Md Mamunur Rashid mrb

  • Home
  • Md Mamunur Rashid mrb

Md Mamunur Rashid mrb প্লিজ আমার পেইজ কে ফলো দিন।

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
13/04/2024

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

রাস্তার পাশে এক পথশিশুকে দেখে ভিষণ মায়া হলো।গাড়ি থামিয়ে বাচ্চা ছেলেটাকে কাছে ডাকলাম " এই বাবু,একটু এদিকে আসো তো "বাচ্চা ...
13/04/2024

রাস্তার পাশে এক পথশিশুকে দেখে ভিষণ মায়া হলো।গাড়ি থামিয়ে বাচ্চা ছেলেটাকে কাছে ডাকলাম
" এই বাবু,একটু এদিকে আসো তো "
বাচ্চা ছেলেটা কাছে আসলো।বললাম " সারাদিন খাইছো? "
ছেলেটা করুন মুখ করে বললো " কাল রাত থাইক্কা খাইনা "
ছেলেটার কন্ঠও খুব মায়াবী।বললাম " গাড়িতে উঠো।তোমাকে খাইয়ে নিয়ে আসি "।
ছেলেটা গাড়িতে বসলো।একটা হোটেলের সামনে গাড়ি দাড় করিয়ে বললাম
" চলো তোমাকে খাওয়াই।বাড়িতে কে কে আছে? "
" বাপ আর ছোট ভাই।বাপ চোখে দেখে না "
" তাহলে এক কাজ করি।খাবার কিনে এনে দেই তুমি বাড়ি নিয়ে যাও।সবাই একসাথে বসে খেও "
ছেলেটা হ্যা সূচক মাথা নাড়ালো।গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকে চারজনের ভাত,মাছ,ডাল প্যাকেট করে নিলাম।গাড়ির জানালার কাছে আসতেই অবাক হলাম।গাড়ির ভেতরে ছেলেটা নেই।আশেপাশে খুঁজলাম।কোথাও নেই।
হঠাৎ মনে পড়লো,ফোনটা তো গাড়ির স্টিয়ারিং এর পাশে রেখেছিলাম।দ্রুত গাড়ির দরজা খুলে স্টিয়ারিং এর আশেপাশে অনেক খুঁজলাম।আফসোস!দামী ফোনটা আর খুঁজে পেলাম না।ছেলেটা চুরি করে পালিয়েছে।
কপি

13/04/2024

I want to leave forever..

বছরের নতুন ফল
12/04/2024

বছরের নতুন ফল

উপরে ছাদ ঢালাই দিচ্ছে আর নিচের ফাউন্ডেশন মাটি সরে যাচ্ছে।🥴
12/04/2024

উপরে ছাদ ঢালাই দিচ্ছে আর নিচের ফাউন্ডেশন মাটি সরে যাচ্ছে।🥴

09/04/2024

ও নদী রে

31/03/2024
05/03/2024

মুমিন তো তারাই, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে।
যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি, তা হতে ব্যয় করে।
তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদাসমূহ এবং ক্ষমা ও সম্মানজনক রিয্ক।
সুরা আনফাল, ২-৪।

04/03/2024

করেছিলাম বিয়ে 😊
কাবিননামা হারিয়ে গেছে,
সাক্ষী গেছে মরে।
বউয়ের সংগে এখন আমি
চলবো কেমন করে।

কাজীর কাছে ফোন করেছি
বন্দি সেও জেলে
ঘুরতে গেছি বউকে নিয়ে
কাবিননামা ফেলে।

ভাবছি বসে হিসাব কোসে
আবার করি বিয়ে
কাজী অফিসে যাচ্ছি এখন
পুরাতন বউ নিয়ে।

Training "TOT"
03/03/2024

Training "TOT"

প্রিমিয়াম কোয়ালিটির নিরাপদ ভেজাল মুক্ত অর্গানিক খেজুর গুড় তৈরী হচ্ছে আলহামদুলিল্লাহ। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন। 0...
28/12/2023

প্রিমিয়াম কোয়ালিটির নিরাপদ ভেজাল মুক্ত অর্গানিক খেজুর গুড় তৈরী হচ্ছে আলহামদুলিল্লাহ।
যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন।
01644971648

