Nahid's Creation

  • Home
  • Nahid's Creation

Nahid's Creation Stay with us for romantic and funny videos and all updates news ��
(2)

এই ছবিটা অনেক কিছু ভাবতে শেখায়।💔
18/10/2024

এই ছবিটা অনেক কিছু ভাবতে শেখায়।💔

12/10/2024

ক্রানের টাকা মেরে বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ😶

11/10/2024

বাপ-মা কিস্তি তুলে সংসার চালায়, আর ছেলে ফেসবুকে পোস্ট করে ডঃ ইউনুস সুদখোর! 🤣 জীবনটা আসলেই কেমন যেন।

07/10/2024

আপা আর নেই!😪😪

ভারতে!!

03/10/2024

ছাত্ররা ত্রাণের টাকার হিসেব দিল, কিন্তু ১৬ বছরের দেশের টাকার হিসাব কোথায়? পালিয়ে যাওয়া নেত্রী ও নেতাদের বলুন, এবার দেশবাসীর কাছে ক্লিয়ারেন্স রিপোর্ট দেন! 😏💸

23/09/2024

আপনার কোনো কাজ যদি শাহবাগ-পাড়ায় চুলকানি সৃষ্টি করে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে, আপনি সঠিক পথেই আছেন।

23/09/2024

শিবিরের অনেক নেতাকর্মীর ছাত্রলীগে পদ ছিলো, যেটা তাদের রাজনীতির কৌশল ছিলো, যেন কোনো শিবিরের নেতাকর্মী ছাত্রলীগের হাতে আটকে গেলে তখন আরেক শিবির নেতা (যার ছাত্রলীগে পদ ছিলো) তাকে উদ্ধার করতে পারে।
কিন্তু আমার মনে হচ্ছে শিবিরের এই অবস্থানের জন্য বড়সড় একটা বিতর্ক তৈরি হবে এখন।

আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যয় আপনার সাথে আছি।পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি। পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনা...
23/09/2024

আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যয় আপনার সাথে আছি।
পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি।
পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনার সাথে আছি।

পাহাড়, সমতল,বাঙালি, আদিবাসী সব আর সবাই সমান তাও মানি সেটা লাউড এ্যান্ড ক্লিয়ারলি মানি।

কিন্তু আপনি দেশ থেকে আলাদা হয়ে আলাদাভাবে দেশ গড়বেন বা দেশ বানাবেন পাহাড় থেকে সেনা হটাইতে বলবেন সেটা কিন্তু মানতে পারছি না, বা সেটাতে আপনার পাশে থাকতে পারছি না।

দেশটা বাঙালির | দেশটা ক্ষুদ্র নৃগোষ্ঠী | দেশটা পাহাড়ির |দেশটা সমতলের ।
দেশটা আমার | দেশটা আপনার | দেশটা সকলের |
সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু!বিশ্ববিদ্যালয় জীবনের ২ টা বছর আমর...
23/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু!

বিশ্ববিদ্যালয় জীবনের ২ টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচাইতে ভালো একটি ছেলে! মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু একটা ছেলে!

জামায়াত শিবির করা কতোটা কঠিন শুধু সেটাই বলি, ২ বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেটা আমি জানতে পারি ৫ ই আগস্টের পরে! ছাত্রলীগের ভয়ঙ্কর টর্চারের মধ্যে যখন ফার্স্ট ইয়ারে পড়ার টেবিলে বসাই কঠিন, ঠিক তখন সাদিক পলিটিকাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়!

জাস্ট চিন্তা করুন, একই রুমে ২ বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ আমি জানতে পারি নাই।যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটা ছেলে সাদিক!

শুভ কামনা বন্ধু!❤️

যারা শিবির পছন্দ-অপছন্দ অথবা ঘৃণা-অবজ্ঞা করেন, সবার অবদানেই মহাবিজয়: সাদিক কাইয়ুমঢাবি শিবির সভাপতি।
23/09/2024

যারা শিবির পছন্দ-অপছন্দ অথবা ঘৃণা-অবজ্ঞা করেন, সবার অবদানেই মহাবিজয়:
সাদিক কাইয়ুম
ঢাবি শিবির সভাপতি।

22/09/2024

মন বাড়িয়ে ছুঁই আমি, হাত বাড়িয়ে নয়। দূরে যাওয়ার চিন্তা করলে কেনো লাগে ভয়?

গ্রাজুয়েশন শেষে কি করবা?লে আমি:
22/09/2024

গ্রাজুয়েশন শেষে কি করবা?

