Tamanna Akther

  • Home
  • Tamanna Akther

Tamanna Akther Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamanna Akther, Digital creator, .

সাবধান....✋___অপরিচিত কেউ কিছু দিলে খাবেন না....😐ㅤㅤㅤㅤআমার জন্য নিয়ে আসবেন....😋😁🫣
15/05/2024

সাবধান....✋
___অপরিচিত কেউ কিছু দিলে খাবেন না....😐
ㅤㅤㅤㅤআমার জন্য নিয়ে আসবেন....😋😁🫣

- লবণ খেলে চর্বি বাড়ে,শসা খেলে চর্বি কমে.!- আর বাঙালি লবণ দিয়ে শসা খায়.!🐸
13/05/2024

- লবণ খেলে চর্বি বাড়ে,
শসা খেলে চর্বি কমে.!
- আর বাঙালি
লবণ দিয়ে শসা খায়.!🐸

২০১৪ সালে স্কুলের ক্লাস ক্যাপ্টেন ছিলাম, যা এখনকার এমপির সমান!🙂
10/05/2024

২০১৪ সালে স্কুলের ক্লাস
ক্যাপ্টেন ছিলাম,
যা এখনকার এমপির সমান!🙂

- ক্লাসমেট দের কারো বিয়ে হয়ে গেছে,কারো- বাচ্চাও আছে দুই একটা,আর আমি এখনো কার্টুন দেখে দেখে ভাত খাই🙂
08/05/2024

- ক্লাসমেট দের কারো বিয়ে হয়ে গেছে,কারো
- বাচ্চাও আছে দুই একটা
,আর আমি এখনো
কার্টুন দেখে দেখে ভাত খাই🙂

- প্রচুর "মাথা-ব্যথা" করছিলাে;তারপর একটা fake id খুলে নিজেইনিজেকে "Message" দিলাম।"Babu ummah"এখন অনেকটা "সুস্থ" বােধ কর...
08/05/2024

- প্রচুর "মাথা-ব্যথা" করছিলাে;
তারপর একটা fake id খুলে নিজেই
নিজেকে "Message" দিলাম।
"Babu ummah"
এখন অনেকটা "সুস্থ" বােধ করছি।🥲

🤪আজ গরীব বলে ঘুমাই। বড়লোক হলে অজ্ঞান হইয়া পইড়া থাকতাম।😜
08/05/2024

🤪আজ গরীব বলে ঘুমাই।
বড়লোক হলে অজ্ঞান হইয়া পইড়া থাকতাম।😜

কুকুর দেখলে বিড়াল পালায়?বিড়াল দেখলে ইঁদুর পালায়?ইদুর দেখলে তেলাপোকা পালায়?এখন প্রশ্ন হচ্ছে তেলাপোকা দেখলে কারা পালা...
07/05/2024

কুকুর দেখলে বিড়াল পালায়?
বিড়াল দেখলে ইঁদুর পালায়?
ইদুর দেখলে তেলাপোকা পালায়?
এখন প্রশ্ন হচ্ছে তেলাপোকা দেখলে কারা পালায়?

আচ্ছা bank এ যদি আমি একটা Bf রাখি ২বছর পর সুদে আসলে আমাকে কইটা Bf দিবে।🤭
07/05/2024

আচ্ছা bank এ যদি আমি একটা Bf রাখি
২বছর পর সুদে আসলে আমাকে কইটা Bf দিবে।🤭

🦋🥀 নারীকে কখনো শূর্ণতা উপহার দিওনা!!★🌺🌸💠‼️কারন সে পূর্ণতা ঠিক  একদিন খুঁজে নেবে 💝    🦋🥀🌺🌸 তখন তাঁকে ছলনাময়ী বলনা💠‼️💝🌻
06/05/2024

🦋🥀 নারীকে কখনো শূর্ণতা উপহার দিওনা!!★
🌺🌸💠‼️কারন সে পূর্ণতা ঠিক একদিন খুঁজে নেবে 💝
🦋🥀🌺🌸 তখন তাঁকে ছলনাময়ী বলনা💠‼️💝🌻

"আমি জাঁনিঁ তোঁমাঁকেঁ      আঁমাঁর বাঁড়িঁরঁ    কেঁউঁ পঁছঁন্দঁ কঁরেঁ  নাঁ"🙁🙁   "কিঁন্তুঁ""যঁতঁদিঁনঁ আঁমিঁ আঁছিঁ🙋‍♀️🙋‍♀️   ...
06/05/2024

"আমি জাঁনিঁ তোঁমাঁকেঁ

আঁমাঁর বাঁড়িঁরঁ

কেঁউঁ পঁছঁন্দঁ কঁরেঁ নাঁ"🙁🙁

"কিঁন্তুঁ"

"যঁতঁদিঁনঁ আঁমিঁ আঁছিঁ🙋‍♀️🙋‍♀️

তঁতোঁদিঁনঁ তোঁমাঁরঁ জঁন্যঁ

আঁমিঁ লঁড়েঁ যাঁবোঁ"😘😘

"Dear মোবাইল"

