মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ অডিটোরিয়ামে গোয়ালা ঘোষ সম্প্রদায় পরিচালিত ছানা ও দুগ্ধ ব্যবসায়ী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়
কালিয়াগঞ্জের খেলা ধূলার পরিবেশকে ফিরিয়ে আনতে এবং ভারতের অর্থনৈতিক ইতিহাসের নবযুগের স্রষ্টা তথা প্রক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংয়ের প্রয়ানে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিতে এক দিনব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেস।রবিবার শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে খেলার আয়োজন ক রা হয়।একদিনের টুর্নামেন্টে ৪ টি দল অংশ গ্রহণ করে।এদিন প্রথমে প্রক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহের প্রতিকৃতি সহ প্রয়াত কংগ্রেস নেতৃত্বদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।উপস্থিত ছিলেন শহর ও ব্লক কংগ্রেস সভাপতি তুলসি জয়সোয়াল ও সুজিত দত্ত,কালিয়াগঞ্জ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি গিরিধারী প্রামানিক ও রাজ্য যুব কংগ্রেসের যুগ্ম সম্পাদক সৌম্য দত্ত,মহিলা শহর সভানেত্রী মঞ্জুরি দত্ত দাম সহ কংগ্রেস কর্মীরা।এদিন
বছরের প্রথম রবিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের বিভিন্ন পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় উপচে পড়লো
৬৯ কিলো ওজনের কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটি
উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতে সরকারি বাস পরিষেবা বাড়তি দাবি তুলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভন্ন ব্লকের পাশাপাশি গঙ্গারামপুরের বাসিন্দা ও যাত্রীরা
আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব বালুরঘাটে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের বিল্ডিং উদ্বোধন করলেন
প্রকাশ্য দিন দুপুরে স্বনির্ভর দলের মহিলার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার আরেক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ
অপরাজিতা বিল অবিলম্বে চালু করতে হবে।এই দাবিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের করা হয়
চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা এক বেসরকারি নার্সিং হোমে
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর
ফোন করে ডেকে নিয়ে এক যুবককে ধরালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আরো তিন যুবকের বিরুদ্ধে।
বেতন না পেয়ে এবার অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি শুরু করলেন বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। ঠিকাদার সংস্থার অধীনে কাজ করা কর্মীরা শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেন। তাদের অভিযোগ গত কয়েক মাস ধরে তাদের বেতন হচ্ছে না।
পাশাপাশি, ঐ ঠিকাদার সংস্থার অধীনে থাকা সিকিউরিটি কর্মীরাও, বেতন না পেলে, আগামী সোমবার থেকে কর্মবিরতিতে নামবেন বলে জানান। এদিকে, আজ থেকেই সাফাই কর্মীরা (হাউজ কিপিং) কাজ বন্ধ করায়, হাসপাতালের পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে এই অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তিনি জানান, জেলা হাসপাতাল থেকে ঠিকাদার সংস্থার পাঠানো বিল সময় মতো ট্রেজারিতে পাশ না হওয়ায়, সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে জানানো হবে।