চীন থেকে এসেছে ২ হাজার নতুন কিট
অল্প সময়ের মধ্যে আসছে আরও ১ লাখ
***********************************
আজকের সূর্যোদয় অনলাইন।। করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার লক্ষ্যে চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ২ হাজার নতুন কিট। আর অল্প সময়ের মধ্যে নতুন ১ লাখ কিট দেশে এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শিগগিরই ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে এই পরীক্ষা সম্প্রারণ করা হবে। ঢাকার বাইরে কেবলমাত্র বরিশাল বিভাগ ছাড়া প্রতিটি বিভাগে এ পরীক্ষা করার সুবিধা রয়েছে।
এছাড়া ১৬টি অতিরিক্ত পিসিআর মেশিন সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর ডিপো (সিএমএসডি)-কে। তারমধ্যে সাতটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। ব্যাকআপ সাপোর্ট নেওয়ার জন্য সব জায়গায় অতিরিক্ত পিসিআর মেশিন রাখা হবে।
জি এম কাদেরের মাথায় হাত বুলিয়ে
আশীর্বাদ করলেন তার ভাবি রওশন এরশাদ
***************************************
আজকের সূর্যোদয় অনলাইন।। জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) মাথায় হাত বুলিয়ে আর্শীবাদ করেছেন তার ভাবি ও দলের সিনিয়র-কো চেয়ারম্যান রওশন এরশাদ। জিএম কাদের আজ শনিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসবভনে যাওয়ার পর এই প্রীতিকর ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টা জি এম কাদের ও রওশন এরশাদ একান্তে বৈঠক করেন। একসঙ্গে তারা দুপুরের খাবারও খেয়েছেন। বৈঠকে হুসেইন মুহম্মদ এরশাদের জ্যেষ্ঠপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদসহ জাতীয় পার্টির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত জাপার একজন নেতা জানান, জি এম কাদের তার সদ্য প্রয়াত ভাই এরশাদের (পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান পদের বিষয়ে) সিদ্ধান্ত পুনরায় রওশন এরশাদকে অবহিত করেন এব
'পূর্বজন্মে' এই শিশু ছিল প্রিন্সেস ডায়ানা!
************************************
আজকের সূর্যোদয় অনলাইন।। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে দুর্ঘটনায় মৃত্যু হয় প্রিন্সেস ডায়ানার। কিন্তু আপনি জেনে অবাক হবেন, চার বছর বয়সী অস্ট্রেলিয়ার এক শিশু গত দু' বছর ধরে নিজেকে প্রিন্সেস ডায়ানা বলে দাবি করছে।
তার দাবি, 'পূর্বজন্মে' সে-ই ছিল প্রিন্সেস ডায়না। আর সে যেভাবে বলছে তা শুনে তাকে জাতিস্মর মনে না করার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না অনেকে।
এই শিশুর নাম বিলি। তারা বাবা অস্ট্রেলিয়ার টিভি সঞ্চালক ডেভিড ক্যাম্পবেল। ক্যাম্পবেলের দাবি, তাঁর ছেলে বিলি মাত্র দুই বছর বয়স থেকে নিজেকে প্রয়াত রাজকুমারি ডায়ানা বলে দাবি করতে শুরু করে। ডায়ানার জীবনের এমন কিছু ঘটনা ও জিনিস সম্পর্কে সে খুঁটিনাটি বিবরণ দিতে থাকে, যা ওই বয়সী শিশুর পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু ছোট থেকে ডায়ানা সম্পর্কে কোনও তথ্যই সে জানতো না।
স
নিউজিল্যান্ডে মসজিদে হামলায়
নিহতের সংখ্যা বেড়ে ৪০, নিরাপদ ক্রিকেটারেরা
********************************
আজকের সূর্যোদয় অনলাইন।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি কেন্দ্রীয় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। সংখ্যা আরও বাড়তে পারে। জুমার নামাজে বাংলাদেশের ক্রিকেটারেরা ঢুকবার আগেই এই হামলা হয়। দুই মিনিট পরে হলেই সবাই মারা পড়তো। আজ (শুক্রবার) পবিত্র জুমার নামাজ আদায় করতে গিয়ে এ ঘটনার সম্মুখীন হতে হয়েছে তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামদের।
এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে এই হামলার পেছনে আরও অপরাধীরা জড়িত থাকতে পারে। সরকার দেশের সজ মসজিদ বন্ধ করে দিয়েছে।
ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর এবং লিনউড এভের লিনউড মসজিদে গোলাগুলির ঘটনায় ৪০ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বেশ কয়েকটি সূত্র।
কমপক্ষে দ
লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের
সমর্থন পেলেন স্বতন্ত্র প্রার্থী পাপুল
**********************
আজকের সূর্যোদয় অনলাইন।। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মহাজোট প্রার্থী মোহাম্মদ নোমান নির্বাচন থেকে সরে যাওয়ায় মহাজোটের সমর্থন পেলেন স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুল। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কো-চেয়ারম্যান এইচ টি ইমামের পক্ষে ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত লিখিত চিঠিতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে ভোট করার জন্য নির্দেশ দেওয়া হয়।
সেই লক্ষে ২২ ডিসেম্বর দুপুরে পৌর শহরে কেন্দ্রীয়, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জরুরি সভায় মিলিত হয়। সভায় কেন্দ্রের নিদের্শনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুলকে সমর্থনসহ আপেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। আও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ
