12/03/2024
#আসুন জেনে নেই সৎসঙ্গে #নারীর অবস্থান কি!!
* #শ্রী_শ্রী_ঠাকুর_অনুকূলচন্দ্রে'র* দৃষ্টিতে #নারী _জাতি।🙏
■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■
#শ্রদ্ধেয় দাদা ও মায়েরা হেডলাইন পড়ে হয়তো বুঝতে পারছেন এই লেখাটিতে কোন বিষয় তুলে ধরব আজ।
আশা করি শেষ পর্যন্ত পড়বেন।
#বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু কুচক্রী মহল *শ্রী_শ্রী_ঠাকুর*-কে নিয়ে নারী-বিদ্বেষী! বলে অপপ্রচার করতে মারিয়া হয়ে উঠেছে। তারা নারীর নীতি, অনুশ্রুতি ১ম খন্ডের কিছু বাণীর অর্থ নিজেদের খেয়াল খুশিমতো ব্যাখ্যা করে বিভ্রান্ত ছড়াচ্ছে।
#অথচ *শ্রী_শ্রী_ঠাকুর_অনুকূলচন্দ্র* নারীদের দিয়েছেন বর্ণনাতীত মর্যাদা ও সম্মান। *শ্রী_শ্রী_ঠাকুর* ও সৎসঙ্গ নারীদের যতটা শ্রদ্ধা ও সম্মান করে তা' অন্য কোনো সংগঠনে খুব কম দেখা যায়।
#আজকে আমি তুলে ধরছি সেরকম কিছু তথ্য যা পড়লে ও জানলে আপনারা বুঝতে পারবেন, *শ্রী_শ্রী_ঠাকুর_অনুকূলচন্দ্র* নারীদের কতটুকু সম্মান ও মর্যাদা দিয়েছেন এবং পুরুষদের নারীদের প্রতি কি ধরনের চোখে দেখতে নির্দেশনা দিয়েছেন।
* #শ্রী_শ্রী_ঠাকুর* একমাত্র মহাপুরুষ যিনি বাঙালিকে তথা বিশ্ববাসীকে নারীকে "মা" বলতে শিখিয়েছেন নতুন করে। তাঁর আদর্শে চলা সকল ভক্ত অনুগামী 'সৎসঙ্গীরা' সকল বয়সের মেয়ে, নারীদের 'মা' বলে। *শ্রী_শ্রী_ঠাকুরে'র* তেমনি নির্দেশ দেওয়া আছে।
✳️ একবার *শ্রী_শ্রী_ঠাকুর*-কে প্রশ্ন করা হল✳️
★ #প্রশ্ন :- মেয়েদের কি ব'লে ডাকা ভাল?
#উত্তরে *শ্রী_শ্রী_ঠাকুর* বললেন,- মেয়েদের Sublime from (মহিমান্বিত রূপ)-ই হ'লো 'মা' তাই মা ব'লে ডাকাই ভাল।
( #আলোচনা _প্রসঙ্গে, ২১.১৩৮)
#মেয়েদের শ্রদ্ধা করার প্রসঙ্গে *শ্রী_শ্রী_ঠাকুর* তাঁর অবস্থান স্পষ্ট করে বলেছেন 'আলোচনা' প্রসঙ্গে।
* #শ্রী_শ্রী_ঠাকুর* :- মেয়েদের প্রতি সমীহ ও সম্ভ্রম যেন আমার মজ্জাগত হয়ে গেছে। ছেলেবেলায় যখন বুঝলাম, মেয়েদের পেটে মেয়ে ও ছেলে দুই-ই হয়, কোন মানুষই মায়ের পেট থেকে ছাড়া জন্ম নিতে পারে না, তখন মেয়েদের প্রতি অশেষ শ্রদ্ধা হল। ভাবলাম এরা তো ভগবানের মত। তাই একটা বাচ্চা মেয়ে দেখলেও, সে মায়ের জাতের একজন এই কথা মনে করে শ্রদ্ধা হয়।
