Bangla Media

Bangla Media বাংলা মিডিয়া সদা সর্বদা সত্য প্রকাশে ?

যে দেশে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না। অপমানিত হতে হয় না কোন নারীকে। এই দেশের নারীরা হাসতে হাসতেই স্বাক্ষর ক...
19/12/2023

যে দেশে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না। অপমানিত হতে হয় না কোন নারীকে। এই দেশের নারীরা হাসতে হাসতেই স্বাক্ষর করে ডিভোর্স পেপারে।

তাই ডিভোর্স হলে নারীরা বাধভাঙ্গা উল্লাসে মাতেন। ঘটা করে ডির্ভোস পার্টি উদযাপন করে জানানো হয় ডিভোর্সের কথা- আমার ডিভোর্স হয়েছে, আমি এখন একা, আমি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত।

ডিভোর্স হলে আনন্দে মেতে উঠেন এই দেশের নারীরা, চলে ডিভোর্স পার্টি | Divorce Means It's Party Timeপশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় বিব....

তামিমের উদ্দেশ্য ব্যারিস্টার আহসান- তামিম এর সাথে আমার প্রথম কথা হয় ধর্মশালায় T20 ওয়ার্ল্ড কাপ এর সময়। আমি ও আমার বন্ধু...
10/07/2023

তামিমের উদ্দেশ্য ব্যারিস্টার আহসান-

তামিম এর সাথে আমার প্রথম কথা হয় ধর্মশালায় T20 ওয়ার্ল্ড কাপ এর সময়। আমি ও আমার বন্ধুরা এয়ারপোর্ট থেকে বের হলাম, দেখি আমাদের প্লেয়াররাও মাত্র আসলো। এয়ারপোর্টের বাইরে দাড়িয়ে আমরা সবাই যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তখন মাশরাফির সাথে দাড়িয়ে গল্প করছিলাম। একটু পর তামিমও যোগ দিল। টিম বাস আসা পর্যন্ত আমরা আড্ডা দিলাম। এর পর ধর্মশালা স্টেডিয়ামে সাক্ষী হলাম তামিমের T20 সেঞ্চুরির যা এখন পর্যন্ত কোন বাংলাদেশীর একমাত্র রেকর্ড। সাধারন গ্যালারিতে টিকেট কাটা থাকলেও, ওখানে যেয়ে তামিমের চাচা আকরাম খানের সাথে দেখা হয়ে যাওয়ায় তিনি ICC এর গ্যালারিতে নিয়ে যান। তামিম যখন ১০০ রান করে ব্যাট তুলে একটা লাফ দিল, ওর সাথে আমরা সবাই লাফিয়েছিলাম ওইদিন।

এর পর আমাদের দেখা হয় এক বন্ধুর বসায় দাওয়াতে। সবার সাথে আড্ডা শেষে যখন বাসায় ফিরছিলাম তামিম তখন জিজ্ঞেস করলো যাবেন কিভাবে? আমি বললাম আমার বাসা ৫টা বিল্ডিং পরেই, হেটে চলে যাব। রাত তখন প্রায় ১ টা।সাথে আয়েশাও ছিল। তামিম বললো গাড়িতে উঠেন, আমি নামায় দিব। তামিমের ভদ্রতা সত্যিই মুগ্ধ করেছিল সেইদিন।

এরপর আমাদের আবার দেখা হয় বিসিবির বিরুদ্ধে প্লেয়ারদের আন্দোলনের সময় প্রেস কনফারেন্সের পর বিসিবিতে। প্লেয়ারদের পক্ষে ১১ দফা তৈরি করে আমার সিনিয়র ব্যারিস্টার মুস্তাফিজ ও আমি সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে তা উপস্থাপন করি। সেই থেকে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়।

এরপর বিভিন্ন সময় প্রায়ই তামিমের সাথে কথা হয় আইনি পরামর্শ ও ব্যক্তিগত বিষয়ে। মনে আছে একদিন রাতে তার বাসায় ক্রিকেট নিয়ে গল্প করতে করতে শেষ পর্যন্ত ভোর বেলায় বাসা থেকে বের হই। বাংলাদেশর ক্রিকেট নিয়ে তামিমের যে কতো সপ্ন এবং টিমের অন্যান্য ক্রিকেটারদের প্রতি তার যেই সম্মান তা সত্যিই আমাকে অবাক করেছিল। আমরা বাইরে থেকে অনেক কিছুই দেখি কিন্তু ভিতরের খবর কয়জন জানি?

তামিম বা অন্য কাউকে নিয়ে এতো লম্বা কথা কাউকে নিয়ে লিখিনি কখনো। এতো কথা বলার কারন হচ্ছে একটা চরম অন্যায় হতে দেখলাম। মানুষটাকে কাছে থেকে দেখেছি। তামিম আবেগপ্রবণ, আর এই আবেগ দিয়ে খেলেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, লর্ডস এর অনার্স বোর্ডে সারা জীবনের জন্য নাম লিখিয়েছে। ক্রিকেট নিয়ে আবেগ কার নাই? আমরা কি কম আবেগী? অধিনায়ক হিসেবে বিশ্বদরবারে তামিমের থেকে সুন্দর করে বাংলাদেশকে কে উপস্থাপন করতে পেরেছে? ইংলিশ মিডিয়াম পড়ুয়া কয়টা স্মার্ট ছেলে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়ে কোন ধরনের স্ক্যান্ডাল ছাড়া একটা সচছ ক্যারিয়ার উপহার দিয়েছে?