তুঁমিঁ শুঁধুঁইঁ আঁমাঁরঁ...! 🐸🤣🤣

মায়া

বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয়না আর মায়ের চেয়ে বেশি যত্নশীল নারী হয় না!❤️‍🩹
05/05/2024

বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয়না আর মায়ের চেয়ে বেশি যত্নশীল নারী হয় না!❤️‍🩹

বিয়ের ১২ বছর পর স্টোক করে স্বামীর মৃ"ত্যু।সন্তানের বয়স তখন ৮।চরম বিপাকে পড়ে গেলাম।এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? একান্...
05/05/2024

বিয়ের ১২ বছর পর স্টোক করে স্বামীর মৃ"ত্যু।সন্তানের বয়স তখন ৮।চরম বিপাকে পড়ে গেলাম।এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে?

একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছিল।ছোট দুই দেবরকে নিজের ছেলের মতো যত্ন করে বড় করেছি।

বুঝতে বাকি রইলো না আমার জীবনের কালো অধ্যায় খুলে গেছে।সংসারে থাকতে দিবে এমন আশা কখনোই মনে ছিলো না।ভেবেছিলাম সংসারেও আমার আর ঠাঁই হবে না।

স্বামী মা"রা যাওয়ার পর দেবররা সবাই বাবার জমিজমা ভাগ করে নিলো।আমায় আশ্চর্য্য করে দিয়ে দেবররা বললো

" বউদি,তুমি আমাদের কাছে মায়ের মতো।ছোট থেকে আদর,যত্ন করে বড় করেছো।আমাদের প্রত্যেকের জমির থেকে দু-শতাংশ করে জমি তোমায় দিতে চাই।এটা ঋণ পরিশোধ নয়,তোমার প্রতি আমাদের সম্মানবোধ থেকেই দিবো।আর খোকার পড়ালেখার খরচ যতটা সম্ভব আমরা ভাইরা মিলে সামাল দিবো "

এতটুকুই বা ক'জন করে?গর্বে,ভালোবাসায় এবং শ্রদ্ধায় আমার চোখ ভিজে উঠলো।ভালোবেসে পরম যত্নে যাদের বড় করেছি তারা বেইমানি করেনি।

💀💀ভয়ঙ্কর ভুতের গল্প💀💀 ঘটনা এখন থেকে 300 বছর আগের এবং এই ঘটনা নিয়ে গ্রামে এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়েছিল।তো প্রতিদিনের ...
04/05/2024

💀💀ভয়ঙ্কর ভুতের গল্প💀💀
ঘটনা এখন থেকে 300 বছর আগের এবং এই ঘটনা নিয়ে গ্রামে এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়েছিল।তো প্রতিদিনের মতো স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে। অনেক রাত হয়ে গেছে এখনো তার স্বামী আসছে না। দরজায় বেল পড়ল । সে ভাবল তার স্বামী এসেছে। কিছু না ভেবে দরজা খুলে ফেলল এবং গেট খুলে দেখে সত্যি তার স্বামী এসেছে।তো মহিলাটা বলতেছে তুমি হাত মুখ ধুয়ে আসো আমি তোমার খাবার দিচ্ছি কিন্তু তার স্বামী কোনো কথা বলে না।তো মহিলাটা ভাবে হয়তো সে ক্লান্ত তাই কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্বামী আসে তো তার শাশুড়ি আম্মা বলে তুমি এখন তো রাতে কে এসেছে। তারপর তারা জলদি করে ওই রুমের মধ্যে যায় এবং রুমের মধ্যে গিয়ে কাউকে তারা দেখতে পায় না এবং দেখে টেবিলের ওপর কিছু হাড্ডি পড়ে আছে। তাদের আর কিছু বুঝতে বাকি রইল না যে তার স্ত্রী কে খেয়ে গেছে।💀💀
Tamanna Akther

⊱༅༎চুপি চুপি  প্রেম😍 ⊱༅༎ ⊱༅༎ ◥⃧⃜ؖؖؖؖ⃝ࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩ .এসে ছিল রুমে◥⃧⃜ؖؖؖؖ⃝ࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩ . ┏╮/╱ 🌺╰🌻•••⊰❂⊱ ╱/ ╰┛  --🥀জানালা দিয়ে...
03/05/2024

⊱༅༎চুপি চুপি প্রেম😍 ⊱༅༎ ⊱༅༎

◥⃧⃜ؖؖؖؖ⃝ࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩ .এসে ছিল রুমে◥⃧⃜ؖؖؖؖ⃝ࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩࣩ .

┏╮/╱ 🌺
╰🌻•••⊰❂⊱
╱/ ╰┛ --🥀জানালা দিয়ে
পালিয়ে😐গেছে😔
🦋⃝❖"❥ আমি ছিলাম ঘুমে┼─༊🙈🙈🤣🤣

আমার বয়স যখন মাত্র ষোল বছর। তখন বিয়েকরি এক ১৩ বছরের মেয়েকে।বাবা মার ইচ্ছেতেই বিয়ে হয়েছিলআমাদের।নিজেই লুঙ্গি সামলে রাখতে ...
03/05/2024

আমার বয়স যখন মাত্র ষোল বছর। তখন বিয়ে
করি এক ১৩ বছরের মেয়েকে।
বাবা মার ইচ্ছেতেই বিয়ে হয়েছিল
আমাদের।
নিজেই লুঙ্গি সামলে রাখতে পারতামনা,
রাতে ঘুমুলে গিট্টু দিতাম। অথচ সেই আমি
তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি
পরিয়ে দিতে।
নিজেই পেতামনা পকেট খরচের টাকা,অথচ
বউয়ের জন্য আচার কিনতে হত।
খুব সুন্দর ছিলো দিনগুলি। ভালবাসা যেন
অজান্তেই তৈরি হয়েগেল মনের ভিতর। প্রথম
কেউ বলতে সেই ছিল আমার জীবনে।
সে ছিল খুব ছোট, হাসত খেলত। বাবা মা তার
কান্ড দেখে হাসতেন।
আমিও হাসতাম এইভেবে যে এটাই আমার বউ।
ছোট্ট মিষ্টি সোনা বউ। সারাদিন
হৈহুল্লোড়ে
থেকে যখন রাতে সে বলত মাথা ব্যাথা
করছে,মাথা টিপে দিতাম। পা দুটোও টিপে
দিতাম। আমার বউতো, আমিই তো তার সব।
আজ অবুজ কালতো বুঝবেই।
তখন আরোবেশি ভালবাসবে আমাকে।
দিন যেতে থাকলো। বউয়ের বয়স যখন
সতের, এখন আর সে হাসেনা খেলেনা। এখন
অনেক কিছুই বোঝে সে।শ্বশুর বাড়িতে
গেলে একাকি থাকতাম আমি।
সে আমায় বলত, তুমি আমার সাথে
বেড়ুবেনা,আমার লজ্জা করে।
কিছু বলতামনা, কষ্ট লুকিয়ে রাখতাম।
আসার সময় বায়না ধরত তাকে রেখে যেতে।
রেখে আসতাম। বাড়ি এসে প্রতিদিন ফোন
করতাম তাকে। প্রতিটা কলই ওয়েটিং থাকত।
মেসেজ গুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর
মেসেজ করতামনা। তিনমাস পর যখন
শ্বশুরবাড়ি যেতাম বউয়ের
প্রথমবাক্য ছিলো তিনদিন থেকে চলে যাবে।
রাতের আধারে চুপিচুপি তার ফোনটা অন
করে
দেখতাম প্রতি মিনিটে কারো প্রেমময়
মেসেজে চাপা পরেছে আমার মেসেজগুলো।
কষ্ট পেতে থাকলাম আমি। সবাইকে বলে
শাসন
করাহল তাকে।সেই থেকেই শুরু।
তারপর আমার বউয়ের বয়স যখন উনিশ,আমার
বয়স তখন বাইশ। একটা মেয়ে এল কোলজুড়ে।
আনন্দের সীমা ছিলনা আমার, আমার
পরিবারের। তারপর মেয়ের বয়স যখন মাত্র
ছমাস। আধো আধো দুএকটা শব্দে ডাকে
আমার মেয়ে। যখনি বাবা
বলে ডাকদিত কলিজা যেন ঠান্ডা হয়েযেত
আমার। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত।
তখনো ফোনে কথা বলত বুঝতাম।আমার প্রতি
দুর্ব্যবহারই সেটা প্রমাণ করেদিত। কিন্তু
মেয়ের কথাভেবে কিছু বলতামনা।
তারপর এলো সেদিন, যেদিন আমি
কেঁদেছিলাম। স্বামী হয়ে তার দুটো পা
জড়িয়ে ধরেছিলাম। ভিক্ষে চেয়েছিলাম
মেয়ের মা ডাকার অধিকার। কিন্তু সে
আমাকে ত্যাগ করে চলেগেল। ৩ টা ৩৮
মিনিটে সই করলাম ডিভোর্স পেপারে। সে
নতুন ভালবাসার মানুষকে নিয়ে চলে গেল
অনেক দুরে। মা হারা হল আমার মেয়েটা।
আমার মেয়ের বয়স যখন দশ বছর। নিজ হাতে
তাকে আমি শাড়ি পরাতাম।

03/05/2024

🥀ভালোবাসা সুন্দর 🥀
🥀যদি মানুষটা🥀
🥀 সঠিক হয়🥀

আমি রাগ করেও দেখেছি ________☺️ চুপ করেও দেখেছি ______________🤐🙄শান্তি শুধু তেরামি করাতেই _____________!!😒
03/05/2024

আমি রাগ করেও দেখেছি ________☺️

চুপ করেও দেখেছি ______________🤐🙄

শান্তি শুধু তেরামি করাতেই _____________!!😒

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share