News Jagoron BD

  • Home
  • News Jagoron BD

News Jagoron BD This site created for updating the latest technology news and reviewing smartphones. You can see the latest price of smartphones and their update price.
(1)

You can also read gaming news, reviews, and tricks.

• 4টি আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক!!• অধিনায়ক হিসেবে সর্বাধিক জয় (220)!!• বিশ্বকাপে সর্বাধিক জয় (26)!!• চ্যাম্প...
21/12/2022

• 4টি আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক!!
• অধিনায়ক হিসেবে সর্বাধিক জয় (220)!!
• বিশ্বকাপে সর্বাধিক জয় (26)!!
• চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক জয় (12)!!
• অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি জয় (20)!!
• ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রান (15440)!!

তিনি অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসাবে এক দশক ধরে ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছেন।

শুভ জন্মদিন রিকি পন্টিং!!

কদিন আগেও যে ট্রফিটি লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো ছিল, সেটিই এখন বাস্তবতা। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে ট্রফি জেতার চক্র প...
20/12/2022

কদিন আগেও যে ট্রফিটি লিওনেল মেসির জন্য স্বপ্নের মতো ছিল, সেটিই এখন বাস্তবতা। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে ট্রফি জেতার চক্র পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

কাতারে বিশ্বকাপ জিতে মেসি এখন ভাসছেন প্রশংসার বন্যায়। কেউ তাঁকে স্বীকৃতি দিচ্ছেন সর্বকালের সেরার, আবার কেউ বলছেন মেসিকে
মেসির বিশ্বকাপ জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনাও। বার্সা সভাপতির কাছে মেসির বিশ্বকাপ জয় ‘ঐতিহাসিক ন্যায়বিচার’। আর বার্সা কোচ জাভি বললেন, শিরোপাটি তাঁর প্রাপ্য ছিল।
পেয়ে ধন্য হয়েছে বিশ্বকাপ নিজেই।

বাসপ্যারেডের সময় ছাদখোলা বাসে দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি!         আর্জেন্টিনা সময় গভীর রাতে বুয়েনস এইরেসে পৌঁছেছে বিশ্বক...
20/12/2022

বাসপ্যারেডের সময় ছাদখোলা বাসে দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি!



আর্জেন্টিনা সময় গভীর রাতে বুয়েনস এইরেসে পৌঁছেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। সেখান থেকেই লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরা সোজা চলে গেছেন বিমানবন্দর টারমাকে অপেক্ষমাণ ছাদখোলা বাসে। সেই বাসে করেই শহর প্রদক্ষিণ করেছেন তাঁরা। বুয়েনস এইরেসের রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিয়েছেন মেসিরা। কিন্তু বাস প্যারেডের মধ্যেই অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মেসিসহ আর্জেন্টিনার বেশ কয়েক ফুটবলার।

শোয়েব বলেই ফেললেন, 'পাকিস্তানকে শেষ করে দিচ্ছে ভারত'!দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ে ভারতের তেমন কোনো ক্ষতি না হলেও বিপদে পড়...
31/10/2022

শোয়েব বলেই ফেললেন, 'পাকিস্তানকে শেষ করে দিচ্ছে ভারত'!

দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ে ভারতের তেমন কোনো ক্ষতি না হলেও বিপদে পড়ে গেল পাকিস্তান আর বাংলাদেশ। এই দুই দলের জন্যই সেমিফাইনালের লড়াই এখন কঠিন হয়ে গেল। গতকাল রবিবার ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলা চলাকালীন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেই ফেললেন, ভারতের এই পরাজয়ে পাকিস্তান 'শেষ' হয়ে গেল!

পার্থে অনুষ্ঠিত ম্যাচটি ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা যেমন সহজ হত, তেমনই আশা বাড়ত পাকিস্তানেরও। কিন্তু তা হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারত। সূর্যকুমার যাদব একাই লড়াই করে যান। ভারতের একের পর এক ব্যাটার যখন আউট হচ্ছেন সেই সময় শোয়েব একটি ভিডিওবার্তায় বলেন, 'আমি বলেছিলাম পাকিস্তানের জন্য ভারতের জেতা উচিত। এরা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। চার ব্যাটার আউট হয়ে গেল! দেখা যাক কী হয়।'

#নিউজ

গত এপ্রিল মাসে প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কেনার ঘোষণা দেয় টেসলা সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক টুইটার কিনে নি...
28/10/2022

গত এপ্রিল মাসে প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কেনার ঘোষণা দেয় টেসলা সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক টুইটার কিনে নিলেন ছাটাই করলেন এক চতুর্থাংশ কর্মী। টুইটারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে গত ৮ জুলাই টুইটার কেনার চুক্তি থেকে পিছ-পা হন এই শীর্ষ ধনী। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৭ অক্টোবর রাতে ইলন মাস্ক টুইট করে তার টুইটার কেনার তথ্য সবাইকে জানান।...

