প্রিয় কবিতা

  • Home
  • প্রিয় কবিতা

প্রিয় কবিতা ''আমি আজও চাই কষ্ট পেয়ে,কেউ কেউ নষ্ট হয়ে যাক, আমি আজও চাই কবিতা পড়ে কেউ কেউ বিপথে হাটুক।"

20/09/2024

আমাকে খোঁজো না তুমি বহুদিন-
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো; এক নক্ষত্রের নিচে তবু- একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,


#জীবনানন্দ_দাশ

20/08/2024

শুনেছি আমাকে ছেড়ে যাওয়ার পর তুমি খুবই কষ্টে আছো।
আমি কিন্তু কষ্টে নেই; শুধু
তোমার মুখের ছায়া
কেঁপে উঠলে বুক জুড়ে
রাতটা জেগে কাটাই,
বেশ লাগে,
সম্ভবত বিশটির মত সিগারেট বেশী খাই।

-হূমায়ুন আজাদ

20/08/2024

এই যে জীবন উজাড় করে বর্ষার মেঘের মতো
তোমাকে ভিজিয়ে দিচ্ছি
তুমি কখনোই তার কিছু অনুভব করলে না!

-মহাদেব সাহা

03/07/2024

“আষাঢ়ের এই বৃষ্টি শেষের খোলা উদাসিন আকাশ দেখে
আজ প্রথম তোমার না-থাকাকে ভালোবেসে মাতাল হয়েছি,
আজ প্রথম তুমি না-থাকাকে ভালোবেসেছি।”

___রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ...

24/06/2024

কোথাও কাউকে ছাড়া আটকে থাকেনা কোন কিছু কেবল তোমাকে ছাড়া বরফের স্তূপে, সম্পূর্ণ আটকে যায় আমার জাহাজ
--মহাদেব সাহা

21/06/2024

" তোমাকে যখন দেখি, তার
চেয়ে বেশি দেখি
যখন দেখি না।
চড়ুই পাখিরা জানে
আমি কার প্রতিক্ষায় বসে আছি-
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
দেখা দাও, দেখা দাও,
পরমুহূর্তেই ফের চোখ মুছি।
হেসে বলি,
তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!"

Sunil Gangopadhyay

01/06/2024

"তরমুজের বাইরেটা সবুজ
ভিতরটা লাল।
আচ্ছা বলতো, কেন মনে পড়ল কথাটা?
পারলে না?
তোমার সবুজ শাড়িটার
দিকে তাকিয়ে।

____ পূর্ণেন্দু পত্রী

20/05/2024

তুমি যখন শাড়ির আড়াল থেকে
শরীরের জ্যোৎস্নাকে একটু একটু করে খুলছিলে,
পর্দা সরে গিয়ে অকস্মাৎ এক আলোকিত মঞ্চ,
সবুজ বিছানায় সাদা বাগান,
তুমি হাত রেখেছিলে আমার উৎক্ষিপ্ত শাখায়
আমি তোমার উদ্বেলিত পল্লবে,
ঠিক তখনই একটা ধুমসো সাদা বেড়াল
মুখ বাড়িয়েছিল খোলা জানালায়।

অন্ধকারে ও আমাদের ভেবেছিল
রুই মৃগেলের হাড় কাঁটা।
পৃথিবীর নরনারীরা যখন নাইতে নামে আকাঙ্খার নদীতে
তখন রুই মৃগেলের চেয়ে আরো কত উজ্জ্বল
দীর্ঘশ্বাস সহ সেই দৃশ্য দেখে বেড়ালটা ফিরে চলে গেলো
হাড়কাঁটার খোঁজে অন্য কোথা অন্য কোনখানে।
দ্বিতীয় সাক্ষী ছিল তোমার হত্যাকারী চোখ
আর তৃতীয় সাক্ষী আমার রক্তের সঙ্গে ওতপ্রোত শুয়ে আছে।
নিষিদ্ধ ভালোবাসার তিন সাক্ষী
– পুর্ণেন্দু পত্রী

23/04/2024

মৃত মাংস
- জীবনানন্দ দাশ

ডানা ভেঙে ঘুরে-ঘুরে প’ড়ে গেলো ঘাসের উপর;
কে তার ভেঙেছে ডানা জানে না সে ;- আকাশের ঘরে
কোনোদিন-কোনোদিন আর তার হবে না প্রবেশ ?
জানে না সে; কোনো-এক অন্ধকার হিম নিরুদ্দেশ
ঘনায়ে এসেছে তার ? জানে না সে, আহা,
সে যে আর পাখি নয়- রঙ নয়- তাহা
জানে না সে; ঈর্ষা নয়- হিংসা নয়- বেদনা নিয়েছে তারে কেড়ে!
সাধ নয়- স্বপ্ন নয়- একবার দুই ডানা ঝেড়ে
বেদনারে মুছে ফেলে দিতে চায় ; - রুপালি বৃষ্টির গান, রৌদ্রের অাস্বাদ
মুছে যায় শুধু তার,- মুছে যায় বেদনারে মুছিবার সাধ

18/03/2024

"আমার হবে না আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ!
সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি
আমার কলম খুলে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল।"

#আবুল_হাসান

18/02/2024

“ পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
আমিও দিই না জানতে,
কবির প্রেম তো এরকমই হয় -
পান্তা ফুরায় নুন আনতে ।
হে চির-অধরা আমার,
তুমি তো সেকথা জানতে । ”

________নির্মলেন্দু গুণ

09/01/2024

তোমার চোখ এতো লাল কেন
- নির্মলেন্দু গুণ

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না।
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা,
পাটশাক ভাজার সঙ্গে আরোও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুকঃ "তোমার চোখ এতো লাল কেন?"

