Bangla Voice

Bangla Voice World eco-socio and political analyst newspaper & visual show. Bangla Voice a publication aimed at the Bangladeshi community in the West Midlands and beyond.

The free newspaper has been launched following demands from the Bangladeshi community in West Midlands. In the UK, the Bangladeshi population stands at just over 500,000, of which almost 20% live in the London borough of Tower Hamlets. Outside London, the largest Bangladeshi communities live in Birmingham, Oldham, Luton and Bradford. In Birmingham alone there are an estimated 70,000 people with ro

ots in Bangladesh. Bangla Voice will feature news from across the region and beyond with a focus on pertinent community issues. The publication will also support government and other campaigns in the hope of engaging with the Bangladeshi community. This publication will be the voice of the community, which one promotes peace. community harmony and diversity. Bangla voice is free distributed throughout the UK, It also reaches a large number of subscribers by post. Bangla voice's news coverage and reports are regarded as a valuable service to its 50,000 readers and particularly amongst the Bengali community. Bangla Voice is an Invaluable tool to promote your company, products and goods throughout the United Kingdom.

08/09/2024
09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আ....

মন্তব্য-মতামত:মোহাম্মদ মারুফছাত্রদের মুখ্য ভূমিকা-নেতৃত্বে আমার স্বদেশের নতুন এ যাত্রা- সকল অশুভ শক্তির কবল থেকে বেঁচে থ...
08/08/2024

মন্তব্য-মতামত:
মোহাম্মদ মারুফ

ছাত্রদের মুখ্য ভূমিকা-নেতৃত্বে আমার স্বদেশের নতুন এ যাত্রা- সকল অশুভ শক্তির কবল থেকে বেঁচে থাকুক

স্বাগতম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ এবং অগ্রিম শুভেচ্ছা

২০২৪ এর বিজয়। ৫৩ বছর পর দ্বিতীয় বিজয় হিসেবে আখ্যায়িত। নতুন বাংলাদেশের দিকে যাত্রা। যে যাত্রা বিগত ৫৩ বছরে বারবার ব্যাহত হয়েছে।
মানুষের মুখের ভাষা, মানুষের ন্যুনতম অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করার সকল রাস্তা বন্ধ হোক নতুন এ যাত্রায়।
দেশ হোক সকল বাংলাদেশীর। স্বাধীন হওয়ার পর থেকে তেপ্পান্ন বছর যাবত সুখে-দুঃখে বুক ফুলিয়ে এদেশের আলো-হাওয়ায় বেড়ে উঠা সকল ধর্ম-মত-চিন্তার মানুষের। তেপ্পান্ন বছর পর বিভাজনের খেলা আর নয়। প্রতিপক্ষ শুধুমাত্র অশুভ শক্তি-লুটপাটকারীরা। যে দেশদ্রোহী। সে দেশদ্রোহীই- এ নিয়ে রাজনীতি নয়।
এখন কাজের সময়। দেশ গড়ার সময়। দেশের স্বাধীন গণতান্ত্রিক ভিত্তি-প্রতিষ্ঠানসমূহ- (যা তেপ্পান্ন বছর পূর্বেই করার কথা ছিল।) গড়ার সময়। যে কোন ছন্দপতনে যে ভিত্তি-প্রতিষ্ঠানের উপর ভর করে, অশুভশক্তি-অগণতান্ত্রিক শক্তিকে রুখে দেশকে এগিয়ে নেয়া যাবে। দেশ এগিয়ে যাবে। লুট করে পার পাওয়া যাবে না। দূর্ণীতি থাকবে না।
২০২৪ এর ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ২৫-২৬ বছরের টগবগে যুবক। বাংলাদেশের অর্ধেক বয়সের তারা। তাদের কর্ম-চিন্তা সকল মানুষের উপযোগী এক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় দেখতে পাচ্ছি। বিশ্বের অনেক ছাত্র আন্দোলনের সফলতা, দেশের অরাজকতা দূর করে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসার ইতিহাসে বাংলাদেশের ছাত্ররা নতুন এক পালক সংযোজন করলো।
ছাত্রদের মুখ্য ভূমিকা-নেতৃত্বে আমার স্বদেশের নতুন এ যাত্রা- সকল অশুভ শক্তির কবল থেকে বেঁচে থাকুক।
#
শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক আদিলুর রহমান খান, সিনিয়র আইনজীবী হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন, আদিবাসী নেতা সুপ্রদিপ চাকমা, নারী নেত্রী ফরিদা আখতার, স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম।

১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে থাকছেন যারা
08/08/2024

১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে থাকছেন যারা

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ আজ শপথ নিচ্ছে। রাত সাড়ে আটটায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনু....

