আমাদের হাজীগঞ্জ নিউজ-our hajigonj news

  • Home
  • আমাদের হাজীগঞ্জ নিউজ-our hajigonj news

আমাদের হাজীগঞ্জ নিউজ-our hajigonj news হাজীগঞ্জের সব খবর (নিউজ) পেতে আমাদের স?

আসসালামুআলাইকুম আমাদের হাজীগঞ্জ পেইজ ও গ্রুপের পক্ষ থেকে সবাইকে কে জানাই রমাদান মোবারক।১৭তম রমজানের সাহরি ও ইফতারের সময়স...
27/03/2024

আসসালামুআলাইকুম
আমাদের হাজীগঞ্জ পেইজ ও গ্রুপের পক্ষ থেকে সবাইকে কে জানাই রমাদান মোবারক।

১৭তম রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি।

রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্...
27/03/2024

রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু এই বছর বিষয়টি সামনে এসেছে। আমরা আগামীতে চেষ্টা করব বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস যাতে বন্ধ করতে পারি। সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করব। যাতে আদালতে গিয়ে গুছিয়ে মিথ্য বলে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে, সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে। এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে; আমরা চেষ্টা করবো।
সংবেদনশীলতার জায়গায় সরকার অবশ্যই শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী। বলেন, এসব বিষয় নিয়ে আলেম ওলামাদের সঙ্গেও আলোচনা করব, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে। আগামীতে শিক্ষা পরিবার সংবিধানের মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করবো আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবেন না।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাতে না পড়ে সে কারণে ঘণ্টা ঠিক পাঠদান ব্যবস্থা ঠিক রাখতে রমজানের শুরুতে মাত্র কয়েকদিন বিদ্যালয় খোলা রাখায় বিতর্ক হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় বছরের ৫২ দিন শনিবারের ছুটি বাতিলের চিন্তা-ভাবনা শুরু করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চলছে হাজীগঞ্জ, মাস ব্যাপিক কুটির শিল্প মেলা 🥰
12/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
চলছে হাজীগঞ্জ, মাস ব্যাপিক কুটির শিল্প মেলা 🥰

আইদি পরিবহন কি পারবে বোগদাদের সাথে পাল্লা দিয়ে...!নাকি সময়ের ব্যবধানে হারিয়ে যাবে রিলাক্স পরিবহনের মত...!
12/02/2024

আইদি পরিবহন কি পারবে বোগদাদের সাথে পাল্লা দিয়ে...!
নাকি সময়ের ব্যবধানে হারিয়ে যাবে রিলাক্স পরিবহনের মত...!

হাজীগঞ্জ উপজেলায় ১২৮টি গ্রামনিচে সবগুলো গ্রামের দেওয়া হলো,তার মধ্যে আপনার গ্রামের নাম কি ?-----------------------------...
11/02/2024

হাজীগঞ্জ উপজেলায় ১২৮টি গ্রাম
নিচে সবগুলো গ্রামের দেওয়া হলো,
তার মধ্যে আপনার গ্রামের নাম কি ?
----------------------------------------------------------
১- টোরাগড়
২- মকিমাবাদ
৩- কংগাইশ
৪- এনায়েতপুর
৫- খাটরা বিলওয়াই
৬- ধেররা
৭- বলাখাল
৮- রান্ধুনীমুড়া
৯- শ্রী নারায়নপুর
১০- অলিপুর
১১- আহম্মদপুর
১২- আড়লী
১৩- ইছাপুরা
১৪- উচ্চঙ্গা
১৫- ওড়পুর
১৬- কাজিরগাঁও
১৭- কাঁঠালী
১৮- কাশিমপুর
১৯- কালচো
২০- কাপাইকাপ
২১- কাঁকৈরতলা
২২- কাজির খিল
২৩- করদী
২৪- কাইজাঙ্গা
২৫- কোদালীয়া
২৬- কোন্দ্রা
২৭- কির্ত্তনখোলা
২৮- কুড়লী
২৯- খসখসিয়া
৩০- খিলপাড়া
৩১- গন্ধর্ব্যপুর
৩২- গোবিন্দপুর
৩৩- গোগরা
৩৪- গৌড়েশ্বর
৩৫- ঘাযিপুর
৩৬- চতন্তর
৩৭- চরপাড়া
৩৮- ছয়ছিলা
৩৯- ছিলাচো
৪০- জাকনী
৪১- জয়শরা
৪২- জগনাথপুর
৪৩- টঙ্গিরপাড়
৪৪- ডাটরাশিবপুর
৪৫- তারাপাল্লা

