01/05/2024
বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে ।
বল্টুঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ ঠাণ্ডা অফকোর্স !
বল্টুঃ বাবা পেপ্সি নাকি কোক ?
বাবাঃ পেপ্সি
বল্টুঃ বাবা বোতলের নাকি টিনের ?
বাবাঃ বোতলের ,
বল্টুঃ বড় বোতল নাকি ছোট বোতল ?
বাবাঃ ছোট বোতল ,
বল্টুঃ আচ্ছা বাবা নরমাল নাকি ডায়েট ?
বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা ,
বল্টুঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ অফকোর্স ঠাণ্ডা ,
বল্টুঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার জন্য ?
বাবাঃ মাইর খাবি এখন !!
বল্টুঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ?
বাবাঃ বেশি কথা বলস, যা ভাগ সামনে থেকে ,
বল্টুঃ বাবা দৌড় দিয়ে ভাগব না হেটে হেটে ?
বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস !
বল্টুঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ?
বাবাঃ আমি এখন তোরে জবাই করবো ,যা বলসি !!
বল্টুঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ?
বাবাঃ বটি দিয়ে !!
বল্টুঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ?
বাবাঃ হারামি তুই যাবি ??
বল্টুঃ বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব ?
বাবাঃ তোর উপর থাডা পরুক !
বল্টুঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ?
বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে !.
বল্টুঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব নাকি ডক্টর ডাকব ??
বাবাঃ পানি দে আমাকে
বল্টুঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ নরমাল
বল্টুঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??
😆 বল্টুর বাপ বে/হু/স
নিয়মিত মাজার মজার গল্প পেতে আইডি ফলে দিয়ে রাখুন ---