Shimul Salahuddin / শিমুল সালাহ্উদ্দিন

  • Home
  • Shimul Salahuddin / শিমুল সালাহ্উদ্দিন

Shimul Salahuddin / শিমুল সালাহ্উদ্দিন A Poet, Reciter and Journalist
(4)

শিমুল সালাহ্‌উদ্দিন প্রথম দশকের কবি । জন্ম ১৭ অক্টোবর ১৯৮৭ সালে ঢাকার তুরাগে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর। হিস্ট্রি এন্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক । কবিতার বই চারটি : ‘শিরস্ত্রাণগুলি’ (২০১০, ঐতিহ্য), ‘সতীনের মোচড়’ (২০১২, শুদ্ধস্বর) ও ‘কথাচুপকথা’ (২০১৪, অ্যাডর্ন বুকস) ও ‘সংশয়সুর’ (২০১৬, চৈতন্য)।

সুজেয় শ্যাম চলে গেলেন, আমার নিজের করা এই প্রতিবেদনটার কথা মনে পড়ল... আহারে মুক্তিযুদ্ধের গানের সংরক্ষণ!
18/10/2024

সুজেয় শ্যাম চলে গেলেন, আমার নিজের করা এই প্রতিবেদনটার কথা মনে পড়ল... আহারে মুক্তিযুদ্ধের গানের সংরক্ষণ!

12/09/2024

মানুষ তবে চলে যাবার আগে, এভাবেই দাগ কাটে!

কবি আপন মাহমুদকে আমি আপনদাই ডাকতাম। উনিও আপনি করে বলতেন আমারে। হাই হ্যাল্লো ছিলো ফেসবুকে। কবিতার কমেন্ট নিয়া ছিলো ইনবক্সে পারস্পর্যময় কথকতা।

অন্তরঙ্গ আড্ডা তিনবার। শেষদেখা বাদ দিলে—

১. (আলফ্রেড) খোকন ভাইয়ের বিয়া পরবর্তী মজমা

২. আজিজ মার্কেটের এক আড্ডামুখর ধূসর বিকাল

৩. লোকের বিশেষ সংখ্যার জন্য কবি কুমার চক্রবর্তীকে মুখোমুখি দাঁড় করানো আড্ডায়। কবি, ছোটকাগজ 'লোক' সম্পাদক শামীমুল হক শামীমের বাসায়, কয়েক কবির মধ্যে আপন মাহমুদকেও সাথে নিয়ে কুমারদার সাক্ষাৎকার তথা জেরা-বৈঠকে।

৪. শেষ দেখা হলো কালের কন্ঠে গিয়ে ঈদসংখ্যা নিয়ে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সাক্ষাৎকার আনার দিন।

আমার এসাইনমেন্ট ড্রাইভার মুরাদের গাড়ি ভাগ্যিস নষ্ট হয়েছিল— পাঙ্কচারড চাকা সারাইয়ের জন্য বসুন্ধরার মিডিয়া হাউসের সামনে থামলে, পেছন থেকে ডেকেছিলেন আপন মাহমুদ। “শিমুল কেমন আছেন? আমার নাভিফুল কবিতায় আপনার কমেন্টে মজা পাইছি। কি খবর?”

আমরা চা খাইতে যাই। আপনভাই কালের কণ্ঠের মিডিয়া হাউসের দক্ষিণকোণের দিকে দেখায়া বলে, ‘আমি প্রতিদিন হাঁটতে হাঁটতে ঐ কোণায় যাই, অ্যাপোলো হাসপাতালের পেছনে, ভালো চা বানায় এক দোকানদার, গরুর দুধের। হাত দিয়ে পূবের দিকে দেখালেন— ওই দিকে বাসা নিছেন, যেইখানে বর্ষাঋতুতে গ্রামের থই থই জলের স্বাদ আর নগরের নীরব গ্রাম দখল দেখা যায় চুপচাপ।