গত বিশ্বকাপে ভালো করতে না পারায় আমি তামিমকে বলেছিলাম যে আরো অনেক ফিট থাকলে কি ভালো করতে পারতো? তামিমের উত্তর ছিল রোহিত শার্মা ১০০ করলে কেউ আর তার ফিটনেস নিয়ে প্রশ্ন করেনা। আমিও চেয়েছিলাম ১০০ করে বাংলাদেশকে জিতাতে, কোন প্লেয়ার চায়না বলেন বিশ্বকাপে ভালো করতে? তামিমের কথাটা এখনো মনে পড়ে। এই বিশ্বকাপ নিয়েওতো ওর কতো সপ্ন ছিল। এখনো কতো দিন বাকি। এশিয়া কাপ বাকি তার আগে। ফিট না থাকলে তামিম দলের ক্ষতি করে খেলতো না সেটাও সে পরিস্কার বলেছে। তবে ফিটনেসের অযুহাতে এর আগেও মাশরাফি ও তাসকিনকে চোখে পানি দিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছিল। ফলাফল আমরা সবাই জানি।

তাই তামিমের মত একজন ব্যক্তিত্ব সম্পন্ন প্লেয়ারের প্রফেশনালিজম ও খেলার প্রতি আন্তরিকতা নিয়ে সারা দুনিয়ার সামনে তাকে ছোট করবেন আর সে এইটা মাথায় ও মনে নিয়ে আফগানিস্তানের সাথে খেলতে নেমে ১০০ করে দেখিয়ে দিবে যে সে সমালোচনায় ভেঙ্গে পড়ে না, সে কতো ফিট। কেন? আমি তামিমের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে বিশ্বাস করি গনভবন থেকে একটা ফোন কল তামিমকে খেলায় ফিরিয়ে আনবে এবং বিশ্বকাপের খেলার মঞ্চেই রচিত হবে তার খেলোয়াড়ী জীবনের শেষ অধ্যায়।

ভবিষ্যৎ ধারাভায্যকার তামিমের জন্য অগ্রীম শুভকামনা।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক,ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক,লা শারিকা লাক...
27/06/2023

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক,ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক,লা শারিকা লাক,লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।"

Hajj Live 2023 | Makkah Live Hajj | Arafah Live Mina LiveThis Youtube Channel Created Specially for Entertainment.Follow Us: https://www.facebook.com/mimulti...

আলহামদুলিল্লাহ্এই বিজয় সমগ্র মুসলিম উম্মাহের বিজয়।✌️এই বিজয় পশ্চিমাদের গালে স্ব - জোরে চপেটাঘাত।অভিনন্দন মিস্টার প্রেসিড...
28/05/2023

আলহামদুলিল্লাহ্
এই বিজয় সমগ্র মুসলিম উম্মাহের বিজয়।✌️
এই বিজয় পশ্চিমাদের গালে স্ব - জোরে চপেটাঘাত।

অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট 🌹

28/05/2023
 #রোবট_বউ_এবং_নারীদের_ভবিষ্যত_গুরুত্বগত সপ্তাহে এই ছবি গুলো ইন্টারেনেটে দেখে দুনিয়াবাসী টাস্কি খেয়েছিল! রোবট বউয়ের সাথে ...
20/05/2023

#রোবট_বউ_এবং_নারীদের_ভবিষ্যত_গুরুত্ব
গত সপ্তাহে এই ছবি গুলো ইন্টারেনেটে দেখে দুনিয়াবাসী টাস্কি খেয়েছিল! রোবট বউয়ের সাথে এলন মাস্কের এই ছবিগুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড, বাস্তব নয়। কিন্তু এর আন্ডারলাইং মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ মানবজাতির জন্য, বিশেষ করে নারীদের জন্য!

ছবিতে যে নারী রোবট দেখা যাচ্ছে, ভবিষ্যতের কনসেপ্ট অনুযায়ী এগুলো হবে রোবট ওয়াইফ, যা কি না যে কেউই পয়সা দিয়ে কিনে ঘরে আনতে পারবে এবং একজন মানব বউ থাকার সকল সুবিধা উপভোগ করতে পারবে।

এই রোবট বউয়ের ব্যাটারীর চার্জ থাকবে মানব নারীদের ঋতু চক্রের মত! অর্থাৎ প্রতি ২৮ দিন পর পর এই রোবট বউয়ের ব্যাটারী চার্জ করতে হবে, আর ফুল চার্জ হতে সময় লাগবে পাক্কা ৫ দিন। একবার ফুল চার্জ হলে এই রোবট আবারও একটানা ২৮ দিন চলতে পারবে।

চার্জ থাকা অবস্থায় এই রোবট বউয়ের সাথে সেক্স করা যাবে, তবে সেজন্য বিশেষ একটি পাসওয়ার্ড এবং ফিঙ্গার প্রিন্ট লাগবে, যা শুধু এর মালিকের কাছে থাকবে, যাতে একজনের রোবট বউ অন্যজন ব্যবহার করতে না পারে।

পরবর্তী ধাপে যদি কখনও কৃত্রীম ওম্ভ বা গর্ভ আবিষ্কার করা যায়, তাহলে তাও এই রোবট বউয়ের দেহে সংযুক্ত করা হবে, আর তাতে এই রোবটগুলো মানব শিশুও জন্ম দিতে পারবে!

এইসব কনসেপ্ট বা ধারণা যদি কখনও বাস্তবে পরিণত হয়, তাহলে পৃথিবী রাতারাতি পাল্টে যাবে।

পুরুষেরা হয়তো ঝামেলা এড়াতে মানব নারী বিয়ে করা কমিয়ে দেবে অথবা করবেই না! নারীরা বিবাহ বিচ্ছেদ মামলায় পুরুষদের কাছে আর সুবিধা করতে পারবে না, কেননা পুরুষের তখন বিকল্প থাকবে।

রোবটগুলো শিশু জন্ম দেয়ার ক্ষমতা অর্জন করলে নারীদের বৈবাহিক জীবনে গুরুত্ব আরও কমে যাবে। কেননা তখন ডিম্বাণু ব্যাংক থেকে ডিম্বাণু কিনে পুরুষেরা এইসব রোবট বউয়ের মাধ্যমে শিশু জন্ম দিতে পারবে!

