Ahle Hadith

Ahle Hadith ৭২ ফিরকা বেঁধেছে জোট সকল সালাফী এক হোক।

31/12/2024

যে বাসার ছাদ গুলো থেকে আতশবাজী হবে সেই বাসার মালিকদের আইনের আওয়াতে আনা ছাড়া এইসব বন্ধ সম্ভব নয়।

29/12/2024
29/12/2024
29/12/2024

- জনপ্রিয়তা ঢোল!
-উক্ত লিখাটি কোন নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে নয়!
একবার নিম্নে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেই দেখুন না! তারপর দেখুন আপনাদের জনপ্রিয়তা বিদ্যুতের গতিতে কিভাবে জানালা দিয়ে দৌড়ে পালায়!

যারা দিনরাত তাফসীর মাহফিলে অনলাইনে জনপ্রিয়তা ঢোল পেটাচ্ছেন, আপনাদের ওয়াজ মাহফিল গুলোতে হাজার হাজার লাখ লাখ শ্রোতা বা মানুষের ঢ্ল পড়ছে! তাদের উদ্দেশ্যে অতি গুরুত্বপূর্ণ এক্কেবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা ..!

কুরআন ও সহীহ হাদিছ অনুযায়ী সমাজে প্রচলিত শিরক-বিদাত, কবর-মাজার, হক্কানী নামের ভন্ড পীর-মুরিদি, ফকির, দরবেশ, অলি- আউলিয়া ও সুফি-সাধক সহ সকল প্রকার ভন্ডদের ভন্ডামীর বিরুদ্ধে বলেই দেখুন!

নির্ভেজাল কুরআন ও সহী সুন্নাহ থেকে প্রকৃত তাওহীদ একত্ববাদ ও নবী (‎ﷺ) এর ছেড়ে যাওয়া প্রকৃত আদর্শের কথা বলেই দেখুন! ছালাফদের প্রকৃত আক্বিদা মানহাজের দিকে ডেকে দেখুন! ধর্মের নামে ডানে-বামে যেসকল বাতিল ফিরকা রয়েছে তাদের বিরুদ্ধে জনসাধারণ কে সচেতন করে দেখুন! সকল প্রকার জাল, জয়িফ, গান-সুর, কমেডি, হাসাহাসি খেল-তামাশা, বানোয়াট উদ্ভট কিচ্ছা কাহিনী গালগল্প মিশ্রিত বক্তব্য দিয়ে শ্রোতাদের মাতিয়ে তুলা বন্ধ করুন, বাড়াবাড়ি-ছাড়াছাড়ি অপব্যাখ্যা ছাড়ুন! তারপর wait and see! আপনাদের বক্তাদের মত দুইএকটা ইংলিশ বল্লাম Never mind!

আপনাদের যে সকল কথিত মঞ্চ কাঁপানো জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা, পি,এইচ,ডি হোল্ডার ডক্টরেট, মুফতি আর বক্তা সাহেবগন আছেন, তাদের সকলের উদ্দেশ্যে নিম্ন উল্লেখিত ১০টি বিষয় নিয়ে আলোচনা করার বিশেষ উদাত্ত আহ্বান রইল। যেমনঃ-
১) তাওহীদের পরিচিতি গুরুত্ব ও তাৎপর্য!
২) ইসলামী আক্বিদা গুরুত্ব ও তাৎপর্য!
৩) কুরআন ও হাদিছ বোঝার মূলনীতি!
৪) মানহাজুস সালাফের গুরুত্ব!
৫) ইসলামের দৃষ্টিতে পীর-মুরিদী।
৬) খারেজীদের বৈশিষ্ট্য ও আলামত!
৭) মুসলিম সমাজে শিরক ও বিদআতের ভয়াবহতা।
৮) ইসলামের দৃষ্টিতে পীরতন্ত্র বা সুফিবাদ!
৯) ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র বা democracy!
১০) কুরআন সহীহ সুন্নাহর আলোকে ইক্বামতে দ্বীনের প্রকৃত রূপরেখা!

উপরোক্ত উল্লিখিত বিষয়গুলো নিয়ে কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক সালাফদের বুঝে বিস্তারিত আলোচনা বা খোলাসা করুন, এক্ষেত্রে মনে রাখা ভালো যে, কোন প্রকার অপব্যাখ্যা বাড়াবাড়ি ছাড়াছাড়ি বা গুজামিল অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে! এখানে তিনটি শর্ত খেয়াল রাখা অতি জরুরী! যেমন- কুরআন ও সহীহ হাদিছ এবং ছালাফে সালিহীনের বুঝে হতে হবে।

উদাহরণ স্বরূপ! যেমনটি করে আলোচনা করছেন, আমাদের প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ শাইখ মতিউর রহমান মাদানী হাফিয্বাহুল্লাহ সহ সহীহ আক্বিদা-মাযহাযের সকল সালাফী বা আহলেহাদিছের সস্মানিত "দাঈ ইলাল্লাহ"গন!

তারপর দেখতে থাকুন, আপনাদের এই কথিত জনপ্রিয়তার অবস্থা। আপনারা কি ভুলে গেছেন আপনাদের মুরুব্বীদের কথা! তাহলে আমি দুইএক জনের নাম মনে করিয়ে দেই! যেমন- মাওলানা হাবিবুর রহমান (যুক্তিবাদী) সাহেব! মাওলানা তোফাজ্জল হোসেন (ভৈরবী) সাহেব! এক সময় তাদেরও জনপ্রিয়তা আপনাদের থেকে কম ছিলনা, এখন জনসাধারণ তাদের ভন্ডমী বুঝতে পেরেছে, মুরুব্বীদের কথা এইজন্য বললাম কারণ তারাও নিজেদের হানাফি দাবিদার আর আপনারাও! দাবী আপনারা এক!

