20/01/2023
📘বই : বিবর্তনবাদ (ডারউইনের মতবাদ)
🖋️ প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
☞ মানুষ কি বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে? ☞ নাকি মহান আল্লাহর অসীম করুনায় বা দয়ায় আল্লাহর নিজ হাতে সৃষ্টি?
✍️...কথায় বলে ‘গায়ে মানেনা আপনি মোড়ল’ কথাটি এদেশের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য। বাংলাদেশে সম্ভবতঃ লাখে একজনকেও খুঁজে পাওয়া যাবেনা, যে নিজেকে ‘বানরের বংশধর’ বলে মনে করে। অথচ এরূপ একটি ফালতু বিষয়কে বিজ্ঞানের নামে স্কুল-কলেজে এমনকি ২০১৪ সাল থেকে মাদ্রাসার সিলেবাসেও ঢুকানো হয়েছে। অথচ ক্ষমতাসীনরাও এরূপ আক্বীদা পোষণ করেননা বলে জানি। তাহ’লে কারা এগুলি করছে এবং কাদের গোপন নির্দেশে সরকার জনগণের কোটি কোটি টাকা ব্যয় করে জনগণকে নাস্তিক বানাবার এই আত্মঘাতী প্রকল্প চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, আমরা ভেবে পাই না।
আমাদের হাতে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, ততটুকু দিয়ে এই তাওহীদ বিরোধী পশুত্ববাদী আক্বীদার প্রতিবাদ করে যাচ্ছি। বর্তমান লেখনী তারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এর দ্বারা আমরা শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক ও সজাগ করতে চাই। যেন তারা নাস্তিক হয়ে জাহান্নামী না হয়।
মূলতঃ মাওলানা আব্দুর রহীম (১৯১৮-১৯৮৭ খৃ.)-এর ‘বিবর্তনবাদ ও সৃষ্টি তত্ত্ব’ (মোট পৃষ্ঠা সংখ্যা ১৯২) বইটিকে সামনে রেখেই লেখনীর অবতারণা। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। তিনি তাঁর বইয়ের ২য় সংস্করণের ভূমিকায় লিখেছেন, বইটি আমি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জীব বিজ্ঞানের অধ্যাপকদের নিকট পাঠিয়েছি, অনেকে চেয়েও নিয়েছেন আমার কাছ থেকে, কিন্তু তাদের কারুরই কোন মন্তব্য আমার নিকট পৌঁছায়নি। তাই আমি আজ আবার বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করছি, ডারউইনের বিবর্তনবাদ সম্পূর্ণ মিথ্যা, ধোঁকা, প্রতারণা ও বিজ্ঞানের সম্পূর্ণ পরিপন্থী’।
মাওলানার সঙ্গে আমরাও একই ঘোষণা দিচ্ছি ও চ্যালেঞ্জ করছি আমাদের বিশ্ববিদ্যালয় কলিগদের প্রতি। পারলে প্রতিবাদ করুন বিজ্ঞান দিয়ে। নইলে একে প্রকাশ্যে মিথ্যা বলুন এবং ইসলামের সত্যকে সত্য বলে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করুন। সরকারকে বলব, দ্রুত তওবা করুন এবং শিক্ষা সিলেবাস থেকে এসব কুফরী আক্বীদার বই ও লেখনী বাতিল করুন। নইলে আল্লাহর গযবকে ভয় করুন। ইতিমধ্যেই নানা ভাইরাসের গযব একটার পর একটা নাযিল হচ্ছে। অতএব দ্রুত সাবধান হৌন! আমাদের সন্তানদের ‘নাস্তিক’ বানানোর চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন- আমীন!
📚বইটিতে যে সকল বিষয়ে আলোকপাত করা হয়েছে
--------------------------- সূচীপত্র --------------------------
❑ লেখকের নিবেদন
❑ বিবর্তনবাদ
❑ ডারউইনের মতবাদ
❑ বিবর্তনবাদের জওয়াব
❑ আদম সৃষ্টির কুরআনী বিবরণ
❑ নুযূলে কুরআনের যুগের ও বর্তমান যুগের নাস্তিক্যবাদ
❑ বিবর্তনবাদের বিরুদ্ধে আপত্তি সমূহ
❑ মেন্ডেলের জেনেটিক্স
❑ বিবর্তনবাদের ৬টি ভিত্তি
❑ একটি বৈজ্ঞানিক আয়াত
❑ ক্রোমোজম
❑ হাক্সলে (Huxley)-এর ভুল স্বীকার
❑ বিবর্তনবাদের অসারতা
❑ জীবন এল কোত্থেকে?
❑ কোষের বিবর্তন
❑ নিউটন ও তার বন্ধু
❑ ফসিলতত্ত্ব ও বিবর্তনবাদ
❑ একক জীবন বিধান
❑ দো-আঁশলা বীজ
❑ ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড) তত্ত্ব
❑ দুর্লংঘ্য ব্যবধান
❑ বানর সদৃশ মানুষই কি আমাদের পূর্ব পুরুষ?
❑ ভবিষ্যতের মানুষ
❑ মানুষ নিজেই তার স্রষ্টার অস্তিত্বের জীবন্ত সাক্ষী
❑ মানুষ বিবর্তনবাদে বিশ্বাস করে কেন?
❑ হাক্সলের কৈফিয়ত
❑ কুরআনের পথনির্দেশ
❑ তিনটি বক্তব্য
❑ বিজ্ঞানীরা আজও দু’টি বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি
❑ পৃথিবীর ৯৯.৯৯ শতাংশ প্রজাতি এখনো অনাবিষ্কৃত
❑ আজও দু’টি বিষয় অনুদ্ঘাটিত
❑ মানুষ দুর্বলতম সৃষ্টি
---------------------------------------------------------------------
🖥️ পিডিএফ 📥ডাউনলোড লিংক
http://ahlehadeethbd.org/books_pdf/bibortonbad_by_prof._dr._muhammad_asadullah_al-ghalib.pdf