Monna Sur Songit

  • Home
  • Monna Sur Songit

Monna Sur Songit Melody and music pabulum Stay active with us all the time to all kinds of music.
(10)

আজ সিএনজিতে যাচ্ছিলাম। মানিব্যাগ খুলে দেখি পর্যাপ্ত টাকা নেই। ড্রাইভার ভাইকে বললাম আপনি সিএনজি এখানে রাখেন, আমি বুথ থেকে...
10/04/2024

আজ সিএনজিতে যাচ্ছিলাম। মানিব্যাগ খুলে দেখি পর্যাপ্ত টাকা নেই। ড্রাইভার ভাইকে বললাম আপনি সিএনজি এখানে রাখেন, আমি বুথ থেকে টাকা তুলে আনি। সিএনজিতে ব্যাগটা রেখেই বুথে টাকা তুলতে গেছি। বের হয়ে দেখি সিএনজি নেই।।

অনেকক্ষণ খোঁজাখুজি করে সিএনজিটা না পেয়ে বাসের টিকেট কাটতে চলে গেলাম। ভাবলাম সিএনজিটা হয়তো কাউন্টারে দাঁড়াতে দেয়নি কেউ অথবা বিরক্ত হয়ে চলে গেছে । হাতে সময় রেখে বাসের জন্য টিকেট কাটলাম। ব্যাগের জন্য যতটা না খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে উনার ভাড়াটা পরিশোধ করতে পারি নাই।

বাসের টিকেট কেটে আবার ভাবলাম একটু খুঁজে দেখি উনাকে পাই কিনা! খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা সময় পেরিয়ে গেছে। হঠাৎ দেখি একটা চিপায় সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম ভাই আপনি এতোক্ষণ অপেক্ষা করছেন আমার জন্য? বললো হ্যা আপনি যতক্ষণ না ফিরে আসতেন মনে মনে ভেবে রেখেছিলাম ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবো। উনাকে বললাম ব্যাগের ভিতর যা আছে সেটা ভাড়ার চেয়ে অনেকগুন বেশি মূল্যবান।। উনি বললেন ব্যাগের মধ্যে পুরোটা যদি সোনা বা টাকা থাকতো তবুও আপনার ব্যাগটা ছুঁয়ে দেখতাম না। আমার ছেলেদের মাদ্রাসায় পড়াচ্ছি, আমানতের খিয়ানত করা কঠিন পাপ সেটা আমি জানি।।

অবশেষে উনাকে পর্যাপ্ত ভাড়া দিয়ে ও চা খাইয়ে কোলাকুলি বিদায় দিলাম। এই মানুষগুলোর জন্যই পৃথীবিটা সুন্দর, ভীষণ সুন্দর♥️
©

ডঃ হামিদ চু'ই ইয়ং গিল প্রথম কোরিয়ান ভাষায় কোরআন অনুবাদ করেন। ডঃ হামিদ চু'ই ইয়ং গিল তার জীবনের ৭ বছর কোরিয়ান ভাষায় ...
25/03/2024

ডঃ হামিদ চু'ই ইয়ং গিল প্রথম কোরিয়ান ভাষায় কোরআন অনুবাদ করেন। ডঃ হামিদ চু'ই ইয়ং গিল তার জীবনের ৭ বছর কোরিয়ান ভাষায় পবিত্র কোরআন অনুবাদ করার জন্য উৎসর্গ করেছেন, প্রথম কোরিয়ান মুসলিম হিসেবে এটি করেছেন। তিনি আশির দশকে জগদ্বিখ্যাত মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামি শিক্ষা বিষয়ে অধ্যয়ন এবং উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাঁর লিখিত ও অনূদিত গ্ৰন্থের সংখ্যা প্রায় ৮০ টি।
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন।

দক্ষিণ কোরিয়ায় ইপিএস সিস্টেমে কর্মী নিয়োগ লটারিসিডিউল: রেজিষ্ট্রেশনের তারিখঃ ৪ ও ৫-ই-মার্চ ২০২৪ ইং।সময়ঃ সকাল ১০ঃ০০ টা ...
26/02/2024

দক্ষিণ কোরিয়ায় ইপিএস সিস্টেমে কর্মী নিয়োগ লটারি
সিডিউল:
রেজিষ্ট্রেশনের তারিখঃ ৪ ও ৫-ই-মার্চ ২০২৪ ইং।
সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ০০টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে (boesl.eps.go.kr)

