Doinik71

Doinik71 প্রতিদিনের বাছাই করা সংবাদের বিস্তারিত বিবরণ দৈনিক৭১।

22/06/2024
05/06/2024

বার পাখিয়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ
এলাসিন দেলদুয়ার টাংগাইল।
একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে।
আযান ও নামাজ পড়ানোর যোগ্যতা থাকলেই চলবে।
বেতন আলোচনা সাপেক্ষে
যোগাযোগ
ইমাম 01725131817

05/06/2024

শিল্পকলা প্রতিযোগিতায় ২০২৪ টাঙ্গাইল

জেলার সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে।
আবেদন ফরম প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইলে জমা দিতে হবে।

বাবা হলেও তাদের প্রকাশ করার ক্ষমতা থাকে নাআহারে জীবন
05/06/2024

বাবা হলেও তাদের প্রকাশ করার ক্ষমতা থাকে না
আহারে জীবন

টাংগাইল কমিউটার বন্ধ হওয়ায় রমরমা ব্যবসা নিরালা / সোনিয়া/ সকাল সন্ধ্যা বাস মালিকদের। সকালে অফিসগামী ও সাধারণ যাত্রীদের ভর...
05/06/2024

টাংগাইল কমিউটার বন্ধ হওয়ায় রমরমা ব্যবসা নিরালা / সোনিয়া/ সকাল সন্ধ্যা বাস মালিকদের।
সকালে অফিসগামী ও সাধারণ যাত্রীদের ভরসার বাহন ছিলো এই টাংগাইল কমিউটার ট্রেন। সাধারন মানুষ এখন বাস মালিকদের কাছে জিম্মি হয়ে পরেছে। শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন-ই আপ-ডাউন করতো ট্রেনটি। সম্প্রতি ট্রেনটি দুর্ঘটনা জনিত কারনে বন্ধ আছে। অনেক আগে থেকেই বাস মালিকদের ভায়াল চোখ ছিল ট্রেনটির উপর এবং বন্ধ কারার জন্যও ছিলো অনেক আয়োজন। ট্রেনটির বিষয়ে সুষ্ঠ তদন্ত দাবি করেছেন টাংগাইলবাসী।

26/03/2024

ঢাকা মেডিকেলের ডাক্তার যদি আইসিইউ/ ওটির মানে না জানে
সার্টিফিকেট যদি নীলক্ষেতে কিনতে পাওয়া যায় তাহলে এই অবস্থা তো হবেই
এমন ডাক্তার এই দেশেই শুধু সম্ভব ...

22/01/2024

ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বললেন ? যা শুনে সবাই হেসে দিলো।

22/01/2024

শুধু এটুকুই দেখার বাকি ছিল

09/01/2024

সাংবাদিক সম্মেলন

27/12/2023

ভাসানীর সন্তোষে নির্বাচনী মিটিং

27/12/2023
25/12/2023

কাতুলি, টাঙ্গাইল
ওয়াজ মাহফিল থেকে আসন্ন নির্বাচন উপলক্ষে দোয়া কামনায় সংক্ষিপ্ত বক্তব্য

২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা পেল ইসির নিবন্ধন, মোট ৯৬ সংস্থার তালিকা প্রকাশদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও ২৯ টি দ...
06/12/2023

২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা পেল ইসির নিবন্ধন, মোট ৯৬ সংস্থার তালিকা প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও ২৯ টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে নতুন এই ২৯টি পর্যবেক্ষক সংস্থাসহ মোট ৯৬টি সংস্থা আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পেল।

নির্বাচন কমিশনের বুধবারের (৬ ডিসেম্বর) দেওয়া তথ্যানুসারে, নতুন নিবন্ধন পাওয়া দেশি পর্যবেক্ষকদের মধ্যে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনও রয়েছে। সংস্থা দুটি প্রথম ধাপে আবেদন করলেও, পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের অযোগ্য বলে বিবেচিত হয়েছিল। দ্বিতীয় ধাপে তারা নিবন্ধন পেল।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী। তিনি একইসঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিবও।

তবে নভেম্বরে প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের হয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। আর ইলেকশন মনিটরিং ফোরামের নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন আবেদ আলী। আরও কয়েকটি সংস্থার মোর্চা হচ্ছে ইলেকশন মনিটরিং ফোরাম।

গত জাতীয় সংসদ নির্বাচনে অনভিজ্ঞ বিদেশি নাগরিকদের পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য সমালোচনা হওয়ার পর সার্ক মানবাধিকার ফোরাম মিডিয়া আলোচনায় এসেছিল।