( #আলোচনা _প্রসঙ্গে, –৪/৮১)
* #শ্রী_শ্রী_ঠাকুর* যেখানে একটা বাচ্চা মেয়েকেও মায়ের আরেক রূপে দেখে ভক্তির কথা ও ভগবানের মত বলেছেন। সেখানে তাঁর নামে নারী-বিদ্বেষী ট্যাগ লাগিয়ে অপপ্রচার করাকে হাস্যকর ছাড়া আর কি বলা যেতে পারে। আর এমন মিথ্যা অপপ্রচার কেবল মানুষ নামক এযুগের কিছু রাবণ, কংস, পিশাচরা ছাড়া কোন ভাল মানুষ করতে পারে না।
#আমি এই রাবণ, কংসদের এরকম অপপ্রচারে ওততটা কান দিই না কারণ যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ-কে নারীআসক্ত সহ বিভিন্ন ভাবে অযৌক্তিক কথা বলে এখনো বদনাম করা হয়। এমনকি ভগবান শিবের ৬০,০০০ স্ত্রীর তথ্য নিয়ে খিল্লি, খিস্তি হয় সেখানে *শ্রী_শ্রী_ঠাকুর_অনুকূলচন্দ্র*-এর ক্ষেত্রে হবে না!!! তা কি হয়?🤔
#প্রতি যুগে-যুগে এরকম অপপ্রচার, মিথ্যাচার করা হয়েছে ভগবান, মহাপুরুষ, মুনি, ঋষিদের নামে।
কিন্তু তাঁদের আদর্শে এতটুকু কালিমালিপ্ত কেউ কি করতে পেরেছে? প্রশ্ন রইলো! তেমন কোন প্রমাণ থাকলে ইমেইল বা কমেন্ট করুন।
#সূর্য উদয় হলে জগত যেমন আলোকিত হয় কেউ তা' আটকে রাখতে পারে না তেমনি ঈশ্বর যখন ভগবান, মহাপুরুষ হয়ে জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেন তখনও জগত তাঁর আদর্শে, শিক্ষায় আলোকিত হয়। কারো শক্তি নেই সেই আলোকে আটকানোর।
যারা আজ সমাজে নারী-ধর্ষণ, স্ত্রী নির্যাতনের অপরাধে জেল খাটছে তারাই বলে কিনা *শ্রী_শ্রী_ঠাকুর_অনুকূলচন্দ্র* ও তার ভক্তরা নারী-বিদ্বেষী। যারা সমাজে নারীদের তথা মায়েদের তুচ্ছ, তাচ্ছিল্য, কমজোর ভাবে তাদের উদ্দেশ্যে *শ্রী_শ্রী_ঠাকুর* বলছেন,👇
"মায়েদের তুই বোকা বলিস্? বোকা হলে কখনও সন্তান পেটে ধরে মানুষ করে তুলতে পারে?
দে তো একটা ব্যাটা ছাওয়ালের কাছে একটা মা হারা শিশুকে মানুষ করার ভার। প্রায়ই হাগে-মুতে একসা করে ফেলবেন। কিন্তু মায়েরা কেমন অনায়াসেই করে তা। তাই নিজেদের কখনও ভাববি না। তোরাইতো বুদ্ধিস্বরুপিনী, লক্ষ্মীস্বরুপিনী, দূর্গতিনাশিনী, দুর্ম্মতিদলনী দূর্গা। তোরা আছিস, তাই তো আমাদের আগলে রেখেছিস। নইলে আমাদের উপায় ছিল কী?"