ভবিষ্যত কি দেখতে পাচ্ছেন?

তুরস্কে সাধারণ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনমত জরিপে অবস্থান ততই শক্ত হচ্ছে বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগলুর। দে...
05/05/2023

তুরস্কে সাধারণ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনমত জরিপে অবস্থান ততই শক্ত হচ্ছে বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগলুর। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে কঠিন চ্যালেঞ্জে ফেলা কামালকে ভাবা হচ্ছে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের প্রতিনিধি হিসেবে। আর তাইতো প্রশ্ন ওঠেছে, এবারই কি তাহলে থামছে টানা ২০ বছর ক্ষমতায় থাকা এরদোয়ানের জয়রথ?

কঠিন চ্যালেঞ্জের মুখে এরদোগান, জয় পেতে মরিয়া বিরোধীদল | Erdogan | Kemal Kilicdaroglu | Turkey Election #কঠিন_চ্যালেঞ্জের_মুখে_এরদোগান েতে_ম.....

আমার স্কুল বন্ধু সোলাইমান নতুন বিয়ে করেছে। খবরটা শুনে খুশি হলাম। সোলাইমানকে ইনবক্সে নক দিলামআমিঃ কিরে ব্যাডা ফাউল বিয়া ক...
03/05/2023

আমার স্কুল বন্ধু সোলাইমান নতুন বিয়ে করেছে। খবরটা শুনে খুশি হলাম। সোলাইমানকে ইনবক্সে নক দিলাম

আমিঃ কিরে ব্যাডা ফাউল বিয়া করলি দাওয়াত দিলিনা

সোলাইমানঃ সরি দোস্ত আসলে পারিবারিকভাবে হঠাত করেই আয়োজন করা হইছে তাই কোনো বন্ধুকেই জানাতে পারি নাই

আমিঃ দাওয়াত না দেস কিন্তু ভাবিকে তো একটু দেখাবি। নাকি তাও দেখাবি না?

সোলাইমানঃ অবশ্যই দেখামু ওয়েট দোস্ত

পাঁচমিনিট পরে সোলাইমান এই ছবিটা আমাকে পাঠালো

আমিঃ দোস্ত এইটা কেমন ছবি পাঠাইলি? আমি তো ভাবির মুখ দেখতে চাইছি

সোলাইমানঃ সরি দোস্ত আসলে ও একটু পর্দা করে তো তাই কাউকে মুখ দেখায় না। কিছু মনে করিস না দোস্ত

আমিঃ আহা ঠিক আছে ঠিক আছে। এতে খারাপ মনে করবো ক্যান। মুখ দেখানোর দরকার নাই। এই রকমই আরো কয়েকটা ছবি দে.... একটু ভালো করে দেখি...

সোলাইমান মিনিট পাঁচেক কোনো রিপ্লাই দিলো না। তারপর দেখি আমি ব্লক।

আচ্ছা ব্লক করার আগে ওই পাঁচমিনিট সোলাইমান চুপ করে ছিলো ক্যান.? হুদাই আমি অপেক্ষা করলাম।

Collected

জাফরুল্লাহ চৌধুরী যখন চোখের অপারেশন করাবেন তখন তিনি WHO'র সদস্য। বিশ্বের যেকোনো দেশে ফ্রিতে অপারেশন করাতে পারেন৷ কিন্তু ...
12/04/2023

জাফরুল্লাহ চৌধুরী যখন চোখের অপারেশন করাবেন তখন তিনি WHO'র সদস্য। বিশ্বের যেকোনো
দেশে ফ্রিতে অপারেশন করাতে পারেন৷ কিন্তু সবার অনুরোধ প্রত্যাখ্যান করে তিনি চোখের অপারেশন করালেন গণস্বাস্থ্য কেন্দ্রে!!!
করোনা পজিটিভ আসার পর উনার
জন্য ঢামেকে একটা সিট বরাদ্দ ছিলো। কিন্তু তিনি হসপিটালে গেলেন না! বললেন- বাসায় প্রাথমিক চিকিৎসা না নিয়ে তিনি একটা সিট নষ্ট করবেন না!
সবাই যাতে হসপিটালে যাওয়ার জন্য তাড়াহুড়ো না করে সেই বার্তাও দিলেন।
উনার যখন ৮ টা ইনজেকশন পুশ করা প্রয়োজন, সেখানেও তিনি পাগলামি করলেন! ইনজেকশন পুশ করবেন না!
"আমার জন্যে আনা ওষুধের দাম নিছে আশি হাজার টাকা,আদতে এই ওষুধ তৈরি করতে লাগে পাঁচ হাজার টাকা। আমি না হয় নিলাম, গরীব মানুষ এটা কিনবে কিভাবে?"
_____________
এবারও তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেলেন না! মানুষটা শেষ পর্যন্ত দেশে চিকিৎসা নিয়েই মৃত্যুবরণ করলেন। মুক্তিযুদ্ধের গল্প বললে এই প্রজন্ম অন্ধের মত জাফরুল্লাহ চৌধুরীকে বিশ্বাস করবে!
গর্ব করে বলতে পারবো- আমরা ছিলাম জাফরুল্লাহ চৌধুরীর সময়ে......❤️

সাকিবের বিশ হাজার!ইস্ত্রি করা সাদা কড়কড়ে ধূতি পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের অধিকারী মাঝ বয়সী এক  ভদ্রলোক  যার অতিশয় আক...
06/04/2023

সাকিবের বিশ হাজার!