অন্যদিকে ইলেকশন মনিটরিং ফোরাম চলতি বছরের শুরুতে কয়েকজন বিদেশিকে দেশে এনে 'বিদেশি পর্যবেক্ষক' হিসেবে পরিচয় করিয়ে দেয়।

সর্বশেষ নিবন্ধ পাওয়া সংস্থাগুলোকে নিয়ে ইসির নিবন্ধন পাওয়া স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা এখন ৯৬টি।

এই সংস্থাগুলো ২০২৮ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত আগামী পাঁচ বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য যেকোনো নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তির পর নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে ১৫০টিরও বেশি দেশি বেসরকারি সংস্থা আবেদন করেছিল।

আবেদনগুলো যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি করে এই ২৯টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে ইসি।

সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন ৮১টি দেশীয় সংস্থার ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি।

নতুন নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে আছে—ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পূওর (ডরপ), প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নীড় (স্রাবন), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরডি), তাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থুল অফ দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (আসেস), আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নীডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থসামাজিক কেন্দ্র।

স্ত্রী-কন্যা-নাতিদের দান করায় সম্পদ কমেছে অর্থমন্ত্রীরআ হ ম মুস্তফা কামালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হ...
06/12/2023

স্ত্রী-কন্যা-নাতিদের দান করায় সম্পদ কমেছে অর্থমন্ত্রীর
আ হ ম মুস্তফা কামালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা।

সম্পদের একটি অংশ স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের দেওয়ার পর গত পাঁচ বছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সম্পদের পরিমাণ ২৪ কোটি টাকার একটু বেশি কমেছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার সম্পদের বিবরণী অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ ৩৮ কোটি তিন লাখ ৪৬ হাজার ৬২৩ টাকায় নেমে এসেছে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তার সম্পদ ছিল ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকার।

গত নির্বাচনের পর থেকে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মাননা বাবদ তিনি পেয়েছেন সাত কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি থেকেও তিনি আয় করেছেন নয় কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা।

এ সময়ে মন্ত্রী পারিবারিক ব্যয় ও আয়কর বাবদ ব্যয় করেছেন আট কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা।

তিনি তার মেয়ে নাফিসা কামালকে দুই কোটি চার লাখ পাঁচ হাজার টাকা সমমূল্যের শেয়ার প্রদান করেছেন।

এছাড়া স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনীকে তিনি দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি। স্ত্রীকে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ার বাবদ দিয়েছেন ৪০ হাজার টাকা।

আ হ ম মুস্তফা কামালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা।

এছাড়া মোস্তফা কামালের কোনো ঋণ নেই বলে হলফনামায় বলা হয়েছে।

হলফনামায় মন্ত্রীর বিরুদ্ধে আটটি ফৌজদারী মামলার কথাও উল্লেখ করা হয়, যার সবকটিতে তিনি খালাস পেয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচন করবেন আ হ ম মুস্তফা কামাল।

তামিম ইকবালের বিশ্বকাপ গড় নিয়ে যারা ট্রল করে, তাদের একটা প্রশ্ন করতে ইচ্ছা করে। সাকিবাল হাসানের ২০১৯ ছাড়া অন্য ওয়ার্ল্ডক...
02/11/2023

তামিম ইকবালের বিশ্বকাপ গড় নিয়ে যারা ট্রল করে, তাদের একটা প্রশ্ন করতে ইচ্ছা করে। সাকিবাল হাসানের ২০১৯ ছাড়া অন্য ওয়ার্ল্ডকাপে পারফরম্যান্স কি? কুইন্টন ডি ককের ২০২৩ ছাড়া অন্য বিশ্বকাপে পারফরম্যান্স কি? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই বিশ্বকাপে তামিম ভাল কিছু করতে পারত না? মাহমুদউল্লাহকে এই বিশ্বকাপে নিতে বিসিবি বাধ্য হয়েছিল বাইল্যাটেরাল সিরিজে নিউজিল্যান্ডের সাথে ৪৯ রানের একটা ইনিংস খেলার জন্য। সে কিন্তু ২০২৩ বিশ্বকাপে অসাধারণ ফর্মে আছে। তামিম ইকবালও একই ম্যাচে ৪৪ রান করেছিল। ফর্মে যে সেও ফিরেছিল, ওই ম্যাচে ব্যাটিং এপ্রোচ দেখলেই বোঝা যায়।

বিশ্বকাপের গড় নিয়ে যারা তামিমকে ট্রল করেন, তাদের বলছি, হয়ত, তামিম ইকবালের সেরা একটা বিশ্বকাপ থেকে তাকে বঞ্চিত করা হল এই বিশ্বকাপে।

