27/08/2024
মুশফিক প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ে নিয়মিত, ধর্ম-কর্ম পালন করে ঠিকভাবে। মুশফিকের লেবাস-দাঁড়ি দেখে বা কথায় কথায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা দেখে খুশি হতেই পারেন, সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
সেই মুশফিকই সাকিব আল হাসানের পক্ষে নির্লজ্জ স্টেটমেন্ট দিলেন। আপনি সারা জীবন ধর্ম পালন করেও যেমন জুলুমের পক্ষে থাকতে পারেন, আবার আরেকজন ধর্ম প্র্যাকটিস না করেও মজলুমের পক্ষে থাকতে পারে, জুলুমের বিপক্ষে থাকতে পারে।
এতো ধর্ম ধর্ম করা মানুষটা এতো মানুষ মরে গেছে, তাদের জন্য সে ইভেন দেশ স্বাধীন হওয়ার পরেও স্পষ্ট করে কিছুই লেখেনি। অথচ সাকিবের জন্য সে বিশাল প্যারাগ্রাফ লিখতে দুইদিন সময় নেয় নাই।
তাই আপনাদের বলি, নিয়মিত ধর্ম চর্চা করে তারা নিখাদ ভালো মানুষ এই চিন্তাধারা মাথা থেকে ফেলেন। বরং খারাপ মানুষেরাই নিজের দোষ ঢাকতে ধর্মকে ব্যবহার করে।
Post by Robiul..