( তথ্যসূত্র:- আলোচনা_প্রসঙ্গে, ৬ই কার্তিক শুক্রবার, ১৩৪৯ –২৩/১০/১৯৪২ইং)।
*শ্রী_শ্রী_ঠাকুরে'র* উপরোক্ত কথা থেকে বোঝা যায় তাঁর কাছে পুরুষের চেয়ে নারীর অবস্থান ছোট নয়।
বরং যারা এমনটা ভাবে তাদের চ্যালেঞ্জ করেছেন পারলে একটা মায়ের মত সন্তানকে লালন, পালন করে মানুষের মত মানুষ করে দেখানোর।
কন্যা সন্তান প্রসঙ্গে *শ্রী_শ্রী_ঠাকুর* বললেন,-
সমাজে মেয়ে বেশী হলে জাতির Longevity denote (দীর্ঘায়ু জ্ঞাপন) করে।
(আলোচনা_প্রসঙ্গে, –৯/১৩১)।
*শ্রী_শ্রী_ঠাকুরে'র* সহধর্মিণী জগতজ্জননী *শ্রীশ্রী_বড়মা* এক মায়ের সন্তান জন্ম নেওয়ায় জিজ্ঞেস করলেন:👇
"কি লো কি হইছে? একজন নিচু গলায় বললেন,- 'আজ্ঞে, মেয়ে হয়েছে।'
তখন বড়মা বললেন,- 'আস্তে-আস্তে কস্ ক্যান? প্রথম মেয়ে হওয়া ভাল, বাপের আয়ু বাড়ে।'
( সূত্র :- আলোচনা শ্রাবণ, –১৪২৫/৫৮৪)।
#সমাজে যখন নারীদের তুচ্ছ, তাচ্ছিল্য, অবলা বলে বিভিন্ন- -ভাবে ছোট করা হয় তখন অনেক নারী-ই নিজেদের অসহায় মনে করে তারা ভাবতে শুরু করে যে, তারা সত্যিই পুরুষের চেয়ে কমজোরি।
মায়েরা যেন এমনটা ভেবে দূর্বল না হয়ে পড়ে।
তাই *শ্রী_শ্রী_ঠাকুর* নারীদের উৎসাহিত করে বললেন,-
"তোরাইতো বুদ্ধিসরুপিনী, লক্ষ্মীসরুপিনী, দূর্গতিনাশিনী, দুর্ম্মতিদলনী দূর্গা। তোরা আছিস তাই তো আমাদের আগলে রেখেছিস। নইলে আমাদের উপায় কি ছিল?
*শ্রী_শ্রী_ঠাকুর* নারীদের দেবী দূর্গা ও লক্ষ্মীর চোখে দেখতে বলেছেন কারণ অবিবাহিত মেয়ে বা পরস্ত্রীগনকে আমরা যখন মাতৃরূপ জ্ঞান করবো তখন সেই চিন্তায় কোন ধরনের কুচিন্তা বা কামের উদ্ভব হবে না কেননা আমরা যখন কাউকে প্রকৃতভাবে মায়ের স্থানে স্থান দেই তখন সেখানে শ্রদ্ধা আর পবিত্রতা বিরাজ করে। মূলত সেই কারণেই *শ্রী_শ্রী_ঠাকুর* যেকোন বয়সের নারীকে "মা" বলে সম্বোধন করতে বলেছেন।
*শ্রী_শ্রী_ঠাকুর* তাঁর ২২বছর বয়সে নিজ হাতে লেখা 'সত্যানুসরণ' গ্রন্থে বলেছেন,-
'কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন। বিষ অমৃত হয়ে গেল। আর মা মা-ই, কামিনী নয়কো। মার শেষে গী দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান! মা কে মাগী ভেবে মর না।'