লটারিতে আবেদনের সময় যা যা লাগবেঃ
১/নাম।
২/জন্মতারিখ।
৩/পাসপোর্ট নম্বর।
৪/জাতীয় পরিচয়পত্র নম্বর। / জন্মনিবন্ধন নাম্বার
৫/পিতামাতার নাম।
৬/পিতামাতার জাতীয় পরিচয় পত্র নম্বর।
৭/রঙিন পরিষ্কার পাসপোের্ট স্ক্যানকপি।( শুধু ছবি ওয়ালা পেইজ) ( সাইজ- ৬০০*৪০৩)( ৪৬-৫৯ কেবির মধ্যে)
৮/ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন পরিষ্কার ছবি।( সাদা জামা পরা যাবেনা, (সাইজ - ২৭০*৩৪৯)( ১৪ কেবির মধ্যে হতে হবে)।
৯/নিজের মোবাইল নম্বর।
১০/এস,এস,সি পাশের বছর উল্লেখ করতে হবে।
১১/একটা ইমেইল আইডি।

কোরিয়া গমনেচ্ছুক লটারি প্রত্যাশি সবার জন্য শুভকামনা।

"©"

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
05/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

ডিম চেনার সহজ পদ্ধতি!
15/11/2023

ডিম চেনার সহজ পদ্ধতি!

ষাটের দশকে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ছবি এটি। না, এটা কোনো ফেক/এডিট করা ছবি না, বরং শতভাগ সত্য ছবি। English Electric Ligh...
10/11/2023

ষাটের দশকে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ছবি এটি। না, এটা কোনো ফেক/এডিট করা ছবি না, বরং শতভাগ সত্য ছবি। English Electric Lightning F1 এয়ারক্রাফট থেকে ইজেক্ট করে বেরিয়ে আসছেন পাইলট জর্জ এয়ার্ড। ঘটনাটি ঘটেছিল ১৯৬২ সালের ১৩ সেপ্টেম্বর। এয়ার্ড একটি গ্রীন হাউজের ছাদ ভেঙে ভেতরে পড়েন, গায়ে বিভিন্ন জায়গায় কে টে যায়, ভেঙে যায় দুই পা-ই। অবশ্য পরবর্তীতে সুস্থ হয়ে তিনি আবার এই ক্যারিয়ারে ফেরত আসেন। কাকতালীয়ভাবে ছবিটি তুলেছিলেন জিম মীড। তিনি পরবর্তীতে এই ছবি ডেইলি মিররের কাছে ১,০০০ পাউন্ডে বিক্রি করেছিলেন, আজকের দিনে যা প্রায় ২০,০০০ পাউন্ড বা ২৯ লক্ষ টাকার সমান।

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
09/11/2023

একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১৫,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ৩৫৭কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে।

এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো? একমাত্র আল্লাহ সুবহানুওয়াতায়ালা ছাড়া আর কে আছেন এই জ্ঞান দান করার? আল্লাহু আকবার ❤️❤️

আলহামদুলিল্লাহ!মাওলানা রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন।
04/11/2023

আলহামদুলিল্লাহ!
মাওলানা রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন।

আসসালামু আলাইকুম। সামনে শীত আসছে সবাই দয়া করে গাড়ি ছাড়ার আগে একটু দেখে নিবেন কোন বিড়াল বা কুকুর আপনার গাড়ির চাকায় বা নিচ...
01/11/2023

আসসালামু আলাইকুম। সামনে শীত আসছে সবাই দয়া করে গাড়ি ছাড়ার আগে একটু দেখে নিবেন কোন বিড়াল বা কুকুর আপনার গাড়ির চাকায় বা নিচে শুয়ে আছে কি না।ওদের ওপর নরম হোন দয়া করে।ওরাও শীতে কষ্ট পায়।🙏অনুরোধ থাকবে সবার কাছে।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😥আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন😭
14/08/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😥
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন😭

ফুটফুটে সুন্দর ।।
09/08/2023

ফুটফুটে সুন্দর ।।

যেসব কাজে মৃত্যুর পরও সওয়াব চালু থাকবে।মানুষ জীবিত থাকতে তিনটি আমল জারি করে যাওয়া জরুরি। কারণ এ তিন আমল চালু থাকলে মৃত্য...
09/07/2023

যেসব কাজে মৃত্যুর পরও সওয়াব চালু থাকবে।

মানুষ জীবিত থাকতে তিনটি আমল জারি করে যাওয়া জরুরি। কারণ এ তিন আমল চালু থাকলে মৃত্যুর পরও আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। সওয়াবের এ ধারা বন্ধ হবে না। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং এ তিনটি আমলের প্রতি তাঁর উম্মতকে উৎসাহিত করেছেন। আমল তিনটি কী?

মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি কাজের সওয়াব কখনো বন্ধ হয় না। হাদিসের বর্ণনায় বিষয়টি এভাবে ওঠে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
‘যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল ছাড়া (যা কখনো বন্ধ হয় না তাহলো) সাদকায়ে জারিয়া, এমন ইলম যা দ্বারা অন্যরা উপকৃত হয়, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।’
(মুসলিম ১৬৩১, নাসাঈ ৩৬৫১, আবু দাউদ ২৮৮০, তিরমিজি ১৩৭৬)

১. সাদকা জারিয়াহ:
এমন দান-অনুদান; যার সওয়াব চলমান থাকে। যা কখনো বন্ধ হয় না। দানকারীর মৃত্যুর পরও এ দানের সওয়াব চলতে থাকে। এর উদাহরণ কী?
সাদকায়ে জারিয়া হলো- ঐ দান, ব্যক্তির মৃত্যুর পরও যেই দানের সওয়াব অব্যাহত থাকে।

পক্ষান্তরে যে সাদকার সওয়াব অব্যাহত থাকে না, যেমন- গরীবদের খাওয়ানো। এটি সওয়াবের কাজ কিন্তু এটি সাদকায়ে জারিয়া নয়। এভাবে রোজাদারকে ইফতার করানো, এতিমের অভিভাবকত্ব গ্রহণ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতা গ্রহণ করা। যদিও এটি সাদকার অন্তর্ভুক্ত কিন্তু এগুলো সাদকায়ে জারিয়া নয়।

তবে আপনি এতিমদের জন্য কিংবা বৃদ্ধদের জন্য ঘর নির্মাণে অংশ গ্রহণ করতে পারেন, তাহলে সেটা সদাকায়ে জারিয়া হবে। যতদিন এ ঘরের উপযোগিতা থাকবে ততদিন আপনি এ সাদকার সওয়াব পেতে থাকবেন।

সাদকায়ে জারিয়ার উদাহরণ হলো-
> মসজিদ নির্মাণ করা।
> গাছ লাগানো। যেটার ফল ও অক্সিজেনের মাধ্যমে মানুষ উপকৃত হবে।
> প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য টিউবয়েল, কুপ ও খাল খনন করা।
> মুসহাফ (কোরআনগ্রন্থ) ছাপানো ও বিতরণ।
> ইসলামি বই ছাপানো ও বিতরণ করা।
> মানুষের উপকারে রাস্তা-কালভার্ট-ব্রীজ নির্মাণ করা।
> অন্যকে রক্ত দান করা।
> এতিমের লালন-পালনের দায়িত্ব নেওয়া।
> কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন শিক্ষা ব্যবস্থাপ করে দেওয়া।
> অসহায় দুঃস্থ মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থায় হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া।
> কবরস্থানের জন্য জমি দান করা কিংবা জমি ক্রয়ে আর্থিক সহায়তা করা।
> মৃতদের কাফন দাফনের খরচ জোগানো কিংবা বহনের জন্য এ্যাম্বুলেন্স ক্রয়ে সাহায্য করা।
> অত্যাচারিত মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ানো।

২. এমন ইলম বা বিদ্যা যার দ্বারা মানুষ উপকৃত হবে এমন ইলম যা সে বই আকারে লিখে যায়। আর তা পড়ে মানুষ উপকৃত হয়। এতে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব যোগ হতে থাকে। যতদিন এ ইলমের ধারা চলতে থাকে ততদিন এর সওয়াবও চলতে থাকে।

৩. নেক সন্তান: যে তার জন্যে দোয়া করতে থাকবে
এমন নেক সন্তান; যে সন্তান তার বাবা-মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে। আর এ দোয়ার বরকত, ফজিলত ও সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে। বংশ পরম্পরায় যদি নেক সন্তান থেকে যায় তবে কখনো সওয়াব বা প্রতিদান বন্ধ হয় না।

হাদিসের আলোকে জানা যায়, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পরও তার আমলনামায় নেকি যোগ হতে থাকে, যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে দেয়, অথবা মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ করে, অথবা নদী খনন করে দেয় অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য সম্পদ থেকে সাদকা করে।

মুমিন মুসলমানের উচিত, এ তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া। যাতে নিজের অর্জিত সম্পদ এমন কাজে ব্যয় হয়; যা তার মৃত্যুর পরও সওয়াবের কাজে পরিচালিত হয়। এমন ইলম শেখা এবং শেখানো যার ধারাবাহিকতা যেন কেয়ামত পর্যন্ত চলমান থাকে। আর এমন নেক সন্তান জন্ম দেওয়া; যারা বংশ পরম্পরায় নিজ নিজ বাবা-মা বংশধরদের জন্য দোয়া করতে থাকে।

মহান আল্লাহ্ তাআলা মুসলিম উম্মাহকে এ তিনটি আমল বেশি বেশি করার প্রতি যত্নশীল হওয়ার তাওফিক দান করুন। আমীন!