“কি লিখতেছেন আপন ভাই? আপনার নাভীফুল এর কথাই মনে হইলো আইজকাও আপনারে দেইখাই। আমরাও কলেজে ম্যাডামের নাভীর দিকে তাকায়া থাকনের জন্য প্রথম বেঞ্চে আইসা ভিড় জমাইতাম ব্যাকবেঞ্চাররা। ম্যাডামের নাম ছিলো মহুয়া, বাংলা পড়াইতেন আমাদের কলেজে’’।

শিমুল আমি তো একটা ঘটনা দেইখা অসুস্থ হয়ে ছিলাম কয়েকদিন, শরীর এখন ঠিক মোটামুটি, মনটা ঠিক হয় নাই। মানুষের বীভৎসতা কেন যে এত ভয়ঙ্কর হয়! যন্ত্রসভ্যতা একটা অভিশাপ”।

“কি হইছে? কি ঘটনা?” আমি লাল চায়ের কথা বলতে বলতে সিগারেট ধরিয়ে বলি।

“আমি তো ওইপাশের রাস্তাটা দিয়া অফিস যাই। মাসখানেক আগে সকালে অফিস যাওয়ার পথে এক জোড়া রাজহাঁসের সাথে আমার শেষ দেখা হয়। দুইটা রাজহাঁস প্রতিদিনই দেখতাম আমি। তো এই এলাকায় রাস্তা তো খালি থাকে। নব্যচালকদের হুশ থাকে না। রাস্তা পাড় হবার সময় একটা রাজহাঁস এমন এক চালকের শিকার হইলো। এক্সিডেন্ট।

জানেনতো, রাজহাঁস পেইঙ্গুইনদের মতো, মনোগ্যামাস। সঙ্গী সারাজীবনে একজনই হয়। সঙ্গীকে ভোলে না কখনো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সঙ্গিনীটা যে কিভাবে তাকায়া ছিলো! আর যেটার অ্যাক্সিডেন্ট হলো তার যে উঠে দাঁড়াবার প্রাণান্ত চেষ্টা, কিন্তু গলার উঁচু শিরদাঁড়াটার উপর দিয়ে চলে গেছে চাকা, শরীর উঠলেও পারছিলো না উঠাতে মাথাটা। অন্য রাজহাঁসটা গলা ছেড়ে ডাকছিলো। বসুন্ধরা হাউজিং এর দুটা গার্ড ছিলো রাস্তায়, তারা অ্যাক্সিডেন্ট হওয়া হাঁসটাকে জবাই করা যাবে কি না তা নিয়া কথা বলা শুরু করলো। শিমুল, আমি না আর সহ্য করতে পারলাম না, চলে গেলাম, গিয়ে যে জ্বরে পড়লাম, জ্বর এখন নাই, কিন্তু মানসিকভাবে ঐ স্মৃতি তাড়াচ্ছে প্রতিমুহূর্তে। জানেন, প্রতিদিন একলা রাজহাঁসটা ওইখানে দাঁড়ায়া থাকে, আর আমি এখন ঘুরপথে অফিস যাই। একা রাজহাঁসটা যে কিভাবে একটা শূন্য দৃষ্টি নিয়া তাকায়া থাকে!

জ্বর থেকে উঠলাম দুইদিন, ভাবতেছি এইটা নিয়া একটু পড়াশুনা করবো, প্রাণীবিশারদ একজনের সাথে কথা বলতে হবে। এই বিভৎসতা নিয়া একটা কবিতা একটা উপন্যাস একটা গল্প লিখে ফেললে কেমন হয় শিমুল!

আমি বলি, দুর্দান্ত হয়, আপনি একটা সিনেমা দেখতে পারেন, মানুষ আসলে এর চেয়েও অনেক বেশি বীভৎস। হিটলাররে নিয়া একটা সিনেমা। আমি তিনদিন আগে দেখলাম, ভয়ঙ্কর।

ফেসবুকে লিংক পাঠায়া দিয়েন তো, হ্যাঁ আপনদা, দিমু ঈশশ! রাজহাঁসটা যে কিভাবে তাকায়া থাকে! এইটা লিখে ফেলবো।

কে আর লিখবে জোড়াভাঙা রাজহাঁসের সাথে মানুষের নিষ্ঠুরতার কবিতা, গল্প, উপন্যাস? রাজহাঁস কবি আপন মাহমুদ, কি হবে আমাদের রাজহংসী কবিতার?