ইস্ত্রি করা সাদা কড়কড়ে ধূতি পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের অধিকারী মাঝ বয়সী এক ভদ্রলোক যার অতিশয় আকর্ষনীয় চেহারা ও গোঁফ রয়েছে। হাতে তেল মাখানো চকচকে একটি লাঠি নিয়ে অভিজাত একটি নৌকা থেকে গঞ্জেরহাটে নামতেই পাইকারি দোকানিদের কর্মচারীরা হন্তদন্ত হয়ে নানাভাবে এই ভেবে অ‌ভ্যর্থনা জানাচ্ছেন যে ভদ্রলোক নিশ্চয়ই কোন পরগনার জমিদার এবং বিশাল পরিমাণ কোন পন্য কেনার জন্য এসেছেন। তারা তাঁকে জিজ্ঞেস করলেন " হুজুর কি কেনার জন্য কষ্ট করে এসেছেন"? তিনি জানতে চাইলেন ' তোমাদের বন্দরে ভালো ঘি পাওয়া যায়? তখন সবাই সমস্বরে বলে উঠলেন অবশ্যই হুজুর অবশ্যই।' তখন তাঁকে বন্দরের ঘি পট্রিতে নিয়ে যাওয়া হলো। একের পর এক গদিতে তিনি যাচ্ছেন আর আরতদার দোকানিরা ড্রাম খুলে বাবু মহাশয়ের হাতে ঘি মেখে দিচ্ছেন আর তিনি ঘ্রান শুঁকে দেখছেন ঘি খাটি কি-না। আরত মালিকদের ধারনা কষ্ট হলেও অসুবিধা নেই যদি ৪০/৫০ ড্রাম ঘি বাবুর কাছে বিক্রি করা যায়।
সবশেষে এক দোকানে তিনি থামলেন এবং বললেন 'তোমাদের ঘিটা ভালো মনে হচ্ছে'। আরতদার খুশিতে আটখানা হয়ে জিজ্ঞেস করলেন হুজুর কয়'শ ড্রাম লাগবে? তখন বাবু মশাই পকেটে হাত দিতে দিতে বললেন - না ততটা না। এই বলে পকেট থেকে একটি ছোট্ট শিশি বের করে বললেন 'এটাতে আধা ছটাক দাও ' ।
শুনামাত্র উপস্থিত সকলের যে অবস্থা হয়েছিল, তদ্রুপ অবস্থা বঙ্গবাজারের দোকানিদের যখন তাঁরা শোনেন কেউ তাদের এক বেলা ইফতার খেতে মাত্র বিশ হাজার টাকা দান করার ঘোষণা দেন।
★গল্পটা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আওয়ামী লীগ অংশের সভাপতি, Omar Faruque ভাই তার ওয়ালে পোষ্ট করেছেন।

বিশ্ব জয় করেই চলেছে আমাদের ছোট্র হাফেজ সালেহ আহমদ তাকরিম❤️আলহামদুলিল্লাহ্ দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্...
04/04/2023

বিশ্ব জয় করেই চলেছে আমাদের ছোট্র হাফেজ সালেহ আহমদ তাকরিম❤️

আলহামদুলিল্লাহ্ দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছে হাফেজ সালেহ আহমদ তাকরীম

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করেছে পুলিশ।
04/04/2023

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্ল্যাকমেইলের অভিযোগে ২০২১ সালে নায়িকা পরীমনি, মোডেল পিয়াসা আটকের সময় আরেকজন প্রযোজক আটক হয়। তার নাম নজরুল ইসলাম রাজ। তি...
19/03/2023

ব্ল্যাকমেইলের অভিযোগে ২০২১ সালে নায়িকা পরীমনি, মোডেল পিয়াসা আটকের সময় আরেকজন প্রযোজক আটক হয়। তার নাম নজরুল ইসলাম রাজ। তিনি গোপালগঞ্জের ছেলে। উঠতি বয়সী নায়িকা, মোডেলদের দিয়ে রাজনীতিবিদ, ব্যবসায়ী, কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করা ছিলে তার আসল পেশা। এই রাজের সাথে ক্ষমতাসীন আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতার সখত্যা ছিলো। প্রযোজক রাজের সুপারিশে আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা তখনকার একজন অতিরিক্ত মহাপরিদর্শককে অনুরোধ করেন আরাভ খান ওরফে রবিউলকে ছেড়ে দিতে। সেই অতিরিক্ত মহাপরিদর্শক তখন (২০১৮ সালে) ডিবিকে নির্দেশ দেন আরাভ খান ওরফে রবিউলকে ছেড়ে দিতে। জেনে রাখা ভাল এই আরাভ খান ওরফে রবিউলের বাড়িও গোপালগঞ্জে।
২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন হত্যার পরে আটক হয়েছিলো আরাভ খান। কিন্তু তাকে ৩ দিনের মাথায় ছেড়ে দেয় ডিবি!
এসমস্ত তথ্য প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এখন কথা হলো কে সেই আওয়ামীলীগের প্রভাবশালী নেতা, কে সেই তখনকার (২০১৮সাল) অতিরিক্ত মহাপরিদর্শক ?
এগুলো গণমাধ্যম নামসহ প্রকাশ করতে পারলেই জানা যাবে আরাভ খানের এতো ধনসম্পদের উৎস কি!

C@ Md Rashed khan গণ অধিকার পরিষদ

সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়ে সাকিব এখন মামলা করার হুমকি দিলেন। এদেশে টাকা থাকলে সবই হয়। টাকা থাকলে আইন কেনা যায়। |Shaki...
19/03/2023

সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়ে সাকিব এখন মামলা করার হুমকি দিলেন। এদেশে টাকা থাকলে সবই হয়। টাকা থাকলে আইন কেনা যায়। |Shakib Khan| Apu Biswass| Bubly|

কার বিরুদ্ধে মা*মলা করতে গভীর রাতে থানায় গেলেন সাকিব? | Sakib Khan | MI Multimedia BD কার বিরুদ্ধে মা*মলা করতে গভীর রাতে থানায় গেলেন স.....