02/11/2023

বিসিবির ১ বছরে খরচ ৩০০ কোটি টাকার উপরে।

বাংলাদেশ ক্রিকেটের অধঃপতনে এদের মধ্যে যে কোন একজনকে বহিষ্কার করার সুযোগ পেলে আপনি কাকে বহিঃষ্কার করবেন?
02/11/2023

বাংলাদেশ ক্রিকেটের অধঃপতনে এদের মধ্যে যে কোন একজনকে বহিষ্কার করার সুযোগ পেলে আপনি কাকে বহিঃষ্কার করবেন?

29/10/2023

দুপুরের হরতাল পরিস্থিতি
মেইনরোড, শহরের মেইন পয়েন্ট
নিরালামোড়, টাঙ্গাইল

29/10/2023

টাঙ্গাইলে হরতাল পরিস্থিতি
নিজের চোখে দেখুন

তামিম ইকবালের ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স16(29) Vs South Africa 24(38) Vs New Zealand 19(29) Vs England 48(53) Vs West ...
27/09/2023

তামিম ইকবালের ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স
16(29) Vs South Africa
24(38) Vs New Zealand
19(29) Vs England
48(53) Vs West Indies
62(74) Vs Australia
36(53) Vs Afghanistan
22(31) Vs India
8(21) Vs Pakistan

দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান- ডিএইচ শিপবিল্ডিংয়ের সাথে তৃতীয় প্রজন্মের একটি তেলবাহী ট্যাংকার জাহাজ কেনার চুক...
27/09/2023

দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান- ডিএইচ শিপবিল্ডিংয়ের সাথে তৃতীয় প্রজন্মের একটি তেলবাহী ট্যাংকার জাহাজ কেনার চুক্তি সই করেছে এমজেএল বাংলাদেশ। ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকায় জাহাজটি কেনা হচ্ছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় হচ্ছে কৃষি মেলা
27/09/2023

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় হচ্ছে কৃষি মেলা

রাজ বর্তমানে একজন পাতানো বোনের সাথে থাকেন: পরীমণি১৮ সেপ্টেম্বর শরিফুল রাজকে তালাকের আবেদন (ডিভোর্স লেটার) পাঠিয়েছেন পরীম...
27/09/2023

রাজ বর্তমানে একজন পাতানো বোনের সাথে থাকেন: পরীমণি

১৮ সেপ্টেম্বর শরিফুল রাজকে তালাকের আবেদন (ডিভোর্স লেটার) পাঠিয়েছেন পরীমণি। রাজের ঘনিষ্ঠসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাজকে পাঠানো পরীর তালাকের আবেদনের কপিতে দেখা গেছে, চারটি কারণ দেখিয়ে রাজকে তালাকের আবেদন করেছেন পরীমণি।
তালাকের আবেদনে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।
উপরে উল্লেখিত কারণ দেখিয়ে বিবাহ বন্ধন ছিন্ন করতেই এই আবেদন গুণিনের এই অভিনেত্রীর। আইনজীবীর মাধ্যমে পাঠানো তালাকের আবেদনটি রাজ গ্রহণ করেছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে রাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।
শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ দীর্ঘদিন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্য যেন তা কয়েক গুণ উস্কে দেয়। পরী প্রকাশ্যেই বলেছেন, রাজের সাথে আর সংসার নয়! কয়েক মাস ধরে তারা আলাদাও থাকছেন!
বিচ্ছেদের ইঙ্গিত অবশ্য পরী রেখেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসেও। ১৭ সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!” তারপর একটি সাইনিং ইমো দিয়ে লেখেন, আল্লাহ ভরসা।
পরীর সেই স্ট্যাটাসে একজন শুভ কামনা জানিয়ে লেখেন, “দিন‌টি আনন্দময় ও ম‌নের ম‌তো হোক।” জবাবে পরী লেখেন, “হোক, কষ্টের অবসান”। পরীর এমন জবাবে অনেকেই তখন রাজের সাথে বিচ্ছেদের আভাস পেয়েছিলেন!
অবশেষে রাজকে ডিভোর্স দিলেন পরীমণি
এদিকে মঙ্গলবার রাতে রাজের উদ্দেশে দেয়া একটি স্ট্যাটাসে গুরুতর অভিযোগ করেন পরী। যেখানে তিনি বলেন, রাজ বর্তমানে একজন পাতানো বোনের সাথে থাকেন। সেই বোন আর রাজ মিলে পরীর গায়ে হাতও তুলেছে। পরবর্তীতে পরী সেই স্ট্যাটাসটি ডিলিট করে দেন।

