Beanibazar24.com

  • Home
  • Beanibazar24.com

Beanibazar24.com With just few clicks, you will get all the recent news and information of Beanibazar on your computer or smartphone.

প্রিয় বন্ধু,
শুভেচ্ছা রইলো।
ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রিয় বিয়ানীবাজারের অগনিত সংবাদগুলোকে গুছিয়ে আপনার সামনে হাজির করা এবং বিয়ানীবাজারের কিশোর ও তরুনদের লেখালেখি, রিপোর্টিং বা সিটিজেন জার্নালিজমের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই Beanibazar24.com উদ্যোগটি নেয়া হয়েছে।
এবার আপনার পালা।
আপনি এই পেইজটি লাইক করুন, ইচ্ছে হলে মন্তব্য করুন আর সর্বোপরি শেয়ার করে ছড়িয়ে দিন লক্ষ লক্ষ বিয়ানীবাজারের

শুভাকাংক্ষীদের মাঝে যারা দূরে থেকেও জানতে চায় বিয়ানীবাজারের সব খবর সবসময়।

এছাড়াও, আপনি বিয়ানীবাজারের যেকোন সংবাদ বা প্রেস রিলিজ আমাদের জানাতে পারেন এই [email protected] ইমেইল ঠিকানায়।

ধন্যবাদ।

25/06/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

লাসাইতলা নিবাসী,সাবেক পৌর কমিশনার আব্দুল মজিদ( মরির) আর আমাদের মাঝে নেই। আজ দুপুর ২ ঘটিকায় ওসমানী মেডিকেল হাসপাতালে তিনি ইন্তেকাল করিয়াছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১১ ঘটিকায় লাসাইতলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।

28/02/2023

বিয়ানীবাজারের সুতারকান্দী গ্রামের, বর্তমানে দাসগ্রাম নিবাসী, সকলের শ্রদ্ধাভাজন জনাব আবদুল মালিক (চুনু) চাচা আজ এশার নামাযের সময় নিজ বাসায় ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল ২টার সময় বিয়ানীবাজার কলেজ রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আল্লাহ সুবহানাহুতায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

আমিন ইয়া রাব্বুল আল-আমিন।

We pass on our sincere condolences to the Royal Family on the passing of   II.The Queen has served as monarch for 70 yea...
08/09/2022

We pass on our sincere condolences to the Royal Family on the passing of II.

The Queen has served as monarch for 70 years, longer than any other in British history, gaining love and respect all across the globe.

The Queen spoke of the value of all faiths, and the healing power of faith to bring together and unite communities. She will be most remembered for her sense of duty and her devotion to a life of service.

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫–এর বেশি হলে পাঠানো হয় ‘টেক অ্যাকশন’ বার্তা। এ সময় ব্যবহারকারীদের স্মার্টফোনে স...
03/08/2022

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫–এর বেশি হলে পাঠানো হয় ‘টেক অ্যাকশন’ বার্তা। এ সময় ব্যবহারকারীদের স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বা সতর্কবার্তা বাজবে।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালুর জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে লোকেশন অপশনে নির্বাচন করতে হবে। এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করে আর্থকোয়েক অ্যালার্ট নির্বাচন করতে হবে।

আপনি এখন গুগল থেকে সরাসরি বন্যা সতর্কবার্তা পেতে পারেন! বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) ও এটুআই - অ্যাসপায়ার টু ইনোভেট কার্যক্রমের সাথে সহযোগিতার ভিত্তিতে গুগল এখন বাংলাদেশে গুগল বন্যা পূর্বাভাষস প্রদান কার্যক্রম নিয়ে এসেছে। নিচের নির্দেশনা অনুসরণ করুন👇

আরো পড়ুন: http://ow.ly/KgJS50KaeR4

Now you can get flood alerts directly from Google! Google in collaboration with the Bangladesh Water Development Board (BWDB) and the a2i - Aspire to Innovate Program has now brought the Google Flood Forecasting Initiative to Bangladesh. Follow the instructions below 👇

Read more: http://ow.ly/KgJS50KaeR4

01/08/2022

জীবনধারণ, বাড়িভাড়াসহ আনুষঙ্গিক খরচ, বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার খরচ, চিকিৎসা বিমা, ভ্রমণের খরচ—সবই থাক...

