Ajker Surjodoy

  • Home
  • Ajker Surjodoy

Ajker Surjodoy AJKER SURJADOY24 Edited by KHONDAKER MOZAMMEL HUQ enriched with important & interesting News along within-depth study & objective analysis.

A huge number of Bangla-English language online papers and news portal appear day night in Internet.Why then one more News Portal? We are committed to serve the readers & viewers with a great difference. There has been a long-felt absence for a quality online 24 hour news portal in Bangla & English language viewing our Sociology-Economic-Political issues from a clear & neutral National perspective

and with a sense of direction and commitment. Our Website is complete & it is running 24 hours with News, Views, Stories etc. KHONDAKER MOZAMMEL HUQ
Chief Editor & Administrator,
Government Accredited Media Resource Person,
Press Information Department,
Ministry of Information.
....................................................................................


আজকের সূর্যোদয় এদেশের গনতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্বরনীয় নাম। গনতন্ত্রকে এগিয়ে নেয়ার জন্য এই কাগজ অব্যাহত সংগ্রামি ভুমিকা পালন করেছে।
আজকের সূর্যোদয়-এর জন্ম ১৯৯১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর
দেশ যখন গনতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখনি অনন্য মেধার অধিকারি এক ঝাঁক কলম সৈনিকের সম্মিলিত প্রয়াস হিসেবে জন্ম নেয় আজকের সূর্যোদয়। সাংবাদিকতার জগতে অতি জনপ্রিয় প্রবীণ সাংবাদিক-কলামিস্ট গেদুচাচা নামে খ্যাত খোন্দকার খোন্দকার মোজাম্মেল হক-এর ঝাঁঝালো কলমের সম্পাদনায় এই প্রকাশনা আজতক অব্যাহত আছে দেশের সর্বাধিক প্রচারিত সংবাদ সাপ্তাহিক হিসেবে। তিনি এর প্রধান সম্পাদক, প্রকাশক, মুদ্রাকর এবং চেয়ারম্যান।
সেপ্টেম্বর,২০১৩ থেকে অনলাইন পোর্টাল হিসেবে যাত্রা শুরু করেছে আজকের সূর্যোদয়-২৪। ওয়েব-আজকেরসূর্যোদয়২৪ডটকম। আমরা আশাবাদী ২৪ ঘণ্টার অনলাইন ডেইলি হিসেবেও আজকের সূর্যোদয় শতভাগ সফল হবে। আমরা এগিয়ে যাবই এই প্রত্যয় আমাদের প্রধান অবলম্বন। জন্মলগ্ন থেকেই আমাদের ডাক- “খবর ভাল হোক বা মন্দ হোক আমরা সত্য কথা লিখবো। কারও রক্তচক্ষু বা কোনো চাপের কাছে আমরা কোনদিন মাথা নত করিনি, কখনো করবনা। অনলাইন পোর্টাল হিসেবে যাত্রার সময় আমরা বলতে চাই- সাংবাদিক কারও বন্ধু হয়না। আইনের চোখে যেমনি সবাই সমান, ঠিক তেমনি সাংবাদিকের কলমের সামনেও সবাই সমান। আমরা কলমের সাথে কখনও বেঈমানি করিনি, কখনো করবনা, এটাই আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার । এই অনলাইন পোর্টাল নির্মাণের শতভাগ
কৃতিত্ব ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইসফটকুয়েরি ডট কম-এর এমডি এবং সিইও খোন্দকার রিফাত মোজাম্মেল হক-এর। তার সাথে সহযোগিতায় ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক খোন্দকার রাহাত মোজাম্মেল হক। আজকের দিনে আমরা তাদেরকেও জানাই ধন্যবাদ। সহযোগিতা চাই দেশবাসীর। দেশে-বিদেশে সর্বাধিক প্রচারিত আমাদের সাপ্তাহিক-এর মত এই নিউজ পোর্টাল মিডিয়া জগতে বিপ্লবের সূচনা করুক সেটাই কামনা করি।