লে আমি:

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যান...
21/09/2024

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখলে নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে, আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা ☺️

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। এই ফাকে ম্যানেজার মেসের কিছু সদস্যদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়ে সে তার অনুসারী করে চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি তৈরি করে নেয়, যাদের কাজ হচ্ছে ম্যানেজার যাই করে তাতে সহমত বলা ও সকল কাজে সাপোর্ট দেয়া সেটা ন্যায় অন্যায় যাই হোক🥴

ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী তেরি বেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো। যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ মেসের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো😁

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে দেখে, দোকানদারের কাছে আগের ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের বিল সব বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না😐

হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক সুদানি ম্যানেজারের চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি এই বলে হুঁক্কা হুয়ো ডাক তুলছে👉👇

"আগেই ভালো ছিলাম, বলছিলাম না, উনার কোনও বিকল্প নাই"🥴

👉বিঃদ্রঃ উক্ত গল্প কোন বাস্তব ঘটনার সাথে মিলে গেলে তা কেবলই কাকতালীয়☺️

ছবিটা ভালো করে খেয়াল করুণ। আগে তাদের চলাফেরা কেমন ছিলো আর এখন কেমন।একটা চিকেন ল্যাগ পিচের দম কমপক্ষে ৩০ হাজার টাকা আর রু...
18/09/2024

ছবিটা ভালো করে খেয়াল করুণ। আগে তাদের চলাফেরা কেমন ছিলো আর এখন কেমন।একটা চিকেন ল্যাগ পিচের দম কমপক্ষে ৩০ হাজার টাকা আর রুটির দাম ১ পিচ কমপক্ষে ৭ হাজার টাকা। বাকি সব কিছু বাদ দিলাম।এতো টাকা কোথায় থেকে আসে "প্রশ্ন রেখে গেলাম". 🙂

সামনে ২৬ তারিখের পর ডিল হবে😏
18/09/2024

সামনে ২৬ তারিখের পর ডিল হবে😏

এএএএএএএএএ কিডা🤪🤪🤪
17/09/2024

এএএএএএএএএ কিডা🤪🤪🤪

16/09/2024

ভারতের কাছে হারানো ২০০ একর জামি পাচ্ছে বাংলাদেশ।
সোর্স ফেস দ্যা পিপল

স্বৈরাচারীর পদত্যাগপত্র এবার খুশি তো🥴
16/09/2024

স্বৈরাচারীর পদত্যাগপত্র এবার খুশি তো🥴

16/09/2024

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও
এককুত্তার টিভির মালিক মোজাম্মেল বাবু কট।

16/09/2024

আমি যাকে ভালোবাসি সে আমাকে বোন ভাবে।🥺

এর সমাধান কী?

ভালুবাসা😂
16/09/2024

ভালুবাসা😂

16/09/2024

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন। আলহামদুলিল্লাহ 🤲💖

 ব্রেকিং নিউজ ১০ নাম্বার মহা বিপদ সংকেত,ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আপা, যে কোন সময়ড.ইউনুস স্যারের উপর আঘাত হানতে পারে!!🫢🫢
15/09/2024

 ব্রেকিং নিউজ 
১০ নাম্বার মহা বিপদ সংকেত,
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আপা, যে কোন সময়
ড.ইউনুস স্যারের উপর আঘাত হানতে পারে!!🫢🫢

14/09/2024

যারা ভাবতেছেন, Hamster ভালো প্রফিট দিলে কি ক্ষতি আমাদের? তাদের উদ্দেশ্যে বলি শুনেন🗣️

Hamster, CATI এইগুলোয় ভালো প্রফিট দিলে গ্রাম থেকে শহর, কেউ বাদ যাবে না, সবাই এই সেক্টরে চলে আসবে, যেহেতু একদম সহজ মাধ্যম ইনকামের। এমনিতেই গ্রামের পিচ্ছি পুলাপান থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই করতেছে। এইটা প্রফিট দিলে বাদ বাকি সবাই ঝাপিয়ে পড়বে।

এখন আসি মেইন ট্রপিকে, ইউজার বেশি হলে কি ক্ষতি?

আপনারা যারা পুরাতন ইউজার আছেন, ২০/২১ সাল থেকে কাজ করতেছেন, তখন ইনকাম ভালো ছিলো, মেক্সিমাম প্রজেক্ট প্যামেন্ট করতো। হাতে গণা কয়েক হাজার মানুষ Crypto currency সম্পর্কে জানত, আর এখন? সবাই জানে যাদের হাতে ডিভাইস আছে।
ইউজার বেশি হওয়ার কারনে এখন মেক্সিমাম প্রজেক্ট স্ক্যাম করে, হাইপে Marketing হয় বেশী। ভবিষ্যতে স্ক্যাম প্রজেক্টের সংখ্যা আরও বাড়বে।

সব কিছুর লিমিটেশন আছে বস, ২জন শ্রমিকের কাজ যদি ১০জন করে, তাহলে তাদের মজুরি কমবে!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share