Ajantrik

Ajantrik আযান্ত্রিক, যান্ত্রিকতার ভিড়ে জান্ত ১৯৬৪ সালে প্রকাশিত স্যাড জেনারেশন এর একটি বুলেটিনে বলা হয় , “ We don't know what we are doing. We are guilty. We know it.

We are really undone, really helpless. We are poisoning us consciously. Yet we are helpless and helpless. We are bearing dynamites in our blood. But we are helpless, simply undone. We have no other alternative except SELF-DESTRUCTION". আপাতঃ এই কথা গুলোর মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং হতাশার সুর বেজে উঠলেও এই স্যাড জেনারেশন ছোট কাগজের মাধ্যমে এক সামাজিক আন্দোলন গড়ে তুলকে সমর্থ হয়।
আমাদের নতুন প্রজন্মদে

র চোখে এখন ঘুম নেই। এই সবুজ বাংলাদেশকে সামনে রেখে তারা কিছু একটা করতে চায়। যান্ত্রিকতায় ভরা এই যান্ত্রিক সময়ে আমাদের তরুনরা দিশাহারা। তারা তাদের মনন আর মেধাকে ঢেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের শিল্প-সাহিত্যকে সমৃদ্ধ করতে চায়। শিল্প সাহিত্য চর্চার গতানুগতি ধারা থেকে বের হতে চায়। সেই জমে থাকা আর্তনাদ থেকেই শিল্প-সাহিত্য সমৃদ্ধ নতুন একটি মাসিক পত্রিকা ’অযান্ত্রিক’ প্রকাশিত হতে যাচ্ছে। পত্রিকাটি অন লাইন এবং প্রিন্ট দুটোতেই থাকবে। আমরা আপনাদের সাথে নিয়েই এই যুদ্ধে নামতে চাই। ‘অযান্ত্রিক’ এর দুনিয়ায় আপনাদের স্বাগত জানাই
আমাদরে প্রথম সংখ্যা প্রকাশিত হবে জুন মাসে। আপনার লেখা এবং সহযোগিতা চাই। আমাদের সাইট এর কাজ চলছে। আমাদের সাইট www.ajantrik.com আমাদের বর্তমান ইমেইল:
[email protected]
এখানে আপনারা আপনাদের মেধা-মননের বহিঃপ্রকাশ ঘটান লেখা প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, কার্টুন, ছবি এমনকি অনুবাদও পাঠাতে পারেন। আমাদের কাছে কোন ছোট-বড়, জনপ্রিয়-অজনপ্রিয় ভেদাভেদ নেই। আমরা শুধুমাত্র রুচিশীল সৃষ্টিশীলতার সমঝদার। তাই অযান্ত্রিক হতে পারে আপনার সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম। আপনাদের প্রতিভা ও ভালবাসাকে পুঁজি করেই অযান্ত্রিক এগিয়ে চলবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ajantrik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajantrik:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share