সারা জীবন আপনারা যদি এমন করে অন্যের বানানো theory জাল-জয়িফ, কিচ্ছা-কাহিনী, গালগল্প দিয়ে বক্তব্য দিয়ে দাওয়াত দিতে থাকেন! [ রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠা তো অনেক দূরের কথা, ব্যক্তি পর্যায়েও দ্বীন প্রতিষ্ঠা বা দ্বীন কায়েম করা সম্ভব নয়! ] যদি প্রকৃত তাওহীদ ও বিশুদ্ধ আক্বীদা ও মানহাযের দিকে আহব্বান আর সমাজের প্রচলিত সকল প্রকার শিরক-বিদাত, কবর-মাজার, পীর-মুরিদী বা পীরতন্ত্র সুফিবাদ এসব ভন্ডামীর বিরুদ্ধে আলোচনা না করেন, তাহলে আপনাদের কেউ বিরুদ্ধতা করবেনা। শুধু ভালবাসা আর জনপ্রিয়তাই পাবেন, কেননা জাতির অধিকাংশ আজ [ধর্মীয়] দ্বীন ইসলামের প্রকৃত ইল্ম বা জ্ঞান সম্পর্কে অজ্ঞতার চূড়ায়, যাচাই বাছাই ছাড়াই জাহেলদের আলেম বানিয়ে ফেলেছে, নবী (‎ﷺ) এ কথাই বলেছেন, [ فَضَلُّوا وَأَضَلُّوا ] তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং লোকদেরও পথভ্রষ্ট করবে।"

যেমন জনগন তেমনি তাদের বক্তারা! যেই একবার স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়েছে, সেই নামের পাশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা, মুফতি, আরো কত কি উপাধি লাগায়! দ্বীন প্রচারের নামকরণ করে তাফসীর মাহফীল করে যাচ্ছে! [অথচ তাফসীর কাকে বলে বা তাফসীর করতে কয়টি বিষয় জ্ঞানের প্রয়োজন হয় বক্তা সাহেব তাই জানেনা!] তারপরেও তিনি মুফাসসির আল্লামা! রিজাল শাস্ত্র বা হাদীছের সনদ সম্পর্কে যে অজ্ঞ জাহিল হাদিছের জাল,জয়িফের মাপকাঠি বুঝেনা! সেও নামের পাশে উপাধি লাগায় [মুহাদ্দিস!] তাফসীর মাহফিল গুলো শতকরা ৮০ভাগ মিথ্যা বানোয়াট মনগড়া কিচ্ছা-কাহিনী দিয়ে সাজানো! আর জনসাধারণ থেকে মাহফিলের কালেকশনের নাম করে উঠানো হয় হাজার হাজার লাখ লাখ টাকা! মাসের পর মাস ধরে চলে কালেকশন, আর সেই টাকা সবই যায় কথিত সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা আর মুফতি সাহেবগনের পকেটে! তারা ওয়াজ মাহফিলের হাজির হচ্ছেন হেলিকপ্টারে চড়ে! এমন করে কখনো কি চিন্তা করেছেন? এ টাকা কার! ‏ [الله المستعان]

যারা ঐক্যের স্লোগান দিচ্ছেন! গনজোয়ার কথা বলছেন!
তাদের উদ্দেশ্যে দুইএকটি কথা! যারা ঐক্যের কথা বলে চিল্লাচ্ছেন! তাদের কাছে প্রশ্ন? বিশুদ্ধ আক্বীদাহ বিহীন ঐক্য কি সম্ভব! বিশুদ্ধ আক্বীদাহ বিহীন ঐক্যের চার পয়সার মূল্য কোন আছে কি? বিশুদ্ধ আক্বীদাহ -মানহাজ ছাড়া ঐক্যে আল্লাহর নৈকট্য অর্জন হবে কি? বিশুদ্ধ আক্বিদাহ ছাড়া আল্লাহর নিকট আমল গ্রহণযোগ্য হবে কি?

বিশেষ দ্রষ্টব্যঃ- আপনাদের ঐসকল জনপ্রিয় আল্লামা, পি,এইচ,ডি হোল্ডার ডক্টরেট, মুফতি আর বক্তা সাহেবগনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে উদাত্ত আহ্বান জানাচ্ছি! উপরোক্ত উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত বক্তব্য বা আলোচনা করার! জাতিকে আর কত ধোঁকা দিয়ে বোকা বানাবেন! তাই আসুন জাতিকে নির্ভেজাল কুরআন ও সহীহ সুন্নাহ থেকে বিশুদ্ধ আক্বীদা-মানহাজের জ্ঞান উপহার দিন প্রকৃত জান্নাতের পথ দেখান! জাতিকে [Misguide] করা থেকে বিরত থাকুন।

আল্লাহ আমাদেরকে সকল প্রকার ভ্রান্ত পথভ্রষ্ট ফিরকা থেকে হেফাযত করুন! [آمين]
:
- আপনাদের শুভাকাঙ্খী - জামাল বিন ইদ্রিস।

29/12/2024
29/12/2024

ঐক্য নিয়ে ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জ রইলো এবার কোরআন হাদিস থেকে তওহিদ, শির্ক, বিদআত নিয়ে একটা ওয়াজ করুন।

28/12/2024

তোমরা যমিনের অধিকাংশের অনুসরণ করোনা তারা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, তারা সুধু অনুমানেই অনুসরণ করে!
(সুরা আনআম:১১৬)

28/12/2024

❝এদেশের (বাংলাদেশের) মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, আবেগের নাম নয়।❞
🎙️শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

19/12/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Hadith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahle Hadith:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share