BCS Preparation

  • Home
  • BCS Preparation

BCS Preparation বিসিএস ও অন্যান্য চাকরির তথ্য পেতে পে?

10/02/2024

কোনটি মৌলিক শব্দ?? (৩৭তম বিসিএস)
উঃ গোলাপ
ব্যাখাঃগোলাপ,তিন,নাক,হাত,পা এরা মৌলিক শব্দ। কারণ এদের ভেঙে আলাদা করা যায় না।।

10/02/2024

বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?(৩৬তম বিসিএস)
উঃ৮টি।যথাঃ- ঋ,খ,গ,ণ,থ,ধ,প,শ।

14/01/2024

আপনার প্রিয় সাবজেক্ট কোনটা?

13/01/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক সমূহঃ-
১.রাজা
২.অচলায়তন
৩.চিরকুমার সভা
৪.ডাকঘর
৫.রক্তকরবী
৬.মুক্তধারা
৭.মুকুট
৮.অরুণাচল
৯.অরূপরতন
১০.কালের যাত্রা
১১.বিসর্জন
১২. তাসের দেশ

উপকারে আসলে লাইক দিন।

13/01/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সমূহ
১.চোখের বালি
২.গোরা
৩.শেষের কবিতা
৪.মালঞ্চ
৫.বউ ঠাকুরাণীর হাট
৬. রাজর্ষি
৭.নৌকাডুবি
৮.চতুরঙ্গ
৯.যোগাযোগ
১০.দুইবোন
১১.চার অধ্যায়
১২.ঘরে বাইরে
১৩.শেষের কবিতা
১৪.করুণা

13/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Sopner Prithibi, Tania Afroze, Umme Habiba Jemi, Samia Islam, Rokib Ahmad, রীমা ইসলাম, ধুলো পড়া স্মৃতি স্মৃতি, Umme Habiba, Sultana Atkar, Popy Khatun, Priya Sarker

08/12/2023

ইংরেজিতে পার্লামেন্ট বানান করুন।

01/12/2023

খুব শীঘ্রই
৪৬তম বিসিএস নিয়ে স্টাডি শুরু করব।সবাই সাথে থাকুন।

30/05/2023

বাংলা বর্ণমালা আবিষ্কার করে কারা????

08/05/2023

"অক্কা পাওয়া" অর্থ কী?

03/05/2023

ঢাকাকে রাজধানী করা হয় কত সালে?

24/01/2023

DETERMINER+Adjective+noun.

Ex.Hamida is a pretty girl

18/01/2023

"ঢাকা" কত সালে রাজধানী করা হয়?

11/01/2023

"এসপার ওসপার" বাগধারাটির অর্থ কী?
ক. এদিক অথবা ওদিক
খ. মীমাংসা
গ. এই পাড়ে অথবা ওই পাড়ে
ঘ. এ রকম অথবা ওই রকম

04/01/2023

'সাবাস বাংলাদেশ' ভাস্কর্য টি
কোথায় অবস্থিত?

02/01/2023

'বিষাদসিন্ধু' কার লেখা?

02/01/2023

44th BCS questions solution
Part-4
অভীক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
উঃ রবিবার

সকলের তরে সকলে আমরা,প্রত্যকে আমরা পরের তরে। উক্তিটি কার?
উঃ কামিনী রায়

খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র?
উঃ জীবন আমার বোন

সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
উঃ বহিপীর

মীর মোসাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' একটি?
উঃ উপন্যাস

'By and large' means
উঃ Mostly

Francis Bacon is an illustrious...
উঃ Essayist

'He could not win but learn a lot' which parts of speech is the word 'but'?
উঃ a conjunction

Select the appropriate preposition "Are you doing"anything special.... the weekend?

Ans.at

What is the plural form of " sheep"?
Ans.sheep

"Sweet are uses of adversity" is quoted from Shakespeare's
Ans.As you like it

'To get along with' means
Ans.To adjust

The synonym for 'panoramic' is
Ans.Scenic

The antonym for "slothful" is
Ans.Energetic

Alexander pope's 'Essay on man' is a...
Ans. Poem

What is the verb form of the word 'ability'?
Ans.Enable

01/01/2023

44 BCS questions solution
Part-3

শুদ্ধ বানান কোনটি?
উঃমুমূর্ষু

কোনটি অগ্নি'র সমার্থক শব্দ নয়?
উঃ আবীর

'দেশের যত নদী ধারা জল না,ওরা অশ্রু ধারা' পঙক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
উঃ অপহ্নুতি

