Psc / Jsc / Ssc / Hsc Exam Suggestions 2018-2019

  • Home
  • Psc / Jsc / Ssc / Hsc Exam Suggestions 2018-2019

Psc / Jsc / Ssc / Hsc Exam Suggestions 2018-2019 100% common পাবেন।page টি টে like দিয়ে active থাকুন।
ধন?

কার কোন বিষয়ের সাজেশন লাগবে কমেন্ট করে জানাও............
17/10/2018

কার কোন বিষয়ের সাজেশন লাগবে কমেন্ট করে জানাও............

17/10/2018

গণিতের শর্টকাট টেকনিক (সকল অধ্যায়)সকল পরিক্ষায় আসার মতো উপযোগী প্রশ্ন।—————————————–.গণিত আসলে পানির মত সোজা, বিশ্বাস না হলে দেখুনপ্রতিটি অধ্যায়ের শর্টকাট টেকনিকগুলো।.১।মৌলিক সংখ্যা নির্ণয়.১-১০০ পর্যন্ত মৌলিকসংখ্যা ২৫ টি।কিভাবে মনে রাখবেন? Justrememberas a phone number or your accountnumber:44 22 322 321(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩,৫,৭(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১,১৩, ১৭,১৯(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩,২৯(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১,৩৭(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১,৪৩, ৪৭(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩,৫৯(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১,৬৭(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১,৭৩, ৭৯(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩,৮৯(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭মোট ২৫ টি।—————-11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটিকরে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]এবংa=x^2b=2xyc=y^2এবার 11 &25 বর্গ করি৷(11)^2=(1^2)(2.1.1)(1^2)=(1)(2)(1)=121আবার(25)^2=(2^2)(2.2.5)(5^2)=(4)(20)(25)=(4)(20+2)5=(4)(22)5=(4+2)25=625২। লাভ -ক্ষতি.টপিকস : লাভ -ক্ষতি:আেইটেম -১.একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়।বিক্রয় মূল্য ….. টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।.উদা: একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়।বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্যনির্ণয় করতে হবে।.টেকনিক :ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরাহারদুটির যোগফল).অঙ্কটির সমাধান:ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)=৪৫০০/১৫=৩০০ (উত্তর). .নিজে নিজে করুন১। একটি কলম ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য৩০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতেহবে। (২০০)২। একটি কম্পিউটার২০ % ক্ষতিতে বিক্রয় করা হয়।বিক্রয় মূল্য ১৫০০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্যনির্ণয় করতে হবে।(৬০০০)============আইটেম :-২-কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায়দ্রব্যটি৬০০০ টাকা পূর্ব অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১কুইন্টাল এর বর্তমান মূল্য কত?–টেকনিক :বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়াথাকবে/ কম-বেশি সংখ্যার পরিমাণ}x যত পরিমাণেরমূল্য বাহির করতে বলা হবে।.উদাহরণটির সমাধান:বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১=৭২০ টাকা । (উত্তর).নিজে করুন:৩। কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৩০% কমে যাওয়ায় দ্রব্যটি৬০০০ টাকায় পূর্ব অপেক্ষা ৬ কুইন্টাল বেশি পাওয়া যায়।১ ০কুইন্টাল এর বর্তমান মূল্য কত? (উত্তর: ৩০০০০টাকা).৪। কলার মূল্য নির্দিষ্ট ২৫% কমে যাওয়ায় দ্রব্যটি ১০০টাকায় পূর্ব অপেক্ষা ২৫ টি বেশি পাওয়া যায়। ৩ হালিকলার বর্তমান মূল্য কত?( উত্তর:১২)অঙ্কের ধরণ:টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেইটাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরালাভ-ক্ষতির হার নির্ণয় করতে হবে ।.টেকনিক:লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা.উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলেশতকরা লাভ কত?(২৬তম বিসিএস)টেকনিক:লাভ= ১০০/ বিক্রির সংখ্যা=১০০/২=৫০% (উত্তর).নিজে করুন:১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলেশতকরা লাভ কত?২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলেশতকরা লাভ কত?৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলেশতকরা ক্ষতি কত?৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলেশতকরা লাভ কত? # 1_টেকনিক :::দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়– # দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোটমূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে) # উদাহরণঃচালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১কুইন্টাল চালের দাম কত? # সমাধানঃদ্রব্যেরবর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)= ৭২০ টাকা(উঃ). # 2_টেকনিক :::::মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে– # হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০ # উদাহরণঃচিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার২০%বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বেবা কমবে? # সমাধানঃহ্রাসের হার = (২০ X ২০)÷১০০= ৪%(উঃ). # 3_টেকনিক ;::::::পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলেমূল্যের শতকরা হ্রাস বের করতে হলে – # শতকরা_মূল্য_হ্রাস=(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা) # উদাহরণঃমাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫হলে তারমাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? # সমাধানঃশতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)=২৫%(উঃ)টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহারশতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?টেকনিকঃকমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায়প্লাস ব্যাবহার হয়েছে)এখানে r = 40%Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%টাইপ ২ঃ (যদি দাম কমে)চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহারশতকরা কত বাড়ালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?টেকনিকঃবাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায়মাইনাস ব্যাবহার হয়েছে)এখানে r = 40%Answer = (100 × 40)/(100- 40) = 66.66%টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুককমুক যে টাইপ সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করেউত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া থাকলে উত্তর হবে ২০% )Example 1: চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালেরব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিতথাকবে?উত্তরঃ 20%যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%Example 2: চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালেরব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিতথাকবে?উত্তরঃ 25%৩। সুদ কষা.১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুনহবে?২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরেআসলের দ্বিগুন হবে?টেকনিক:যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুনকরে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বেরহবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হারবের হবে।অর্থাত্ সূত্রটিrxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )..এখন ১নং অঙ্কটি করিদেওয়া আছে t=২৫, n =৩ ; r=?r= {(n-1)x100}/t={(৩-১)x১০০}২৫={২x১০০}২৫=২০০/২৫=৮ % (উত্তর).———-২নং অঙ্কটি করিদেওয়া আছে t=?, n =২ ; r=২০t= {(n-1)x100}/r={(২-১)x১০০}/২০=১০০/২০=৫ বছর============নিজে করুন :১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুনহবে?২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুনহবে?৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরেআসলের ৩গুন হবে?৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরেআসলের ৪গুন হবে?সূত্রঃ ১যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়াথাকবে তখনসুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০প্রশ্নঃ ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরেরসুদ কত?সমাধানঃসুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০= ১১৪ টাকাসূত্রঃ ২যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)প্রশ্নঃ ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকাহবে?সমাধানঃসময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)= ৪ বছরসূত্রঃ ৩যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কতবছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?সমাধানঃসময় = (২– ১) /১০ x ১০০= ১০ বছরসূত্রঃ ৪যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখনসুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনমূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?সমাধানঃসুদের হার = (৩ – ১) / ৮ x ১০০= ২৫%সূত্রঃ ৫যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখনসুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০টাকার সুদ ১৪০ টাকা হবে?সমাধানঃসুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫)= ৭ টাকা—————————-চক্রবৃদ্ধি সুদ নির্ণয়———————টেকনিক:যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগকরুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলেরসাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটামোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়াযাবে।উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধিসুদ কত?.উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবংহারকে বর্গ করে ১০০দিয়ে ভাগ দিন। তারপর হারেরযোগফলের সাথে ভাগফল যোগ করুনব্যাস হয়ে গেল।(১২+ ১২) = ২৪ + ১.৪৪ =২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬চক্রবৃদ্ধি সুদ।৪। শতকরামাত্র ৬/৭ সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তারজন্য নিচের টেকনিকটি দেখুন-————1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক সেকেন্ডেএর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল30 এবং 50। এখানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ আছে।যদিউভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয়সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যেসংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়েযাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বেরহয়ে যাবে।2. 40% of 60= 24 (4*6=24)3. 20% of 190= 38 (2*19=38)4. 80% of 40= 32 (8*4=32)5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা‘শুন্য’।তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর যেসংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগেএকটা ‘দশমিক’ বসিয়ে দেব।বাকী কাজটা আগের মতই।6. 25% of 44=11 (2.5*4.4=11)7. 245% of 245=600.25 (24.5*24.5=600.25)8. ১২৫ এর ২০% কত? =২৫ (১২.৫*২=২৫)9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)10. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)————————————প্রশ্নের ধরণ: অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটিবৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার /উভয়টি হ্রাসহার । বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণবের কর।.উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ওপ্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কতপরিবর্তন হবে?টেকনিক :ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd% )/100}= ২০+(-১০) + {(২০x-১০)/১০০}=১০+{-২০০/১০০}=১