৪৬- তারালিয়া
৪৭- দেশগাঁও
৪৮- দেওদ্রোন
৪৯- দেবীপুর
৫০- দিকচাইল
৫১- দিগৈ
৫২- দোয়ালিয়া
৫৩- ধড্ডা
৫৪- নাসিরকোট
৫৫- 'নাটেহরা
৫৬- নওহাটা
৫৭- নিশ্চিন্তপুর
৫৮- নূরপুর
৫৯- নোয়াপাড়া
৬০- নৈরাইন
৬১- পদুয়া
৬২- পাতানিশ
৬৩- পাঁচই
৬৪- প্রতাপপুর
৬৫- পয়ালজোষ
৬৬- পালিশারা
৬৭- পেরাপুর
৬৮- পিরোজপুর
৬৯- পেচুয়ালেজি
৭০- ফুলছোঁয়া
৭১- বড়কুল
৭২- বাউড়া
৭৩- ভাটরা
৭৪- বলিয়া
৭৫- বাখরপাড়া
৭৬- ব্রাহ্মনগাঁও
৭৭- ব্রাহ্মণীছোঁয়া
৭৮- ভাউরপাড়
৭৯- বানিয়াচো
৮০- বাকিলা
৮১- বাড্ডা
৮২- বানিয়াকান্দি
৮৩- বোরখাল
৮৪- বেতিয়াপাড়া
৮৫- বেলঘর
৮৬- ভাজনাখাল
৮৭- মাতৈন
৮৮- মালাপাড়া
৮৯- মাড়কী
৯০- মাড়ামুড়া

৯১- মহেশপুর
৯২- মহব্বতপুর
৯৩- মেনাপুর
৯৪- মৈশামুড়া
৯৫- মৈশাইদ
৯৬- মোহাম্মদপুর
৯৭- মোল্লাডহর
৯৮- মুকন্দসার
৯৯- রাজারগাঁও
১০০- রাজাপুর
১০১- রামরা
১০২- রাধাসার
১০৩- রায়চো
১০৪০- রামপুর
১০৫- রামচন্দ্রপুর
১০৬- রসূলপুর
১০৭- লাউকরা
১০৮- লোধপাড়া
১০৯- সন্না
১১০- সমেষপুর
১১১- সাদ্রা
১১২- সাতবাড়ীয়া
১১৩- সর্বতারা
১১৪- সাতবাড়ীভাঙ্গা
১১৫- সেন্দ্রা
১১৬- সৈয়দপুর
১১৭- সিহিরচো
১১৮- শ্রীপুর
১১৯- সিদলা
১২০- সোনাইমুড়ী
১২১- সুবিদপুর
১২২- সুহিলপুর
১২৩- সুদিয়া
১২৪- হাটিলা
১২৫- হাড়িয়াইন
১২৬- হরিপুর
১২৭- হোটনী
১২৮-ডাকাতিয়ারচর

