10/04/2024
আজ সিএনজিতে যাচ্ছিলাম। মানিব্যাগ খুলে দেখি পর্যাপ্ত টাকা নেই। ড্রাইভার ভাইকে বললাম আপনি সিএনজি এখানে রাখেন, আমি বুথ থেকে টাকা তুলে আনি। সিএনজিতে ব্যাগটা রেখেই বুথে টাকা তুলতে গেছি। বের হয়ে দেখি সিএনজি নেই।।
অনেকক্ষণ খোঁজাখুজি করে সিএনজিটা না পেয়ে বাসের টিকেট কাটতে চলে গেলাম। ভাবলাম সিএনজিটা হয়তো কাউন্টারে দাঁড়াতে দেয়নি কেউ অথবা বিরক্ত হয়ে চলে গেছে । হাতে সময় রেখে বাসের জন্য টিকেট কাটলাম। ব্যাগের জন্য যতটা না খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে উনার ভাড়াটা পরিশোধ করতে পারি নাই।
বাসের টিকেট কেটে আবার ভাবলাম একটু খুঁজে দেখি উনাকে পাই কিনা! খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা সময় পেরিয়ে গেছে। হঠাৎ দেখি একটা চিপায় সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম ভাই আপনি এতোক্ষণ অপেক্ষা করছেন আমার জন্য? বললো হ্যা আপনি যতক্ষণ না ফিরে আসতেন মনে মনে ভেবে রেখেছিলাম ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবো। উনাকে বললাম ব্যাগের ভিতর যা আছে সেটা ভাড়ার চেয়ে অনেকগুন বেশি মূল্যবান।। উনি বললেন ব্যাগের মধ্যে পুরোটা যদি সোনা বা টাকা থাকতো তবুও আপনার ব্যাগটা ছুঁয়ে দেখতাম না। আমার ছেলেদের মাদ্রাসায় পড়াচ্ছি, আমানতের খিয়ানত করা কঠিন পাপ সেটা আমি জানি।।
অবশেষে উনাকে পর্যাপ্ত ভাড়া দিয়ে ও চা খাইয়ে কোলাকুলি বিদায় দিলাম। এই মানুষগুলোর জন্যই পৃথীবিটা সুন্দর, ভীষণ সুন্দর♥️
©