বিজয়
23/12/2023

বিজয়

বহুদূর
11/12/2023

বহুদূর

If you want to be well, you must first take care of your family. Because family is your last reliable asset.I ask everyo...
03/12/2023

If you want to be well, you must first take care of your family. Because family is your last reliable asset.
I ask everyone to pray to God Almighty that everyone in my family can live a healthy and successful life. Amen

সদরঘাট, ঢাকা ফেব্রুয়ারী (১৯৬১) খ্রিস্টাব্দ।
22/10/2023

সদরঘাট, ঢাকা ফেব্রুয়ারী (১৯৬১) খ্রিস্টাব্দ।

ছেলেঃ বিয়েটা  তাহলে সত্যি করছো  😭মেয়েঃ হুুম করছি,,,😭 কেন কোন সমস্যা😡 ছেলেঃ তাহলে আমায় ভালবাসলে কেন,,?😿😿 মেয়েঃ আসলে তখনতো...
20/10/2023

ছেলেঃ বিয়েটা তাহলে সত্যি করছো 😭
মেয়েঃ হুুম করছি,,,😭 কেন কোন সমস্যা😡
ছেলেঃ তাহলে আমায় ভালবাসলে কেন,,?😿😿
মেয়েঃ আসলে তখনতো ভুল করেছিলাম,, এখন বুঝতে পেরেছি,,😊
ছেলেঃ কী ভুল জানতে,,,পারি😫
মেয়েঃ তুমার মতো গরিব ছেলেকে ভালবেসে ছিলাম,😿
তার উপর আবার তুমি বেকার😯
ছেলেঃ তার মানে আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছ,,😫
মেয়েঃ হুুম।😥অনেক বড় লোক😯
ছেলেঃ কত টাকা বেতন পায় জানতে পারি,,🙏
মেয়েঃ প্রায় ১ লাখ টাকা 💛
ছেলেঃ আমায় আর কিছুটা দিন সময় দিতে পারতে😥
মেয়েঃ না,আর সম্ভব না।আমি আর তুমাকে চায় না,,😯
ছেলেঃ আমি তুমাকে খুব ভালবাসি,,তুমায়,ছাড়া বাচবো না,,,মরে যাবো,,😯
মেয়েঃ দেখ নেকামো করো না।আর আমি চাই না,তুমি আমার সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করো বা আমার বিয়েতে আস,,😡😡
মেয়েটা ছেলেটাকে অপমান করে চলে আসে।আজ মেয়েটার বিয়ে হয়েছে,, আর মেয়েটা ওর husband কে সব খোলে বলে😑 ওর husband সব শুনে বলে তুমি ছেলেটার সাথে অন্যায় করেছো,।চল আমরা দুজনে ওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসি।তার পর ওরা ছেলেটার বাসায় যায়।দরজায়,নক করে। কিন্তুু কেউ দরজা খুল ছিলো না।ওরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলো,,আর,দেখতে পেলে ওপরে ঝুলছে ছেলেটার লাশ। 😭মেয়েটা চিৎকার করে উঠলো,, ওর husband যা বললো তা শুনে মেয়েটা অবাক হয়ে গেল,,ওর husbandবলছে ইনিতো আমাদের অফিসের বস,যার বেতন 5 লাখ টাকা।আর ইনিতো আজকেই জয়েন করেছে😭আর মেয়েটা দেখতে পেল পাশে একটা চিঠি পড়ে আছে আর তাতে লেখা ছিল- সময়টা বড্ড বৈমান। সময়ের জন্য তুমি বদলে গেলে😭আমি হারালাম তুমাকে,, 😭আর তুমাকে ছাড়া বাচাঁ অসম্ভব। তাই চলে যাচ্ছি, ভাল থেকো,,,😭😭 মেয়েটা চিঠিটা পড়ে অঝরে কান্না করছে,, 😭😭 কিন্তুু কোন লাভ নেই,, আরতো ছেলেটা বেচেঁই নেই,,নিয়তির কী খেলা,, টাকার কাছে হার মানলো ছেলেটার পবিএ ভালবাসা😭

