ইসলামিক সওয়াল জবাব মিডিয়া

  • Home
  • ইসলামিক সওয়াল জবাব মিডিয়া

ইসলামিক সওয়াল জবাব মিডিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামিক সওয়াল জবাব মিডিয়া, Media, .

11/03/2024

💐💐 রমজানের হাদিস নং-১ 💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজান মাসের সিয়াম রাখলো, তার পূর্বের গুণাহরাশি মাফ করা হলো।

[জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৬৪১]

শাইখ আইনুল হক হক্কানি সাহেব
08/03/2024

শাইখ আইনুল হক হক্কানি সাহেব

20/08/2023

প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।

_সূরা আলে-ইমরান : ৩/১৮৫

09/08/2023
19/04/2023

🌹🌹 রমজানের হাদিস নং-২৮ 🌹🌹

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযান ব্যতীত কোন মাসে পুরা মাসের সওম পালন করেননি। তিনি এমনভাবে (নফল) সওম পালন করতেন যে, কেউ বলতে চাইলে বলতে পারতো, আল্লাহ্‌র কসম! তিনি আর সওম পালন পরিত্যাগ করবেন না। আবার এমনভাবে (নফল) সওম ছেড়ে দিতেন যে, কেউ বলতে চাইলে বলতে পারতো আল্লাহ্‌র কসম! তিনি আর সওম পালন করবেন না।

[সহীহুল বুখারী ১৯৭১]

19/04/2023

💐💐 রমজানের হাদিস নং-২৭ 💐💐

আয়িশাহ্ (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ- কদর রজনীকে রমাযান (রমজান) মাসের শেষ দশ দিনের বেজোড় রাতে অনুসন্ধান করো।

[সহীহুল বুখারী ২০১৭, তিরমিযী ৭৯২, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৮৩]

17/04/2023

💐💐 রমজানের হাদিস নং-২৬ 💐💐

আবূ বাকরা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি, তোমরা লায়লাতুল কদরকে রমজান মাসের অবশিষ্ট নবম রাতে, অর্থাৎ- ২৯তম রাতে; অথবা অবশিষ্ট সপ্তম রাতে, অর্থাৎ- ২৭তম রাতে; অথবা অবশিষ্ট পঞ্চম রাতে, অর্থাৎ- ২৫তম রাতে; অথবা অবশিষ্ট তৃতীয় রাতে, অর্থাৎ- ২৩তম রাতে; অথবা শেষ রাতে খোঁজ করো।
[তিরমিযী ৭৯৪, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৯২]

16/04/2023

💐💐 রমজানের হাদিস নং-২৫ 💐💐

আবদুল্লাহ ইবনু ‘আব্বাস বণর্না করেছেন,

তিনি বলেন, কল্যাণকর কাজের ব্যাপারে (দান-খয়রাত) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে প্রশস্ত হৃদয়ের অধিকারী। আর তাঁর হৃদয়ের এ প্রশস্ততা রমাযান (রমজান) মাসে বেড়ে যেত সবচেয়ে বেশী। রমাযান (রমজান) মাসে প্রতি রাতে জিবরীল আমীন তাঁর সাথে সাক্ষাৎ করতেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে কুরআন শুনাতেন। জিবরীল আমীনের সাক্ষাতের সময় তাঁর দান প্রবাহিত বাতাসের বেগের চেয়েও বেশী বেড়ে যেত।

[মুসলিম২৩০৮, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৯৮]

15/04/2023

💐💐 রমজানের হাদিস নং-২৪ 💐💐

আয়িশাহ্ (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান (রমজান) মাসের শেষ দশ দিনে যত ‘ইবাদাত বন্দেগী (মুজাহাদাহ্) করতেন এতো আর কোন মাসে করতেন না।

[মুসলিম ১১৭৫, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৮৯]

13/04/2023

💐🌹💐 রমজানের হাদিস নং-২২ 💐🌹💐

আবদুল্লাহ ইবনু ‘উমার বণর্না করেছেন,

তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথীদের কয়েক ব্যক্তিকে লায়লাতুল কদর (রমাযান (রমজান) মাসের) শেষ সাতদিনে স্বপ্নে দেখানো হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি দেখছি তোমাদের সকলের স্বপ্ন শেষ সাত রাতের ব্যাপারে এক। তাই তোমাদের যে ব্যক্তি কদর রজনী পেতে চাও সে যেন (রমাযান (রমজান) মাসের) শেষ সাত রাতে তা খুঁজে।

[সহীহুল বুখারী২০১৭, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৮৪]

12/04/2023

💐🔹🌹 রমজানের হাদিস নং-২১ 🌹🔹💐

আয়িশা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কদর রজনীকে রমাযান (রমজান) মাসের শেষ দশ দিনের বেজোড় রাতে অনুসন্ধান করো।

