আমজনতার মঞ্চ

  • Home
  • আমজনতার মঞ্চ

আমজনতার মঞ্চ ডিজিটাল ঐ দৈত্য দানব সামাল দেরে সামলা
কলম সৈনিক রুখতে আর করবি কত হামলা।

25/01/2024

নিজের লড়াইটা একাই লড়তে হয়।
ক্রেডিট: Ekattor

22/01/2024

ভারতের সরকার আম্লীকের সবাইকে এক করে খাটে শুইয়ে যা খুশি তা করুক,আমদের কিচ্ছু যায় আসে না,কিন্ত আমাদের সাধারন মানুষের নাগরিক অধিকার নিয়া খেলতে দেওয়া হবে না।

21/01/2024

চারিদিকে একটা আওয়াজ তুলুন,
বয়কট ইন্ডিয়া
#ভারতখেদাও

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য স্যার এর ভারতীয় পণ্য বয়কটের আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করছি। সকলপ্রকার বিতর্কে...
21/01/2024

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য স্যার এর ভারতীয় পণ্য বয়কটের আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করছি। সকলপ্রকার বিতর্কের ঊর্ধ্বে সত্য এটাই― গেরুয়া বাহিনী আমাদের আজন্ম শত্রু।

সুতরাং এদের পণ্যের উপর সর্বাত্মক বয়কট আরোপিত হওয়া সময়ের সেরা দাবি।

সবাই শেয়ার করুন, কপি করুন।

#ভারতখেদাও



দেশের স্বার্থে কপি করুন।

06/01/2024

আহারে সংবাদ মাধ্যম !

এমন গনমাধ্যমক কে কু**য় সুধে দেউক😡

১. দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু (জেপি) নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন।

২. দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনে অংশগ্রহন করছেন।

৩. দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম (জাতীয় পার্টি-জাপা)

৪. ইন্ডিপেনডেন্ট টিভির মালিক সালমান এফ রহমান (নৌকা প্রতীক)

৫. আরটিভি ও বেঙ্হল গ্রুপের মালিক মোর্শেদ আলম (নৌকা প্রতীক)

৬. বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ (নৌকা প্রতীক)

৭. দৈনিক সংবাদের আলতামাস কবীর (স্বতন্ত্র প্রার্থী)

৮. সময় টিভির এডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্য মন্ত্রী (নৌকা প্রতীক)

৯. দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজের মালিক সাবের হোসেন চৌধুরী (নৌকা প্রতীক)

১০. কালবেলার মালিক নজরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)

১১.গাজী টিভি ও অনলাইন সারা বাংলার মালিক গোলাম দস্তগীর (নৌকা প্রতীক)

১২. মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (নৌকা প্রতীক)

১৩. দৈনিক ও অনলাইন ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন (স্বতন্ত্র প্রার্থী)

এর বাইরে বসুন্ধরা গ্রুপের মালিকাধীন কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত নঈম নিজাম কুমিল্লা থেকে নৌকার দলীয় মনোনয়ন তুলেছিলেন। কিন্তু পাননি।

এছাড়াও আরো কিছু মিডিয়া ক্ষমতাসীন দলের বিভিন্নস্তরের নেতাদের মালিকাধীন।

উপরোক্ত তালিকার বাইরেও কিছু প্রতিষ্ঠানের মালিক সরাসরি এবারের ডামি এবং সিলেকশনের নির্বাচনে অংশগ্রহণ করছেন। সাজানো পাতানো ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের কারণে বস্তুনিষ্ঠ তথ্য কোনভাবেই সংশ্লিষ্ট গণমাধ্যমে আসবে না। ডামি নির্বাচনে সংশ্লিষ্ট মিডিয়া হাউজে ডামি সাংবাদিকতাই হবে।

মিডিয়ার পচন ধরেছে। সাংবাদিকরা সমাজের দর্পন। সেই দর্পনই অবৈধ সরকারের রেজিমভুক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ডামি নির্বাচনে ভাগবাটোয়ার ক্ষেত্রে তারাও পিছিয়ে নেই। যে কোন জাতির জন্য এটি দুর্ভাগ্য ছাড়া কিছুই হতে পারে না।

Address


Website

http://allinonebyusblogepost.com/, http://allinonebyusblogepost.com/

Alerts

Be the first to know and let us send you an email when আমজনতার মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share