আপনার হয়তো কাজে লাগতে পারে। #প্রশিক্ষণ
30/07/2022

আপনার হয়তো কাজে লাগতে পারে।
#প্রশিক্ষণ

Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Education Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্র...

28/07/2022
আজ একদিনের সিলেট সফরে  আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সোমবার সকাল পৌনে ৯ টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্...
16/07/2022

আজ একদিনের সিলেট সফরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সোমবার সকাল পৌনে ৯ টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাবেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সরকারি এ সফরসূচিতে, বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে যাবেন শিক্ষামন্ত্রী এবং সেখানে সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে তিনি সকাল ১০ টায় মতবিনিময় করবেন।

এরপর তিনি সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর ‘ইনাগুরেশন ট্রিস ফর অ্যা বেটার ফিউচার অ্যান্ড রিমোট মেডিকেল এইড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ করবেন।

বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে আবার বিকাল ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

13/07/2022

জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরেরবেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর সাময়িকভাবে হয়তো ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনে। একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই একদম সম্ভব না হলে, খালিপেটে জ্বরের ঔষধ দিতে পারবেন।

৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।

ডেঙ্গু সিজন এখন। পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে।কাজেই সন্দেহ হলেই আশেপাশে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে টেস্ট করে নিবেন।
আপনার শিশুকে সাবধানে রাখুন ও সবাই সুস্থ থাকুন।

ধন্যবাদ!

লিখেছেনঃ DrKaderul Gani Tanim

10/07/2022
10/07/2022

ঈদ-উল-আযহা মোবারক 🐄🐐!
ঈদ হল নিজেদের যা আছে সেটা অন্যদের সাথে ভাগাভাগি করা এবং দরিদ্র মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া।

আপনি এবারের ঈদ কীভাবে কাটাচ্ছেন? আপনার ঈদ উদযাপনের কোন ছবি আমাদের কাছে ই-মেইল [email protected] করতে অথবা কমেন্ট করতে ভুলবেন না!

📸জনাব মোস্তফা কামাল ও ভাগ্নে ঈদ উদযাপনের ছবি। আমাদেরকে এই ছবি পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ!

Eid-al-Adha Mubarak 🐄🐐!
Eid is all about sharing what we have and caring for those in need.

How are you celebrating Eid this year? Don’t forget to share with us a photo from your celebration via [email protected] or leave a comment!
🎉🌙

📸 Photo of Mr. Mostafa Kamal with his nephew celebrating Eid. Thank you for sending us this photo!

09/07/2022

ঈদুল আযহা মোবারক!
আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ ও আনন্দঘন ঈদ শুভেচ্ছা। - রাষ্ট্রদূত হাস

09/07/2022

Beat the August rush!

Demand for Student visas is high and they are taking 5 weeks to process. We recommend that you apply in July if able to do so rather than waiting until August.

সিলেট বন্যা কবলিত এলাকায় বাড়ছে পানি বাহিত রোগ-বালাই-------- সিলেটের অনাকাঙ্ক্ষিত বন্যার প্লাবিত পানি ধীর গতিতে কমছে। পাশ...
07/07/2022