-খোন্দকার মোজাম্মেল হক
প্রধান সম্পাদক, প্রকাশক, মুদ্রাকর এবং চেয়ারম্যান |
রেজিস্টা্রড কার্যালয় ২৬, চামেলিবাগ বীর উত্তম শামসুল আলম সড়ক, ঢাকা -১২১৭,
ফোন -০১৭১৫১১২০৩২
ওয়েব- http://www.ajkersurjodoy24.com/

সবাই সৎ হতে পারেনা, কারন সৎ মানুষের শত্রু বেশি। অভাব হোক আর স্বভাব হোক, কোনভাবেই অসৎ কাজ করা যাবেনা বা কাউকে করতে দেখলে ...
27/09/2024

সবাই সৎ হতে পারেনা, কারন সৎ মানুষের শত্রু বেশি।
অভাব হোক আর স্বভাব হোক, কোনভাবেই অসৎ কাজ করা যাবেনা বা কাউকে করতে দেখলে বাধা দিতে হবে।
দেশ সংস্কার করার আগে নিজেকে সংস্কার করুন।

২০২০ সালের আজকের এই দিনে আমরা হারিয়েছি আমাদের আজকের সূর্যোদয় পরিবারের একমাত্র অভিভাবক আমাদের সম্মানিত চেয়ারম্যান "খোন্দক...
29/06/2021

২০২০ সালের আজকের এই দিনে আমরা হারিয়েছি আমাদের আজকের সূর্যোদয় পরিবারের একমাত্র অভিভাবক আমাদের সম্মানিত চেয়ারম্যান "খোন্দকার মোজাম্মেল হক" স্যারকে। আজকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
-
তিনি ছিলেন ফেনির একজন কৃতি সন্তান। ছিলেন "গেদুচাচার খোলা চিঠি" এবং "সুসংবাদ ও দুঃসংবাদ" কলামের লেখক। এছাড়াও ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য , জাতীয় প্রেস ক্লাবের আজিবন সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা।
-
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ বিভিন্ন নেতা কর্মীরা শোক জানিয়েছিলেন।
-
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৫ শে জুন জুম্মার দিনে গরিব দুঃখী সহ সকল আত্মীয়-স্বজন দের নিয়ে তাঁর নিজ বাসস্থানে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনার কথা মাথায় রেখে অনেক শুভাকাঙ্ক্ষী দের জানানো সম্ভব হয়নি।
-
আমরা খোন্দকার মোজাম্মেল হক স্যার এর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে উঠার জন্য সমবেদনা জানাচ্ছি।
-
আজকের সূর্যোদয় পরিবার

স্বপ্নের পদ্মা সেতু - জানার আছে অনেক কিছু----কোন দেশের যোগাযোগ ব্যবস্থার উপর সেই দেশের জাতীয় উন্নতির অনেকটাই নির্ভর করে।...
10/12/2020

স্বপ্নের পদ্মা সেতু - জানার আছে অনেক কিছু
----
কোন দেশের যোগাযোগ ব্যবস্থার উপর সেই দেশের জাতীয় উন্নতির অনেকটাই নির্ভর করে। নদীমাতৃক আমাদের এই দেশে নদীর সুবিধা-অসুবিধা দুটোই রয়েছে। তবে বৃহত্তম নদী দ্বারা বিভক্ত দেশের রাজধানী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে কার্যকরী যোগাযোগ এতদিন ছিল অসম্পূর্ণ। সময়ের পরিক্রমায় নদীর উপযোগীতায় এসেছে ভিন্নতা। নদীর যথেচ্ছা ব্যবহার, রাজনৈতিক র্দুবৃত্তায়ন, প্রশাসনিক অস্বচ্ছতায়- কখনও কখনও নদী মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার প্রযুক্তির পরিবর্তনে মানুষ নদী থেকে অধিকতর সুবিধা আদায়ের কৌশল বের করেছে । এরই অংশ হিসেবে দ্রুত যোগাযোগের সুবিধা বাড়াতে, পণ্য পরিবহণ দ্রুত করতে, নাব্যতা হারানো নদীকে ব্যবহার উপযোগী করে তুলতে সেতুর সাহায্য নিয়েছে মানুষ। দীর্ঘতম নদী পদ্মা রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনপদকে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে এই সেতু র্নিমানের কথা শোনা গেলেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে সকল বাধা অতিক্রম করে ২০১৪ সালের ৭ ডিসেম্বর শুরু হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় এবং স্বপ্নের প্রকল্প।
----