কামাই থাকলে জামাই লাগে না- এর চেয়ে ফালতু কথা আর হয় না!অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিসে যেতে নিলে, ‘আগে জীবন, পরে অফিস’ বলার...
08/03/2023

কামাই থাকলে জামাই লাগে না- এর চেয়ে ফালতু কথা আর হয় না!

অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিসে যেতে নিলে, ‘আগে জীবন, পরে অফিস’ বলার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে যতই ক্লান্ত এবং অসুস্থ থাকুক না কেন, স্ত্রীর প্রয়োজনীয় ওষুধগুলো এনে দেয়ার জন্য `জামাই` থাকা লাগে।

মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে নির্ভরতার প্রশস্ত বুকে মুখ লুকানোর জন্য `জামাই` থাকা লাগে।

দিনশেষে প্রিয়তমার জন্য ডার্ক চকোলেট, অন্য হাতে শাকের আঁটি নিয়ে হাসিমুখে ফিরতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে একটি পোশাক কম কিনে প্রিয় স্ত্রীকে দু’টি পোশাক বেশি কিনে দিতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে ছয় ডিজিটের স্যালারি পাওয়ার থেকেও বরের কাছ থেকে ছয়শো টাকা দামের শাড়ি উপহার হিসেবে পেলে নিজেকে বেশি ভাগ্যবতী মনে করা উচিত। কারণ, নিজেকে যোগ্য করে গড়ে তুললে প্রচুর টাকা আয় করা যায়। কিন্তু একজন যত্নশীল সঙ্গী চাইলেই পাওয়া যায় না!

আমার জন্মের সময় আমার আব্বু মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। তখন যদি আব্বুকে হারাতাম, তাহলে আমি আজ কোথায় থাকতাম? বড়জোর গৃহকর্মী হতাম হয়তো! জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রয়োজন প্রিয় পুরুষের, প্রিয় নারীর। পুরুষের দেয়া সামান্য ভালোবাসাও নারী শতগুণ বাড়িয়ে তুলতে পারে। তবে পুরুষ যদি খালি হাতে ফিরিয়ে দেয়, জেনে রেখো, নারীও একা কিছুই নয়!

জান্নাতেও আদম এবং হাওয়ার প্রয়োজন হয়েছিল পরস্পরকে। আর আমরা তো কাদা-মাটির পৃথিবীতে তাদেরই বংশধর।

লিখেছেন: তরুণ লেখক, কবি, সাংবাদিক হাবিবাহ নাসরিন।

সাবেক মন্ত্রী ও সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও...
19/02/2023

সাবেক মন্ত্রী ও সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রোববার রাত ১০ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্...
14/02/2023

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।

মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কী করতেন? শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে কী লাভ!

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথীবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সাকসেস হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।

নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একবার জানান দেন সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন,এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন |

Collected

চিনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো। জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো। আর আমাদের দেশের বুয়েট, চুয়...
06/02/2023

চিনের ইঞ্জিনিয়ারেরা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেলো। জাপানের ইঞ্জিনিয়ারেরা মেট্রোরেল তৈরি করলো। আর আমাদের দেশের বুয়েট, চুয়েট,কুয়েট,রুয়েটে পড়াশোনা শেষ করা ইঞ্জিনিয়ারেরা এসব তথ্য মুখস্থ করে বিসিএস দিবে।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
মেট্রোরেলের আয়তন কত?
ঘন্টায় কত কি.মি বেগে চলে ইত্যাদি ইত্যাদি ?

Collected

এশিয়ার ছোট্র দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের মোট আয়ের ২৮ শতাংশ এবং মোট বৈদেশিক আয়ের ৬০ শতাংশই আসে পর্যটন শিল্প থেকে। ভূমির আয...
04/02/2023

এশিয়ার ছোট্র দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের মোট আয়ের ২৮ শতাংশ এবং মোট বৈদেশিক আয়ের ৬০ শতাংশই আসে পর্যটন শিল্প থেকে। ভূমির আয়তন ও জনসংখ্যা উভয় দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপে ছোট বড় মিলিয়ে টুটাল দ্বীপ রয়েছে ১২০০ শ’রও বেশি।

অথচ আমাদের রয়েছে বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, কুয়াকাটা, সিলেট জাফলং সহ অসংখ্য পর্যটন স্পট। কিন্তু যথাযত উদ্যোগের অভাবে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারছি না।

বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপে সাজিয়েছেন দেশটিকে | Maldives | MI Multimedia BD #প্রকৃতির_রূপে_মালদ্বীপ_দেশটি Youtube Chan.....

ভালোবাসার টান থাকলে দূরত্ব কিছুই নাকিন্তু এই গাড়ির টান ভালোবাসার টানের চেয়েও বেশি।😍
01/02/2023

ভালোবাসার টান থাকলে দূরত্ব কিছুই না

কিন্তু এই গাড়ির টান ভালোবাসার টানের চেয়েও বেশি।😍

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনা দায়ক চিঠি📨 😥😥😒😒মা'রে,!শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না। যে...
30/01/2023

প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনা দায়ক চিঠি📨 😥😥
😒😒

মা'রে,!
শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না।
যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটাই ভুলে গিয়েছিলাম।
তোর মা ও তোকে মা ছাড়া
অন্য নামে কখনো ডাকেনি।

বিদ্যালয়ে প্রথম দিন
শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন।
তোকে মা বলে ডাকতে ডাকতে
তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম।
আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো..