১৫ বছরে দেশের যোগাযোগ অবকাঠামো খাতমেগা প্রকল্পের বেশির ভাগই নির্মাণ ব্যয়ে বিশ্বে শীর্ষে
08/08/2024

১৫ বছরে দেশের যোগাযোগ অবকাঠামো খাত

মেগা প্রকল্পের বেশির ভাগই নির্মাণ ব্যয়ে বিশ্বে শীর্ষে

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো খাতের ইতিহাসে টাকার অংকে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ। ২০১০ থেকে ২০১৮ সাল....

১৫ বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে ১৫ লাখ কোটি টাকার বেশিএ সময়ে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৫০ বিলিয়ন ডলার
07/08/2024

১৫ বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে ১৫ লাখ কোটি টাকার বেশি
এ সময়ে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৫০ বিলিয়ন ডলার

১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশী ও ব.....

05/08/2024

দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান ...

05/08/2024

দেশের চলমান সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জাম.....

https://jamuna.tv/news/553448
05/08/2024

https://jamuna.tv/news/553448

দেশের চলমান সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জাম.....

কোটা-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একদফার আন্দোলনমোহাম্মদ মারুফকোটা-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা নতুন প্রজন্মের আন...
04/08/2024

কোটা-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একদফার আন্দোলন
মোহাম্মদ মারুফ