🔷 একনজরে পদ্মা সেতু

দ্বিতল বিশিষ্ট সেতুটি তৈরির মূল উপাদান হল কংক্রিট আর স্টিল। ২৮ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা বহুমুখীসেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানি হল চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ সহ সেতুটির নিচতলায় হবে রেললাইন। সেতুটির মাধ্যমে মুন্সিগঞ্জ যুক্ত হবে শরীয়তপর ও মাদারীপুর জেলার সঙ্গে। এতে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সড়কপথে সংযাগ ঘটবে। ৬.১৫০ কিলোমিটার (২০,১৮০ ফুট), দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট) প্রস্থের এই সেতুতে ১৫০ মিটার দৈর্ঘ্যর ৪১ টি স্প্যান থাকবে। পদ্মা-ব্রহ্মপ্রত্র-মেঘনা নদীর অববাহিকায় নির্মিত সেতুটির জন্য অধিগ্রহনকৃত মোট জমির পরিমান ৯১৮ হেক্টর। ৭২ ফুট প্রস্থ সেতুতে থাকবে ৪ লেনের সড়ক।
----

🔷 পদ্মা সেতুর ঋণ জটিলতা ও সমাধান

২০০৭ সালের ২৮ আগষ্ট ১০ হাজার ১৬১ কোটি টাকায় বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পটি পাশ করে তৎকালীন তত্তাবধায়ক সরকার। পরবর্তীতে রেলপথ সংযুক্ত করে ২০১১ সালের ১১ জানুয়ারি প্রথম সেতুটির ব্যয় প্রথম দফায় সংশোধন করে আওয়ামী লীগ সরকার। ২০ হাজার ৫০৭ কোটি টাকা পর্যন্ত ব্যয় বৃদ্ধি করা হয় প্রথম দফায়। দ্বিতীয় দফায় আবারও সেতুর ব্যয় বৃদ্ধি করা হয়, যা বর্তমানে প্রায় ২৮ হাজার ৮০০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।
-
পদ্মা সেতুর মূল অর্থায়নের জন্য বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) অর্থ সংস্থানের জন্য একমত হয়। আইডিবি একটি পৃথক অংশ বেছে নিয়েছিল শরীয়াহ পদ্ধতি অনুসরণের জন্য। অপরদিকে, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা বেছে নিয়েছিল পুল পদ্ধতি। এতে করে প্রকল্পের সব অংশে সবার অর্থ ব্যয় করার সুযোগ তৈরি হয়।
-
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) ২০১০ সালের এপ্রিলে প্রকল্পের জন্য প্রাক যোগ্যতা দরপত্র আহবান করে। সকল প্রক্রিয়া শেষে কানাডিয়ান কোম্পানি এসএনসি লাভালিনকে কাজ দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে প্রমান হাজির করে বিশ্বব্যাংক। ২০১২ সালের ৩০জুন, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, The World Bank has pulled out of a project to build Bangladesh's largest bridge, citing, corruption concerns. অর্থাৎ ‘দুর্নীতির অভিযোগে বাংলাদেশের বৃহত্তম প্রকল্প থেকে বিশ্বব্যাংক নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে’। বিশ্বব্যাংক ১২০ কোটি ডলারের প্রতিশ্রুত ঋণ বাতিল করায় সহযোগি হিসেবে থাকা জাইকা এবং এডিবি ও তাদের সহায়তা স্থগিত রাখে।
-
🔷 দুর্নীতি রোধে কিছু সংশোধিত প্রস্তাবনা যুক্ত করে সহায়তার প্রস্তাব দেয় বিশ্বব্যাংকঃ

