24/10/2024
জাহাঙ্গীর কবির নানক এর ভিডিও বার্তা শুনলাম। পতনে আফসোস নেই। নেই কোন অনুতাপ। বরাবরের মতই মিথ্যাচার। ৩৬ জুলাইর গণঅভূত্থান এবং এর নায়কদের নিয়ে যে ভাষায় বিশোদগার করেছেন তাতেও তাদের আগামীদিনে বাংলাদেশে রাজনীতি করার কিংবা নতুন করে ইতিবাচকভাবে শুরু করার কোন লক্ষণ নেই। সুতরাং ছাত্রলীগের মতই আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠা অস্বাভাবিক নয়।
পুনশ্চ: আওয়ামীলীগকে ছাত্র-জনতার বিপ্লব-গণঅভূত্থান এবং এর ভাষা এর প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতে হবে। অনুতপ্ত হতে হবে। বিগত ১৫-১৬ বছরে দূর্নিতি এবং গনতন্ত্রকে দলিত-মথিত করার দায় স্বীকার করতে হবে।
https://www.facebook.com/jahangirkabirnanak71