[সহীহুল বুখারী২০১৭, মুসলিম হাদিস নং ১১৬৯]

11/04/2023

💐🔹💐 রমজানের হাদিস নং-২০ 💐🔸💐

আবদুল্লাহ্‌ বিন উমার (রাঃ) বণর্না করেছেন,
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমজান মাসের শেষ দশকে ই‘তিকাফ করতেন। নাফি’ (রহঃ) বলেন, আবদুল্লাহ বিন উমার (রাঃ) আমাকে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ই’তিকাফের স্থানটি দেখিয়েছেন।

[সহীহুলবুখারী ২০২৫, সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৭৩]

10/04/2023

🌹🌹🌹 রমজানের হাদিস নং-১৯ 🌹🌹🌹

আয়িশা (রাঃ) বণর্না করেছেন,

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমজান মাসের শেষ দশকে অন্যান্য সময়ের তুলনায় ইবাদাতে অধিক মশগুল থাকতেন।

[সহীহুলবুখারী২০২৪, সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৬৭]

10/04/2023

💐💐 রমজানের হাদিস নং-১৮ 💐💐

আয়িশা (রাঃ) বণর্না করেছেন,

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমজান মাসের শেষ দশকে রাত জাগতেন, তহবন্দ শক্ত করে বেঁধে নিতেন এবং তাঁর পরিবার-পরিজনকে (ইবাদাতে মশগুল হওয়ার জন্য) জাগিয়ে দিতেন।

[সহীহুলবুখারী২০২৪, সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৬৮]

08/04/2023

🌹🌹 রমজানের হাদিস নং-১৭ 🌹🌹

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) বণর্না করেছেন,

আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে রমজান মাসের মধ্যম দশকে ই‘তিকাফ করেছিলাম। তিনি বলেন, আমাকে লায়লাতুল কদর দেখানো হয়েছিল; পরে তা আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতসমূহে তা অনুসন্ধান করো।

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৬৬]

07/04/2023

💐💐 রমজানের হাদিস নং-১৬ 💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ্‌ তা’আলা বলেছেন, সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তাঁর নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য। তাই আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। যদি কেউ তাঁকে গালি দেয় অথবা তাঁর সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন সায়িম। যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তাঁর শপথ! অবশ্যই সায়িমের মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিস্‌কের গন্ধের চাইতেও সুগন্ধি। সায়িমের জন্য রয়েছে দু’টি খুশী যা তাঁকে খুশী করে। যখন সে ইফতার করে, সে খুশী হয় এবং যখন সে তাঁর রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সওমের বিনিময়ে আনন্দিত হবে।

[সহিহ বুখারী, হাদিস নং ১৯০৪]

06/04/2023

💐💐 🌹🌹রমজানের হাদিস নং-১৫ 🌹🌹💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ- যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই।

[সহিহ বুখারী, হাদিস নং ১৯০৩]

05/04/2023

💐🌹💐 রমজানের হাদিস নং-১৪ 💐🌹💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে কেউ আল্লাহ্‌র পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে, হে আল্লাহ্‌র বান্দা! এটাই উত্তম। অতএব যে সালাত আদায়কারী, তাকে সলাতের দরজা হতে ডাকা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে। যে সিয়াম পালনকারী, তাকে রাইয়্যান দরজা হতে ডাকা হবে। যে সদাকাহ দানকারী, তাকে সদাকাহ্‌র দরজা হতে ডাকা হবে। এরপর আবূ বকর (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক, সকল দরজা হতে কাউকে ডাকার কোন প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হ্যাঁ। আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে।

[সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৭]

05/04/2023

💐💐 রমজানের হাদিস নং-১৩ 💐💐

সাহল (রাঃ) বণর্না করেছেন,

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ- জান্নাতের রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে।

[সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৬]

03/04/2023

💐💐 🌹 রমজানের হাদিস নং-১২ 🌹💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।

[সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪]

03/04/2023

🔸🔹🔸রমজানের হাদিস নং-১১🔸🔹🔸

আবূ হুরায়রাহ্ (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন রমাযান (রমজান) মাসের প্রথম রাত হয়, শয়তান ও অবাধ্য জীনদেরকে বন্দী করা হয়। জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেয়া হয়। এর একটিও খোলা রাখা হয় না। এদিকে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। একটিও বন্ধ রাখা হয় না। আহবানকারী (মালাক বা ফেরেশতা) ঘোষণা দেন, হে কল্যাণ অনুসন্ধানকারী! আল্লাহর কাজে এগিয়ে যাও। হে অকল্যাণ ও মন্দ অনুসন্ধানী! (অকল্যাণ কাজ হতে) থেমে যাও। এ মাসে আল্লাহ তা‘আলাই মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন এবং এটা (রমাযান (রমজান) মাসের) প্রত্যেক রাতেই হয়ে থাকে।