(আপনের জন্য এলিজি/ শিমুল সালাহ্উদ্দিন ২০১২)

আজকের দিনে ছেড়ে গিয়েছিলেন আমাদের 'সত্যের মত বদমাশ', 'মৃত্যুর অধিক লাল ক্ষুধা'র মত ছোটগল্পের লেখক, 'জন্মান্ধ কবিতাগুচ্ছ'...
05/09/2024

আজকের দিনে ছেড়ে গিয়েছিলেন আমাদের 'সত্যের মত বদমাশ', 'মৃত্যুর অধিক লাল ক্ষুধা'র মত ছোটগল্পের লেখক, 'জন্মান্ধ কবিতাগুচ্ছ' কিংবা 'মাছ সিরিজ' বা 'পরাবাস্তব কবিতা'র কবি— নজরুল, জীবনানন্দ গবেষক— কবি আবদুল মান্নান সৈয়দ।

মান্নান ভাইয়ের ইন্টারভিউ করতে গিয়েই ত আমার ইন্টারভিউ করা শুরু। আমার ইন্টারভিউ বই কবির মুখোমুখি কবি'তে আছে মান্নান ভাইয়ের দীর্ঘ ইন্টারভিউ। আজীজের অন্তরে কত-কত-দিন আড্ডা দিয়েছি এরপর মান্নান ভাইয়ের সাথে, সব ভেসে উঠছে আজ চোখে।

কবি আবদুল মান্নান সৈয়দকে দেশ রূপান্তরের শেষপাতার বিশেষ আয়োজনে স্মরণ করেছেন আরেক বহুপ্রজ লেখক গবেষক সম্পাদক Ahmad Mazhar ভাই। পড়তে পারেন, লিখতে পারেন এই থ্রেডে আপনাদের মান্নান সৈয়দ সঙ্গের স্মৃতি।

20/08/2024

I have made a footprint, a sacred one.
I have made a footprint; I live in the light of day.
(From an anonymous African Poetry)
🎗️🎗️🎗️🎗️🎗️

অলিগলি মুছে-চলা
পুছে-চলা এ-শহরে
হাতে হাত ছোঁয়া হলো দায়

তাই আজকাল
বেশি আর হাঁটাহাঁটি করি না রাস্তায়!

কে জানে কোথায় কিসে,
পরি-হীন কল্পনা-ইঁট খসে খসে,
পণ্ড হয় গণ্ডগাঁর
মেধাবী পোলার নিপাট সুষমা
হায়! বেচারা বেভুলে যদি, সারহীন ট্রাফিক জ্যাম-ঠাঁসে
রস ক্ষরে নষ্ট করে জায়মান,
আলোকবিলোলা গান,
ভয়-নাগপাশে বশ্যতা আশে!

সতত সতর্ক তাই থাকি ইদানিং। কেননা এখন,
নামলেই রাজপথে, বড্ড উসকায় লোকে,
নাশিলা ছোবল হানে কানে

কানের পর্দায় ঝিল্লিতে
সেই ফিসফিসে উড়ো মন্ত্র,
সেই কানাকানি—
‘সুযোগসন্ধানী হও বাবা সুযোগসন্ধানী—
সুযোগসন্ধানী হও সোনা, সুযোগসন্ধানী—
সুযোগসন্ধানী হও ওগো সুযোগসন্ধানী —

এইসব ত্রিমাত্রা ডায়ালগ শুনে, ভাবি শেষমেষ, ঠিক
চরাচরে ক’টা আর অকপট নষ্ট ছেলে,
ক’জনই-বা মন্দ-স্বাভাবিক!