18/07/2022
16/07/2022

আমাদের হাজীগঞ্জ উপজেলা চাঁদপুর জেলার বানিজ্যিক থানা হিসেবে অন্যতম স্থান দখল করে আছে,
কিন্তু এখনো চিকিৎসা সেবার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছি আমরা, সাপ্তাহে ২/১ দিন ছাড়া ভালো কোন ডাক্তার ই পাওয়া যায়না হাজীগঞ্জে,এমন কি বিভিন্ন ধরনের অনেক টেষ্ট আছে যা এখনো হাজীগঞ্জে করা যায়না,
যেমনঃ ইউরিন সি/এস টাইপ/থাইরয়েড সহ আরো কয়েক ধরনের টেষ্ট তো আছেই।
এসব টেষ্টের জন্যে হাজীগঞ্জের ডাক্তার গন পরামর্শ দিয়ে থাকেন, অথচ টেষ্ট করাতে হয় কুমিল্লা বা ঢাকায় গিয়ে।
আমার কথা হলো টেষ্ট করার জন্য যদি ঢাকা বা কুমিল্লায় যেতে হয়, তাহলে হাজীগঞ্জে ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা কতটুকু?

আমাদের হাজীগঞ্জ এ যে সকল হাসপাতাল মালিক পক্ষ রয়েছেন,আপনাদের কাছে অনুরোধ, যেহেতু হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান,আর টেষ্ট এর মেশিনের দাম যদি অনেক বেশী হয়ে থাকে, তাহলে আপনারা দয়া করে সবাই একত্রিত হয়ে একটা সংগঠন বা এসোসিয়েশন গঠন করে একেক হাসপাতালে এক একটা টেষ্টের জন্য উন্নত মানের মেশিনের ব্যবস্থা গ্রহন করতে পারেন,তাহলে আমার মনে হয় কারো উপরে একা চাপ পড়বেনা, এবং রোগীগুলোও হাজীগঞ্জে ভালো চিকিৎসা নিতে পারবে।
ঢাকা বা কুমিল্লা গিয়ে যে টাকা দিয়ে টেষ্ট করাতে হয় প্রয়োজনে আপনারা কিছুটা (আংশিক) বেশী রাখতে পারেন, তবুও আপনারা ব্যবস্থা করুন।

মানবিকতার দিক থেকে হলেও দয়া করে বিষয়টা ভেবে দেখবেন🙏🙏🙏🙏🙏🙏

"আমাদের হাজীগঞ্জ" পেইজ এবং গ্রুপের পক্ষ থেকে হাজীগঞ্জের হাসপাতালগুলোর কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রি পোষ্টঃ Gazi Faisal

09/07/2022

কুরবানী নিয়ে অসুস্থ প্রতিযোগিতা পরিহার করি।

18/06/2022

সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, বিপণি বিতান, কাঁচাবাজারসহ সকল মার্কেট বন্ধের নির্দেশ।

17/06/2022

সিলেটে বন্য পরিস্থিতির কারনে ২০২২ সালের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।-শিক্ষা বোর্ড

❤️"জুমা মোঁবারক"❤️
17/06/2022

❤️"জুমা মোঁবারক"❤️

10/06/2022

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ থেকে ১৯ জুন।আপনার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া সফিক হাজীর 'স' মেইল সংলগ্ন স্থানে একটি যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকা...
10/06/2022

হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া সফিক হাজীর 'স' মেইল সংলগ্ন স্থানে একটি যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে।

আল্লাহর মেহেরবানীতে এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।

ঠিকাদারের গাফলতিতে-ঠিকাদারের দায়িত্বহীনতায় আজকের বৃষ্টিতে চাঁদপুর শহরের  চিত্রলেখা মোড়ের দৃশ্য এটি। বৃষ্টির পানি জমে থাক...
09/06/2022

ঠিকাদারের গাফলতিতে-

ঠিকাদারের দায়িত্বহীনতায় আজকের বৃষ্টিতে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের দৃশ্য এটি। বৃষ্টির পানি জমে থাকায় দুইজন বৃদ্ধ পথচারী ড্রেনের কাজের চলমান গর্তে পড়ে যায়। বিষয়টি খুবই দুঃখজনক।
ছবি-সংগৃহিত।