ইলন মাস্ক টুইটার কিনে নিলেন ছাটাই করলেন এক চতুর্থাংশ কর্মী।

ICC Men's T20 World Cup 2022: Super 12Bangladesh vs South Africa at 9:am  |   |   |   News Jagoron BD
26/10/2022

ICC Men's T20 World Cup 2022: Super 12

Bangladesh vs South Africa at 9:am

| | | News Jagoron BD

তাঁকে ছাড়া বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচ News Jagoron BDহোবার্টের বেলেরিভ ওভালে টচে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।  ২০২২ টি-...
24/10/2022

তাঁকে ছাড়া বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচ News Jagoron BD

হোবার্টের বেলেরিভ ওভালে টচে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের ফল শেষ পর্যন্ত কী হয় কে জানে। তবে এই ম্যাচটা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে একটু অন্য রকমভাবেই লেখা থাকবে। আজই যে প্রথমবার ২০ ওভারের বিশ্বকাপে মুশফিকুর রহিমকে ছাড়াই খেলবে বাংলাদেশ। গত আগস্টে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিকই অবশ্য ব্যাপারটা নিশ্চিত করে দিয়েছিলেন।

২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সাত আসরে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৩৩টি। সবগুলো ম্যাচেই ছিলেন মুশফিক। ২০২১ সালে চোটে না পড়লে মুশফিকের মতো ৩৩টি ম্যাচই হয়তো খেলা হতো সাকিব আল হাসানের। রেকর্ড অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আজ খেলবেন ৩২তম ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ
ম্যাচ খেলোয়াড়
৩৩ মুশফিকুর রহিম
৩২ সাকিব আল হাসান
৩০ মাহমুদউল্লাহ
২৩ মাশরাফি বিন মুর্তজা
২৩ তামিম ইকবাল

#বাংলাদেশ

ভিরাট কোহলির ৮২ (৫৩) রানে ভর করে টি-২০ বিশ্বকাপের শুভসূচনা করল ভারত। News Jagoron BD           #নিউজ
23/10/2022

ভিরাট কোহলির ৮২ (৫৩) রানে ভর করে টি-২০ বিশ্বকাপের শুভসূচনা করল ভারত। News Jagoron BD

#নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময় ছবি দেওয়া বন্ধ করবেন না এই অভিনেত্রী!News Jagoron BD www.newsjagoronbd.comচলতি বছর নারী অ...
23/10/2022

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময় ছবি দেওয়া বন্ধ করবেন না এই অভিনেত্রী!
News Jagoron BD www.newsjagoronbd.com

চলতি বছর নারী অধিকার নিয়ে অনেকবারই সোচ্চার হতে দেখা গেছে মডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাওস্কিকে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনময় ছবি দিয়ে তরুণীদের ‘পথভ্রষ্ট’ করছেন তিনি। অভিযোগ উঠেছে, এমিলির ছবি দেখে অনেক তরুণী তাঁর মতো ‘পারফেক্ট’ শরীর পেতে মরিয়া হয়ে উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে এমিলি জানিয়েছেন, তিনি ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দেওয়া বন্ধ করবেন না।
ইনস্টাগ্রামে নিয়মিতই আবেদনময় ছবি পোস্ট করেন এমিলি। তাঁর ছবি নতুন প্রজন্মকে ভুল বার্তা দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। হারপার বাজার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলি বলেন, ‘কেউ যদি আমার আবেদনময় ছবি দেখে সৌন্দর্যের মান নির্ধারণ করেন, তবে বিষয়টি কঠিন।
এমিলি স্বীকার করেন, তরুণ প্রজন্মের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এড়ানো কঠিন। তবে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দেন, ‘আমি আবেদনময় ছবি পোস্ট না করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি ছবি না দিলে দুনিয়া বদলে যাবে?’