(মন্দ-স্বাভাবিক/ শিমুল সালাহ্উদ্দিন/ ২০১১)

বাঙলাদেশে সাম্প্রতিক আন্দোলনের সমর্থনে বাংলা Rapper রা দারুণ কিছু গান তৈরি করেছেন। এই প্রতিবাদের উত্তাপ প্রকাশে Rap ফর্ম...
31/07/2024

বাঙলাদেশে সাম্প্রতিক আন্দোলনের সমর্থনে বাংলা Rapper রা দারুণ কিছু গান তৈরি করেছেন। এই প্রতিবাদের উত্তাপ প্রকাশে Rap ফর্মটি বেস্ট মনে হচ্ছে। আপাতত কিছু গান যা আমি শুনেছি, মাথা পরিষ্কার করতে, ফের শুনতে, একসাথে খুঁজে পেতে, এখানে রইল। তালিকার বাইরে থাকা গান আমাকে জানাতে পারেন।

কথা ক
https://youtu.be/7jGOYAuTHgo?si=O_AMTLEH9HCkjKCv
আওয়াজ উডা
https://youtu.be/snu-P9eVnzo?si=EmNXkmCRTSrbd7oX
অধিকার
https://youtu.be/UonKYBqCOTw?si=3P5tIETP0lX82lMf
বায়ান্ন
https://youtu.be/m1nysGLz_YM?si=T9aZ-A1m6rAw4wBx
স্বাধীনতার গন্ধ
https://youtu.be/cAdWDCAcnvA?si=KoaZ-U_KKkcF5Zr6
বাংলা মা
https://youtu.be/iX9MksMGVEI?si=COlY6SX3yrZrkP_s
দেশ সংস্কার
https://youtu.be/RTv6-xwsRcM?si=hvPPrL7eYcx3uNNj
গদি ছাড়
https://youtu.be/J1Q6J9gRTlc?si=Z1FZEF9wjLsgNgwf
দাম দে
https://youtu.be/8vE32fhSWjs?si=0G21dzFviaREFeyn
স্লোগান
https://youtu.be/Lv_mzuLKNQ0?si=QLJEaEXFxLNuHlGq
দেশ কার
https://youtu.be/L1lKdqI8434?si=5g9jnPhK2YFqFUx7
আবু সাইদ
https://youtu.be/9_fw0r-bxMc?si=YckmsKRzgRAcoOQL
রক্ত
https://youtu.be/a3GV41LSr3I?si=MGH8TyCVhtdXam14
খোরাক
https://youtu.be/npjpJP8Oe3I?si=1Ae3rLMYYYRHDpEP
হিসাব দে
https://youtu.be/mo8zCPREPPY?si=LvjaNy0xNyk92bYo
ছাত্র
https://youtu.be/ZfBFKivGC5o?si=AUttuUdgD1caMW-F
দেশ কারোর বাপের না
https://youtu.be/puRdLOjbmOs?si=UFakHczpYVLZC47M
ফ্রিডম
https://youtu.be/3FfFZfqWgU4?si=Jo_brmdToWZ9Z2ll
রণক্ষেত্র
https://youtu.be/CJ0V0VCuBBs?si=H8lqZQkMKyOVAwW4
রাজাকার
https://youtu.be/uydxBzTiw-8?si=WMP5uJ-WaPEnpeAF
শিক্ষা নাই
https://youtu.be/p0PA9Ynr2gQ?si=O5cc-Stnvg9NpbSE
আর কত?
https://youtu.be/hOfdO4zAnys?si=PtIftWK-tf3kKUm9
জবাব দে
https://youtu.be/U53crJz7SrY?si=u87JkoGXpiMrbvnQ
এইডা আমার বাংলাদেশ
https://youtu.be/qdQfFZxWHZg?si=1zRzPF7xVm8wLMi7
ফ্রিডম এই'নট্ ফ্রি
https://youtu.be/QsXbqnhYTiE?si=rsU5Bps-91O8BhsR
চব্বিশের গেরিলা
https://youtu.be/fQ_tiCB25gk?si=uurJDWa2u58Xf4Ui
কতো খাবি
https://youtu.be/9iMMnIsi7dY?si=D6NbaxMEwk2ssIdn
শকুনের চোখ
https://youtu.be/pc2ShHbneQU?si=OddUoSKQb6rZ4bnS
প্রতিরোধ
https://youtu.be/0vtPtZ9R2vA?si=3RXnICPSqSzxf9Tj
জয় বাংলা
https://youtu.be/YVTn-kCt6F4?si=PKDSOUrXucU7Zq5o

" জয় বাংলা " । Joy Bangla | Rafsan Ahmed Siam Track Name : জয় বাংলা | Joy BanglaArtist : Rafsan Ahmed SiamMusic: ​Ryini BeatsMix Master: Psychedelic Producti...