08/06/2022

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন‘বালুখেকো’ সেলিম খান।
সূত্রঃ DBC নিউজ।

হাজীগঞ্জ বাজারের যেসব খুচরা ও পাইকারি ব্যবসায়ী রা এখনো খাদ্য অধিদপ্তর হতে সরবরাহকৃত ফুড লাইসেন্স করেননি কিংবা পূর্বের লা...
08/06/2022

হাজীগঞ্জ বাজারের যেসব খুচরা ও পাইকারি ব্যবসায়ী রা এখনো খাদ্য অধিদপ্তর হতে সরবরাহকৃত ফুড লাইসেন্স করেননি কিংবা পূর্বের লাইসেন্স নবায়ন করেন নি, তাদের কে আগামী তিন কার্যদিবসের মধ্যে হাজীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে এসে লাইসেন্স করার জন্য সতর্কবার্তা দেওয়া হলো।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
আর যেসব ব্যবসায়ী সরকার নির্ধারিত পরিমাণের অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদ করে রাখছেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের এই পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা কাম্য।

ফারজানা আক্তার মিলি
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
হাজীগঞ্জ, চাঁদপুর ।।

হাজীগঞ্জ রেললাইনের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত একটি লোকের মৃত দেহ দেখা গিয়েছে।
08/06/2022

হাজীগঞ্জ রেললাইনের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত একটি লোকের মৃত দেহ দেখা গিয়েছে।

উনাকে চিনেন? উনি স্কয়ার গ্রুপের এমডি।স্কয়ার হাসপাতাল, স্কয়ার ফার্মা, স্কয়ার টয়লেট্রিজ, মেরিল ইত্যাদি শিল্প প্রতিষ্ঠানের ...
08/06/2022

উনাকে চিনেন? উনি স্কয়ার গ্রুপের এমডি।

স্কয়ার হাসপাতাল, স্কয়ার ফার্মা, স্কয়ার টয়লেট্রিজ, মেরিল ইত্যাদি শিল্প প্রতিষ্ঠানের মালিক। সাথে আছে প্রথম আলো, ডেইলি স্টার, মাছরাঙা টিভি সহ অসংখ্য প্রতিষ্ঠানের মালিকানা সহ অংশীদারিত্ত্ব।

দেশের প্রথম সারির শিল্পপতি। প্রথম সারির মজুদদার,প্রথম সারির সিন্ডেকেট,প্রথম সারির ছ্যাচড়া চোর🤬🤬

তিনি কি করেছে জানেন? চাল মজুদ করেছেন বাজারে চালের দাম বাড়ানোর জন্য। ধরা খাইছেন, মামলা হইছে। মহামান্য কোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনও পাইছেন। এতোবড় ঘটনা! কিন্তু মিডিয়ায় নাই। এ কেমন মিডিয়া আমাদের! বড় গলায় টিভি সহ মিডিয়ায় লম্বা লম্বা কথা বলে এই সাংবাদিকরা। অথচ এই নিউজটা নেই।
নিজেদের ভালো বলা লোকগুলো চোর চোর। আর চোরের সংখ্যাটা কিন্তু এখন কর্তৃপক্ষ জানে,সবার মুখোশ খোলার দাবী জানাচ্ছি।

Copy অ্যাডভোকেট আলম উদ্দিন....

08/06/2022

চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাটে ভয়াবহ অগ্নিকান্ড

⬛ শোক সংবাদ ⬛হাজিগঞ্জ পৌরসভার সাবেক দুই বারের চেয়ারম্যান, হাজিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সফল শ্রেষ্ঠ চেয়ারম্যান,হাজিগঞ...
17/05/2022

⬛ শোক সংবাদ ⬛

হাজিগঞ্জ পৌরসভার সাবেক দুই বারের চেয়ারম্যান,
হাজিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সফল শ্রেষ্ঠ চেয়ারম্যান,হাজিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার কাকা আমাদের মাঝে আর নেই 😭
আনুমানিক রাত 12:30 এ উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

