ঘুম থেকে উঠিয়া
চুমু খাই
আমি ও বুন্দিয়া...
ঘুম থেকে উঠিয়া
চুমু খাই
আমি ও বুন্দিয়া...
আসছে মেলার মাঠে মুখোমুখি.... সাবস্ক্রাইব করে রাখুন কোন পর্ব মিস না করতে চাইলে.৷
Sadat Hossain - সাদাত হোসাইন ভাইয়ের মতো ভাই থাকলে ব্যাগ থেকে ম্যাজিক বেরোতে পারে। লাভিউ প্রিয় সাদাত ভাই।
কখন রিমঝিম আহমেদের মনে হয় যে কবিতা হয়ে উঠল!
কবি মারুফুল ইসলাম কিভাবে মাকে রাজী করালেন বাংলায় পড়াশুনা করতে!
কবির কাছে কেন আসলে ঔপন্যাসিক মাসরুর আরেফিনকে ফিরে যেতে হয়?
কবি মোহাম্মদ রফিক এর কবিতার কথামালা
২০১৭ সালে এই ভিডিও বৈশাখী টেলিভিশনের জন্য বানিয়েছিলেন আমাদের শফিক ভাই... রফিক স্যার চলে যাবার পর আমার দেখার সৌভাগ্য হলো।
শেষ লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর
#22Srabon
#Tagore
#shimulsalahuddin
যেভাবে কবিতা আসে বিধানের কাছে!
কবিতা করে তোলেন নাকি তাসনুভা অরিন?
অনুবাদক আনিসুজ জামান বলছেন কোন বই কেন অনুবাদ করছেন সে প্রসঙ্গে
মেলার মাঠে মুখোমুখি, বিশেষ পর্ব - ইকতিজা আহসান ও মাসরুর আরেফিন
ইকতিজা আহসান
কবি, গল্পকার ও 'বিবিধ' সম্পাদক
ইকতিজা আহসানের জন্ম ১ ডিসেম্বর ১৯৭৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। মাসিক 'বিবিধ' পত্রিকার সম্পাদক এবং ফ্রিল্যান্স গবেষক তিনি। অনিয়মিত লিটলম্যাগ ‘প্রান্তস্বর’ -এর তিনি সম্পাদক। ইকতিজা আহসানের প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০০৮ সালে বাঙলায়ন থেকে, দ্বিতীয় কবিতার বই ‘অনপেক্ষ রসুনের ঝাঁজ’ প্রকাশিত হয় আবহমান থেকে ২০১১ সালে। এছাড়া প্রান্তস্বর লিটলম্যাগ ২০১৮ সালে বের করে তার তৃতীয় কবিতার বই 'অনেক রেখার একটি পাতা'। ইকতিজা আহসানের প্রথম গল্পের বই ‘দরগাতলার বটগাছ’ বের হয় প্রান্তস্বর থেকে ২০১৪ সালে। তিনি অনুবাদ করেছেন প্রবন্ধের বই 'ফ্রয়েড— আধুনিকতা, উত্তর-ঔপনিবেশিক সন্ত্রাস ও অন্যান্য প্রবন্ধ' যা প্রকাশিত হয় র্যামন পাবলিশার্স থেকে ২০১৬ সালে। মাসরুর আরেফিনের সাথে দীর্ঘ আলাপভিত্তিক স
মেলার মাঠে মুখোমুখিতে শিবু কুমার শীল
জনপ্রিয় ব্যান্ড মেঘদলের অন্যতম সদস্য শিবু কুমার শীলের জন্ম ৩ ডিসেম্বর ১৯৮০ সালে। মেঘদলের প্রচুর জনপ্রিয় গান তাঁর লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ভাষ্কর্যে স্নাতকোত্তর তিনি। পেশাগত জীবনে গবেষণা, নাটক-ডকুমেন্টারি নির্মাণ ও চিত্রনাট্য রচনার সাথে সম্পৃক্ত। প্রচ্ছদ শিল্পী হিসেবেও তিনি আলাদা জায়গা তৈরী করেছেন।
তাঁর সম্পাদনায় বরেণ্য কথাকার আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে করা কাজ 'উত্তরখোয়ারি' আমাদের প্রকাশনায় একটা উদাহরণপম সংকলন। ইলিয়াসকে নিয়ে তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র 'খোয়ারি'ও হয়েছে আলোচিত। নভেরাকে নিয়ে নির্মাণ করছেন জীবনী ভিত্তিক চলচ্চিত্র ‘মাদার স্কালপ্টর’, গবেষণাগ্রন্থও আছে প্রকাশের অপেক্ষায়। তাঁর নেয়া আলোচিত সাক্ষাৎকার সংকলন 'কথা যত' প্রকাশিত হয়েছে ২০১৯ সালে। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার কিউ এবং বাংলাদেশের চলচ্চিত্
মেলার মাঠে মুখোমুখিতে নাসির আলী মামুন
কবি শামসুর রাহমান ২০০৪ সালে ‘গোরস্তানে কোকিলের করুণ আহ্বান’ কাব্যগ্রন্থটির উৎসর্গপত্রে লিখেছিলেন, ক্যামেরার কবি, নাসির আলী মামুনকে।
আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের জন্ম পহেলা জুলাই ১৯৫৩ সালে, পুরনো ঢাকার মৌলভীবাজারে। পিতা মজিবর রহমান খান, মাতা রিজিয়া খানম। পৈতৃক নিবাস ফরিদপুর শহরে। ১৯৬৯ সাল থেকে মামুন ক্যামেরা হাতে নুয়ে, বেঁকে, হাঁটুমুড়ে, বসে আমাদের মহামানবদের ছবি তুলেছেন। বাঙালি জাতির বড় বিজ্ঞাপন মানুষদের মুখাবয়ব ধরে রেখে আদতে এই জাতির একটি ফটোগ্রাফিক অবয়ব নির্মাণ করেছেন স্বাধীন বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির পুরোধা নাসির আলী মামুন। তার ক্যামেরার লেন্সেই রচিত হয়েছে পোর্ট্রেট ফটোগ্রাফির এক অনবদ্য কাব্য। নিরন্তর পোর্ট্রেট তোলার নেশায় বুঁদ হয়ে থাকা নাসির আলী মামুন ছুটে বেরিয়েছেন দেশ-দেশান্তরে। তার তোলা পোর্ট্রেটের সংখ্যা ৫ হাজ