ক্রমশ হচ্ছি আমি বুড়ো, Rahulদা সরস। শুভ জন্মদিন প্রিয় রাহুলদা, আরেকটা ৩০ জুন চলে যাচ্ছে, তোমার সাথে দেখা হচ্ছে না... এত...
30/06/2024

ক্রমশ হচ্ছি আমি বুড়ো, Rahulদা সরস। শুভ জন্মদিন প্রিয় রাহুলদা, আরেকটা ৩০ জুন চলে যাচ্ছে, তোমার সাথে দেখা হচ্ছে না... এতো ভালো কিভাবে বাসতে পারো, একদিন সময় করে শিখিয়ে দিও ত!

(সাক্ষাৎকার লিংক কমেন্টে)

আগ্রহীরা বন্ধুসভার পেইজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, আবৃত্তি নিয়ে কিছু চিন্তা শেয়ার করব আমি।
25/06/2024

আগ্রহীরা বন্ধুসভার পেইজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, আবৃত্তি নিয়ে কিছু চিন্তা শেয়ার করব আমি।

এক রক্তধোয়া তুমুল বৃষ্টির দিনে আমি মরে যেতে চাইমোহন মৃত্যু আমার চিন্তাকে অধিকার করে নেবার আগ মুহূর্তে— যেহেতু আমি ভালো...
27/05/2024

এক রক্তধোয়া তুমুল বৃষ্টির দিনে আমি মরে যেতে চাই

মোহন মৃত্যু আমার চিন্তাকে অধিকার করে নেবার আগ মুহূর্তে— যেহেতু আমি ভালোবাসি বৃষ্টির অঝোর পতন ও ঝরে যাওয়া— রিমঝিম সেইসব শব্দ শুনতে থাকবো, শ্রাব্যতার তীব্রতা থেকে ক্রমান্বয়ে মিউট হয়ে যাওয়া পর্যন্ত, একটা চরমভ্রমণমুহূর্তে শুনবো-কী- শুনবোনা সংশয়ের ভেতরে, আমি, ছুরি দিয়ে কাটা কর্ণযুগল নিয়ে চলে যাবো অতন্দ্র স্তব্ধতাবনে—
রক্তে ভেসে যাওয়া ভূমিতে ছুরিতে ছিন্ন দুই কান চেপে শুয়ে রবো আমি কয়েকদণ্ডের বৃষ্টিমুহূর্তের রিমঝিমশব্দপ্রার্থনায়… এ রোদনপ্রার্থনা শুনতে পাবেনা, অরণ্যের দেশে দেশে রক্তমাখা শিশু ও মানবের দল… এভাবে এক তুমুল রক্তধোয়া বৃষ্টির দিনে আমি মরে যেতে চাই

কয়েক সহস্রবছর আগে ভেঙে যাওয়া মাটির ঘরটার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির তুমুল ঝরে পড়া দেখতে দেখতে বিভোর হয়ে পড়া আমি ক্রমশ দেখতে পাবো না আর কোনদিন, বৃষ্টি ঝরে পড়ছে আমাদের গ্রামের রাস্তায়, একটানা ভিজে চলেছে মা'র রান্নাঘরের একলা জানালা...