🥀 ধন্যবাদ ❤️

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 📕সাহিত্য-কাব্য📗

14/10/2023

আজিমপুর থেকে "বিকাশ" বাসে উঠে উত্তরায় যাচ্ছি। নিউমার্কেট থেকে একটা মেয়ে উঠে আমার পাশের সিটে বসলো। মনে মনে পুলকিত হয়ে নড়েচড়ে বসলাম। পকেট থেকে মোবাইল বের করে অনলাইনে গেলাম। বাস চলছে থেমে থেমে, কখনো জ্যাম আবার কখনো যাত্রী আশায় ইচ্ছে করে বাস থামিয়ে অপেক্ষা করছে ড্রাইভার।

অন্যসময় হলে রাগ উঠতো, কিন্তু আজ কেন জানি রাগ হচ্ছে না। দেরিতে পৌঁছাক তবুও যেন কোনো সমস্যা নেই আমার।

বিজয় সরণী পার হলাম। কন্ডাক্টর এসেছে ভাড়া নিতে। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম,

--- " একটু পরে দিচ্ছি, পিছন থেকে ঘুরে আসুন। "

মেয়েটা স্টুডেন্ট তাই হাফ ভাড়া দিয়েছে। আমি মোবাইল কানের কাছে নিয়ে মিছামিছি বলতে লাগলাম,

--- " দোস্ত একটা বিপদ হয়েছে, সম্ভবত আমার মানিব্যাগ পকেটমার হয়ে গেছে। এখন তো আমি বাসের ভিতরে আছি, কীভাবে যে ভাড়া দেবো সেটাই বুঝতে পারছি না। পাশের সিটে কোনো পুরুষ থাকলে নাহয় ৪০ টাকা ধার করে ভাড়াটা দিয়ে আসতাম। পরে ফ্লেক্সিলোড করে দিতাম। কিন্তু আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে। সুন্দরী মেয়ের কাছে টাকা ধার চাইবো কীভাবে বল তো? "

একা একা এরকম আরো কিছু বকবক করে মোবাইল রেখে দিলাম। কিছুক্ষণ পর পিছন থেকে কন্ডাক্টর এলো, পাশের সিটের মেয়েটা ৪০ টাকা তার হাতে দিয়ে দিলো, মানে আমার ভাড়া।

আমি তার দিকে তাকিয়ে বললাম,

--- ধন্যবাদ ম্যাডাম।

--- ধন্যবাদ দিতে হবে না, বাসায় গিয়েই টাকাটা ফ্লেক্সিলোড করে দিবেন।

--- হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার নাম্বার টা?

মেয়েটা নাম্বার দিল, তারপর নাম জিজ্ঞেস করে নামও জেনে নিলাম। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ে, ইংরেজী সাবজেক্ট। নীলক্ষেত গেছিল কিছু বই কেনার জন্য, এখন বাসায় যাচ্ছে।

খিলখেত এসে মেয়েটা নেমে গেল। যাবার সময় টাকার কথা আরেকবার মনে করে দিলো। আর ছোট্ট একটা কাগজ আমার হাতে দিয়ে গেল। আমি তো আনন্দে নাচার মতোই অবস্থা অনুভব করতে লাগলাম।

কিন্তু কাগজের দিকে তাকিয়ে সামান্য লজ্জা পেলাম। মেয়েটা লিখেছে,

--- " চোর যদি চুরি করে পালাতে না পারে তাহলে তার চুরিবিদ্যা আরো বেশি চর্চা করা দরকার। যার মানিব্যাগ চুরি হয়ে গেছে সে বনানী এসে পকেট থেকে মানিব্যাগ বের করে ভিক্ষা দিলো কীভাবে? "

ধুরর, মনটাই খারাপ হয়ে গেল। এতক্ষণে মনে পড়লো যে বনানী এসে মানিব্যাগ বের করে ভিক্ষা দিয়েছি৷ মেয়েটা সেটা দেখে ফেলেছে।

যাইহোক, দেখার পর বাসের ভিতরে বসে যেহেতু কিছু বলে নাই। সুতরাং সে আমার সঙ্গে কথা বলতে চায় এতটুকু ধরেই নিলাম। আনন্দে মনটা আরেকবার পুলকিত হয়ে গেল।

বাস থেকে নেমে দোকান থেকে ফ্লেক্সিলোড করে তারপর বাসায় এসেছি। পকেট থেকে মোবাইল বের করে নাম্বারে কল দিলাম। একটু পরে রিসিভ করে একটা ছেলে বললো,

--- হ্যাঁলো কে বলছেন?