'প্রত্যেক মা-ই জগজ্জননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোকে ছুঁতে নেই—যত দূরে থাকা যায় ততই ভাল; এমনকি মুখদর্শন না করা আরও ভাল।'
এছাড়া *শ্রী_শ্রী_ঠাকুর* আরও বলেছেন,-👇
✳️ 'মাতৃভক্ত যারা, তারা প্রায়ই
সুখী হয়, বড় হয়,
কোমলহৃদয় হয়।'
✳️ 'কাম-কুহেলে পড়িস্ যখন আমার কথা,
শোন্-মাতৃচিন্তা-বিভোর হয়ে সৎকাজে দিস্ মন।'
✳️ 'মাতৃসেবার অমোঘ টানে চল ওরে তুই চল,
থাকবি হ'তে বীর্য্যবান পাবেই বুকে বল।'o
✳️ 'মাতৃভক্তি অটুট যত,
সেই ছেলে হয় কৃতি তত।'
✳️ 'ধাত্রী যা'রা পাত্রী যা'রা
হোত্রী-নেত্রী প্রাণ,
আহৃতিদক্ষা পোষন-দীপ্তা
লক্ষ্মী লোকত্রাণ;
শিষ্টা নারীর বিশেষ স্বভাব
ঐ তো নারীর টান।' ৩।r
#বর্তমান সমাজের কিছু মানুষের কাছে নারী যেন শুধুই ভোগবস্তু। যাদের ঘরে নারী নির্যাতন, ডিভোর্স সহ ঘৃণিত কর্মকাণ্ডে ভরা তারাই আজ *শ্রী_শ্রী_ঠাকুরে'র* কিছু বাণীর অপব্যাখ্যা করেo *শ্রী_শ্রী_ঠাকুর*-কে নারী বিরোধী বলে প্রচার করতে ব্যস্ত।y
নারী তথা মায়েরা যেন নিজেদের কমজোর না ভাবে এবং সকল প্রতিকূলতা জয় করতে পারে তাই *শ্রী_শ্রী_ঠাকুর* উৎসাহ দিয়ে বাণীতে বললেন,-
✳️ 'ধর্ষণমুখী যদিই বা হ'স্
পরাক্রমী মেয়ে,
মারবি না হয় মরবি তখন
রাখিস্ কীর্ত্তি ছেয়ে!' ৮০।
✳️ 'বহ্নিশিখায় খোপা বেঁধে
পাপহননী ত্রিশূল ধর্,
সিংহ-ধাওয়ায় খড়্গ নিয়ে
অসুরবুদ্ধি নিপাত কর্। ৮২।
✳️ 'দশপ্রহরণ দশহাতে ধর
বক্ষ বিদরি 'ধ্বংসি' ইতর,
সূর্য্যরাগী বজ্র তেজে
আর্য্যনারী! শত্রু টোট্। ৮৩।
✳️ 'বুকের আগুন দাউদহনে
সাধ্বী মেয়ে জ্বালিয়ে তোল্,
বৃত্তিজ্ঞানীর ইতর নীতি
পুড়িয়ে হুলুর কর্-রে রোল। ৮৪।
✳️ 'সাধ্বী তোরা নারী তোরা
ফাগুন রাগে আগুন জ্বাল্,
দুর্ব্বিনীত ইতরামি যা'
জ্বালিয়ে ফ্যাল্ পুড়িয়ে ফ্যাল্। ৮৬।
✳️ 'শঙ্খ ফুঁকে অমর হাঁকে
উচ্চ রোলে পরুষ-বুক,
তাথৈ থিয়ায় নাচাও নারী
বর্ম্মে ঢেকে মৃত্যুমুখ। ৮৭।
✳️ 'সতীর তেজে ঝলসে দে মা
নিঠুর-কঠোর অন্ধকারে,
মদন-ভস্ম বহ্নি-রাগে
বৃত্তিরিপু দে ছারখারে;
প্রণবতালে ইষ্ট-মন্ত্রে
ঝঙ্কারি' তোল্ সকল তন্ত্রে,
বিষাণ-হাঁকে রুদ্র দোলায়
বজ্র হানি' মৃত্যুদ্বারে;
আয় ছুটে আয়, আয় মা আমার!
ধর দীপকে আর্য্যতান,
ফুলিয়ে তোল্, দুলিয়ে তোল্
তাথৈ তালে আর্য্যমান। ৮৯।
✳️ 'ইতর নীতির প্রগতি-পথ
শম্ভুশূলে কর্ নিরোধ,
মেয়ে আমার, সতী আমার!
