Bejoy Nagar High School

  • Home
  • Bejoy Nagar High School

Bejoy Nagar High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bejoy Nagar High School, Publisher, .

02/05/2024

আমার নানি খুবেই অসুস্থ সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে।

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার...
02/05/2024

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
28/04/2024

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 😍

😉কবিতা নাম: 🥵এত গরম কেন 😆 🥵____সূর্য মামা রাগ করেছে ..... ______গরম দিচ্ছে তাই,.... _______বৃষ্টি আপুর বিয়ে হয়েছে...... ...
27/04/2024

😉কবিতা নাম: 🥵এত গরম কেন 😆 🥵

____সূর্য মামা রাগ করেছে .....
______গরম দিচ্ছে তাই,....
_______বৃষ্টি আপুর বিয়ে হয়েছে......
---------------তাই তো তিনি নাই। .......

_____বাতাস বাবুর জ্বর হয়েছে....
_______ঔষধ আনতে গেছে,.....
__________মেঘেও নাকি দাওয়াত খেতে ......
______________শশুর বাড়িতে গেছে । ........

_______সূর্য মামা রাগ করনা......
__________ঠান্ডা হওনা এবার,......
_____________তোমার গরম সহ্য হয়না......
________________কষ্ট হচ্ছে সবার।..😹😹

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
27/04/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

25/04/2024
গাজীপুরের সৌন্দর্য 💚কাপাসিয়া উপজেলার, সনমানিয়া ইউনিয়ন, আড়াল বাজার।
21/04/2024

গাজীপুরের সৌন্দর্য 💚
কাপাসিয়া উপজেলার, সনমানিয়া ইউনিয়ন, আড়াল বাজার।

১।বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্র...
28/03/2024

১।বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।
এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়।

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। বাংলাদেশে কোন ক্রাইটেরিয়াতে দারিদ্রতা সঙ্গায়িত হয় , আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে।
খুবই বাস্তবিক মনে হয়েছে।

তরমুজের ভাব বেড়েছিল,,,আমাদের আম জনতার বয়কটে দাম হাতের নাগালে,,,এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন,বয়কট করুন ১ বা ২ বা ৩ মাস,...
28/03/2024

তরমুজের ভাব বেড়েছিল,,,আমাদের আম জনতার বয়কটে দাম হাতের নাগালে,,,এভাবে গরুর মাংসও খাওয়া বাদ দিন,বয়কট করুন ১ বা ২ বা ৩ মাস,,,দেখবেন,,,,সেটাও হাতের নাগালে চলে আসবে,,ক্রেতা না কিনলে,,দাম বাড়িয়ে কয়দিন কাটা গরুর মাংস রাখবে ফ্রিজে!!!!!কম দামে ক্রেতা না কিনলে,,কতদিন চড়া দাম হাকাবে!!!!!ক্রেতাই যদি না থাকে,,কিসের সিন্ডিকেট,,,,, আমরা সব চাইলেই পারি,,লাগবে শুধু একতা,,,,,চলেন, তরমুজের পরে এবারে গরুর মাংসের তারপর অন্য পন্যের এভাবে দাম কমাই❤️

20/03/2024

একমাত্র ছেলের অসুস্থতা কামনা করে মা মনে মনে সৃষ্টিকর্তার কাছে বললেন " ছেলেটার আজ যেন প্রচন্ড মাথা ব্যথা উঠে! "

রাত বাজে ৮ টা।এখনই তো ছেলের ফেরার সময়।মা অধীর আগ্রহে বসে আছেন।

ছেলে বাড়ি ফিরলো।ফিরেই ব্যাগটা সোফায় রেখে মাথায় হাত রেখে বসে রইলো।সেটা দেখে মা মনে মনে খুশি হলো।ছেলের বউ এসে বললো

" কি হয়েছে তোমার? "

ছেলে বললো " কপাল চিনচিন করছে।একটু টিপে দিবে? "

স্ত্রী বললো " আমার আজ বোনের বাড়িতে যেতো হবে গো।পারবো না "

মা ঘর থেকে সব শুনছেন।তিনি জানেন এটা বৌয়ের বাহানা।ছেলের অসুস্থতা জেনেই সে বোনের বাড়ি যাবে ঠিক করেছে।