🔳 প্রস্তাবনা ১) প্রকিউরমেন্টের সব দায়িত্ব পালন করবে বিশ্বব্যাংক।
🔳 প্রস্তাবনা ২) পদ্মা সেতু দুর্নীতির সঙ্গে জড়িত পাবলিক সার্ভেন্টদের প্রকল্প থেকে বিচ্যুত করতে হবে।
-
সরকার দুর্নীতির অভিযোগ শুরু থেকে নাকচ করতে থাকে। অভিযোগের সত্যতা স্পষ্ট থাকায় তৎকালীন সেতু মন্ত্রী পদত্যাগে বাধ্য হয়। তবে সরকার বিশ্বব্যাংকের প্রস্তাবনা মানতে অস্বীকৃতি জানায় এবং সম্পূর্ণভাবে দেশীয় আয় থেকেই এই পদ্মা সেতু নির্মানের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে।
----

🔷 পদ্মা সেতু নির্মানের প্রতিবন্ধকতা দূরীকরণ

দেশের স্বপ্নের এই প্রকল্প শুরু থেকেই বারবার হোঁচট খেয়েছে। বিশাল অর্থের সংস্থান, দেশের সবচেয়ে বড় নদীশাসন বৈজ্ঞানিকভাবে করা, নদীর তলদেশের নরম মাটিতে পাইলিং, পানি প্রবাহ এবং মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা, একই সঙ্গে রেল এবং সড়ক সেতু, দুই দফা প্রকল্পের খরচ বৃদ্ধি, সর্বশেষ দুর্নীতির অভিযোগে দাতাসংস্থাদের অর্থায়ন বন্ধসহ বিভিন্ন সংকটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প বিভিন্ন সময়ে হুমকির মুখে পড়েছে। তবে বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলের প্রায় ৩ কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবে, এমন স্বপ্নকে সামনে রেখে ৭ ডিসেম্বর ২০১৪ সালে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কাজ শুরু হয় পদ্মা সেতুর। তবে এমন সিদ্ধান্তের ফলে পরোক্ষভাবে জনগণের মাথার উপর চেপে বসে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্সের বোঝা। অর্থের যোগান পেতে প্রতিবছর পরোক্ষভাবে বাড়তে থাকে ভ্যাট-ট্যাক্সের পরিমান, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানী তেলের দাম।
----

🔷 পদ্মা সেতুর কাজের শুরু

প্রাথমিকভাবে ২০১১ সালে শুরু হয়ে ২০১৫ সালের মধ্যে সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়ার কথা থাকলেও, বিভিন্ন জটিলতা কাটিয়ে ৭ ডিসেম্বর ২০১৪ সালে সেতুটির নির্মান কাজ শুরু হয়। AECOM এর নকশায় করা সেতুটি ২০২১ সালে চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে। এই সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে।
----

🔷 অর্থনৈতিক উন্নয়ন পদ্মা সেতু

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মংলা বন্দরের সংগে ঢাকার পণ্য পরিবহণ এবং উৎপাদিত পণ্যের সঠিক বাজার তৈরিতে যুগান্তকারী পরিবর্তন সাধন করবে। নদীপথে বাণিজ্য করা বর্হিবিশ্বের সাথে সূচিত হবে নতুন দিগন্ত। প্রাথমিকভাবে দেশের জিডিপির প্রবৃদ্ধি ১.২ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেতুর দুই পাড়ের অঞ্চলের উৎপাদিত পণ্য নতুন বাজার পাবে, তাতে প্রতিযোগিতা বাড়বে বহুলাংশে। সর্বোপরি, উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা বৃদ্ধি, জমির মান বৃদ্ধি, মংলা বন্দরের সংগে বহুমুখী যোগাযোগ- সকল ক্ষেত্রে দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে।
----