--- বললাম, এটা মারিয়ার নাম্বার না?

--- না এটা তো আমার নাম্বার।

--- তাহলে মারিয়া যে এই নাম্বার দিল?

--- আপনি কি আপার কাছ থেকে ৪০ টাকা ধার করেছেন?

--- হ্যাঁ হ্যাঁ, তিনি কি আপনার বোন?

--- জ্বি না, আমি বাসার দারোয়ান।

--- তাহলে আপনার নাম্বার কেনো দিলো আমাকে?

--- আমার আপাকে কি আপনার মাথা মোটা মনে হয় ভাইজান?

--- আরে না, তোমার আপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ে তা আবার ইংরেজিতে। মাথা মোটা হলে কি কেউ এতো ভালো সাবজেক্টে চান্স পায়?

--- তাহলে আপনি আপার সঙ্গে চালাকি করেছেন কেনো?

--- কি করছি?

--- এই-যে নাম্বার নেবার বাহানা করে আপার কাছ থেকে টাকা ধার করলেন। আপনি কি জানেন যে আপা আপনার চালাকি ধরে ফেলেছে।

হতাশ হয়ে মোবাইল রেখে দিলাম। বিড়বিড় করে মুখ থেকে বের হয়ে গেল

--- " কামডা করলো কি? " 🥹

--- সমাপ্ত ---

রম্য গল্প।

©️ আবীদ আবরার

নতুন গল্পের পেজ টা ফলো করুন গল্প গুলা আপনাদের কে মুগ্ধ করবে Md Mamunur Rashid mrb

১৯৫৪ সালে বৃষ্টি ভেজা দিনে নবাবপুর রোড। সামনে দেখা যাচ্ছে ঠিকা গাড়ি বা ঘোড়া গাড়ি, তার পাশেই গরুর গাড়ি।
14/10/2023

১৯৫৪ সালে বৃষ্টি ভেজা দিনে নবাবপুর রোড। সামনে দেখা যাচ্ছে ঠিকা গাড়ি বা ঘোড়া গাড়ি, তার পাশেই গরুর গাড়ি।

@-I-Am
14/10/2023

@-I-Am

19/09/2023

long time

শিখার চিন্তায়
19/09/2023

শিখার চিন্তায়

09/09/2023

Natural view

09/09/2023

একলা চলোরে

সিকিউরিটি গার্ড জিয়াউর এখন বিসিএস ক্যাডারকুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারায় মধুপুর দালালীপাড়া গ্রা...
04/09/2023

সিকিউরিটি গার্ড জিয়াউর এখন বিসিএস ক্যাডার

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারায় মধুপুর দালালীপাড়া গ্রামের ছকিয়ত আলী ও জেলেখা বেগমের সন্তান জিয়াউর রহমান। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

জিয়াউর রহমান বলেন, “আমাদের বসতবাড়ি পাঁচ শতক জমি ছাড়া আর কোনো জমি নেই। বাবা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঠিকমতো কাজ করতে পারতেন না। এ কারণে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতে হয়েছে। মা অন্যের বাড়িতে কাজ করতেন।

অভাবের সংসার হওয়ায় পরিবারে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকত। পড়াশোনার কোনো পরিবেশ ছিল না। পড়ার টেবিল ছিল না। ছোট ঘরের এক পাশে গরু-ছাগল থাকত, আরেক পাশে বাঁশ দিয়ে টং পেতে আমাকে থাকতে হয়েছে।
এভাবে পড়াশোনা করে ২০১২ সালে নতুন অনন্তপুর দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে ‘এ প্লাস’ পাই।” কিন্তু আলিমে পড়াশোনা হবে কি না তার কোনো নিশ্চয়তা ছিল না। বই কেনার টাকা জোগাড় করতে ঢাকায় যান। জিয়াউর রহমান বলেন, ‘ঢাকায় এসে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করি। কিছু টাকা জমিয়ে বাড়ি ফিরে আসি, কিন্তু বই কেনা হয় না।
ছোট বোনের বিয়ের জন্য সেসব টাকা শেষ হয়ে যায়। আবার মুন্সীগঞ্জের আকিজ ম্যাচ ফ্যাক্টরিতে যাই। কিছুদিন কাজ করে কিছু টাকা নিয়ে আসি।’ এবার কিছু পুরনো বই কিনে পড়া শুরু করেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে অন্যের জমিতে কাজ করে সংসারে সহযোগিতা করতে থাকেন। ২০১৪ সালে আলিম পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৬৭ পেয়ে উত্তীর্ণ হন। তাঁর স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, কিন্তু ভর্তি প্রস্তুতির কোচিং করার টাকা ছিল না। তাই ঢাকায় গিয়ে একটি ওষুধ কম্পানিতে চাকরি নেন। সারা দিন ওষুধ কম্পানির কাজ করে রাতে মেসে ফিরে পড়ার তেমন কোনো সুযোগ ছিল না।