17/10/2018

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি #বিভিন্নধরণের রাষ্ট্র সম্পর্কে আলোচনা। আশা করি সকল কনফিশন দূর হবে।১. ইন্দোচিন: ৩টি। কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসইন্দোনেশিয়া ও চিনের মধ্যে ইন্দোচিন দ্বীপ ছিলো যেগুলো ভেঙ্গে এই ইন্দোচিন রাষ্ট্রগুলো গঠিত হয়। এই তিনটি রাষ্ট্র ফ্রান্সের উপনিবেশ ছিল। ইন্দোচিন - নামটি তাদের দেয়া। এরা বৌদ্ধ রাষ্ট্র।২. বাল্টিক রাষ্ট্র: ৩টি। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া।(বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি বব লুই আইকেন এর জন্মস্থান - এস্তোনিয়া) এই তিন রাষ্ট্র বাল্টিক সাগরের তীরে অবস্থিত।৩. স্ক্যনডিনেভিয়ান রাষ্ট্র: ৫টি। (নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড)(স্ক্যান্ডিনেভিয়া রাশিয়ান শব্দ - দ্বীপ এলাকা।)৪. কল্যাণকর রাষ্ট্র: ৭টি। স্ক্যান্ডিনেভিয়ান(৫টি) + সুইজারল্যান্ড + কানাডা(মানব উন্নয়নসূচকে এদের অবস্থান শীর্ষে। এরা দরিদ্র বিশ্বকে বিনা শর্তে Aid, Grazd প্রদান করে)৫. ককেশাস অঞ্চল: ৪টি। ইংগোশেটিয়া, ওশেটিয়া,দাগসথান, চেচনিয়া(কাসপিয়ান সাগর ও কৃষ্ণসাগরের মাঝে অবস্থিত রাশিয়ার চারটি মুসলিম প্রদেশ)৬. চেকোস্লোভাকিয়াফেডারেশন: ২টি। চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া(সাবেক চেকোস্লোভাকিয়াফেডারেশন ভেঙে ২টি রাষ্ট্র হয়।)৭. যুগোস্লাভিয়া ফেডারেশন: ৭টি দেশ। মন্টিনেগ্রো, সার্বিয়া, বসনিয়া হার্জেগেবিনা, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, কসোবো, মেসিডোনিয়া(গ্রীকবীর আলেকজান্ডার এর জন্মস্থান)(সাবেক যুগোস্লোভিয়া ফেডারেশন ভেঙে ৭টি দেশ হয়)৮. ছিদ্রায়িত রাষ্ট্র: ২টি। ইতালি, দক্ষিণ আফ্রিকাইতালি- ভ্যটিক্যান সিটি, সানম্যরিনোদক্ষিণ আফ্রিকা- লেসোথ, সোয়াজিল্যান্ড৯. উত্তর আমেরিকা অঞ্চল- ৩টি দেশ(কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র) # Golam morshed #১০. আরব উপদ্বীপ রাষ্ট্র: ৭টি। সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত১১. পারস্য উপসাগরীয় দেশ- ২টি। ইরাক, ইরান১২. দূরপ্রাচ্য দেশ: ৫টি স্বাধীন রাষ্ট্র ও একটি স্বায়ত্তশাসীত অঞ্চল নিয়ে গঠিত। চিন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান( স্বায়ত্তশাসিত)১৩. সোভিয়াত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়- ১৫টি।১৪. বলকান রাষ্ট্র- ১৪টি।১৫. CIS ভুক্ত দেশশ- ১১টি।

05/02/2018

এসএসসি ইংরেজী দ্বিতীয় পত্র সাজেশন
সবাই পোস্টি শেয়ার করুন....?

★Part-B★

CV with Cover letter:

1. For a Computer Operator
2. For a Personal Assistant
3. For a Teacher in English
4. For an Assistant marketing
Manager
5. For an Office Executive
6. For the position of a Journalist
7. For the position of receptionist
8. For the post of an Auditor
9. For the Post of a clerk
10. For the position of a tutor

Formal Letter:

1.***Testimonial
2.*** Sinking a deep tube well
3.***Setting up a debating club.
4.***Setting up a canteen
5.***Common room facilities
6. ***Seat in the School hoste
7.***Relief goods and Medical
Sides.
8. ***Study Tour/Excursion
9.***Application for TC
10. **Morning School
11. **For repairing the direction
a bridge.
12. **For Full free studentship

Paragraph:

1. ***Traffic Jam
2. ***National Flag
3. **A good teacher
4. **Rickshaw puller
5. **Mobile Phone
6. **Deforestation
7. ***A Rainy Day
8. ***Road Accident
9. ***A Street hawker/beggar
10. **Early Rising
11. ***School Magazine
12. ***A Farmer/ A day laborer
13. **A Railway Station/A Bus
Stand
14. *Village Doctor
15. **A moon lit night
16.** A winter morning

Composition Writing:

***Computer
***The Season You Like Most
***Importance of Reading
Newspaper
***Physical Exercise
***Population Problem in
Bangladesh
***Student Life
***Modern Science
**Discipline
***Your Aim in Life
**A Village Fair/ Market
***Value of time
**Television
**Your Childhood Memories
*The Journey you have recently
enjoye
*** The game you like most

★Part-A★

SSC English 2nd Paper Suggestion ।। Part A: Grammar (60 Marks) এর জন্য গুরুত্বপূর্ণ অনুশীলনমূলক প্রশ্নের তালিকা এখানে দেয়া হল। Grammar ভাল করা খুব সহজ হয় যদি Basic Grammar ভাল করে জানা থাকে। আমরা মনে করি এই Suggestion টি SSC Student-দের খুবই কাজে লাগবে যদি ভাল করে অনুশীলন করো। প্রশ্ন Common আসুক আর না আসুক ভাল করে অনুশীলন করলে English 2nd Paper এ ভাল করা কোন ব্যাপার নয়।

05/02/2018

💣💣SSC 2018💣💣
💣💣SSC 2018💣💣✌✌
ইংরেজি২য় পত্র বোর্ড কপি (CQ+MCQ) উত্তরসহ রাত ৯ টা বাজে দেয়া হবে । ✌✌ so সবাই রেডি থাকেন। (thank u)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Psc / Jsc / Ssc / Hsc Exam Suggestions 2018-2019 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share