*****************************
আজকের সূর্যোদয় অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে ২১ হাজার ১১১ জন গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই সংখ্যা সর্বাধিক।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবন সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ৫১তম সমাবর্তনে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণ পদক,
পেরুকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স
********************************
আজকের সূর্যোদয় অনলাইন।। রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স পেরুর বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই গোলের দেখা পায়। পরে আর কোনো গোল না হওয়ায় অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্সের খেলোয়াড়রা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অত্যন্ত কষ্টে জয় পেয়েছে দলটি। প্রথম পর্বের প্রতিটি দলের প্রথম ম্যাচে ফেবারিটদের মধ্যে ফ্রান্সই কেবল জয় পেয়েছিল।
পেরুর বিপক্ষে আজকের ম্যাচে জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স। এর আগে দু'টি দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। সেই হিসেবে শেষ ষোল নিশ্চিত হলো ফ্রান্সের।
অন্যদিকে ম্যাচে হেরে বিদায় নিয়েছে পেরু। যদিও নিজেদের রক্ষণকে জমাট রেখে পাল্টা আক্রমণে ফ্রান্সের মত শক্তিশালী দলের রক্ষণের ভিত কাঁপিয়ে দিয়েছিল তারা।
কিন্তু গোল আদায় করতে
কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাবি শিক্ষকের সঙ্গে তারেক রহমানের কথোপকথন (অডিও)
***********************************
আজকের সূর্যোদয় অনলাইন।। দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের সমর্থন দিতে বলেছেন মঙ্গলবার (১১ এপ্রিল)। এদিন টেলিফোনে বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে। তারেক রহমানের সঙ্গে কথোপকথনের বিষয়টি বাংলা ট্রিবিউনের কাছে স্বীকার করেছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে।’
আর এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে
কোটা সংস্কার নিয়ে কাজ করবে
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বিশেষ কমিটি
*************************************
আজকের সূর্যোদয় অনলাইন।। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল, তবে যদি কোটার প্রয়োজন হয়- সে ক্ষেত্রে সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই, যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব।’
শেখ হাসিনা বলেন, ‘কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারও সংস্কারের কথা বলবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনো কোটা পদ্ধতিরই দরকার নেই। কোটা ব্
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন
শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ দিলেন
******************************************
আজকের সূর্যোদয় অনলাইন।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ৯টা ২৫ মিনিটে ফোন দিয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন জাতিসংঘ মহাসচিব।
তিনি জানান, শুক্রবার রাতে দেয়া টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কে কোন দফতর পাচ্ছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
******************************************
আজকের সূর্যোদয় টুয়েন্টফোর ডটকম।। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান।
জানা গেছে, শপথ নেওয়া চার মন্ত্রী, প্রতিমন্ত্রীর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা খুলনার নারায়ণ চন্দ্র চন্দ ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। এ ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামালকে। আর স্বরাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে। তা ছাড়াও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইসিটি বিশেষজ্ঞ নেত্রকোনার মোস্তাফা জব্বার।
আনন্দঘন পরিবেশে ঈদ করতে পারবেন মুক্তিযোদ্ধারা
**********************************************
আজকের সূর্যোদয় টুয়েন্টিফোর ডটকম।। অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবারের ঈদ উদযাপন করতে পারবেন মুক্তিযোদ্ধারা। ঈদকে সামনে রেখে সরকারি ভাতা ও বোনাস মিলিয়ে মুক্তিযোদ্ধারা একটি ভাল অঙ্কের টাকা পেয়েছেন।
এবারের ঈদে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ও ঈদ বোনাস বাবদ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৬৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা বরাদ্দ দিয়েছে।
এই টাকা থেকে তালিকাভুক্ত ১ লাখ ৮৪ হাজার ১৩৭ জন মুক্তিযোদ্ধার প্রত্যেকে এক সঙ্গে সাড়ে ৫২ হাজার টাকা করে পেয়েছেন।
এর মধ্যে রয়েছে ১০ হাজার টাকা করে তিন মাসের সম্মানি ভাতা ৩০ হাজার টাকা, গত রোজার ঈদ এবং এবারের কোরবানির ঈদের বোনাস বাবদ ২০ হাজার টাকা এবং গত বছর একটি ঈদের বোনাসের বকেয়া অংশ আড়াই হাজার টাকা।
গত ১০ আগস্ট মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা এ