29/05/2024
অকর্মের ঢেকি
লেখিকা - এফ.এন.এস
স্বার্থ মানুষকে অন্ধ করেছে।
লোভ মানুষকে নষ্ট করেছে।
আর এনষ্টের দুর্গন্ধ, ধূলাবালি, ছায়া, যাদের স্পর্শ করেছে তারাই বিনষ্ট হয়ে বিনাশ ডেকে আনছে।
কে কাকে সামলাবে??
ভালো মানুষগুলো নিখোঁজ "
প্রতিবাদী মানুষগুলো বেহুঁশ!
বিবেকবান নাই স্বজাগ!
বিবেচনায় আসেনা - আনতেও জানে না!
ন্যায় নীতি কমতি!
আজ এঅবনতি!
কে নিবে কার দায়??
করে শুধু হায় হায়!
মুখে মুখে জ্ঞানী ;
সামনাসামনি দরদী:
দূর থেকে কর কি!
সুযোগ নেয় দুর্বলতার ;
সদা চেষ্টা ক্ষতিগ্রস্ত করার"
নামে নামে বদনাম:
স্বার্থ - শ্রম দিয়ে কর যতই মান - ইজ্জত!
অবশেষে খাটা মানুষ বেইজ্জত!
নাম নাই!
মান নাই!
অমানুষের পাল্লা " জীবন হবে ঝালাপালা '
বাড়বে দুঃখ যন্ত্রণা " এসে দিবে মিথ্যা সান্ত্বণা!
সবাই সবার দায়িত্ব নেই।
কাজের বেলায় " তারি দেখা নাই;!
নিজের বোঝা নিজেই টানতে হয়।
নিঃস্বার্থে শুনে রেখো, জেনে রেখো, কেউ কারো নয়।