সোমবার প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’র ট্রেলার। আড়াই মিনিটের এই ট্রেলারের পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। যে সিরিজে...
27/09/2023

সোমবার প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’র ট্রেলার। আড়াই মিনিটের এই ট্রেলারের পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। যে সিরিজের গল্প আনিস আহমেদ নামের এক ব্যক্তিকে ঘিরে অদৃশ্য’। যিনি ব্যবসায়ী হিসেবে চূড়ান্ত সফল। আবার রাজনীতিতেও নাম লেখায়। কিন্তু আচমকা তার জীবন পাল্টে যায়, যখন সে তার নিজেকে আবিষ্কার করে এক পরিত্যক্ত ঘরে, বন্দী অবস্থায়। কে, কেন তাকে এমন বন্দী করেছে, তার হদিস মেলে না। এই সূত্র ধরেই রহস্যের জাল গাঢ় হতে থাকে।
সিরিজটার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে মাহফুজ আহমেদ ও অপি করিমকে। এতে মাহফুজ হচ্ছেন আনিস আহমেদ। আর তার স্ত্রীর চরিত্রে অপি করিম। এটি নির্মাণ করেছন শাফায়েত মনসুর রানা।

যৌন সুড়সুড়ির’ অভিযোগ, পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশচিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব ফিল্প ‘পাফ ড্যাডি’ প্রচার,...
25/09/2023

যৌন সুড়সুড়ির’ অভিযোগ, পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ
চিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব ফিল্প ‘পাফ ড্যাডি’ প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন আইনি নোটিশ পাঠানো বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

মেসির অভিযোগের জবাব দিলেন খেলাইফিগত বছর লিওনেল মেসির জাদুতে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই কাতার বিশ্বকাপের ফাইনালে ফ...
25/09/2023

মেসির অভিযোগের জবাব দিলেন খেলাইফি

গত বছর লিওনেল মেসির জাদুতে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিলেন মেসিরা। তখন মেসি খেলতেন ফ্রান্সেরই ক্লাব পিএসজিতে। এই গ্রীষ্মে দলবদলের সময় প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো মেসির দাবি, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে ফেরার পর তাকে স্বীকৃতি দেয়নি ফরাসি ক্লাবটি!

ফ্রান্স দলের কিলিয়ান এমবাপ্পেসহ অনেকেই পিএসজিতে মেসির সতীর্থ ছিলেন।

বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সম্প্রতিতে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘(আর্জেন্টিনা দলের) ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পাইনি। ব্যাপারটা বুঝতে পেরেছি। কারণ আমাদের কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।

প্যারিসের ক্লাবটিতে সংবর্ধনা না পাওয়ার কারণটাও জানেন মেসি। তিনি বলেন, ‘তবে এটি ঠিক যে, আমিই ওই দলের খেলোয়াড় যারা তাদের (ফরাসিদের) দলকে ফাইনালে হারিয়েছে, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি। এটি বাস্তবতা।’ মেসির এমন বক্তব্যের পর মুখ খুলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।
খেলাইফির দাবি, পিএসজিতে তারা মেসিকে সংবর্ধনা দিয়েছেন। ট্রেনিংয়ে তাকে সম্মান দেখানো হয়েছে। এমনকি ব্যক্তিগতভাবেও মেসিকে সম্মান দেখানো হয়েছে। খেলাইফি বলেন, ‘সকলেই দেখেছে (সংবর্ধনা দিয়েছি কি না), কারণ এটার ভিডিও প্রকাশ করা হয়েছিল। মেসিকে নিয়ে আমরা পিএসজির অনুশীলনে উদযাপন করেছি, এমনকি ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে তার বিশ্বকাপ উদযাপন করেছি।
এটা ঠিক যে, স্টেডিয়ামে বড় পরিসরে মেসিকে সংবর্ধনা দেয়নি পিএসজি। এটি স্বীকার করে খেলাইফি বলেন, ‘কিন্তু সম্মানের সঙ্গে বলছি, আমরা ফ্রান্সের ক্লাব। স্টেডিয়ামে মেসির বিশ্বকাপ উদযাপন করা অবশ্যই খুব স্পর্শকাতর হতো। যে দেশকে মেসি হারিয়েছে, ওই দেশকে, তার দলের সতীর্থদের সম্মান এবং সমর্থন দিতে হতো।’

Address


Alerts

Be the first to know and let us send you an email when Doinik71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doinik71:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share