তাই চিঠির উপরে তোর নামের জাগায় মা লিখেছি।

হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতেই পারিনি...!

ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল
যে কখন তুই দরজা খুলে
বাইরে বের হয়ে আসবি।
আমি তখন ভেতরে বসে
রবের কাছে প্রার্থনা করছিলাম
আর ভাবছিলাম যে
আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না।
অপরদিকে
তুই ঘরে বসে ভাবছিলি আজ
যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি।
আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব...!

জানিস মা তুই তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস।
কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে..!

মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে..!

তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে!
বাবাদের ভালবাসা শামুকের খোলসের মতো
মা-রে!
বাবাদের ,বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে।

বাবারা সন্তানদের কতটা ভালবাসে তা বুঝাতে পারেনা,
তবে অনেকটা ভালবাসতে পারে।

জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে।

কি করবো বল?
তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস।
কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুজতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি,কোন কিছুর অপেক্ষা না করেই
তোর_প্রেমে_পরেছিলাম
তাই এতকিছু লিখলাম।

আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভাললাগাটাকে সহজে মানতে চায় না।

উত্তর টা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তর টা পেয়ে যাবি..!

তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না।
কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন..!

যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহন করেছিলাম
সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে,
যদি মেয়ে হয় তাহলে,
মেয়েটাকে তার স্বামীর হাতে
নিজের হাতে তুলে দিয়ে
তবে'ই দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো।
তাই তোর প্রতি এত অভিমান।

মারে বাবার উপর রাগ করিসনা..!

তোরা যদি অল্প দিনের ভালবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস,

তবে আমরা বিশ বছরের ভালবাসার জন্য বেপরোয়া হব না কেন??

বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো।

তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোন প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো!
তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারী থাকে।

যদি মন কাঁদে.....
চলে আসিস....!
বুক পেতে দেব........!
ঠিক আগে যেভাবে ভালো বেসেছিলাম.........
সেভাবেই বাসবো........!

অপেক্ষায় """""" থাকলাম '''''''

হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে"'
পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা। খুব কস্ট হচ্ছে রে...
খুব কস্ট হচ্ছে.....!😭😭😭😭

ইতি
তোর জন্মদাতা "পিতা"

বিঃদ্রঃ-(এই চিঠিটা পড়ে অন্তত
একটি মেয়ে বা ছেলেও যদি
তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে তবে মন্দ কি?)

কপি:পোষ্ট।

আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ একাই ফিফার মাথা নষ্ট করে দিয়েছে।
30/01/2023

আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ একাই ফিফার মাথা নষ্ট করে দিয়েছে।

মার্টিনেজের কারণে টাইব্রেকার নিয়মে পরিবর্তন আনছে ফিফা | Emiliano Martinez | Argentina WC Final win #মার্টিনেজের_কারণে_টাইব্রেকার_নিয়মে_পরি....

বাংরাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট বিএনপির পরীক্ষিত নেতা বাংলাদেশ সুপ্রিম কোর...
31/12/2022

বাংরাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট বিএনপির পরীক্ষিত নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন কিছুক্ষণ আগে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চ্যাম্পিয়ন পাবে ৪২ মিলিয়ন ডলার  বা ৪৯৫ কোটি টাকা। পক্ষান্তরে রানার্সআপ পাবে ৩০ মিলিয়ন ডলার বা টাকায় ৩৩৬ কোটি টাকা। এই পু...
18/12/2022

চ্যাম্পিয়ন পাবে ৪২ মিলিয়ন ডলার বা ৪৯৫ কোটি টাকা।
পক্ষান্তরে রানার্সআপ পাবে ৩০ মিলিয়ন ডলার বা টাকায় ৩৩৬ কোটি টাকা।

এই পুরো টাকার চেয়ে বেশি; ৯০০ কোটি একাই ব‍্যাংক থেকে নিয়েছে এক চব্বিশ বছরের ছেলে যার বয়স এমবাপের কাছাকাছি।

অতএব ফুটবলে চ‍্যাম্পিয়ন হওয়ার চেয়ে বাংলাদেশে ব‍্যাংকে ঘুরঘুর করে চুরচুরিয়ে ঋণ নেয়া ভালো
(copied from Abdun Noor Tushar )

লিও মেসির জন্যঃমেসি হয়তো কাপ জিতবে হয়তো বা খালি হাতেই বিদায় নিবে। ফলাফল যাই হোক একটা জিনিস পাল্টাবে না সেটা হলো, মেসি বি...
17/12/2022

লিও মেসির জন্যঃ

মেসি হয়তো কাপ জিতবে হয়তো বা খালি হাতেই বিদায় নিবে। ফলাফল যাই হোক একটা জিনিস পাল্টাবে না সেটা হলো, মেসি বিশ্বকাপে তার শেষ ম্যাচটা খেলতে নামবেন।

আর্জেন্টিনার জার্সিতে, বিশ্বকাপ নিয়ে বিতর্কে মেসির নাম আর উচ্চারিত হবে না। মেসি ফ্যান হিসেবে আপনার এই সত্য মেনে নেয়া সহজ না হলেও এটা মেনে নিতেই হবে। কিন্তু একটা কাজ আপনি
করতে পারেন। জয় পরাজয়ের চিন্তা বাদ দিয়ে হৃদয় ভরে মেসিকে দেখেন, মেসির খেলাও দেখতে হবে না। যতবার ওকে টিভির পর্দায় দেখাবে মনে রাখবেন প্রতিটি মুহূর্ত বিশেষ আর শেষের শুরু।