মা নারকেল তেলের বোতল হাতে নিয়ে বসে আছেন।মৃদু স্বরে ছেলেকে ডাকলেন, " বাবা,এখানে আসবি একটু? "

ছেলে আসলো।মা পরম যত্নে ছেলের মাথায় তেল মালিশ করে দেন।তিনি অপেক্ষায় থাকেন কখন ছেলে অসুস্থ হবে।অসুস্থ না হলে তিনি ছেলের দেখা পান না।এল মুহুর্ত ছেলের সাথে সময় কাটানোর জন্য মাঝে মধ্যেই অনেক মা সৃষ্টিকর্তার কাছে ছেলের অসুস্থতা কামনা করেন।

গল্প #একাকিত্ব 🤍

17/03/2024

ভিক্ষুক এসে পা ছুঁয়ে বললো " বাপ জান, দয়া করে কিছু টাকা দেন,ছেলেটারে ইস্কুলে দিবো "

পড়াশোনার কথায় হঠাৎ থমকে দাঁড়ালাম।ভিক্ষুকের বয়স আনুমানিক ষাটোর্ধ।দেখে মায়া হলো।বললাম

" কিসে পড়ে তোমার ছেলে? "

" ইস্কুলে "

" কোন ক্লাসে? "

" বাপ জান এতোকিছু তো বুঝিনা।আগে একটা ইস্কুলে পড়তো।এখন আরেকটায় ভর্তি হওন লাগে "

" ওহ আচ্ছা।মাধ্যমিকে ভর্তি হবে।তো কত টাকা লাগবে? "

" ৩ হাজার।ভিক্ষা কইরা কিছু জমাইছি "

তখন হাতে টাকাও ছিলো।বেতনের টাকা তুলে বাড়ি যাচ্ছিলাম।ওনাকে হাজার টাকার নোট এগিয়ে দিলাম।বললাম

" আমারো একটা ছেলে আছে।ওর জন্য মন থেকে দোয়া করে দিয়েন।বহুদিন চেষ্টা করতেছে,চাকরি হচ্ছে না "

ভিক্ষুক আমার দিকে হাত উঁচিয়ে বললো " বাপ জান তোমার পোলা অনেক বড় হোক "

এই ঘটনার দুই মাসের মধ্যে ছেলের চাকরি হয়ে গেলো।এখন রাস্তায় বের হলে মন খুলে ভিক্ষুক,গরীব লোকজনদের দান করি।

গল্প #দান🤍

২০০ টাকার একটা তরমুজের দাম ৮০০ টাকা!!যিনি বিক্রি করেন তিনি আল্লাহর ওলী, জান্নাত থেকে পালিয়ে আসছেন মাত্র। লাল দাড়ি, চরমোন...
16/03/2024

২০০ টাকার একটা তরমুজের দাম ৮০০ টাকা!!
যিনি বিক্রি করেন তিনি আল্লাহর ওলী, জান্নাত থেকে পালিয়ে আসছেন মাত্র। লাল দাড়ি, চরমোনাই এর পাচ কল্লি টুপি, সাদা পাঞ্জাবি পড়ে বসে আছে তিনিই সেই লোক।

বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এ মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে। তরমুজ কেনা বন্ধ করুন, আগামি ১৫ দিন কোন তরমুজ কিনবেন না, এরপর সব পচন ধরবে।

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এমনটাই হোক ভোক্তার নিরব প্রতিবাদ।
#ইনশাআল্লাহ

 #বিলম্বিত_বিচার_মানে_বিচারহীনতা। যেহেতু বিচার বা প্রতিকার পাওয়া একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাগরিক অধিকার - তাই তার তীব্র...
12/03/2024

#বিলম্বিত_বিচার_মানে_বিচারহীনতা।
যেহেতু বিচার বা প্রতিকার পাওয়া একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাগরিক অধিকার - তাই তার তীব্র প্রত্যাশা থাকে সম্ভাব্য দ্রুততর সময়ে তাহার প্রাপ্য প্রতিকার পাওয়ার। আর এই বিচার পেতে যদি দীর্ঘ সময় লাগে তবে ধীরে ধীরে বিচার পাওয়ার প্রত্যাশার তীব্রতা স্থিমিত হতে থাকে এবং এক সময়ে সেই বিচার পাওয়ার আশাই ছেড়ে দেয়। অর্থ্যাৎ শুধু সময়ক্ষেপণের কারনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিচার পেলেন না।
এক কথায় দুষি ব্যক্তির সাহস বেড়ে যায়।
That is called Justice Delayed is Justice Denied.

হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো...
11/03/2024

হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো
[সূরা বাকারাঃ ১৮৩]

আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তেঃ
মোঃ মাহবুব মোরশেদ

Feminism এর নামে মানুষ এখন যা খুশি তাই বলা শুরু করেছে । ‘কামাই থাকলে নাকি জামাই লাগে না ‘ ..... আমার পরিচিত অনেককেই দেখল...
10/03/2024

Feminism এর নামে মানুষ এখন যা খুশি তাই বলা শুরু করেছে । ‘কামাই থাকলে নাকি জামাই লাগে না ‘ ..... আমার পরিচিত অনেককেই দেখলাম এটা শেয়ার করেছেন ।তাদের বলব নিজেকে সন্মান করতে শিখুন আগে ।তারপর Woman's Day পালন করবেন।🙂

আত্মনির্ভরশীলতা অহংকার নয় মেয়েদের, এটা আত্মবিশ্বাস প্রতিটি মেয়ের জন্য।

পুরুষের প্রয়োজনীয়তা কে অগ্রাহ্য করলে হবেনা।ধাপে ধাপে তাদেরকেও আমাদের প্রয়োজন হয় জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপে। এজন্যই আল্লাহ সব কিছুর ব্যালান্স করে দিয়েছেন।

"কথাটা কি বাজে রকমের অসুন্দর তাই না।"
কোথায় স্বামী আর কোথায় টাকা। এখন মানুষ টাকার সাথে সব কিছুকেই মিলেয়ে ফেলে,
স্বামী আর টাকা কি এক জিনিস!!!!!!

আমাদের সবার প্রিয় মুরব্বি এবং দেশ ও বিদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সবার নয়নের মনি  হযরত মাওলানা লুৎফুর...
03/03/2024

আমাদের সবার প্রিয় মুরব্বি এবং দেশ ও বিদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সবার নয়নের মনি হযরত মাওলানা লুৎফুর রহমান আঙ্কেল আর নেই😭😭
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
এই শোক সইবার মতো নয়। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নৌসিব করুক। আমিন🤲🤲🤲🤲 ইসলামের জন্য আপনি যা করে গেছেন জাতি সারাজীবন মনে রাখবে।

ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেঊন,বিজয় নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত সহকারী শিক্ষক,বর্তমান বিজয় নগর মডেল দাখিল মা...
21/02/2024

ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেঊন,
বিজয় নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত সহকারী শিক্ষক,বর্তমান বিজয় নগর মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব আমিন স্যার আজ রাত ৮.৩০ স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।
আল্লাহ মরহুমের সকল গুনাহ ক্ষমা কর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক,আমীন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পশ্চিম বিজয় নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক,  Ara...
12/02/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পশ্চিম বিজয় নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক, Arafath Hossain এর বাবা আমাদের সম্মানিত শিক্ষক শাহ আহম্মেদ স্যার গতকাল রাত ২.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ স্যারের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক,আমীন।

09/02/2024

🤣🤣🤣!
এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ভালুকা আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ভালুকা আসছে !
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু কে?
আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ) ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে !
আমি এখন ট‍্যাবলেট খাইবাম! পানি দে !
😍😍😍

আমাদের দশা এখন এ রকম

31/01/2024

নতুন নতুন বিয়ে করলে বউ এর সাথে সবারই রোমান্স করতে একটু বেশীই মন চায়।

আমি ও তাই করতেছিলাম।
বিয়ে করছি ১ সপ্তাহ হইছে, গতকাল শশুর বাড়ীতে গেছি।
তিন দিন শশুর বাড়ী থাকতে হবে, গতকাল সারারাত শালা শালীরা প্রচুন্ড বিরক্ত করছে, ঘুমাতেই দেয়নি।

একটু পর পরই শালী এসে দরজায় নক করে বলে দুলাভাই চা খাবেন? বার্গার খাবেন? এই খাবেন সেই খাবেন, বলে আমার মাথা টা খারাপ করে দিয়েছিলো,