সিলেট বন্যা কবলিত এলাকায় বাড়ছে পানি বাহিত রোগ-বালাই--------

সিলেটের অনাকাঙ্ক্ষিত বন্যার প্লাবিত পানি ধীর গতিতে কমছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার পরিবার, ঘর বাড়ি যা তলিয়ে নিয়েছে বন্যায়, কারো হয়েছে ক্ষয়-ক্ষতি ফলসলাদি, আবার কারো হয়েছে গবাদিপশু পাখির মৃত্যু । এই ভয়াবহ কঠিন মুহুর্তে সিলেটবাসীর পাশে খাদ্য সামগ্রী সহায়তা করেছেন সরকারি, বেসরকারি, সমাজসেবক, প্রবাসী-ব্যক্তিবর্গ, যৌথও ব্যাক্তিগত উদ্দোগে গঠিত বিভিন্ন ফাউন্ডেশন ও ট্রাস্ট।।। সর্বহারা এইসব মানুষ এখনো পানি বন্ধী হওয়াতে সিলেট বিভাগে নতুন করে বাড়ছে চলেছে পানি বাহিত রোগ-বালাই যেমন - জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, চর্মরোগ, সাপের দংশন নানা বিধি পানি বাহিত রোগে হচ্ছেন মানুষ আক্রান্ত।। বন্যায় পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়েছেন মোট ৫০৭ জন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, পানি বাহিত রোগে সিলেট বিভাগে প্রায় ৯ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৮৪৭, সুনামগঞ্জে ১ হাজার ৭৭৮, হবিগঞ্জে ৩ হাজার ৩৪ ও মৌলভীবাজারে ২ হাজার ২৩৬ জন। তারা জ্বর,সর্দি-কাশি, ডায়রিয়া, সাপের দংশন, চোখের প্রদাহ ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হন। তবে এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই ছিলো বেশি।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০৭ জন ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫৪, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ২৩১ ও মৌলভীবাজারে ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বৃহস্পতিবার বিকালে সিলেটভিউ-কে বলেন, পানিবাহিত রোগ-বালাই সিলেটে যাতে ছড়াতে না পারে সেজন্য বিভাগজুড়ে ৪২৯টি টিম কাজ করছে। এর মধ্যে সিলেট জেলায় ১৪০, সুনামগঞ্জে ১২৩, হবিগঞ্জে ৯২ ও মৌলভীবাজারে ৭৪টি।

উল্লেখ্য, গত ১৫ জুন সিলেটে দ্বিতীয় দফা বন্যা মধ্যে প্লাবিত করে শহর ও গ্রামের ৯০ ভাগ এলাকা। স্মরণকালের ভয়াবহন বন্যার কবলে পড়ে সিলেট। এক সপ্তাহ পর থেকে বন্যার পানি কমতে শুরু করে কয়েকদিন পর ফের বাড়তে থাকে। ফলে দীর্ঘমেয়াদি বন্যার কবলে পড়েন সিলেটবাসী। এ অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা।

প্রায় দুই সপ্তাহ পর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেলেও পানি নামতে থাকে খুবই ধীরে। নগরীসহ সিলেটের বন্যাকবলিত অনেক এলাকার পানি এখনও পুরোপুরি নামেনি। নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনো প্লাবিত।

বাংলাদেশে অবস্থিত ইউ এস এম্বাসিতে কন্সুলার এসিস্ট্যান্ট (সোস্যাল মিডিয়ার জন্য) পদে নিয়োগ চলছে।আবেদন করুন।https://erajobs...
06/07/2022

বাংলাদেশে অবস্থিত ইউ এস এম্বাসিতে কন্সুলার এসিস্ট্যান্ট (সোস্যাল মিডিয়ার জন্য) পদে নিয়োগ চলছে।

আবেদন করুন।

https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms?_ref=dm1vuhvnpt0&returnToSearch=true&jnum=36447&orgId=157

Start date: Candidate must be able to begin working within a reasonable period of time (4 weeks) of receipt of agency authorization and/or clearances/certifications or their candidacy may end.

বিয়ানীবাজার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ------- বিয়ানীবাজার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯৫ টি পরিবার...
05/07/2022

বিয়ানীবাজার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা -------

বিয়ানীবাজার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯৫ টি পরিবারকে ঘর-বাড়ি পুর্নবাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আর্থিক সহায়তা ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা যা কেবল বন্যায় তলিয়া যাওয়া ঘরবাড়ি পুর্নবাসনের জন্য পরিবারকে দেয়া হবে।

উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে অর্থ বিতরণ করবেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার নগদ ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) সহায়তা পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর নূর জানান, সরকারি নগদ অর্থ সহায়তা দু-একদিনের মধ্য পেয়ে যাবো এবং চেক প্রাপ্তির সাথে সাথেই দ্রুত সময়ের মধ্যেই বিতরণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তলিয়ে যাওয়া পরিবারের তালিকা চেয়ারম্যানদের মাধ্যমে করা হবে এবং সরকারি নগদ অর্থ সহায়তা বিয়ানীবাজার সর্বমোট ৪৯৫ জন পাবেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Beanibazar24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beanibazar24.com:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share