কারণ ৫ফিট ৭ ইঞ্চির মানুষটা আর আর্জেন্টিনার জার্সি গায়ে মাথা নিচু করে মাঠে নামবে না। পেনাল্টি মিস করে জার্সি খামচে ধরে বাচ্চাদের মত কাঁদবে না। গোল করে গ্যালারিতে ছুটে গিয়ে দু হাত উপরে তুলে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে না। শিশুসুলভ হাসি মুখে সতীর্থদের দিকে ছুটে যাবে না। দুই হাত ছুড়ে উদযাপন করবে না। অভিমানে অবসর নিবে না।
পরাজয়ের পর শুণ্য চোখে মাথা নীচু করে বসে থাকবে না।

মেসি যেন পাশের বাসার ওই ছেলেটা যাকে আপনি প্রতিদিন বিকালবেলা বুট হাতে মাঠে যেতে দেখতেন। কিন্তু ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই হাসি-কান্নার সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে।

বিশ্বকাপ ফুটবল তার মতই এগিয়ে যাবে কিন্তু আপনি কি আর আগের মত খেলাটা দেখতে পারবেন? যে আপনাকে খেলাটাকে ভালবাসতে শিখিয়েছিল, আর্জেন্টিনা নিয়ে পাগলামি করতে বাধ্য করেছিল, সে তার জার্নি শেষ করছে। আপনার চোখ নিশ্চয় খুঁজে বেড়াবে রোজারিওর ঐ ছেলেটা যে বল পায়ে পাওয়া মাত্র দম আটকে সবাই ম্যাজিকের অপেক্ষা করতো।

ধন্যবাদ মেসি! প্রতিটা গোলের জন্য, প্রতিটা পাসের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য,...পুরো বিশ্বটা হাতের মুঠোয় থাকার পরও এতটা বিনয়ী থাকার জন্য!বিদায় লিও!

সন্তানের কথা বলতেই কান্নায় ভেঁঙ্গে পড়েন মা’ বুবলি।
04/12/2022

সন্তানের কথা বলতেই কান্নায় ভেঁঙ্গে পড়েন মা’ বুবলি।

কান্নাজড়িত কন্ঠে এ কি বললেন বুবলি | Shobnom Bubly | Shakib Khan I MI Multimedia BD #কান্নাজড়িত_কন্ঠে_এ_কি_বললেন_বুবলি ...

কাতার বিশ্বকাপে বক্তৃতা দিবেন ডা. জাকির নায়েক।আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
20/11/2022

কাতার বিশ্বকাপে বক্তৃতা দিবেন ডা. জাকির নায়েক।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।

আপনার কি মনে হয়?কথা কতটুকু সত্য?
16/11/2022

আপনার কি মনে হয়?

কথা কতটুকু সত্য?

স্ত্রী: মাংসের স্বাদ কেমন হয়েছে?স্বামী:অসাধারণ!!স্ত্রী:কিন্তু ছেলে যে বললো ভালো হয়নি!স্বামী:ও তো ছোট মানুষ, এখনো বিয়ে কর...
15/11/2022

স্ত্রী: মাংসের স্বাদ কেমন হয়েছে?
স্বামী:অসাধারণ!!
স্ত্রী:কিন্তু ছেলে যে বললো ভালো হয়নি!
স্বামী:ও তো ছোট মানুষ, এখনো বিয়ে করেনি, তাই কোথায় কি বলতে হয় জানেনা। 🙂

_____ জলিল উদ্দিনের একমাত্র মেয়ের নাম চিত্রা। অল্প বয়স। মায়াবী চোখ।তিন বছর আগে চিত্রা ক্যান্সারে মারা যায়। মারা যাবার আগ...
14/11/2022

_____ জলিল উদ্দিনের একমাত্র মেয়ের নাম চিত্রা। অল্প বয়স। মায়াবী চোখ।

তিন বছর আগে চিত্রা ক্যান্সারে মারা যায়। মারা যাবার আগে তার রক্তের দরকার পড়ল। মোট ছয় ব্যাগ। রক্তের গ্রুপ এবি নেগেটিভ। দূর্লভ রক্ত। কোথাও পাওয়া যাচ্ছিল না। রক্তরক্ত করতে করতে তিনি পাগল হলেন। উদভ্রান্তের মত ছোটাছুটি করেও কাজ হল না।
রংপুর মেডিকেলের দুইজন ছাত্র রক্ত সংগ্রহে নেমে পড়ল। পুরো রংপুর বিভাগ খুজে চারজন রক্তদাতাকে খুজে বের করল। চারজন মিলে ভাগা দিয়ে ছয় ব্যাগ রক্ত দিল।

রক্ত দিয়ে লাভ হল না। যে রাতে রক্ত পেল, সেই রাতেই চিত্রা মারা গেল। রাতে পূর্ণিমা ছিল। পূর্ব আকাশে দুধের মত ধবধবে সাদা চাঁদ।। জলিল উদ্দিন পাগলের মত হয়ে গেলেন। সারারাত হাসপাতালের বাইরে ঘাসের উপর গড়াগড়ি করে কাঁদলেন।

তিন বছর পার হল। এই দীর্ঘ সময় জলিল সাহেব গা ঢাকা দিয়েছিলেন। দেখা হলেও খুব একটা কথা বলতেন না। মাঝেমাঝে ঢাকা বাসস্ট্যান্ডে দেখা হয়। ঢাকা,-খুলনা-চট্টগ্রাম দেশময় ঘুরে বেড়ান। দৌড়ের উপর ব্যস্ততার সাথে জিজ্ঞাসা করেন,
-কেমন আছো ডাক্তার?
হাসিমুখে জবাব দিই। একবার জিজ্ঞাসা করলাম,
-চিত্রা মামনি....
উনি শেষ করতে দিলেন না। অতি ব্যস্তপায়ে চলে গেলেন। যাবার সময় ফিসফিস করে বললেন,
-হু ইজ চিত্রা?
-কি আশ্চর্য! আপনার মে...
-চিত্রাকে ভুলে গেছি। যে মেয়ে বাবাকে ফাঁকি দিয়ে চলে যায়, তাকে তার বাবাও ফাঁকি দিবে। সিম্পল ম্যাথ।

জলিল সাহেবের উপর মেজাজ খারাপ হল। এরপর থেকেযতবার দেখা হয় ততবার আমি মুখ ঘুরিয়ে অন্যপথে হাঁটা দিই। উনি আগ্রহ নিয়ে মাঝেমাঝে ডাকেন,
-ডাক্তার সাহেব?

