12/08/2022
জুম্মার খুৎবায় হুজুর ওয়াজ করলেন "স্বামীকে দুষ্টামি করেও 'বাবা' ডাকা যাবে না। তাহলে তালাক হয়ে যাবে।"
খুৎবা শুনে মামুন টেনশনে পড়ে গেল। অন্যদিন সে জুম্মার ফরজ নামাজ পড়ে বের হয়ে গেলেও আর সে ফরজের পর সুন্নত নফল সবই পড়ল। শুধু তাই নয় মসজিদ কমিটির কার যেন শাশুড়ীর মৃত্যূ বার্ষিকী, তার রূহের আত্মার মাগফেরাত কামনা করে ১০ মিনিট ধরে মোনাজাত হলো। মামুন তবুও উঠে না।
এদিকে মোনাজাতের পরে খতিব সাহেব বেশ কয়েজন লোকের সাথে গল্প করছেন আর মামুন মসজিদের এক কোনায় বসে খতিবের জন্য অপেক্ষা করছে- খতিব সাহেব কখন ফ্রী হবেন?
খতিব সাহেব এবার উঠলেন, তিনি বাসায় চলে যাবেন। খতিব সাহেবকে উঠতে দেখে মামুনও উঠে দাঁড়াল।
খতিব সাহেব চালাক মানুষ, মামুনকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখেই সন্দেহ করেছিলনে সে হুজুরের জন্য অপেক্ষা করতেছে। তিনি মামুনকে জিজ্ঞেস করলেন "আপনি কি আমাকে কিছু বলবেন?"
মাথা চুলকে মামুন বলল "একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। আপনি যদি একটা সমাধান দেন..."
হুজুর জিজ্ঞেস করলেন "কী সমস্যা বলেন।"
"আজ আপনি বললেন স্ত্রী যদি স্বামীকে ভুলেও মজা করে 'বাবা' ডাকে তাহলে নাকি তালাক হয়ে যাবে..."
হুজুরের মন খারাপ হয়ে গেল। তবুও তিনি মামুনকে আশ্বস্ত করে বললেন "আপনি ও আপনার স্ত্রী আল্লাহর কাছে ক্ষমা চান। আর এ বিষয়ে জানার জন্য আমার চেয়ে জ্ঞানী কোনো আলেমের কাছে ফতোয়া নেন।" পরক্ষনেই হুজুর চিন্তা করলেন "একটা কথার উত্তর দেন তো? আপনার স্ত্রী কোন অবস্থায় আপনাকে বাবা ডাকছে?"
মামুন কিছুক্ষন মাথা নীচু করে রইল। মাথা নীচু অবস্থাতেই সে উত্তর দিল "ইদানিং লালসালু থেকে আনা 'গাঁজানো রসুন মধু' প্রতিদিন সকালে খালি পেটে ১ চামচ করে খাচ্ছি। যার কারণে......"
হুজুর চালাক মানুষ, যা বুঝার বুঝে নিলেন। তিনি সমাধান দিলেন "বাবাগো' ডাকলে তালাক হয় না ভাই!"