কোটা-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা নতুন প্রজন্মের আন্দোলন নতুন এক বাংলাদেশের জানান দিচ্ছে। নতুনের পথে এ যাত্রা, নতুনদের এ ভাবনা- বোধে নেয়াটাই এ সময়ের প্রগতিবোধ এবং বুদ্ধিমত্ত্বা।
দেখছি নতুন প্রজন্ম দেশ নিয়ে ভাবছে এবং তারা লক্ষ্যহীন নয়। হ্যামিলিয়নের বাঁশির সুরে অজানা গন্তব্যেও তাদের যাত্রা নয়। যা নতুন প্রজন্ম নিয়ে সমাজে প্রচলিত ভাবনার উল্টো। কিন্তু সরকার কী নতুন প্রজন্মের মন-মনন বুঝতে পারছে। এক কথায় উত্তর না-ই হবে কারণ কোটা-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গিয়ে সরকার একের পর এক ভুল পথে হাঁটছে। আন্দোলন দমাতে গিয়ে নির্বিচারে গুলি করে হত্যাকান্ড চালিয়ে সরকার নির্বিকার।
এখন এ আন্দোলন একদফার আন্দোলনে রূপান্তরিত। এটা স্বাভাবিক ছিল। ছাত্রদের আন্দোলন সমর্থন করি এবং জগদ্দল পাথরের মত স্বৈরতান্ত্রিক শাসনের বিরোধী আমি।
বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দীর্ঘদিন যাবত মানুষ হত্যা করে চলেছে। তাই দীর্ঘদিন সরকারে থাকার ফলে তারা অতিমাত্রায় নির্বিকার। মানুষকে গুলি করে, দমন-নিপীড়ন চালিয়ে মুটেই বিচলিত নয় তারা। ন্যুনতম লজ্জাবোধ-অপরাধবোধও দেখা যাচ্ছে না তাদের মাঝে। উপরন্তু রাষ্ট্র ও সরকারকে একাকার করে মানুষকে বিভ্রান্ত করতে দেশে-বিদেশে চালিয়ে যাচ্ছে অপচেষ্টা । এ যেন নৃশংস-নির্দয়-পাষাণপনার নির্লজ্জ এক বহিঃপ্রকাশ।
মানুষের ন্যুনতম কথাবলার, প্রতিবাদ করার অধিকার খর্ব করে, নির্বিচারে হত্যা-গুম-নির্যাতন চালিয়ে এই নেতারা কী অর্জন করতে চান তা বোধগম্য না হলেও এটা পরিষ্কার যে, বেলাশেষে মানুষের অধিকার হরণ এবং খুনে লাল হাতই তাদের সারাজীবনের রাজনীতির অর্জন। এর চেয়ে ব্যর্থতা আর কী হতে পারে।
#
মানুষের অধিকার প্রতিষ্ঠার ধারাবাহিক লড়াই-সংগ্রাম-যুদ্ধের যে মহান আত্মত্যাগে আমরা স্বাধীন জাতি হিসেবে আজ বিশ্বে অস্তিত্ববান। সেই মানুষের অধিকার দলিত-মথিত হচ্ছে ১৯৭২ সাল থেকে অব্যাহতভাবে। ২০২৪ সালে আমরা দেখছি এর চূড়ান্ত রূপ।
গণতান্ত্রিক আন্দোলনের মহান নেতারা মানুষের গণতান্ত্রিক অধিকার একে একে হরণ করছেন তা বিস্ময়ের বৈ কি? আরো বিস্ময়ের বিষয় দেশে আধুনিক রাষ্ট্রের স্তম্ভের কোন একটি গণতান্ত্রিক প্রাতিষ্ঠান ৫৩ বছরেও গড়ে না উঠা। যেটির উপর ভর করে যে কোন সংকট উত্তরণে আস্থা-আশা রাখা যায়।
তাই নতুনরূপে এগিয়ে যেতে মানুষের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে নতুন প্রজন্মের উদ্যোগে মানুষ আশাবাদী। বর্তমান কোটা-বৈষম্য বিরোধী আন্দালনে গুলির মুখে সটান দাঁড়িয়ে আজ বাংলাদেশ। একটি আধুনিক রাষ্ট্রের চাহিদানুযায়ী গণতান্ত্রিক দেশ হিসেবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সরকার পরিবর্তনের সুষ্ঠু ধারাবাহিকতা- বেশি কিছু চাওয়া নয় বলে ভাবি। এই চাওয়া শ‘য়ে শ“য়ে মানুষ মেরে কতদিন আর দাবিয়ে রাখা যাবে।
#
অধিকারের কথা বললে- রাষ্ট্রবিরোধী-স্বাধীনতা বিরোধী হিসেবে অপপ্রচার চালিয়ে নিজেদের নির্লজ্জ কর্মকান্ড-অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় বর্তমান স্বৈরশাসক। অতীতে বিরোধী মত দমনে এই ট্যাগ অতিমাত্রায় ব্যবহৃত হলেও বর্তমান প্রজন্ম শিক্ষিত-স্মার্ট। তাদের সামনে বাংলাদেশই বাস্তবতা, বাংলাদেশই একমাত্র তাদের অস্তিত্ব। অতীতের মত ‘ট্যাগপ্রবণতা’ এই প্রজন্মকে ভাবায় না। স্মার্ট প্রজন্মের কাছে বাংলাদেশই অবিচ্ছেদ্য বাস্তবতা এবং একমাত্র ট্যাগ। জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে ‘ঠিকাদাররা’ এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মনে রাখতে হবে বর্তমান আন্দোলকারীরা একাত্তর পরবর্তি এমনকি পচাত্তর পরবর্তি প্রজন্ম। সুতরাং এদের কাছে ইতিহাস পাঠ, বাংলাদেশ পাঠ সম্পূর্ণ ভিন্নমাত্রার। এই সময়ে এই প্রজন্মের ইতিহাস পাঠের সেই সুর বুঝা সর্বাগ্রে প্রয়োজন।
#
ইতিহাসের সকল স্বৈরাচার-স্বৈরিণীর মতই আন্দোলনকারীদের নাশকতা সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করার প্রবণতা পরিলক্ষিত হচেছ। গুলির সামনে সটান দাঁড়িয়ে যাওয়া যুবককে ‘মানসিক বিকারগ্রস্ত’ ভাবার ব্যর্থ প্রচেষ্টা না চালিয়ে নির্বিচারে পনের বছর যাবত একের পর এক মানুষ হত্যা করে যারা নির্বিকার তাদের মানসিকতা-মানবিকতা-বিবেকহীনতা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন আমাদের।
#
একদফার আন্দোলন সফল হলো কি না এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় নির্লজ্জ হত্যাকান্ডে আমার বিবেকবোধ জাগছে কি না। ন্যুনতম ঘৃণাবোধ প্রকাশ করতে পারছি না। তাই ইনিয়ে-বিনিয়ে নয় আমি বর্তমান সরকারের সকল হত্যাকান্ডের জন্য তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি।
#
৫ আগস্ট ২০২৪
অবশেষে গণঅভূত্থান সফল হলো। ইতিহাসে আবারো প্রমাণিত হলো ছাত্র-জনতা কখনো ব্যর্থ হয় না। তবে শেখ হাসিনার এই পলায়ন এটা তার অর্জন। ‘জনগণের নেত্রী’ হিসেবে জনগণের মনের ভাষা বুঝতে পারলে এ টা এড়ানো যেত।