দীর্ঘদিন জলিল সাহেবের খোঁজখবর নেই। গতকাল হঠাৎ দেখা দিলেন। হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বললেন,
-আপনাকে খুঁজে পেতে যথেষ্ট কষ্ট হয়েছে। আগামীকাল, আসতেই হবে।

চিঠিতে কিছু লেখা নেই। ধবধবে সাদা পাতা। কোনায় ছোট্ট করে হাতে লেখা, '১৪ অক্টোবর '।

১৪ অক্টোবর তারিখের বিশেষত্ব আছে। এইদিন চিত্রা মারা যায়। জলিল সাহেব এই বিশেষ দিনে একমাত্র কণ্যাকে হারিয়ে ঘাসের উপর গড়াগড়ি করেছিলেন।

আজ ১৪ অক্টোবর।
প্রান্তর জুড়ে পূর্ণিমা। আকাশে টাইলসের মত সাদা চাঁদ। জলিল সাহেবের বাড়ির আঙ্গিনায় বিশাল টেবিল পাতা হচ্ছে। খানাপিনার ব্যাপক আয়োজন চলছে। দুইজন রাধুনী ইটের চুলোয় আয়েশি ভঙ্গিমায় রান্না করছে। দশফুটি চামচ দিয়ে মাংস নাড়ানাড়ি করছে।
জলিল সাহেবও ছোটাছুটি করছেন। একবার দুই মিনিট সময় করে পাশে দাঁড়ালেন। হাসিমুখে বললেন,
-ডাক্তার সাহেব, মেয়ের জন্য রক্ত নিয়েছিলাম ছয় ব্যাগ। মেয়ে বাঁচে নাই। সেই রক্ত তো শোধ দিতে হবে। তাই না?
-জ্বি!
-তিন বছরে শোধ দিয়েছি। পার ইয়ার দুই ব্যাগ। সারাদেশ ঘুরে ঘুরে ক্যান্সার আক্রান্ত মেয়েদের দিয়েছি।
-ছেলেদের দেননি কেন?
-ইচ্ছা হয় নাক।
-সবাই ক্যান্সারের প্যাশেন্ট?
-ইয়েস ডাক্তার!
-চিত্রার কথা কিছু বলুন!
জলিল সাহেব আবার বিরক্ত হয়ে বললেন, 'হু ইজ চিত্রা? আই ফরগট হার!'

জলিল সাহেব আবার ছোটাছুটি শুরু করলেন। ভদ্রলোককে দেখে বোঝার উপায় নেই তিনি রক্তের ঋণের কথা স্মরণ রেখেছিলেন। গত তিন বছরে ছয়জন মেয়েকে নিজের দূর্লভ রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সহজ ব্যাপার নয়।

রাত নয়টা।
জলিল সাহেবের বাড়ির সব বাতি নিভিয়ে দেওয়া হয়েছে। ঘাসের আঙ্গিনায় টেবিল পাতা হয়েছে। লম্বা ভাড়ার টেবিল। টেবিল ভরা বিভিন্ন পদের রান্না। টেবিলের একদিকে জলিল সাহেব বসেছেন। তার পাশে আমরা বসেছি। টেবিলের অন্য পাশে ছয়জন মেয়ে। সবাই ক্যান্সার আক্রান্ত। হাড্ডিসার শরীর। চোখ গর্তে ঢুকে গেছে। কিন্তু চোখেমুখে হাসি। হাসিমুখের মেয়েগুলো সবাই চিত্রার বয়সী!

জলিল সাহেব উল্লসিত হয়ে বললেন,
মামনিরা ডাক্তার সাহেবদের পরিচয় দাও!

প্রথমজন বলল,
-আমি চিত্রা। খুলনা।
আমরা ধাক্কা খেলাম।
পরেরজন বলল,
-আমিও চিত্রা। চট্টগ্রাম। আনোয়ারা।
আমরা বড়সড় ধাক্কা খেলাম। তৃতীয়জন বলল,
-আমার নামও চিত্রা। বাসা কুড়িগ্রাম। রাজারহাট।

এতবড় ধাক্কা নেবার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ছয়জন ছোট ছোট মেয়ে একসাথে বসে আছে। সবার ক্যান্সার। বিচিত্রভাবে সবারই নাম এক। জলিল সাহেবের উপর একটা রাগ ছিল। কেন তিনি চিত্রার কথা বলতেন না?

আশ্চর্য ব্যাপার হল তিনি মেয়েকে ভোলেন নি। সারা দেশ ঘুরে ঘুরে নিজের মেয়ের নামে একই ব্ল্যাডগ্রুপের মেয়েদের খুঁজে খুঁজে একত্র করেছেন। কি বিচিত্র!

রাত বারোটা বাজছে।
আকাশে দুধের মত ধবধবে সাদা চাঁদ। জোঁছনায় ভেসে যাচ্ছে বিজন প্রান্তর। জলিল সাহেব তার বাড়ির উঠোনে চিত্রাদের নিয়ে খোশগল্প করছেন।

-অক্টোবর,২০১৬

লিখেছেন, রাজীব হোসাইন সরকার
ছবি প্রতীকী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bangla Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Media:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share