IIUC Supply Chain Professional Network

  • Home
  • IIUC Supply Chain Professional Network

IIUC Supply Chain Professional Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IIUC Supply Chain Professional Network, Publisher, .

ঋণপত্ৰ (Letter of Credit):  ঋণপত্র (LC) হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত অনেকগুলো অর্থ পরিশোধ পদ্ধতির মধ্যে একটি। তবে,...
09/10/2022

ঋণপত্ৰ (Letter of Credit):

ঋণপত্র (LC) হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত অনেকগুলো অর্থ পরিশোধ পদ্ধতির মধ্যে একটি। তবে, নিঃসন্দেহে পৃথিবীব্যাপী এটি সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ ও সর্বজন গ্রাহ্য অর্থ পরিশোধ মাধ্যম। International Chamber of Commerce (ICC) কর্তৃক প্রণীত UCP এর অধীনে এর সদস্য দেশসমূহের ব্যাংকগুলো LC ইস্যু করে থাকে। UCP-তে LC এর সাথে জড়িত সকল পক্ষের অধিকার, দায়-দায়িত্ব, করণীয়, বর্জনীয় ইত্যাদি বিষয়ে উল্লেখ আছে। সংশ্লিষ্ট সকল পক্ষ এ সব নির্দেশনা অনুসরণ করে বিধায় বর্তমানে পৃথিবীব্যাপি আন্তর্জাতিক বাণিজ্য বহুলাংশে নিষ্কণ্টকভাবে সম্পন্ন হচ্ছে।

ICC কর্তৃক প্রকাশিত - UCP-600, এই প্রকাশনার Article No-2 এ ঋণপত্রের একটি সংজ্ঞা দেয়া আছে, যা নিম্নরূপ "Credit means any arrangement, however named or described that is irrevocable and thereby constitutes a definite undertaking of the issuing bank to honour a complying presentation."

এখানে Honour বলতে (a) sight বিল এর বিপরীতে তাৎক্ষনিক অর্থ পরিশোধ বুঝানো হয়েছে। (b) Deferred বিল পরিপক্ক তারিখে (at maturity) পরিশোধ বুঝানো হয়েছে (c) Usance বিলের বিপরীতে Bill of Exchange ঋণপত্রের আবেদনকারী কর্তৃক গ্রহণ বা Acceptance প্রদান এবং নির্দিষ্ট তারিখে মূল্য পরিশোধ বুঝানো হয়েছে।
Complying Presentation বলতে ঋণপত্রের শর্তাবলী পরিপালন, ইউসিপি এবং আইএসবিপির ধারাসমূহ যথাযথভাবে পরিপালনপূর্বক ডকুমেন্টস উপস্থাপন করা বুঝায়। Irrevocable LC বলতে স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মতি ব্যতিরেকে ইস্যুকৃত এলসি বাতিল বা সংশোধন করা যাবে না- এমন এলসি-কে বুঝায়।
এছাড়া, Credit বলতে Letter of Credit কে বুঝানো হয়েছে। এ সংজ্ঞাটিকে এভাবে বিশ্লেষন করা যেতে পারে-"Letter of Credit is a definite undertaking of the issuing bank on behalf of the importer to make payment to the exporter or his bank against delivery of goods/services and subject to presentation of documents as per terms and conditions specified in the LC.“

ঋণপত্র হচ্ছে আমদানীকারকের পক্ষে ইস্যুকারী ব্যাংকের একটি সুনির্দিষ্ট অংগীকারনামা বা নিশ্চয়তাপত্র, যেখানে উল্লেখ থাকে যে, মালামাল সঠিক সময়ে জাহাজীকরণ করে ঋণপত্রের শর্তাবলী যথাযথভাবে পরিপালনপূর্বক দলিলাদি উপস্থাপন করা হলে রফতানিকারক বা তার মনোনীত ব্যাংককে মালামালের মূল্য পরিশোধ করা হবে।

27/09/2022

Proforma Invoice (PI) I Indent কাকে বলে।

Proforma Invoice (PI): Proforma Invoice হলো প্রাথমিক বিল যা পণ্য সরবরাহ/রপ্তানি করার পূর্বে আমদানিকারক এবং রপ্তানিকারক এর মধ্যে নির্দিষ্ট কোন পণ্য Quantity, Unite Price, Payment Terms, Delivery Terms, Country of Origin ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে একমত হয়ে অর্থ লেনদেন এর বিনিময়ে রপ্তানি কারক যে চালান তৈরি করে আমদানি এর নিকট পাঠিয়ে দেয় পণ্য সরবরাহ বা রপ্তানির জন্য সেই চালান কে Proforma Invoice (PI) বলে।


Indent: Indent হলো প্রাথমিক বিল যা পণ্য সরবরাহ/রপ্তানি করার পূর্বে আমদানিকারক এর দেশে রপ্তানিকারক এর মোননিত (Nominated) কোন প্রতিষ্ঠান আমদানি কালকের সাথে রপ্তানি কারককের নির্দিষ্ট কোন পণ্য Quantity, Unite Price, Payment Terms, Delivery Terms, Country of Origin ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে একমত হয়ে অর্থ লেনদেন এর বিনিময়ে নিজেদের প্রতিষ্ঠানের লেটারহেড পেডে রপ্তানি কারক এর পক্ষে যে চালান তৈরি করে আমদানি এর নিকট পাঠিয়ে দেয় পণ্য সরবরাহ বা রপ্তানির জন্য সেই চালান কে Indent বলে।

Proforma Invoice (PI) তৈয়ারি
একটি Proforma Invoice (PI) তৈরির করতে নিম্ন বিষয় গুলি অন্তর্ভুক্ত করতে হবে।

1. Exporter Name, address and Bin /Vat No.
2. Exporter’s Bank Name, address and SWIFT Code.
3. Importer Name and Address
4. PI No. and Date
5. Payment Terms
6. Delivery Terms
7. Country of Origin
8. Port of Loading
9. Port of Discharge
10. Ship Mode
11. Shipment and Expiry date
12. Goods Name
13. Goods Description
14. H.S. Code
15. Quantity
16. Unite price
17. Total Amount
18. এবং অন্যান্য শর্ত যদি থাকে

Indent এর ক্ষেত্রে রপ্তানি কারককের মোননিত (Nominated) প্রতিষ্ঠানের লেটারহেড পেডে স্বাক্ষরিত উপরের বিষয়গুলো অন্তভুকত থাকবে।

26/02/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when IIUC Supply Chain Professional Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share