Dr Tozammel Tony Huq passed awayIn the United Kingdom, a prominent figure of the Bangladeshi community, Dr. Tozammel Ton...
10/05/2024

Dr Tozammel Tony Huq passed away

In the United Kingdom, a prominent figure of the Bangladeshi community, Dr. Tozammel Tony Huq, one of top organiser of the Liberation War of Bangladesh in UK, passed away on the evening of May 9, 2024, Thursday, at 7 pm.

Inna lillahi wa inna ilaihi raji'un.

The death of 84-year-old Dr. Tony Haque is a huge loss for the Bengali community in the United Kingdom.

Dr. Haque, a permanent resident of Birmingham, hailed from Nawgaon in northern Bangladesh.

10/03/2024

The process of buying your hajj package will be going live very soon.

Please ensure that your E-wallets are topped up with sufficient funds to make full payments. If you do not have sufficient funds in your E-wallet you will not be able to complete the purchase process and secure your hajj package. If for any reason your E-wallet is 5-10% short of funds it will be possible to pay this by debit or credit card.

Please use a desktop / laptop to complete the purchase your package as previously we have encountered problems with the use of mobiles or tablets to complete this process.

We also strongly advise that you have details of a second choice or back up package ready and handy to upload if for any reason your chosen package is not available to you due to the huge response and interest in certain packages.

Please note that interest in certain package availability have substantially exceeded supply, therefore to successfully secure a hajj package for 2024 we recommend the following as an alternative choice or to book now if you wish, as they are technically easier to secure.

Rawaf Mina Luxury 102 (flights from London, Toronto Washington) - (Majar-Al-Kabsh -VIP tents)
Rawaf 370 (flights from London, Washington, Toronto) - (Majar-Al-Kabsh -VIP tents)

Rawaf Holiday Inn 206 (flights from London, New York, Washington)
Rawaf Holiday Inn 208 (flights from Toronto, London, Washington)
Rawaf Holiday Inn 304 (flights from London, Toronto)
Rawaf Holiday Inn 367 (flights from London, Washington, New York, Los Angeles)

রামাদান আল্লাহর নৈকট্য লাভ, আত্মশুদ্ধি ও আত্মগঠনের উৎকৃষ্ট মৌসুম--মাওলানা এম এ কাদির আল হাসান
07/03/2024

রামাদান আল্লাহর নৈকট্য লাভ, আত্মশুদ্ধি ও আত্মগঠনের উৎকৃষ্ট মৌসুম
--মাওলানা এম এ কাদির আল হাসান

রামাদান আল্লাহর নৈকট্য লাভ, আত্মশুদ্ধি ও আত্মগঠনের উৎকৃষ্ট মৌসুম- মাওলানা এম এ কাদির আল হাসান আনজুমানে আল ইসলাহ ই....

মুক্তিযুদ্ধের সপক্ষে বার্মিংহামবাসীর ঐতিহাসিক ভূমিকার রাষ্ট্রীয় স্বিকৃতি আদায় এবং ইতিহাস বিকৃতি বিষয়ে ২৮ মার্চ উদযাপন পর...
06/03/2024

মুক্তিযুদ্ধের সপক্ষে বার্মিংহামবাসীর ঐতিহাসিক ভূমিকার রাষ্ট্রীয় স্বিকৃতি আদায় এবং ইতিহাস বিকৃতি বিষয়ে ২৮ মার্চ উদযাপন পরিষদের পক্ষ থেকে
সংবাদ সম্মেলন

ইতিহাস বিকৃতির কবল থেকে বার্মিংহামের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এখন সময়ের দাবি ‘মুক্তিযুদ্ধের সপক্ষে বার্ম.....

