেকে সংস্কার করে দিয়েছিলেন | তাঁর সংস্থায় এলাকার প্রচুর বেকার যুবকদের কাজ দিয়েছেন। গ্রামের মানুষের বিপদে-আপদে দাঁড়িয়েছেন। অসুস্থদের নিয়ে গিয়ে তাঁর হাসপাতালে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছেন।হাটগোবিন্দপুরে কলেজ তৈরির সময়ে তিনি খুব বড় ভূমিকা নিয়েছিলেন।

সব মিলিয়ে নিজের কাজে অনন্য হয়ে উঠেছিলেন কেডি। হয়ে উঠেছিলেন আস্ত এক প্রতিষ্ঠান।
তাঁর দেখানো পথে আরও এগিয়ে চলুক বিস্কফার্ম...💫🌻

♦️তথ্যসূত্রঃ দ্যা ওয়াল, আনন্দবাজার পত্রিকা, The News বাংলা

09/09/2023
লে খোকা- মালিককে গিয়ে বল শিল্প এসেছে..😎Law of Attraction
05/09/2023

লে খোকা- মালিককে গিয়ে বল শিল্প এসেছে..😎

Law of Attraction

রাস্ট্রপতি ভবনের G20 র ইংরেজি নিমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার পরিবর্তে ভারত হিসেবে ছাপানো হল l তবে কি ইংরেজি নাম ইন্ডিয়া বদলে শ...
05/09/2023

রাস্ট্রপতি ভবনের G20 র ইংরেজি নিমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার পরিবর্তে ভারত হিসেবে ছাপানো হল l তবে কি ইংরেজি নাম ইন্ডিয়া বদলে শুধু ভারত হতে চলেছে দেশের নাম ? 👇

30/08/2023
27/08/2023

শেষে
"পুর"
আছে
এমন গ্ৰাম,শহর ও দেশের নাম বলুন!

দাবা বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পৌঁছলেন ফ...
24/08/2023

দাবা বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পৌঁছলেন ফাইনালে। ফাইনালে ওঠার পথে হারালেন বিশ্ব ক্রমপর্যায়ের দু নম্বর খেলোয়াড় ফ্যাবিয়ানো কারুয়ানা কে। ফাইনালে মুখোমুখি হবেন এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের। না আছে বাজির শব্দ, না আছে সোস্যাল মিডিয়ায় ঝড়। কি অদ্ভুত ব্যাপার না! অথচ দাবা খেলার জন্ম কিন্তু এই দেশেই। পৃথিবীর ১৮৫ টি দেশে দাবা খেলা হয়। যার মধ্যে শতাধিক দেশে গ্রান্ডমাস্টার টাইটেল হোল্ডার আছেন...
অভিনন্দন প্রজ্ঞানন্দ। ফাইনালের জন্য পেজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

© হোয়াইট পলিটিক্স।

Law of Attraction

হ্যাঁ..."চাঁদ মামা" আজ শুধু আমাদের...🧡🤍💚গর্বিত "ভারতবাসী" হিসাবে...✊🏻🇮🇳❤️
23/08/2023

হ্যাঁ..."চাঁদ মামা" আজ শুধু আমাদের...🧡🤍💚

গর্বিত "ভারতবাসী" হিসাবে...✊🏻🇮🇳❤️

হালিসহর এলাকায় একটি বাড়ির সদর দরজা।
20/08/2023

হালিসহর এলাকায় একটি বাড়ির সদর দরজা।

চারধাম যাত্রা ২০২৩ রেজিস্ট্রেশন পদ্ধতি। হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করবেন। কেদারনাথ যাত্রা...
13/05/2023

চারধাম যাত্রা ২০২৩ রেজিস্ট্রেশন পদ্ধতি। হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করবেন। কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন।
Chardham Yatra WhatsApp Registration 2023

চারধাম যাত্রা ২০২৩ রেজিস্ট্রেশন পদ্ধতি | Chardham Yatra 2023 WhatsApp Registration Process| কেদারনাথ যাত্রা ২০২৩☑️চারধাম যাত্রা রেজিস্ট্রেশন ২...

✨  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বু...
03/07/2022

✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

(সংগ্রহীত)

 # #  একটি শিক্ষনীয় বিষয়   # #⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! ...
22/06/2022

# # একটি শিক্ষনীয় বিষয় # #

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না । ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো । কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে । এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও । তারপর তোমার নিয়োগ হবে । ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না । গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন । তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো ।

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন । বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে । তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন । ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন । বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ।

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক । হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো । বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন । বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন ।

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি । ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ । খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন । বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন । ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি । বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো । ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে । কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন ।

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই ।।

সুতরাং সময় থাকতেই সাবধানী হোন।
সৎ পথে চলার অভ্যাস করুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Law of Attraction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share