ফেঞ্চুগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা। ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীরে অবস্তিত। ফেঞ্চুগঞ্জ চা, সার কারখানা, ব্যবসা এবং ইলিশ মাছের জন্য বিখ্যাত। ফেঞ্চুগঞ্জ হযরত শাহ মালুম (রাঃ) এর মাজার অবস্থিত । ফেঞ্চুগঞ্জের দুটি রেল স্টেশন আছে তার মধ্যে মাইজগাও স্টেশন অন্যতম।
থানা:
বাংলাদেশের সিলেট জেলায় ফেঞ্চুগঞ্জ উপজেলা অবস্তিত।
প্রশাসনিক এলাকা:
ফেঞ্ছগঞ্জ উপজেলা ৫টি ইউনিয়ন, ৩০টি মৌজা এবং ৮
৮টি গ্রামে বিভক্ত।
ইতিহাস:
ফেঞ্ছুগঞ্জ থানা ১৯০৭ সালে গটিত হয় এবং ১৯৮০ সনে উপজেলা হয়।
অর্থনীতি:
ফেঞ্চুগঞ্জে একটি সরকারী সার কারখানা এবং একটি ৯০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
সংগ্রহ আহসান হাবিব শাহ (০৭/১১/২০১২)
Brief Background and History of Fenchuganj:
Situated here is the holy shrine of saint Hazrat Shah Maloom (Rahmatullah) he was one of 360 companion of Saint Hazrat Shah Jalal (Rahmatullah), shrine is located about half kilometer south of river kushiara in Rajan pur area, many people come here to pay visit to the dargah (shrine), yearly oros is observed here in december. Fenchuganj is an Upazila (borough) of Sylhet district on the north eastern corner of Bangladesh. Fenchugonj is located at 24.7083° N 91.9403° E .The Upazila consists of five union which are 1- Fenchuganj, 2- Maijgaon, 3- Gilachora, 4- Uttar kushiara, 5- Uttar fenchugonj, which has 13368 units of house hold and total area of 114.48 km². Fenchugonj Upazila is performing 5.6% above the Bangladesh national average in education and this Upazila has Power Plant, Urea Fertilizer factory (first fertilizer factory planted in Asia), tea gardens, rubber gardens and gas field. Collected By Ahsan Habib Shah (07-11-2012)