05/03/2024

।।মোহাম্মদ মারুফ।। আলহাজ্ব নাসির আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। তিনি জানুয়ারী ২০২৪ এ বাংলাদেশে গিয়ে অসুস্থ হয়ে চ...

এইচ এম আশরাফ আহমেদ : নিবেদিত প্রাণ কমিউনিটি ব্যক্তিত্বের মৃত্যুমোহাম্মদ মারুফ   #বার্মিংহামের সিনিয়র সাংবাদিক, চ্যানেল এ...
30/11/2023

এইচ এম আশরাফ আহমেদ : নিবেদিত প্রাণ কমিউনিটি ব্যক্তিত্বের মৃত্যু
মোহাম্মদ মারুফ

#
বার্মিংহামের সিনিয়র সাংবাদিক, চ্যানেল এস’র অঘোষিত ব্রান্ড এম্বেসেডর এবং মিডল্যান্ড ব্যুরো প্রধান এইচ এম আশরাফ আহমেদ আর আমাদের মাঝে নেই। ৩০ নভেম্বরর ২০২৩, বৃহস্পতিবার ভোর ৭টা ৫ মিনিটে বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে বয়স ছিল আনুমানিক ৬৩ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ের জনক। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি।
এইচএম আশরাফ আহমেদ যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির সকলের কাছে একজন স্বজ্জ্বন মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজে সামনের সারিতে থাকতেন পদ-পদবীর তোয়াক্কা না করে। তিনি আমৃত্যু স্মল হীথের ডিক্সন রোডস্থ শাহপরান জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্মিংহামের স্মল হীথ এলাকায় বসবাস করতেন। তাঁর বাংলাদেশের ঠিকানা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি গ্রামে।
#
মৃত্যুর স্বাদ প্রত্যেককেই পেতে হবে। এটি অবধারিত। তাই কোন মৃত্যুই অনাকাংখিত না হলেও কিছু মৃত্যু আমাদের কাঁদায়। আমাদেরকে ভাবায়। এইচ এম আশরাফ আহমদ এর মৃত্যুও তেমনি দীর্ঘদিন আমাদের হৃদয়ে-আমাদের মনোজগতে ঘুরপাক খাবে। কাঁদাবে।
এইচ এম আশরাফ আহমেদ মানুষকে কাছে টানার, আপন ভাবার এক অভাবনীয় গুণ নিয়ে জন্মেছিলেন। প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আব্দুর রহমান এর ভাগিনা হিসেবে বার্মিংহামের সকল মুরব্বীদের ভাগিনা ছিলেন তিনি। তিনি যে কোন একটি সূত্র বের করে সবাইকেই ভাই-মামা-চাচা বলে সম্বোধন করতেন। এই সম্বোধন কোন স্বার্থসিদ্ধির জন্য নয় মানুষকে কাছে টানার জন্য।
বেঁচে থাকলে মানুষের সম্পর্কে টানাপোড়নের ভয় থাকে। টানাপোড়ন তৈরি হয়। কিন্তু মৃত্যু টানাপোড়নের সেই ভয় ছিন্ন করে মানুষের সাথে সম্পর্কের-ভালবাসার স্থায়ীত্ব তৈরি করে। তাই আশরাফ ভাইয়ের মৃত্যুতে আমি কাঁদছি না বরং সম্পর্কের টানাপোড়ন তৈরি না হওয়ার ভয় থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করছি। কারণ মৃত্যু তো ঠেকানো যায় না। কবি দিলওয়ার হোসেন মঞ্জুর ভাষায় বলি- ‘মৃত্যুর অবিধা খুঁজে, আমি না আল্লার কাছে যাই…।’ মৃত্যুর বিকল্প নেই। মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাই।

"হূ ইজ দেয়ার ‘' : বাংলাদেশী-ব্রিটিশ অস্তিত্বের সংঘাতের প্রতিচ্ছবির এক অনবদ্য নাটিকা
22/11/2023

"হূ ইজ দেয়ার ‘' : বাংলাদেশী-ব্রিটিশ অস্তিত্বের সংঘাতের প্রতিচ্ছবির এক অনবদ্য নাটিকা

গত রবিবার ১৯ নভেম্বর লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে উন্মোচিত হয় নাটিকা "হূ ইজ দেয়ার ‘' : বাংলাদেশী-ব্রিটিশ অস্তিত...