কোরিয়া থেকে আজ হজ্জে যাচ্ছে ১৪৭ জনের একটি টিম।কোরিয়ান ৭জন সহ সর্বমোট ২০৭ জন হাজী কোরিয়া থেকে হজ্জ করবেন এবারের হজ্জে। বা...
16/06/2023

কোরিয়া থেকে আজ হজ্জে যাচ্ছে ১৪৭ জনের একটি টিম।কোরিয়ান ৭জন সহ সর্বমোট ২০৭ জন হাজী কোরিয়া থেকে হজ্জ করবেন এবারের হজ্জে। বাংলাদেশী(১৩জন) কর্মী ভাইয়েরাও যাচ্ছে। আসলে সহী নিয়ত আর প্রবল ইচ্ছে থাকলে কোন কিছুই অসম্ভব নয়।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রান্ত নোটিশ:ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শ...
02/06/2023

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রান্ত নোটিশ:

ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধন সংক্রান্ত তথ্য:
ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)'তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

বোয়েসেল কর্তৃপক্ষ।

📢 শিঘ্রই আসছে দক্ষিণ কোরিয়ার লটারি সার্কুলারআপনি প্রস্তুত তো?দক্ষিণ কোরিয়ার লটারিতে আবেদন করার জন্য এই ডকুমেন্টগুলো প্রস...
28/05/2023

📢 শিঘ্রই আসছে দক্ষিণ কোরিয়ার লটারি সার্কুলার

আপনি প্রস্তুত তো?

দক্ষিণ কোরিয়ার লটারিতে আবেদন করার জন্য এই ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন।

০১)পাসপোর্ট রঙিন স্ক্যান কপি,শুধু ছবিযুক্ত পেজ (সাইজ 4.9×3.5)
(অবশ্যই বোয়েসেল চাহিত মোতাবেক সাইজ করে নিতে হবে) JPEG Format.

০২)NID card এর কপি/ না থাকলে দিতে হবে না। শুধু নম্বর হলেই চলবে।অথবা জন্মনিবন্ধন নাম্বার থাকলেও চলবে।

০৩) ব্যক্তিগত একটি মোবাইল নাম্বার।

০৪)এস এস সি সার্টিফিকেট কপি।(সাথে রাখা ভাল,এটা লটারি পাওয়ার পর মুল রেজিষ্ট্রেশনের সময় প্রয়োজন হবে)

০৫)আপনার ব্যক্তিগত একটি GMAIL এড্রেস।

০৬) ছবি ব্যাকগ্রাউন্ড সাদা (ছবির সাইজ 3.5×4.5)

বিঃদ্রঃ পাসপোর্ট ও ছবির স্ক্যান কপি স্টুডিও থেকে নিজের মেইলে করে অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখবেন,মনে রাখবেন সাদা শার্ট পড়ে পিক তুলবেন না,আর সবগুলো ফাইল JPEG Format করে রাখবেন.

খুব শিঘ্রই নতুন সার্কুলার প্রকাশ হবে ইনশা- আল্লাহ।
সকলে প্রস্তুতি নিয়ে রাখুন----ধন্যবাদ

© পোস্ট

11/12/2022

এবার পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার ১০ ডিসেম্বর ১...

26/11/2022

ইসলামী দলগুলোর নতুন জোট : নেতৃত্বে চরমোনাই পীরচরমোনাই পীর এর নেতৃত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে সকল ইসলামী ...

বাবাদের চেহারায় অগ্নি থাকলেও হৃদয়ে থাকে গোলাপ। নিম গাছের মত কড়া হলেও ছায়া বড় শীতল।
26/07/2022

বাবাদের চেহারায় অগ্নি থাকলেও হৃদয়ে থাকে গোলাপ। নিম গাছের মত কড়া হলেও ছায়া বড় শীতল।

Address


Telephone

01715248243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monna Sur Songit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monna Sur Songit:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share