E-Paper

E-Paper Download Update News 1 click. Make friends with Jam ! The latest update will be out at 5 pm & 11 PM.

This is the first time in the country that the online E-Paper will be created with daily update news in two editions in Bangla and English.

গ্রামে প্রথম সড়ক হয়েছে।নতুন সড়কে ধুলো লেগে যাবে তাই জুতা নীচে রেখে সড়কে চলাচল করছে শিশুরা। ভালোবাসা।
12/07/2024

গ্রামে প্রথম সড়ক হয়েছে।নতুন সড়কে ধুলো লেগে যাবে তাই জুতা নীচে রেখে সড়কে চলাচল করছে শিশুরা। ভালোবাসা।

07/07/2024
যাহারা ইচ্ছাকৃতভাবে ভোট দিতে যাননি , তাদের ভোট দেওয়ার জন্য এমন ছোট ছোট মিষ্টি আপুরাই যথেষ্ট।
07/01/2024

যাহারা ইচ্ছাকৃতভাবে ভোট দিতে যাননি , তাদের ভোট দেওয়ার জন্য এমন ছোট ছোট মিষ্টি আপুরাই যথেষ্ট।

সকাল থেকে ভােট প্রদানের শতকরা হার ঘন্টা প্রতি ১৫% থেকে কেন্দ্র ভেদে সর্বচ্চো ২৫%। জয়পুরহাটে একটি কেন্দ্রে সুষ্ঠু ভোটে ...
07/01/2024

সকাল থেকে ভােট প্রদানের শতকরা হার ঘন্টা প্রতি ১৫% থেকে কেন্দ্র ভেদে সর্বচ্চো ২৫%। জয়পুরহাটে একটি কেন্দ্রে সুষ্ঠু ভোটে 1400 এর মধ্যে ১২টা পর্যন্ত ২০০ ভোট কাস্টিং,।
সারাদেশে ভোট প্রদানের হার শতকরা ৩০% এর মত হবে বা আশেপাশেই থাকবে।
২০১৪ সালের পুরোদমের আন্দোলনের মধ্যেও ৪০% ভােট পড়েছিল এবার সে লক্ষনও পুরণ হচ্ছে না।
কমপক্ষে ৫০%+ ভােটারা উপস্থিতি সরকারের জন্য প্লাসপয়েন্ট এর ৪০% এর ঘরে থাকলেও বৈশ্বিক কূটনীতিতে দড়কশাকশির জায়গাটা থাকবে এর নিচে যত কম হবে তত দড়কশাকশির জায়গা থেকে পিছিয়ে পড়তে হবে।

30/12/2023

তৃতীয় পক্ষ ক্ষমতায় আসছে কি?
গত দুদিন ধরে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সহ দেশ-বিদেশি ষড়যন্ত্রের কথা বারবার উচ্চারণ করছেন। এমনকি যুক্তরাষ্ট্র, ইসরাইল-ফিলিস্তিন, মানবতা, ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার পক্ষ নিয়েও বিভিন্ন কথা স্পষ্ট করে বলেছেন। যা কুটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য সচরাচর কেউ বলেন না, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এতটা সহজে কেউ বলে না কিন্তু বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী।
আজকের জনসভায় সরাসরি বলেছেন ৭ তারিখের নির্বাচন বাতিল করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য জোর চেষ্টা চলছে।
একই দিনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চোরা গুপ্তা হামলা চালাবে বিশেষত নির্বাচনের বড় বড় প্রার্থীদের উপর।
অন্যদিকে নির্বাচনের এক সপ্তাহ বাকি না থাকলেও বিএনপি কোন শক্ত আন্দোলনে না গিয়ে লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। অর্থাৎ বিএনপিও নীরব এবং কিছু একটা ঘটতে যাচ্ছে এমন আভাস সব দল ও রাজনীতিবিদদের ভেতরে আছে।
এদিকে ২৯শে ডিসেম্বর থেকে সেনাবাহিনী মাঠে থাকার কথা থাকলেও নামানো হয়নি। নির্বাচন কমিশন প্রথমে সেনাবাহিনী নামানোর জন্য স্পষ্ট ও জোর দিয়ে বলেছিল, সেনাবাহিনী 29 তারিখ থেকে মাঠে থাকবে। পরবর্তীতে রাষ্ট্রপতির সাথে দেখা করে সেনাবাহিনী নামার বিষয়টি ব্র্যাকেটবদ্ধ করা হয়।
আর সর্বশেষ গতকাল শুক্রবার সেনাবাহিনীতে ব্যাপক রদ বদল করা হয়।
প্রধানমন্ত্রীর শঙ্কা, বিএনপি'র নীরবতা, ও সেনাবাহিনীতে রদ বদল রাজনৈতিক বিশ্লেষক ও জনগণের মনে শঙ্কা বাড়াচ্ছে।
ছোট মাথায়: রাজনৈতিক বিশ্লেষণ-১

14/12/2023

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন ? অবশ্যই চিনেছি।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ।
- হ্যাঁ, তাই তো। কলিমউল্লাহ। এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না।
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন ।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে । কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....
(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when E-Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share