নতুন কমিটির অভিষেক: কমিউনিটির ভালবাসায় সিক্ত বাংলা প্রেস ক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস
22/11/2023

নতুন কমিটির অভিষেক: কমিউনিটির ভালবাসায় সিক্ত বাংলা প্রেস ক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস

জিয়া তালুকদার: বার্মিংহাম: বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি জাতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন সাংবাদ....

জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নক্ষত্রের স্মরণে ইউকে বিডি টিভির ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত
08/11/2023

জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নক্ষত্রের স্মরণে ইউকে বিডি টিভির ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত

বদরুল মনসুর: জেলের অভ্যস্তরে মর্মান্তিক, করুণ, মর্মস্পর্শী শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নক্ষত্রের স্ম...

যুক্তরাজ্য জাসদের উদ্দোগে ভার্চুয়েলী জাসদ-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
08/11/2023

যুক্তরাজ্য জাসদের উদ্দোগে ভার্চুয়েলী জাসদ-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গত ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ- এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐদিন লন্ডন সময় বিকেল ৪টা এবং বাং....

গ্রেটার সিলেট কমিউনিটি ওয়েলফেয়ার ইউকে এর আত্মপ্রকাশ
08/11/2023

গ্রেটার সিলেট কমিউনিটি ওয়েলফেয়ার ইউকে এর আত্মপ্রকাশ

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় ও রিজিয়নেল নেতৃবন্দ এবং সদস্যদের নিয়ে এক প্রত...

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..আ ফ ম শুয়াইব সভাপতি ও হাফেজ আহমদ হুসাইন সেক্রেটারী নির্বাচিত। ফিলিস্তিনে...
08/11/2023

খেলাফত মজলিস বার্মিংহাম শাখা পুনর্গঠন সম্পন্ন…..

আ ফ ম শুয়াইব সভাপতি ও হাফেজ আহমদ হুসাইন সেক্রেটারী নির্বাচিত।

ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুদের হত্যাযজ্ঞ দেখে বিশ্ব বিবেক স্তম্ভিত—- মুফতি তাজুল ইসলাম।

ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুদের হত্যাযজ্ঞ দেখে বিশ্ব বিবেক স্তম্ভিত— মুফতি তাজুল ইসলাম জিয়া তালুকদার: ইসরাইলে.....

জামিয়া দারুল ফালাহ: ত্রিমুখী শিক্ষাপদ্ধতির সমন্বিত এক স্বপ্নের নামইসলামী শিক্ষা ও জাতীয় শিক্ষা কারিকুলামের সমন্বয়ে পরিচা...
08/11/2023

জামিয়া দারুল ফালাহ: ত্রিমুখী শিক্ষাপদ্ধতির সমন্বিত এক স্বপ্নের নাম

ইসলামী শিক্ষা ও জাতীয় শিক্ষা কারিকুলামের সমন্বয়ে পরিচালিত জামিয়া দারুল ফালাহ ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে সিলেট শহরে। সময়ের চাহিদা পূরণে ধাপে ধাপে এই প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছে।

বিশেষ প্রতিবেদন: ইসলামী শিক্ষা ও জাতীয় শিক্ষা কারিকুলামের সমন্বয়ে পরিচালিত জামিয়া দারুল ফালাহ ২০১৬ সালে প্রতিষ.....

কভেন্ট্রি রোড জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এর এজিএম সম্পন্ন:মসজিদ, মাদ্রাসাসহ বহুমুখীসেবামূলক একটি বৃহত্তর সেন্টারে র...
23/10/2023

কভেন্ট্রি রোড জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এর এজিএম সম্পন্ন:
মসজিদ, মাদ্রাসাসহ বহুমুখীসেবামূলক একটি বৃহত্তর সেন্টারে রূপান্তরের প্রত্যাশা

মসজিদ, মাদ্রাসাসহ বহুমুখীসেবামূলক একটি বৃহত্তর সেন্টারে রূপান্তরের প্রত্যাশা আশরাফুল ওয়াহিদ দুলাল: বাংলাদেশ স....

Address

552A Coventry Road (Rear Shop)

B100UN

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Voice:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share