আমি বৃষ্টির ছাঁট অনুভব করে শিহরণে শিউরে উঠি, তবুও আর কোনদিন আমি এই দেহে বৃষ্টিফোঁটার পরশ পাবো না টের, কয়েক আলোকবর্ষ ধরে আকাশ কাঁদবে এই পৃথিবীতে, আমার কিছু যাবে আসবে না, বৃষ্টিতে ভেজামাটির সোঁদাগন্ধ, বৃষ্টিসিক্তঘাস ও ফুলপাতার ঘ্রাণ ভালোবাসি বলে, স্যাঁতস্যাঁতে ঠাণ্ডা বাতাসের আমাকে জড়িয়ে ধরা ভালোবাসতাম বলে, কত কত ভ্রমণে এসেছে উড়ে আমার দিকে সাবলীল প্রবাহিত পাপ ও মাদকতা!

কিন্তু তখন সে ভ্রমণ কেবলই ধীরগতিপ্রাপ্ত। ধীরে ধীরে এবং ধীরে চলা সে মৃত্যু বৃষ্টি বাঞ্ছা করে কার যেনো আঁকা স্মৃতিছবি এবং সমাধির দিকে, অনির্দিষ্টবিন্দুময় চোখে মনে করায় আমি বৃষ্টির স্বাদ ভালোবাসতাম, কেবল বৃষ্টির দিকে তাকিয়ে হঠাৎ আবিষ্কার করি পূর্ণ আমার উপমা-উৎপ্রেক্ষাময় এ জীবন, সম্পন্ন আর নিঃশেষ তখন—

এক তুমুল রক্তধোয়া বৃষ্টির দিনে এইভাবে তাকিয়ে দেখি, মরে গেছি আমি…

(বর্ষামরণ/ শিমুল সালাহ্‌উদ্দিন)

শুভ জন্মদিন প্রিয় Hasnat ভাই... আপনার আনন্দপূর্ন সৃষ্টিশীল দীর্ঘজীবন কামনা করি...
17/05/2024

শুভ জন্মদিন প্রিয় Hasnat ভাই... আপনার আনন্দপূর্ন সৃষ্টিশীল দীর্ঘজীবন কামনা করি...

পড়ার জন্য ধন্যবাদ
15/05/2024

পড়ার জন্য ধন্যবাদ

কত যে ভাসানে মরে একলা বেহুলা প্রত্যেহের ভারে মরে প্রেমিলখিন্দরকিছুই সহজ নয় আর সব কলাছলাভাসানেই যাবে সাথে লাশ শশধরখোলা চ...
29/04/2024

কত যে ভাসানে মরে একলা বেহুলা
প্রত্যেহের ভারে মরে প্রেমিলখিন্দর
কিছুই সহজ নয় আর সব কলাছলা
ভাসানেই যাবে সাথে লাশ শশধর

খোলা চোখ নভে আঁকে স্মিত
মেঘের আল্পনা

(লখাই/ শিমুল সালাহ্উদ্দিন)

ডাক দিয়ে যাই
29/04/2024

ডাক দিয়ে যাই

Ladies, I am recommending this brilliant movie to you all. I swear, you will love it.
29/04/2024

Ladies, I am recommending this brilliant movie to you all. I swear, you will love it.

28/04/2024

আপনাদের জন্য খুব বেদনা বোধ করি। সৎ মানুষেরা, ব্যর্থ মানুষেরা, বাতিল মানুষেরা, আপনাদের বিষণ্ন করুণ মুখাবয়ব মনে পড়ে। আপনারা ভুল সময়ে জন্মেছিলেন। গৌণ কবিদের একটি দোষ তাঁরা ভুল সময়ে ভুল কবিতা লেখেন, ভুল সময়ে ভুল ছন্দ লেখেন। তাঁরা ভুল কবি। আপনারা তেমনি ভুল মানুষ, হে সৎ। ভুল সময়ে ভুল দেশে আপনারা জন্ম নিয়েছিলেন; ভুল সময়ে ভুল কাজটি করেছিলেন। তাই আপনারা বাতিল হয়ে গেছেন। কিন্তু আমার চোখ ভ'রে বুক ভ'রে শুধু আপনাদের বিষণ্ন করুণ মুখাবয়বই ভাসে আর ভাসে।

(সৎ মানুষদের জন্য শোকগাঁথা / হুমায়ুন আজাদ)

এই ছবিটা Iftee ভাইয়ের তোলা, এই হাসিটা হারিয়ে খুঁজছি আমি!
28/04/2024

এই ছবিটা Iftee ভাইয়ের তোলা, এই হাসিটা হারিয়ে খুঁজছি আমি!

