Antor Wahed

Antor Wahed Hey

কিছু পেতে হলে কিছু হারাতে হয় 😅
12/05/2024

কিছু পেতে হলে কিছু হারাতে হয় 😅

এই জিনিসটা এক আজব জিনিস। কেনার সাথে সাথে কারও আমেরিকার ভিসা লেগে যায়, কেউ শ্বশুরবাড়ি থেকে এসি গিফট পায়, কারও বাচ্চা হ...
02/05/2024

এই জিনিসটা এক আজব জিনিস। কেনার সাথে সাথে কারও আমেরিকার ভিসা লেগে যায়, কেউ শ্বশুরবাড়ি থেকে এসি গিফট পায়, কারও বাচ্চা হয়ে যায়, কারও এসি কেনার টাকা ম্যানেজ হয়ে যায়... ইত্যাদি।

আপনার যদি আমেরিকা যাবার শখ থাকে, এসি কেনার টাকা না থাকে, শ্বশুরবাড়ি থেকে এসি গিফট নেবার খায়েশ থাকে তবে আপনি এই মালটি কিনুন। আপনার সমস্ত মুশকিল আসান হয়ে যাবে ইনশাল্লাহ।

Mojo  কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের।মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্...
30/04/2024

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে
এটা ভুল ধারণা আমাদের।
মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে, তারপর ওকে লিখতে হবে।
তবেই ১ টাকা তাদের দেশে যাবে।আপনি সারাদিন মোজো খেলেন তাতে কোন লাভ নেই।যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন না ততোক্ষণ পর্যন্ত তাদের একাউন্টে ১ টাকাও জমা হবে না। তাই যারা মোজো খাবেন অবশ্যই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে প্রসেস টা কমপ্লিট করবেন।
সবাইকে জানিয়ে দিতে শেয়ার করে দেন।
Qr code scann✅





Collect post

প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন। AC যাদ...
29/04/2024

প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন।

AC যাদের আছে তাদেরও কিন্তু এসিতে লোডটা অনেক কম পড়বে এই পদ্ধতি ব্যবহার করলে।

কলিচুন + জিঙ্ক অক্সাইড + হোয়াইট সিমেন্ট + ফেবিকল।

পাথুরে চুন পরিমাণমত সারারাত ভিজিয়ে রেখে দিবেন। সিলভারের বালতিতে বা দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে, সেটাতেই পারলে ভিজিয়ে রাখবেন।

পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন। তারপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা/ব্রাশ দিয়ে বিছিয়ে দিতে হবে।

11'*13' একটা রুমের জন্য 5 কেজি পাথুরে চুন + 1.5 কেজি হোয়াইট সিমেন্ট + 1.5 কেজি তরল ফেবিকল (প্যাকেটে যেটা পাওয়া যায়) + 1 কেজি জিঙ্ক অক্সাইড। এতেই যথেষ্ট মোটা আস্তরণ হয়ে যাবে।

তবে এটার লং জিবিটি ২ থেকে ৩ বছর। বর্ষার টানা বৃষ্টি পেলে কিন্তু আস্তরণটা আস্তে আস্তে ধুয়ে যাবে। পরের বছর আবার একই নিয়োমে গরমের শুরুতে দিয়ে নিতে হবে।

** একটা রুমের জন্য মাত্র ৭০০ থেকে ৮০০ টাকার মত খরচ হবে।
** ছাদের কোনো রকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই বেড়ে যাবে।

-------------------------
ইঞ্জি. আবু তালহা
বিল্ডিং ড্রয়িং, ডিজাইন & কন্সট্রাকশন সুপারভিশন
বিএসসি ইঞ্জিনিয়ার, ডুয়েট।
এএমআইই, আইইবি

কালেক্টেড

28/04/2024

Welcome To my New Page. Pleaae, everybody like this..

Address


Alerts

Be the first to know and let us send you an email when Antor Wahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share