[তিরমিযী ও ইবনু মাজাহ](১)
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৬০]

01/04/2023

💐🌹💐 রমজানের হাদিস নং-১০ 💐🌹💐

শাদ্দাদ ইবনু আওস (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রমাযান (রমজান) মাসের আঠার তারিখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্বী‘তে (মাদীনার কবরস্থানে) এমন এক লোকের কাছে আসলেন, যে শিঙ্গা লাগাচ্ছিল। এ সময় তিনি আমার হাত ধরেছিলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যে শিঙ্গা লাগায় ও যে শিঙ্গা দেয় উভয়েই নিজেদের সওম ভেঙ্গে ফেলেছে।

[আবূ দাঊদ, ইবনু মাজাহ ও দারিমী] (১)

[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০১২]

01/04/2023

💐💐 রমজানের হাদিস নং-৯ 💐💐

আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, (একবার) আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে যুদ্ধে রওনা হলাম। সে সময় রমাযান (রমজান) মাসের ষোল তারিখ অতিবাহিত হয়েছিল। (এ সময়) আমাদের কেউ সওম রেখেছে, আবার কেউ রাখেনি। সায়িমগণ সওমে না থাকা লোকদেরকে খারাপ জানেনি আবার সওমে না থাকা লোকজনও সায়িমগণকে খারাপ মনে করেনি।

[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০২০,মুসলিম, হাদিস নং ১১১৬]

30/03/2023

💐💐 রমজানের হাদিস নং-৮ 💐💐

আবদুল্লাহ ইবনু শাক্বীক (রহঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করেছি যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোটা মাস সওম রাখতেন? তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বললেন, আমি জানি না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান (রমজান) ছাড়া অন্য কোন মাস পুরো সওম রেখেছেন কিনা? কিংবা এমন কোন মাসের কথাও জানি না যে, মাসে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মোটেও সওম রাখেননি। তিনি প্রতি মাসেই কিছু দিন সওম পালন করতেন। এ নিয়মেই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবন কাটিয়েছেন।
[মুসলিম](১)
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৩৭]

29/03/2023

🌹🌹 রমজানের হাদিস নং-৭ 🌹🌹

‘আয়িশাহ্ (রাঃ)' বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (নফল) সওম রাখা শুরু করতেন, এমনকি আমরা বলতাম, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি এখন সওম বন্ধ করবেন না। আবার তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সওম রাখা ছেড়ে দিতেন আমরা বলতাম, এখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কি আর সওম রাখবেন না। রমাযান মাস ছাড়া অন্য কোন মাসে তাঁকে পূর্ণ মাস সওম রাখতে দেখিনি। আর শা‘বান ছাড়া অন্য কোন মাসে তাঁকে আমি এত বেশী সওম রাখতে দেখিনি। আর একটি বর্ণনায় রয়েছে তিনি [‘আয়িশাহ্ (রাঃ)] বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিন ছাড়া শা‘বানের গোটা মাস সওম পালন করতেন।
[বুখারী, মুসলিম](১)

[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৩৬]

29/03/2023

💐💐 রমজানের হাদিস নং-৬ 💐💐

আনাস বিন মালিক (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রমাযান (রমজান) মাস এলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাযান (রমজান) মাস তোমাদের মাঝে উপস্থিত। এ মাসে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এ রাতের (কল্যাণ হতে) বঞ্চিত রয়েছে; সে এর সকল কল্যাণ হতেই বঞ্চিত। শুধু হতভাগ্যরাই এ রাতের কল্যাণ লাভ হতে বঞ্চিত থাকে।
[ইবনু মাজাহ](১)

[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৬৪]

27/03/2023

💐💐 রমজানের হাদিস নং-৫ 💐💐

আবূ হুরায়রা (রাঃ) বণর্না করেছেন,

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় রমাযান মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় ‘ইবাদাতে রাত কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় লায়লাতুল কদরে ‘ইবাদাতে কাটাবে তারও আগের সব গুনাহ ক্ষমা করা হবে। (বুখারী, মুসলিম)[১]

[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৫৮]

25/03/2023

💐💐 রমজানের হাদিস নং-৩ 💐💐

আনাস বিন মালিক (রাঃ) বণর্না করেছেন,

রমজান মাস শুরু হলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের নিকট এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়।

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৪৪]

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক সওয়াল জবাব মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share