আজকের ধ্রুপদি। প্রকাশিত হলো কবি জুয়েল মাজহার ও চরু হকের গুচ্ছ কবিতা। আলোচিত দস্তইয়েফস্কি সংখ্যা নিয়ে কথাসাহিত্যিক Mas...
25/04/2024

আজকের ধ্রুপদি। প্রকাশিত হলো কবি জুয়েল মাজহার ও চরু হকের গুচ্ছ কবিতা। আলোচিত দস্তইয়েফস্কি সংখ্যা নিয়ে কথাসাহিত্যিক Mashiul Alam এর সাথে আলাপ করেছেন কবি Sayeed Jubary। সালমান রুশদীর সাম্প্রতিক বই নাইফ নিয়ে সুখপাঠ্য আগ্রহউদ্দীপক লেখা লিখেছেন Syed Faiz Ahmed।

হ্যাপি রিডিং, অনলাইনে ও ইপেপারে আরামসে পড়তে পারবেন www.deshrupantor.com এ।

এইখানে আছে মম সম্পাদিত দেশ রূপান্তর ঈদ সংখ্যার প্রচ্ছদসহ পূর্ণসূচী। ঈদে আপনার দুর্দান্ত সময়ের সঙ্গী হোক 'রহস্য রোমাঞ্চ...
12/04/2024

এইখানে আছে মম সম্পাদিত দেশ রূপান্তর ঈদ সংখ্যার প্রচ্ছদসহ পূর্ণসূচী। ঈদে আপনার দুর্দান্ত সময়ের সঙ্গী হোক 'রহস্য রোমাঞ্চ থ্রিলার অ্যাডভেঞ্চার'' আয়োজন নিয়ে সাজানো এ ঈদসংখ্যা।

ঈদ মোবারক।

ঈদ মোবারক।  সালামী পাঠাতে ভুলবেন না। ( ডিসক্লেইমার: এই পোস্ট বেরসিক এবং অনুজদের জন্য নয়, প্রিয় অনুজরা তোমরা মনে রাখবা, ...
10/04/2024

ঈদ মোবারক। সালামী পাঠাতে ভুলবেন না।

( ডিসক্লেইমার: এই পোস্ট বেরসিক এবং অনুজদের জন্য নয়, প্রিয় অনুজরা তোমরা মনে রাখবা, যেমন আসবে তেমন পাবা।)

দেশের ঈদ সংখ্যার ইতিহাসে এবারই প্রথম বিষয়ভিত্তিক ঈদ সংখ্যা করেছে এবার দেশ রূপান্তর। কাণ্ডারী Mustafa Mamun ভাইয়ের পরিকল্...
08/04/2024

দেশের ঈদ সংখ্যার ইতিহাসে এবারই প্রথম বিষয়ভিত্তিক ঈদ সংখ্যা করেছে এবার দেশ রূপান্তর। কাণ্ডারী Mustafa Mamun ভাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করেছি "ঈদ সংখ্যা সম্পাদক'' হিসেবে আমি। এখন বাজারে "দেশ রূপান্তর ঈদ সংখ্যা, রহস্য রোমাঞ্চ থ্রিলার অ্যাডভেঞ্চার"।

এই ঘটনা চ্যানেল আইয়ের পর্দার... বিস্তারিত প্রথম কমেন্টে।

সামনের বছর থেকে দেখবে বিষয়ভিত্তিক ঈদ সংখ্যা করার হিড়িক পড়ে যাবে। তখন আমি বলব, আমার দেখাদেখি করতেছেন!

শেষ বিজ্ঞাপন.... ঈদের আগে....
08/04/2024

শেষ বিজ্ঞাপন.... ঈদের আগে....

Address


Telephone

+8801919701345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimul Salahuddin / শিমুল সালাহ্উদ্দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shimul Salahuddin / শিমুল সালাহ্উদ্দিন:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share