文 গীতি কাব্য 文

  • Home
  • 文 গীতি কাব্য 文

文 গীতি কাব্য 文 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 文 গীতি কাব্য 文, Digital creator, .

30/10/2023
25/08/2023

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

পোস্টঃ সংগৃহীত
ছবিঃ ডক্টর জাকির নায়েক

06/08/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

28/12/2022

আজ বাবার কথা খুব মনে পড়ছে। খুব ছোট বেলায় বাবা হারা আমি আর সদ্য ছোট ছেলেকে হারিয়ে এক হতভাগ্য বাবা আমি। বিধাতার খেয়ালে যা কিছু ঘটে সবই মঙ্গলের জন্যই ঘটে। এসব বুঝেও চোখের জলে ভাসলাম। এমনটা আজকাল প্রতিদিনকার রেওয়াজে পরিণত হয়ে গেছে। মেনেও নিয়েছি মানিয়েও নিচ্ছি। পাথর বুকে বেঁধে নিয়ে গড়ে তুলছি নিজেকে। দেখি আমার জন্য বিধাতার আয়োজন। অবশ্যই সম্মুখে ভালো কিছু নিশ্চই আছে। আল্লাহ্ ভরসা।

আজকাল বেশ কাঁদতে পারি আমি। কাজের ফাঁকে হঠাৎ চোখের জলে চোখ ঝাপসা হয়ে আসে। তাই পকেটে টিস্যু রাখি সবসময়। একা নীরব হলে চোখের সামনে কখনো বাবা কখনো সাফওয়ানের মুখোচ্ছবি ভেসে উঠে। এ এক কঠিন যন্ত্রণায় ভুগছি। তবুও ভালো লাগার একটা অনুভূতি কাজ করে মনের ভিতরে। আর যাইহোক, সাফওয়ান চলে গিয়ে আমাকে অন্তত কাঁদতে শিখিয়ে গেছে। কাঁদার দারুণ সুযোগ করে দিয়ে গেছে। একটা সময় ছিলো কাঁদতে পারতাম না। এখন কাঁদতে পারছি। কাঁদার টপিক খুঁজে পেয়েছি। কাঁদতে কাঁদতে হয়তো একদিন পাথর গলতে শুরু করবে আর একটা সময় নিশ্চই আল্লাহ্ আমার জন্য ভালো কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ।

যেখানে আছি। একদম একা। এরকমভাবে এর আগে কখনোই থাকিনি। একা কখনোই দূরে, স্বজনহীন থাকার নজির নেই। ইচ্ছা করেই এই একাকীত্বকে বেছে নেয়া। যখন ইচ্ছে হবে বাবাকে নিয়ে ভাববো, যখন ইচ্ছে হবে সাফওয়ানকে নিয়ে ভাববো। কারো বিধিনিষেধ অথবা সান্ত্বনার বাণী শুনতে হবে না। কেউ মুখস্থ সান্ত্বনার বাণী দিয়ে বলবে না যে, আল্লাহর মাল আল্লাহ্ নিয়ে গেছে। এখন মন ভরে কাঁদতে পারবো আর অঝোর ধারায় চোখের জলে ভাসতে পারবো। এর মাঝে নিজেকে হালকা করার অমায়িক সুযোগ আছে।

বিষণ্ণতা, অবসাদ, মানসিক অস্থিরতা, অতীত সুখস্মৃতি বা পেরিয়ে আসা অন্ধকারাচ্ছন্ন সময়, আর আগামীর ভাবনা তো ক্রমশ ভারী হয়ে বিষাদগ্রস্ত দিনযাপন করছি। তবু নিজেকে নিজের মত করে সান্ত্বনা দেই, সাহস যোগাই আর বলি ভাগ্য যেখানে নির্ধারিত সেখানে আমার আর ভেঙ্গে পড়ার সুযোগ নেই। সকল কিছুর ফয়সালাকারী একমাত্র আমার আল্লাহ্।

মায়ের অসুস্থতা আমার পুরোনো কষ্ট। বাস্তবতা আর পরিস্থিতি আমাকে সাধ্যের বাহিরে নিয়ে গেছে তাই এখন আর আগের মত মায়ের খোঁজ খবরও নিতে পারিনা। মনের মত করে ভালো ডাক্তার দেখাতে পারিনা। এটাও মানসিক কষ্টের একাংশ।

সময় আর বাস্তবতার নিরিখে যা বুঝলাম তা হচ্ছে, আসলে সময় যখন খারাপ আসে তখন চারদিক থেকে ঝাঁক বেঁধে আসে। হয়তো এই সময় গুলো থাকবে না, ভালো সময় অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তখন বর্তমান আর অতীত হয়ে যাবে গল্প। আমি আসলে সেই গল্পময় সময়ের অপেক্ষায় ধৈর্য ধরে আছি।
ফি আমানিল্লাহ্।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when 文 গীতি কাব্য 文 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share