খড়গশূলে রোধ্ নিরোধ। ৮১।
( অনুশ্রুতি ১ম, নারী-পুরুষ)
#নারীরা খুব স্পর্শকাতর অশ্রদ্ধা, অবহেলা, অসম্মান ঘৃণা, রাগ ক্ষোপ, গালিগালাজ, অল্প পরিমাণ হলেও গ্রহণ করতে পারেনা। কিন্তু সমাজ নারীদেরকে এই নিকৃষ্ট উপাদানের জালে আটকে রেখেছে কিছু কুচক্রী মহল।r
অন্যদিকে সৎসঙ্গ শিক্ষা দেয় নারীদের সম্মান করার। তাইতো সৎসঙ্গের কীর্তনে নারীদের সম্মান করে গাওয়া হয়,
'জাগো লক্ষী মায়ের দল
তোমরা না জাগলে
মাগো দেশের অমঙ্গল।'
*শ্রী_শ্রী_ঠাকুর* শিবের বুকে মা কালীর পা এর উদাহরন টেনে বললেন,-
শিবের বুকে শ্যামা যদি না নাচে, তবে Conscious(সচেতন) হয় না। আবার, ধেই-ধেই-নৃত্য-পরা শ্যামা হওয়া চাই।
( #আলোচনা _প্রসঙ্গে, -২২/৩০৮)।
সৎসঙ্গীরা অন্যদের মত মুখে মুখে নারীপ্রেম এর কথায় সীমাবদ্ধ নয় তারা *শ্রী_শ্রী_ঠাকুরে'র* আদর্শে অনুপ্রাণিত হয়ে মনে প্রাণে বিশ্বাস করে, নারীরা জাগ্রত হলে তবেই দেশ ও জাতির প্রকৃত মঙ্গল বয়ে আসবে। roy
*শ্রী_শ্রী_ঠাকুর_অনুকূলচন্দ্র বলেছেন,- "মা-কেন্দ্রিক শিশুরা নম্র, শান্ত ও উদার প্রকৃতির হয়।"
শিশুকাল থেকেই ভালবাসার চর্চা করাতে হবে। পিতার খেয়াল রাখতে হবে, মায়ের প্রতি সন্তানের ঝোঁক যেন বাড়ে।
( #আলোচনা_প্রসঙ্গে, ৭ম খন্ড, ০৯/০৫/১৯৪৬)।
#মেয়েদের মাতৃত্বকে *শ্রী_শ্রী_ঠাকুর* সদা সর্বদা বিশেষ মর্যাদা দিয়েছেন। শ্রদ্ধা জানিয়ে মেয়েদের মাতৃসরূপকে। আদর্শ জননী হয়ে উঠার পথগুলি ভারতীয়সহ সকল দেশের নারীদের সামনে তুলে ধরেছেন। তাই তিঁনি মেয়েদের উদ্দেশ্য করে বলেছেন,-
অন্যত্র *শ্রী_শ্রী_ঠাকুর* বলেছেন,-
"ছেলে-মেয়ের প্রথম শিক্ষা শুরু হয় মায়ের কাছে। তাই আচার, ব্যবহার, অভ্যাস নিয়ন্ত্রিত হওয়া উচিত। সন্তান যেমনই হোক না কেন মায়ের প্রতি ভালবাসায় বা টানে তার বৃত্তি কাবু হলে তার উন্নতি হবেই হবে। সেবা-যত্ন দিয়ে আদর্শ মা সন্তানকে সবসময় রাখবেন সুখী ও তৃপ্ত।"
নারী নিজে প্রকৃত শিক্ষিত হলে তবেই সে ছেলেমেয়েকে প্রকৃত শিক্ষিত করতে পারবে। প্রকৃত নারী'ই এমনতর চরিত্রে অধিকারিণী হতে হবে যে চারিত্রিক দ্যুতি নারী জীবনকে তার বৈশিষ্ট্যের ভিতর দিয়ে সার্থকমন্ডিত করে তুলতে পারবে।
#পরিশেষে পরমদয়ালের কাছে বিশ্বের সকল নারীদের, মায়েদের সুস্থ, সুন্দর, বিপদমুক্ত জীবন প্রার্থনা জানিয়ে লেখাটা শেষ করছি।
-------------------------------------------------------------------------------
✍️লেখা:- স্বপন রায় রন।
[email protected]
www.facebook.com/pal.soponroy
What's app:- +8801773099798.
©️ #নারী #মেয়ে #পুরুষ #সম্মান #শ্রীশ্রীঠাকুর #সৎসঙ্গ #সতী #শঙ্খ #শিব #কালী #শ্রীকৃষ্ণ #নারীঅধিকার #ডিভোর্স ।
#তথ্যসূত্র :- আলোচনা_প্রসঙ্গে, আলোচনা,
অনুশ্রুতি, সত্যানুসরণ।
#সবাইকে _জানাই_রাঃনন্দিত * #জয়গুরু *🙏🤍✨️