এদিকে শালা বাবু আমার পাশে বসে তার খৎনার কাহিনী শোনাচ্ছ।
কোন স্টাইলে কান্না করছে,কেমনে হাটা চলা করছে,কেমনে ঘুমাইছে, আর কি কি করছে,একেবারে
A টু Z পর্যন্ত বলছে।
রাত সাড়ে তিনটা বাজিয়ে ফেলছে।
ওই দিকে আমার উনি আরামছে লম্বা একটা ঘুম দিছেন, মাইনকার চিপায় আমারে রেখে।

না পাড়তাছি কিছু বলতে না পাড়তাছি সহ্য করতে।
যাক ৩ টা ৪৭ মিনিটে শালাবাবুর কাহিনী বলা শেষ হইছে
শালারে রুমে থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমাতে গেছি,
ঘুমটা আসতেই বউ ডাকা ডাকি শুরু করে দিছে,
সকাল ৮ টা বেজে গেছে, অনেক জোরাজোরি করে ও আরেকটু সময় ঘুমাতে পারিনি,।

১০ টার সময় না কি আমার চাচা শশুর এর বাসায় নাস্তা করতে হবে মেহমানদারী করতে হবে তাই এখনই ঘুম থেকে উঠতে হবে।

কি আর করা ঘুম ঘুম চোখে উঠলাম, গোসল করতে যাবো বউ বাতরুম দেখিয়ে দিলো, এর ভিতরে হঠাৎ মাথায় শয়তানী বুদ্ধি ডুকে গেলো,
ইচ্ছে করে লুঙ্গি বাহিরে রে রাথরুমের ভিতরে ডুকে গেছি।

তারপর বউ কে ডেকে বললাম লুঙ্গি টা দাও, বউ বলে দাঁড়াও দিচ্ছি, আমি মনের আনন্দে গোসল শেষ করে বউ এর জন্য অপেক্ষা করতাছি কখন লুঙ্গি নিয়ে আসবে।

শয়তানী বুদ্ধি টা হলো, যখন বউ লুঙ্গি নিয়ে আসবে তখন বউ কে টেনে ভিতরে ডুকিয়ে কয়েকটা কিস টিস দিমু আর কি🙈🙈🙈

আবার বউ কে ডাক দিলাম কোথায় গেলা লুঙ্গি টা দিয়ে যাও, বলে বাথরুমের দরজা খুলে হাত বাড়িয়ে রাখছি।
বউ বলে দিচ্ছি, এত পর বউ লুঙ্গি নিয়ে আসলো,
আমার হাতে লুঙ্গি দিতেই বউ এর মুখ না দেখে আমি বউ এর হাত ধরে ফেলছি।

হাত ধরে টানাটানি বউ টানে বাহিরের দিকে আমি টানি ভিতরের দিকে,
পুরুষ মানুষ তো তাই বউ টানাটানি করে পারেনি,
টেনে হেঁচড়ে ভিতরে ডুকিয়ে দরজা বন্ধ করতে যাবো
তখন জোরে ওমা গোওওওওওওওও বলে চিৎকার মারছি।

শশুড় বাড়ীর সব বাথরুমের সামনে জড়ো হয়ে গেছে,

হইছে কি বউ লুঙ্গি দিতে দেরী হচ্ছে বলে শাশুড়ী নিজেই লুঙ্গি দিতে চলে আসছিলো😷
বউ মনে করে আমি এই কামটা করে ফেলছি,🥺🥺

শাশুড়ী হাসতে হাসতে বাতরুম থেকে বের হয়েছে
আমি তারাতাড়ি বাথরুমের দরজা বন্ধ করে ভিতরে বসে আছি।

সব ঘটনা শাশুড়ী সবাইকে বলতেই হাসাহাসির প্রতিযোগিতা শুরু হয়ে গেলো,
শালা শালী হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে

এই দিকে আমি বেচারা লজ্জায় আর বাতরুম থেকে বের হতে পারছি না🥺🥺🥺🥺

কি কামডা করলাম,আর কখনো এমন রোমান্স করার চিন্তা ও করবো না আমি🥺

কিছুক্ষণ পর বাহির থেকে বউ ডাকতাছে সবাই চলে গেছে বের হয়ে আসো।

আমি বাথরুম থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে রুমে ডুকে সেই যে দরজা বন্ধ করছি, এখনো খুলি নাই।

রুমেই বসেই এই পোস্ট টা করছি।

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।আপন...
29/01/2024

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।
আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।
বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।
আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।
মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।
এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।
হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।
কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

