17/10/2018
৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি #বিভিন্নধরণের রাষ্ট্র সম্পর্কে আলোচনা। আশা করি সকল কনফিশন দূর হবে।১. ইন্দোচিন: ৩টি। কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসইন্দোনেশিয়া ও চিনের মধ্যে ইন্দোচিন দ্বীপ ছিলো যেগুলো ভেঙ্গে এই ইন্দোচিন রাষ্ট্রগুলো গঠিত হয়। এই তিনটি রাষ্ট্র ফ্রান্সের উপনিবেশ ছিল। ইন্দোচিন - নামটি তাদের দেয়া। এরা বৌদ্ধ রাষ্ট্র।২. বাল্টিক রাষ্ট্র: ৩টি। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া।(বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি বব লুই আইকেন এর জন্মস্থান - এস্তোনিয়া) এই তিন রাষ্ট্র বাল্টিক সাগরের তীরে অবস্থিত।৩. স্ক্যনডিনেভিয়ান রাষ্ট্র: ৫টি। (নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড)(স্ক্যান্ডিনেভিয়া রাশিয়ান শব্দ - দ্বীপ এলাকা।)৪. কল্যাণকর রাষ্ট্র: ৭টি। স্ক্যান্ডিনেভিয়ান(৫টি) + সুইজারল্যান্ড + কানাডা(মানব উন্নয়নসূচকে এদের অবস্থান শীর্ষে। এরা দরিদ্র বিশ্বকে বিনা শর্তে Aid, Grazd প্রদান করে)৫. ককেশাস অঞ্চল: ৪টি। ইংগোশেটিয়া, ওশেটিয়া,দাগসথান, চেচনিয়া(কাসপিয়ান সাগর ও কৃষ্ণসাগরের মাঝে অবস্থিত রাশিয়ার চারটি মুসলিম প্রদেশ)৬. চেকোস্লোভাকিয়াফেডারেশন: ২টি। চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া(সাবেক চেকোস্লোভাকিয়াফেডারেশন ভেঙে ২টি রাষ্ট্র হয়।)৭. যুগোস্লাভিয়া ফেডারেশন: ৭টি দেশ। মন্টিনেগ্রো, সার্বিয়া, বসনিয়া হার্জেগেবিনা, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, কসোবো, মেসিডোনিয়া(গ্রীকবীর আলেকজান্ডার এর জন্মস্থান)(সাবেক যুগোস্লোভিয়া ফেডারেশন ভেঙে ৭টি দেশ হয়)৮. ছিদ্রায়িত রাষ্ট্র: ২টি। ইতালি, দক্ষিণ আফ্রিকাইতালি- ভ্যটিক্যান সিটি, সানম্যরিনোদক্ষিণ আফ্রিকা- লেসোথ, সোয়াজিল্যান্ড৯. উত্তর আমেরিকা অঞ্চল- ৩টি দেশ(কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র) # Golam morshed #১০. আরব উপদ্বীপ রাষ্ট্র: ৭টি। সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত১১. পারস্য উপসাগরীয় দেশ- ২টি। ইরাক, ইরান১২. দূরপ্রাচ্য দেশ: ৫টি স্বাধীন রাষ্ট্র ও একটি স্বায়ত্তশাসীত অঞ্চল নিয়ে গঠিত। চিন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান( স্বায়ত্তশাসিত)১৩. সোভিয়াত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়- ১৫টি।১৪. বলকান রাষ্ট্র- ১৪টি।১৫. CIS ভুক্ত দেশশ- ১১টি।