Emily Ratajkowski

স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।News Jagoron BD
22/10/2022

স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
News Jagoron BD

বৃষ্টি মাথায় নিয়ে হোবার্টে বাংলাদেশ দলNews Jagoron BD www.newsjagoronbd.comতাসমান সাগরের পারঘেঁষা বেলেরিভ ওভাল। বেলেরিভ ...
22/10/2022

বৃষ্টি মাথায় নিয়ে হোবার্টে বাংলাদেশ দলNews Jagoron BD
www.newsjagoronbd.com
তাসমান সাগরের পারঘেঁষা বেলেরিভ ওভাল। বেলেরিভ বিচ থেকে ঢিলছোঁড়া দূরত্বের এই স্টেডিয়ামেই নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তবে ২৪ অক্টোবর হতে যাওয়া এই ম্যাচে বাধ সাধতে পারে বৃষ্টি। শনিবারও দিনজুড়ে থেমে থেমে বৃষ্টি হয়েছে।

নেদারল্যান্ডসের পর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

#নিউজ

গত ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসেন বিশ্বের অন্যতম ধনকুবের ও দেশটির শীর্ষ ধর্মীয় নেতা ও প্রধানমন্ত্রী সুলতান হাসানাল বলকিয়...
21/10/2022

গত ১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসেন বিশ্বের অন্যতম ধনকুবের ও দেশটির শীর্ষ ধর্মীয় নেতা ও প্রধানমন্ত্রী সুলতান হাসানাল বলকিয়া। ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়াহ কে বাংলাদেশ থেকে ১৫ টি ছাগল উপহার দেয়া হয়। ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। গত ১৭ অক্টোবর তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশের পক্ষ থেকে ১৫ টি ছাগল উপহার হিসেবে দেয়া হয় ব্রুনাই সুলতানকে।...

ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়াহ কে বাংলাদেশ থেকে ১৫ টি ছাগল উপহার দেয়া হয়। ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়াহ তিন দ...

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে মূল পর্বে আয়ারল্যান্ডNews Jagoron BD www.newsjagoronbd.comপুঁচকে স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হে...
21/10/2022

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে মূল পর্বে আয়ারল্যান্ডNews Jagoron BD
www.newsjagoronbd.com
পুঁচকে স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় পায় দুইবারের চ্যাম্পিয়নরা। শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। এক সময়ের অজেয় উইন্ডিজ দল এবার বিশ্বকাপের মূল পর্বেই উঠতে পারল না।
হোবার্টে আইরিশদের কাছে ৯ উইকেটে হেরেছে নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। ওপেনার পল স্টারলিং ৪৮ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। লরকান টাকার অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৫ রানে। অধিনায়ক অ্যান্ডি বালবিরনি ২৩ বলে ৩৭ রান করেছেন।

তাহলে কী অস্ট্রেলিয়া দলে জায়গা হারাচ্ছেন স্মিথ News Jagoron BD www.newsjagoronbd.comইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নি...
20/10/2022

তাহলে কী অস্ট্রেলিয়া দলে জায়গা হারাচ্ছেন স্মিথ News Jagoron BD
www.newsjagoronbd.com

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে টিম ডেভিডকে নিয়ে টানাটানিতে চোখ কপালে উঠেছিল অনেকের। সিঙ্গাপুরে জন্ম নেওয়া ৬ ফুট ৫ ইঞ্চির এই মিডল অর্ডার ব্যাটারকে শেষ পর্যন্ত আট কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। সিঙ্গাপুরের হয়ে ২০২০ সাল পর্যন্ত খেলা ডেভিড জাতীয়তা বদলে এখন অস্ট্রেলিয়ান। দেশ বদলালেও ব্যাটের ধার আছে আগের মতো।
অস্ট্রেলিয়ার হয়ে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন ২৭ বলে ৫৪ রানের ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ৪২ আর ইংল্যান্ডের সঙ্গে খেলেন ২৩ বলে ৪০ রানের আরো দুটি বিস্ফোরক ইনিংস। মিডল অর্ডারে ডেভিড যেখানে আলো ছড়াচ্ছেন, সেখানে নিষ্প্রভ স্টিভেন স্মিথ। সাবেক এই অধিনায়কের সর্বশেষ চার ইনিংস ৮, ৯, ১৭ ও ৭*। তাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের একাদশে স্মিথ থাকছেন না বলে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
স্মিথের জায়গায় টিম ম্যানেজমেন্টের পছন্দ ডেভিড। বেইল বলেন, ‘আমাদের দলের ১৫ জনেরই অবদান রাখার সুযোগ আছে। মনে হয় না স্মিথের সেই সুযোগ আছে (কিউইদের বিপক্ষে একাদশে)। টিম ডেভিড খুব ভালো খেলছে। তবে বিশ্বকাপের কোনো একপর্যায়ে অবশ্যই খেলবে স্মিথ।’
#নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্তNews Jagoron BD www.newsjagoronbd.comএবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসর...
19/10/2022