06/05/2022

সুখবর.....
চাঁদপুর থেকে শরীয়তপুর তৈরী হবে মেঘনা সেতু,সমীক্ষা চলছে...
সূত্রঃ সময় টিভি।

ওনারা চাঁদপুরের মানুষ, তাই ওনাদের চাঁদ দেখার প্রয়োজন মনে হয়নি 😆ওনারা নিজেরাই তো এক একটা চাঁদ🤣🤣
01/05/2022

ওনারা চাঁদপুরের মানুষ, তাই ওনাদের চাঁদ দেখার প্রয়োজন মনে হয়নি 😆
ওনারা নিজেরাই তো এক একটা চাঁদ🤣🤣

চাঁদপুরের শাহরাস্তি এর মৌতাবাড়ি নামক স্থানে আজকে সকাল ১১ টায় বোগদাদ সার্ভিসের একটি বাসের ড্রাইভারের অতিরিক্ত গতির কারনে ...
08/02/2021

চাঁদপুরের শাহরাস্তি এর মৌতাবাড়ি নামক স্থানে আজকে সকাল ১১ টায় বোগদাদ সার্ভিসের একটি বাসের ড্রাইভারের অতিরিক্ত গতির কারনে গর্তে পরে একাধিক যাত্রী নিহত এবং আহত হয়েছে।

চাঁদপুরের শাহরাস্তি এর মৌতাবাড়ি নামক স্থানে আজকে সকাল ১১ টায় (৮-০২-২০২১ তারিখ) বোগদাদ বাস খাদে পরে একাধিক যাত্রী ন.....

আজ সকাল ৯ টায় জিয়ানগর এলাকায় ঢাকা-হাজীগঞ্জ-রামগঞ্জ রুটে চলচলকারী বিআরটিসির ১টি  বাস ক্লেমন কাভার ভ্যানের সাথে মুখোমুখি স...
06/02/2021

আজ সকাল ৯ টায় জিয়ানগর এলাকায় ঢাকা-হাজীগঞ্জ-রামগঞ্জ রুটে চলচলকারী বিআরটিসির ১টি বাস ক্লেমন কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সেই দিন রোহিঙ্গা মুসলমানদের আর্তনাদে চোখের পানিতে আরশ কেঁপেছিলো।আর শরীরের রক্তে নাপ নদী রঞ্জিত হয়েছিল।এখনো বেশী দিন হয়নি...
04/02/2021

সেই দিন রোহিঙ্গা মুসলমানদের আর্তনাদে চোখের পানিতে আরশ কেঁপেছিলো।আর শরীরের রক্তে নাপ নদী রঞ্জিত হয়েছিল।
এখনো বেশী দিন হয়নি আজ সেই
শান্তির নেত্রী আজ অশান্তিতে!!
১৪দিনের রিমান্ডে!
কষ্টে চোখের পানিতে বুক ভিজে
এটা ও একটা শিক্ষা প্রতিবেশীদের জন্য।

আল্লাহ আপনি বড়ই বিচারক।।

25/01/2021

❐ জমজমাট হাজীগঞ্জের পৌরসভা নির্বাচন✌✌
🚩হাজীগঞ্জের পৌরসভা কি কি সমস্যায় জর্জরিত❓
⭕ দেখুন DBC নিউজের একটি প্রতিবেদন।

😅😅😅😅
17/01/2021

😅😅😅😅

এলাকার কালো মিষ্টি খাওয়া নেতা কে যখন কেউ নেতা বলে সম্বোধন করে.....😅😅😅😅😅😅😅😅😅😅

26/11/2020

হাজীগঞ্জ শহরের কোন জায়গার দৃশ্য এটি,কে কে বলতে পারবেন?
★কমেন্টস্ করুন★

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের হাজীগঞ্জ নিউজ-our hajigonj news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের হাজীগঞ্জ নিউজ-our hajigonj news:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share