🔷 পদ্মা সেতুর বর্তমান অবস্থা

স্বপ্ন সত্যি হলো। দিনের আলোয় চোখের সামনে ধরা দিল পদ্মা সেতু। বহুল কাঙ্ক্ষিত এই সেতুর সর্বশেষ স্টিলের কাঠামো (স্প্যান) বসল আজ বৃহস্পতিবার। ফলে, যুক্ত হয়ে গেল পদ্মার দুই পাড়। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ, পুরো বিশ্ব। সরকার আগামী বছরের ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে।
-
আজ দুপুর ১২টার দিকে সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। ৪১তম এই স্প্যান সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির (পিলার) ওপর বসানো হয়।
-
গতকাল বুধবার বিকেলেই স্প্যানটি খুঁটি থেকে প্রায় ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে এনে রাখা হয়। আজ সকাল ১০টার দিকে স্প্যানটি নিয়ে খুঁটির দিকে রওনা দেয় ভাসমান ক্রেন। এ সময় ঘটনাস্থলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
-
সর্বশেষ স্প্যানটির এক পাশে টাঙানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্য পাশে চীনের পতাকা।
-
স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন যখন খুঁটির দিকে রওনা দেয়, তখন উপস্থিত কর্মকর্তাসহ সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলাদেশের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে কর্মকর্তা ছবি তোলেন।
-
সকাল সাড়ে ১০টার দিকে স্প্যান নিয়ে ভাসমান ক্রেন খুঁটির কাছে পৌঁছে যায়। তারপর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়।
-
সবশেষ স্প্যান বসানোর কাজ দেখতে অনেক মানুষ নৌকা, ট্রলার, স্পিডবোট ভাড়া করে কাছাকাছি ভিড় জমায়। আরও কাছে আসতে চাইলে তাদের দূরত্ব বজায় রাখতে সরিয়ে দেওয়া হয়। সবশেষ স্প্যান বসানোর দৃশ্য দেখতে দেখতে দর্শনার্থীরা উল্লাস প্রকাশ করতে থাকে।
-
সর্বশেষ স্প্যানটি বসানোর মাধ্যমে আলোচিত পদ্মা সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজের সমাপ্তি হলো। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে সেতু দিয়ে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯ জেলার সঙ্গে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথ উন্মুক্ত হবে।
-
সূত্র এবং ছবিঃ জ্ঞানকি, প্রথম আলো, নিজস্ব প্রতিনিধি এবং ইন্টারনেট

Remembering the founder of Ajker Surjodoy Group, The One and only Khondaker Mozammel Huq.
28/11/2020

Remembering the founder of Ajker Surjodoy Group, The One and only Khondaker Mozammel Huq.

রইন্যার লাশ যদি না ফেলিআমার নাম ফয়সাল ইকবাল না’ ***************************‘আজকের সূর্যোদয় অনলাইন।। রইন্যার লাশ যদি না ...
23/06/2020

রইন্যার লাশ যদি না ফেলি
আমার নাম ফয়সাল ইকবাল না’
***************************
‘আজকের সূর্যোদয় অনলাইন।। রইন্যার লাশ যদি না ফেলি আমার নাম ফয়সাল ইকবাল না’
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/592144
Subscribe our Channel: http://bit.ly/2S8kg3y

ছাত্রদল ও ড্যাব নেতা ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওএসডি করা হয়েছে *********************************
22/06/2020

ছাত্রদল ও ড্যাব নেতা ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওএসডি করা হয়েছে
*********************************

দেশে করোনায় মৃত ৩৮, শনাক্ত ৩৪৮০, সুস্থ ১৬৭৮, মোট সুস্থ ৪৬ হাজার ৭শ' ৫৫***********************************আজকের সূর্যোদয় ...
22/06/2020