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্তNews Jagoron BD
www.newsjagoronbd.com

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে আজ ছিল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু মাঠে নামার সুযোগই পেলেন না সাকিব আল হাসানরা। বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বৃষ্টির শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তাই টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।

#নিউজ

ভেঙে ফেলা হচ্ছে ১৩৩ জনের প্রাণ কেড়ে নেওয়া সেই স্টেডিয়াম!News Jagoron BD www.newsjagoronbd.comচলতি মাসের শুরুতে ফুটবল দর্...
18/10/2022

ভেঙে ফেলা হচ্ছে ১৩৩ জনের প্রাণ কেড়ে নেওয়া সেই স্টেডিয়াম!News Jagoron BD
www.newsjagoronbd.com

চলতি মাসের শুরুতে ফুটবল দর্শকদের মাঝে ভয়াবহ দাঙ্গায় ইন্দোনেশিয়ার কানজুরুজান স্টেডিয়ামে ১৩৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। যা গোটা ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দেয়! ফুটবল ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে লেখা হয়ে যায় সেই স্টেডিয়ামের নাম। তাই স্টেডিয়ামটিকে এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এই কাজে ইন্দোনেশিয়া সরকারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

গত ১ অক্টোবর কানজুরুজান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আরেমা এফসি ও পারসেবায়া সুরায়া ক্লাব। ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয় পারসেবায়া। কিন্তু ২০ বছরের বেশি সময় পর পারসেবায়ার কাছে হারায় আরেমার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করলে হুড়াহুড়ি শুরু হয়। স্টেডিয়ামের বেশির ভাগ গেট বন্ধ থাকায় বের হওয়া সম্ভব ছিল না। দাঙ্গা এবং পদদলিত হয়ে মারা যায় ১৩৩ জন‍!
#নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক আরব আমিরাতের মেইয়াপ্পনের। News Jagoron BDwww.newsjagoronbd.comটি-টোয়েন্টি বিশ্বকা...
18/10/2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক আরব আমিরাতের মেইয়াপ্পনের। News Jagoron BD
www.newsjagoronbd.com
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫তম ওভারে বল করার সময় হ্যাটট্রিক করেছেন তিনি।
মেইয়াপ্পনের করা ওভারের চতুর্থ বলে আউট হন ভানুকা রাজাপক্ষে। পরের বলে চারিত আসালঙ্কাকেও তুলে নেন মেইয়াপ্পন। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকেও তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ফেলেন #মেইয়াপ্পন ।
#ক্রিকেট

প্রথমবারের মত ব্যালন ডি’অর জিতলেন ফরাসি তারকা করিম বেনজেমা। Jagoron BDwww.newsjagoronbd.comরিয়াল মাদ্রিদের ফরাসি তারকা ক...
18/10/2022

প্রথমবারের মত ব্যালন ডি’অর জিতলেন ফরাসি তারকা করিম বেনজেমা। Jagoron BD
www.newsjagoronbd.com
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমার হাতে উঠেছে এবারের ব্যালন ডি'অর। সোমবার রাতে প্যারিসের শ্যাতলে থিয়েটারে বেনজিমার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ফরাসির হাতে উঠল ফ্রান্স ফুটবল সাময়িকীর এই পুরস্কার।
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে সব আলো নিজের করে নিয়েছিলেন বেনজিমা।

পুরস্কার হাতে বেনজেমা বলেছেন, ‘এটা আমাকে গর্বিত করেছে। আমি কখনো হাল ছাড়িনি। আমার জীবনে দুজন আদর্শ জিদান এবং রোনালদো। আমার মধ্যে সব সময় এ স্বপ্ন ছিল যে, সবকিছু সম্ভব। জীবনে এমন সময় এসেছে, যখন আমি ফ্রান্স দলে ছিলাম না। তবে আমি কঠিন পরিশ্রম করেছি এবং কখনো হাল ছাড়িনি।’

ব্যালন ডি’অরকে লম্বা সময় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০১৭-এই এক দশকে আর কাউকে ধারেকাছে ঘেঁষতে দেননি দুজন। ২০১৮ সালে মেসি-রোনালদোর বাইরে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লুকা মদরিচ।
২০০৫ সালের পর এই প্রথম এই তালিকায় জায়গা হয়নি সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির।

Address


Alerts

Be the first to know and let us send you an email when News Jagoron BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share