09/01/2024

আহা.. ভালোবেসে না-কেঁদে
কে পারে।
তবুও সিঁড়ির পথে
তুলে দিয়ে অন্ধকারে যখন গেলাম চলে চুপে
তুমিও দেখনি ফিরে-তুমিও ডাকনি আর-আমিও খুঁজি নি অন্ধকারে

_________ জীবনানন্দ দাশ

07/12/2023

তোমাকে খুব হারাই
____আনিসুল হক

আমি যখন চাঁদের নিচে দাঁড়াই,
মুগ্ধ, কাঁপি, তোমাকে খুব হারাই।

একদিন তো হারাব ঠিকই জানি,
তাই তো আমি কাছে আসার ছলে
অনেক দূরে, অনেক দূরে থাকি।
বুক পকেটে যদিও তোমায় রাখি।

তিনটা চিত্রকল্প এবং উপমায়
তোমার তিলের যোগ্য ছন্দ খুঁজি
রবীন্দ্রনাথ কেবল তখন পুঁজি
যখন আমি মিস করি খুব তোমায়।

তোমার তিলের তুল্য কি ওই চাঁদ?
আমি যখন ছাদে এসে দাঁড়াই
তোমায় আমি সবচে বেশি হারাই।
চাঁদের মুখে তোমার তিলের ছাঁদ।

একদা এক তিলোত্তমাকে
কাঁদিয়েছিলেম।
ভীষণ ছিল ভুল।
আমার হাতে এখন জোছনাকে
ধরতে গিয়ে বাধাই হুলস্থুল।

অনেক বড় চাঁদ ধরেছে গাছে।
তোমার তিলটা এখনও কি আছে?

30/11/2023

এই প্রতারনা, ভাওতাবাজী, এই অবিচার সহ্য হয় না ।
এই বিলাস বিবর্ন নগর, এই চর্বি সহ্য হয় না ।
এই মূর্খ উচ্ছাস, এই ধূর্ত চাতুরি সহ্য হয় না-
একটি যুদ্ধের অপেক্ষায় বসে আছি।


#রুদ্র

14/11/2023

যে-নদী হারায়ে যায় অন্ধকারে-রাতে-নিরুদ্দেশে,
তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়!

জীবনানন্দ দাশ

12/07/2023

যখন তোমার রিকশা উড়ে আসে
সামনের দিক থেকে প্রজাপতির মতো
তখন পেছন দিক থেকে দানবের মতো ছুটে আসে
একটা লকলকে জিভের ট্রাক
প্রজাপতি আর দানবের মধ্যে আমি পিষ্ঠ চিরকাল।

হুমায়ুন আজাদ

18/06/2023

“আষাঢ়ের এই বৃষ্টি শেষের খোলা উদাসিন আকাশ দেখে
আজ প্রথম তোমার না-থাকাকে ভালোবেসে মাতাল হয়েছি,
আজ প্রথম তুমি না-থাকাকে ভালোবেসেছি।”

___ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

07/03/2023

শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷

(স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
-নির্মলেন্দু গুণ)

14/02/2023

ফুল ফুটুক না ফুটুক
– সুভাষ মুখোপাধ্যায়

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।

ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
তারপর খুলে –
মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
তারপর তুলে –
যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
যেন না ফেরে।

গায়ে হলুদ দেওয়া বিকেলে
একটা দুটো পয়সা পেলে
যে হরবোলা ছেলেটা
কোকিল ডাকতে ডাকতে যেত–তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

লাল কালিতে ছাপা হলদে চিঠির মত আকাশটাকে মাথায় নিয়ে
এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে
রেলিঙে বুক চেপে ধ’রে
এই সব সাত-পাঁচ ভাবছিল –

ঠিক সেই সময় চোখের
মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল;
আ মরণ ! পোড়ারমুখ
লক্ষ্মীছাড়া প্রজাপতি !

তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ।
অন্ধকারে মুখ চাপা দিয়ে
দড়িপাকানো সেই গাছ
তখন ও হাসছে।

14/02/2023

বসন্তের শুভেচ্ছা ❤❤❤

আমাকে পাবে না খুঁজে, কেঁদে-কেটে, মামুলী ফাল্‌গুনে।

#হেলাল_হাফিজ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share