দেশে করোনায় মৃত ৩৮, শনাক্ত ৩৪৮০,
সুস্থ ১৬৭৮, মোট সুস্থ ৪৬ হাজার ৭শ' ৫৫
***********************************
আজকের সূর্যোদয় অনলাইন।। করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।

সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

রাজশাহীর বীর প্রতীক মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু আর নেই, সর্বত্র শোকের ছায়া******************************************আজ...
22/06/2020

রাজশাহীর বীর প্রতীক মুক্তিযোদ্ধা
বদিউজ্জামান টুনু আর নেই, সর্বত্র শোকের ছায়া
******************************************
আজকের সূর্যোদয় অনলাইন।। রাজশাহীর বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু বীর প্রতীক আর নেই। রবিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে।

বদিউজ্জামান টুনুর মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজ সোমবার (২২ জুন) বাদ জোহর নগরীর লক্ষ্মীপুর শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ নগরীর হেতমখাঁ গোরস্থানে দাফন করা হয়। তার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি***********************************আজকের সূর্যোদয় অনলাইন।। সাহারা খাতুনের শারীরিক অ...
21/06/2020

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি
***********************************
আজকের সূর্যোদয় অনলাইন।। সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিত্সকরা এবং পরিবারের লোকজন জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার সাহারা খাতুনের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ভাগ্নে মজিবুর রহমান।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ওনার লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, সাহারা খাতুনের করোনা ভাইরাস টেস্টে নেগেটিভ আসে জানিয়েছে চিকিৎসকেরা। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন: ‘করোনা :যুক্তরাজ্যের হাসপাতালে দক্ষিণ এশীয়দের মৃত্যুঝুঁকি বেশি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, যেসব মোটরযানের ফিটনেস...
19/06/2020

ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা বা তারও বেশি সময় ধরে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। শুক্রবার বিআরটিএ এর ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

ইউসুফ বাবলু, আজকের সূর্যোদয় অনলাইন।। দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে বাংলাদেশ সড...

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ভাইরাসের আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার অদূ...
19/06/2020

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ভাইরাসের আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য মানুষকে হতাশ করেছে। স্পর্শকাতর এ সময় দায়িত্বশীল পদে থেকে কারও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন নয়।’ ওবায়দুল কাদের এ সময় এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকারও পরামর্শ দেন।

ইউসুফ বাবলু, আজকের সূর্যোদয় অনলাইন।। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস আরও দুই-তিন বছর চলতে পারে বলে স্বাস্থ্য অধ...

একাত্তরে পাকিস্তানের বিপক্ষে মিত্র বাহিনীর হয়ে তিনি যুদ্ধ করেছেন। তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছি...
17/06/2020

একাত্তরে পাকিস্তানের বিপক্ষে মিত্র বাহিনীর হয়ে তিনি যুদ্ধ করেছেন। তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। ত্রিপুরা রাজ্যের এই কৃতি সন্তানের মৃত্যুতে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও শোকাহত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদ এই বীরের মহাপ্রয়ানে শোক প্রকাশ করেছে।

দেবব্রত রায় চৌধুরী, কলকাতা ব্যুরো, আজকের সূর্যোদয় অনলাইন।। ভারতের ত্রিপুরা থেকে একমাত্র দেশখ্যাত বিমান অফিসার শ....

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই যুবক কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছেন। টাওয়ার ট্রেস করে এলাকার বড়ুয়াপাড়ার ...
17/06/2020

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই যুবক কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছেন। টাওয়ার ট্রেস করে এলাকার বড়ুয়াপাড়ার ফ্ল্যাটে পুলিশ পৌঁছালে ওই যুবককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে জীবন ফিরে পায় ওই যুবক।

আজকের সূর্যোদয় অনলাইন।। বান্ধবীর সঙ্গে ঝগড়া আর তার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত। তবে আত্মহত্যা করতে যাওয়ার আগে ফ.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ajker Surjodoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Surjodoy:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share