ইসলামিক সওয়াল জবাব মিডিয়া

  • Home
  • ইসলামিক সওয়াল জবাব মিডিয়া

ইসলামিক সওয়াল জবাব মিডিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামিক সওয়াল জবাব মিডিয়া, Media, .

05/06/2025
10/03/2025

💐💐 💠রমজানের হাদিস নং-৯💠 💐💐

আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন,একবার আমরা রসূলুল্লাহ (সাঃ)-এর সাথে যুদ্ধে রওনা হলাম। সে সময় রমজান মাসের ১৬ তারিখ অতিবাহিত হয়েছিল। এ সময় আমাদের কেউ সওম রেখেছে, আবার কেউ রাখেনি। সায়িমগণ সওমে না থাকা লোকদেরকে খারাপ জানেনি আবার সওমে না থাকা লোকজনও সায়িমগণকে খারাপ মনে করেনি।

[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০২০,
মুসলিম, হাদিস নং ১১১৬]

09/03/2025

💐💐 রমজানের হাদিস নং-৮ 💐💐

আবদুল্লাহ ইবনু শাক্বীক (রহঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করেছি যে, নাবী (সাঃ) কি গোটা মাস সওম রাখতেন? তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বললেন, আমি জানি না যে, নবী (সাঃ) রমাযান ছাড়া অন্য কোন মাস পুরো সওম রেখেছেন কিনা? কিংবা এমন কোন মাসের কথাও জানি না যে, মাসে তিনি (সাঃ) মোটেও সওম রাখেননি। তিনি প্রতি মাসেই কিছু দিন সওম পালন করতেন। এ নিয়মেই তিনি (সাঃ) জীবন কাটিয়েছেন।

[মুসলিম](১)
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৩৭]

07/03/2025

💐💐 🔹রমজানের হাদিস নং-৭🔹💐💐

‘আয়িশাহ্ (রাঃ)' বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) যখন নফল সওম রাখা শুরু করতেন, এমনকি আমরা বলতাম, তিনি (সাঃ) কি এখন সওম বন্ধ করবেন না। আবার তিনি (রসূল সাঃ) যখন সওম রাখা ছেড়ে দিতেন আমরা বলতাম, এখন তিনি (সাঃ) কি আর সওম রাখবেন না। রমাযান ছাড়া অন্য কোন মাসে তাঁকে পূর্ণ মাস সওম রাখতে দেখিনি। আর শা‘বান ছাড়া অন্য কোন মাসে তাঁকে আমি এত বেশী সওম রাখতে দেখিনি। আর একটি বর্ণনায় রয়েছে তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বলেন, রসূলুল্লাহ (সাঃ) কিছু দিন ছাড়া শা‘বানের গোটা মাস সওম পালন করতেন।

[বুখারী, মুসলিম](১)
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৩৬]

07/03/2025

💐💐 রমজানের হাদিস নং-৬ 💐💐

আনাস বিন মালিক (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রমাযান (রমজান) মাস এলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাযান (রমজান) মাস তোমাদের মাঝে উপস্থিত। এ মাসে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এ রাতের (কল্যাণ হতে) বঞ্চিত রয়েছে; সে এর সকল কল্যাণ হতেই বঞ্চিত। শুধু হতভাগ্যরাই এ রাতের কল্যাণ লাভ হতে বঞ্চিত থাকে।

[ইবনু মাজাহ](১)
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৬৪]

06/03/2025

💐💐 💠 রমজানের হাদিস নং-৫ 💠 💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমাযান মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় ‘ইবাদাতে রাত কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় লায়লাতুল কদরে ‘ইবাদাতে কাটাবে তারও আগের সব গুনাহ ক্ষমা করা হবে।

(বুখারী, মুসলিম)[১]
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৫৮]

04/03/2025

💐💐 💠 রমজানের হাদিস নং-৪ 💠💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মাহে রমাযান (রমজান) শুরু হলে আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়। অন্য এক বর্ণনায় আছে, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শিকলবন্দী করা হয়। অন্য এক বর্ণনায় আছে, ‘রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়’।
(বুখারী, মুসলিম)[১]

[রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৯৫৬]

03/03/2025

💐💐 🔹রমজানের হাদিস নং-৩🔹 💐💐

আনাস বিন মালিক (রাঃ) বণর্না করেছেন,

রমজান মাস শুরু হলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের নিকট এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়।

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৪৪]

02/03/2025

💐💐 রমজানের হাদিস নং-২ 💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃংখলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, এর একটি দরজাও বন্ধ হয় না এবং একজন ঘোষক ডেকে বলেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি! অগ্রসর হও, হে অসৎকর্মপরায়ণ! থেমে যাও। আল্লাহ্‌ (রমযানের) প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন।

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৪২]

02/03/2025

💐💐 রমজানের হাদিস নং-১ 💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজান মাসের সিয়াম রাখলো, তার পূর্বের গুণাহরাশি মাফ করা হলো।

[জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৬৪১]
চলবে ইনশাআল্লাহ্‌...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক সওয়াল জবাব মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share