তার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন, কিন্তু উত্তীর্ণ হননি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মিরপুর বাঙলা কলেজে সুযোগ পান। জিয়াউর রহমান বলেন, ‘মিরপুর বাঙলা কলেজে সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারিনি। পরের বছর কোচিং করার চিন্তা করি। কিন্তু চলার মতো হাতে টাকা নেই। তাই টাকার জন্য একটি সিকিউরিটি গার্ড কম্পানিতে গার্ডের চাকরি নিই। পাশাপাশি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ভর্তি হই। চাকরি-কোচিং একসঙ্গে চলে। কিন্তু ভাগ্যের কী পরিহাস! সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে যায়।’ তারপর ভর্তি পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান। ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। শুরু হয় নতুন এক সংগ্রাম, নতুন স্বপ্ন। কিভাবে পড়াশোনার খরচ আসবে তার নিশ্চয়তা নেই। থাকা, খাওয়া ও সামান্য কিছু হাতখরচের টাকার জন্য খণ্ডকালীন কাজ করেন। প্রথম বর্ষের পরীক্ষার আগে মেসে ওঠেন। একটি প্রতিষ্ঠান থেকে দুই বছর বৃত্তি পান। এ ছাড়া টিউশনি, কোচিংয়ে ক্লাস নিয়ে নিজের পড়াশোনার খরচ জোগাড় করেন। সেখান থেকে কিছু টাকা প্রতি মাসে বাড়িতে দিতে হতো। সারা জীবন অভাব-অনটন আর পারিবারিক অশান্তিতে জীবন কেটেছে। তাই ‘যেভাবেই হোক, ভালো চাকরি পেতে হবে’ এই বাসনা নিয়ে চাকরির জন্য পড়াশোনা করেন। প্রথম বর্ষের রেজাল্ট ভালো না হওয়ায় ডিপার্টমেন্টের পড়াশোনা তেমন গুরুত্ব দেননি। অনার্সে জিয়াউর রহমানের রেজাল্ট আসে সিজিপিএ ৩.৪১। অ্যাপিয়ার্ড দিয়ে ৪১তম বিসিএসে আবেদন করেন। যেহেতু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন, তাই প্রস্তুতি ভালোই ছিল। কিন্তু করোনায় সব কিছু বন্ধ হওয়ায় ইনকামও বন্ধ হয়ে যায়।

আবার আর্থিক সংকটে পড়েন। এ সময় বন্ধুদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে চলেন। তখন টাকার জন্য টাইলস মিস্ত্রি ও রাজমিস্ত্রির সঙ্গে কাজ করেন। প্রিলিমিনারির সূচি প্রকাশের পর আবার রাজশাহীতে চলে আসেন। হল না খোলায় কাছের এক বন্ধুর মেসে উঠে দুই মাস প্রস্তুতি নেন। পরে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষার জন্য কোচিং করার ইচ্ছা থাকলেও টাকার কারণে করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বিসিএস কোচিংয়ে সামান্য টাকায় শুধু মডেল টেস্ট বা নমুনা পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হন। প্রস্তুতি ভালোই ছিল, কিন্তু অসুস্থতা এবং মাস্টার্স পরীক্ষা থাকায় লিখিত পরীক্ষা মোটামুটি হলেও যেভাবে চেয়েছিলেন, ততটা ভালো হয়নি। অবশেষে লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হন। তারপর ভাইভা প্রস্তুতির জন্য বুঝে উঠতে পারছিলেন না কোন বই পড়বেন, কিভাবে প্রস্তুতি নেবেন। তারপর সিনিয়রদের পরামর্শে ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ বইটি সংগ্রহ করেন। শুধু এই একটি বই পড়েই তিনি ভাইভা দিয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্কুলে চাকরি হয়। বিসিএসের রেজাল্ট যেদিন দেয় সেদিন শিক্ষা ক্যাডারে নিজের রোলটি দেখে জিয়াউরের চোখ দিয়ে পানি চলে আসে। বিসিএস ক্যাডার হয়েছেন।
গ্রন্থনা : এম এম মুজাহিদ উদ্দীন