15/01/2024
31/12/2023

হে আল্লাহ অতীতের সকল গুনাহ মাফ করে দিন, দুঃখ কষ্ট মুছে দিন, আগামী দিনের নতুন বছরে সুন্দর ও সুখময় দান করুন। সাথে সাথে তোমার এবাদত যেন ঠিক মত করতে পারি সেই তৌফিক দান করুন।

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়...
29/12/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

শশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শশুর বাড়ির লিঙ্ক রোড ছেড়ে কুমিল্লা বিশ্বর...
24/12/2023

শশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শশুর বাড়ির লিঙ্ক রোড ছেড়ে কুমিল্লা বিশ্বরোডে উঠলাম।

পুরো রোড ফাকা পেয়ে ও তেল বেশি খরচ হওয়ার ভয়ে একেবারেই ধীর গতিতে বাইক চালাচ্ছি। বাইক নিয়ে একটু সামনে যেতেই তাকিয়ে দেখি বাইকের লম্বা সিরিয়াল দাঁড় করিয়ে রেখেছে।

পুরো রাস্তা ফাকা থাকার পরে ও সবাই সিরিয়ালে কেন দাঁড়িয়ে আছে তা দেখার জন্য আরেকটু সামনে যেতেই দু'জন পুলিশ হাত দিয়ে বাইক থামিয়ে ধমক দিয়ে বললো,

– “ দেখোস না সবার ড্রাইভিং লাইসেন্স চেক করছি ! সবাই দাঁড়িয়ে আছে দেখে ও সামনে আসলি কেন?দেখি তো তোর ড্রাইভিং লাইসেন্স ! ”

বাইকের পিছনের সিট থেকে কাগজ দিয়ে মোড়ানো শশুরের ড্রাইভিং লাইসেন্স কার্ড বের পুলিশ হাতে দিলাম।পুলিশ কার্ড হাতে নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে আরেকবার কার্ডের দিকে তাকাচ্ছে।

অবশেষে অনেক বিশ্লেষন করে বললো,
– “ এই কার্ড তো কোনভাবেই তোর হতে পারে না! ”

– “ কেন পারে না? ”

– “ কার্ডে দেওয়া ব্যাক্তির ফটোতে মুখভর্তি দাড়ি আর তোর মুখে তো কোন দাড়িই নেই! ”

আমি নরম স্বরে বললাম,
– “ এগুলো আমারই দাড়ি, বিয়ের আগে কেটে ফেলেছি।যেনো সিস্টেমে বয়স বউয়ের চেয়ে ও কমিয়ে আনা যায়। ”

পুলিশ আগের চেয়ে কঠিন গলায় ধমক দিয়ে বললো,
– “ তোর যে বিয়ের আগে মুখভর্তি এতো বড় বড় দাড়ি ছিল এটার প্রমান দেখা। ”

আমি মানিব্যাগ থেকে এক হাজার টাকার একটি নোট পুলিশের হাতে ধরিয়ে দিয়ে বললাম,
– “ এই নিন তার প্রমান। ”

– “ ঠিক আছে, এবার তাহলে যাও। ” এই বলে আমাকে ছেড়ে দিলো।

আমি একটু সামনে গিয়ে পিছনের দিকে তাকিয়ে হাসলাম। এই হাসি আন্তরিকতার হাসি নয় , ছয় মাস চেষ্টার পরে এক হাজার টাকার জাল নোটটি চালিয়ে দিতে পারার হাসি! 😜
ঘুষ || রম্যগল্প

05/12/2023

নতুন শিক্ষা কারিকুলাম
০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
০১। - বাংলা
০২। - ইংরেজি
০৩। - গণিত
০৪। - জীবন ও জীবিকা
০৫ - বিজ্ঞান
০৬। - সামাজিক বিজ্ঞান
০৭। - ডিজিটাল প্রযুক্তি
০৮। - ধর্মশিক্ষা
০৯। - ভালো থাকা
১০। - শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

ফেসবুক থেকে সংগৃহীত

03/12/2023

দুই টাকার চকলেটও
একটা পর্দা থাকে -যা অত
সহজে ছেঁড়া যায় না
ওহে খোলামেলা পোষাকের নারী
তুমি কি তার চেয়েও সস্তা.....?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bejoy Nagar High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share