'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
উঃ অব্যয়ীভাব সমাস

'মৃত্তিকা দিয়ে তৈরি' কথাটির সংক্ষিপ্ত রুপ?
উঃ মৃন্ময়

চণ্ডীমণ্ডল উপাস্যে চণ্ডী কার স্ত্রী?
উঃ শীব

'শ্রীকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার হয়েছিল?
উঃ গোয়াল ঘর থেকে।

বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
উঃ মৈথিলি

'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' উক্তিটি কার?
উঃ ঈশ্বরী-পাটনীর

কোন কাব্যটি কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
উঃ অগ্নিবীণা

কোনটি বিশ শতকের পত্রিকা?
উঃ শনিবারের চিঠি

কোনটি উপন্যাস নয়?
উঃ কবিতার কথা

'বাঙালী ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেন?
উঃ আহমদ শরীফ

মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
উঃ মৃণালিনী

'ব্যক্ত প্রেম ও গুপ্তপ্রেম' রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উঃ মানসী

30/12/2022

44th BCS questions solution.
Part-2

জাতিসংঘের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?

উঃ ২বছর

আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?

উঃ নয় বছর

বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময় সীমা কত?

উঃ ২০২১-২০৪১

২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?

উঃ বাংলাদেশ

ইতর বিশেষ অর্থ কী?

উঃ পার্থক্য বা প্রভেদ

মরণ রে তুহু মম শ্যাম সমান। পঙক্তিটির রচয়িতা কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম...

উঃ মোহাম্মদ নজিবর রহমান

নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

উঃ তার দু'চোখ অস্রুতে ভেসে গেল।

নিচের কোনটি যৌগিক বাক্য?

উঃ ছেলেটি চঞ্চল তবে মেধাবী।

ধ্বনি পরিবর্তনেরনিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়ে দৃষ্টান্ত?

উঃ পিচাশ

অর্ধচন্দ্র বাগধারার অর্থ কি?

উঃ গলা ধাক্কা দেয়া।

হরতাল কোন ভাষা থেকে এসেছে?

উঃ গুজরাটি

জিগীষা'র সম্প্রসারিত রুপ কোনটি?

উঃ জয় করিবার ইচ্ছা

কোনটি তৎসম শব্দ?

উঃ ধূলি

কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
উঃ কহ্

ইসলাম ও সুফি বাদের প্রভাবে ভারত বর্ষে ঘটেছিল ....
উঃ চিন্তাবিপ্লব

29/12/2022

10th-44th BCS Questions solution করে আপলোড করা
শুরু করেছি। চশা করি আপনাদের উপকারে আসবে।ইতোমধ্যে একটি পর্ব আপলোড করেছি। বাকি পর্ব গুলো পেতে লাইক দিয়ে পাশে থাকুন

29/12/2022

44 BCS Questions Solution

কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়?

উঃতিউনিশিয়া

কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?

উঃ২০১৪ সালে

কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশি রাষ্ট্র নয়?

উঃবলিভিয়া

বিগত কপ ২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?

উঃগ্লাসগো

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে?

উঃ ২০২৬ সালে

কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

উঃ ইউক্রেন

গনতন্ত্রের ধারণা প্রথম উৎসারিত হয় কোন দেশে?

উঃপ্রাচীন গ্রিস

নিচের কোন দেশ ডি-৮ এর সদস্য নয়?
উঃ জর্ডান

তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?

উঃ পাকিস্তান ও ভারত

প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?

উঃ সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে?

উঃ জর্ডান ও মিশর

কখন এবং কোথায় international Union for conversation of nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৪৮ সালে, ফ্রান্স

নেকড়ে যোদ্ধা কুটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত?

উঃ চীন।

নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?

উঃ হংকং

মহান মুক্তিযুদ্ধ চলাকালে Concert for Bangladesh কোথায় অুষ্ঠিত হয়েছে?

উঃ নিউইয়র্কে

07/12/2022

Who ও Whom এর পর কোন Noun বসে না.
অতএব এরা Adjective না.

26/11/2022

Sentence এ দুটি Object ব্যবহার হলে এবং প্রথমটি বস্তুবাচক এবং ২য় টি ব্যক্তিবাচক হলে ২য় object এর পূর্বে for/to বসে।

He gave a shirt to me.

He gave me a shirt.

25/11/2022

কেমন আছেন সবাই?

25/11/2022

চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360°

24/11/2022

ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°

23/11/2022

A number of এরপর Noun ও Verb উভয়ই Plural হবে।

Ex.A number of persons were killed in the accident.

এক নজরে Degree rules
20/11/2022

এক নজরে Degree rules

Address


Telephone

1856694295

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share