সংগৃহীত: আজকে প্রকাশিত দৈনিক কালের কন্ঠ পত্রিকা থেকে।

যারা চায় বেশি তারা পায় বেশি!!! কথাটা শুনতে কেমন জানি লাগলেও সত্য! বাবা, মা, ভাই, বোন বা আত্মীয় স্বজন  থেকে যারা বেশি বে...
02/09/2023

যারা চায় বেশি তারা পায় বেশি!!!

কথাটা শুনতে কেমন জানি লাগলেও সত্য! বাবা, মা, ভাই, বোন বা আত্মীয় স্বজন থেকে যারা বেশি বেশি চায় তারা পায় ও বেশি বেশি এবং যারা চায় না তারা পায়ও কম।

ঠিক তেমন আল্লাহর কাছেও বেশি বেশি চাইলে পাওয়া যায়।

আমি ব্যক্তিগত ভাবে যেটা আল্লাহর কাছে বেশি চাইছি আমার সেটা পাওয়ার যোগ্যতা না থাকলেও আল্লাহ আমাকে তা দিয়েছে, আলহামদুলিল্লাহ।

তাই আমারা যা চাই তা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে এবং আমার বিশ্বাস আল্লাহ দিবে।

ড. মুহাম্মদ ইউনূস স‌্যার‌কে আমার পছন্দ হয়। কিন্তু-স‌্যার এন‌জিও‌তে 'সুদ‌ভি‌ত্তিক ক্ষুদ্রঋণ ম‌ডেল' প্রতিষ্ঠা না ক‌রে য‌দি...
02/09/2023

ড. মুহাম্মদ ইউনূস স‌্যার‌কে আমার পছন্দ হয়।
কিন্তু-
স‌্যার এন‌জিও‌তে 'সুদ‌ভি‌ত্তিক ক্ষুদ্রঋণ ম‌ডেল' প্রতিষ্ঠা না ক‌রে য‌দি 'বিজ‌নেস ভি‌ত্তিক ক্ষুদ্রঋণ ম‌ডেল' প্রতিষ্ঠা কর‌তে চাই‌তেন- আমার বিশ্বাস পার‌তেন। উ‌নি চাই‌লে এ‌খোনও পা‌রেন ইনশাল্লাহ্।

তখন কোরআন‌কে সন্মান দে‌খি‌য়ে উ‌নি সুদ‌ভি‌ত্তিক হারাম অর্থনীতি‌কে সুন্দর পথ দে‌খি‌য়েও দি‌তে পার‌তেন দা‌রিদ্রতা বি‌মোচ‌নের পাশাপা‌শি!
‌ভিজ্ঞতা #‌শিশুবন্ধু #বৃদ্ধমন #বইবন্ধু ান

02/09/2023

আমি মনে প্রানে চাই আমার হাজারো বন্ধুু হোক মাঝ রাতে আমাকে সাহায্যো করতে দ্বাড়িয়ে থাকবে,, কোন স্বার্থ ছাড়া বলবে বন্ধুু আমি আছি টেনশন করিস না।

এমন বন্ধুু কে আছে কোথায় বা পাবো,
এটা হয়নাকি, প্রানের বন্ধুু খুজেই পাই না

আমার টাকা কম নেই, কাউকে বলি না কখনো আমাকে সাহায্যো করো টাকা দিয়ে, কিন্তু টাকা খরচ করার মতো সেই মানুষগুলোও পাই না

সব পাই স্বার্থপর।

যে চলে যায় সে আর ফিরে আসেনা।
02/09/2023

যে চলে যায় সে আর ফিরে আসেনা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mamunur Rashid mrb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mamunur Rashid mrb:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share