29/09/2025
আলহামদুলিল্লাহ
এটা ওদের চতুর্থ তম ব্রিড
দীর্ঘ কয়েক মাস পরে আমি ওদের কাছ থেকে বেবি নিব তার কারণ তৃতীয় ব্রিডে ওরা চারটা ডিম দিয়েছিল বাচ্চাগুলো ফুটেছিল কিন্তু বাচ্চাগুলোকে বাঁচাতে পারি নাই সবগুলো বাচ্চার মরে গিয়েছিল তো এজন্য আমি মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছি রেস্টে দিয়েছিলাম তারপরে আমি এতদিন পরে ওদেরকে আবার বক্স দিয়ে দিয়েছি ওরা তিনটা ডিম দিয়েছে 24,26,28 তারিখ আর কয়টা ডিম দেয় দেখা যাক ডিমগুলো কি হয় সেটাও দেখা যাক🥰🤩