Yashiro Dewan-Emon

 িভিউনাম: Ao Ashi(২০২২)সিজন: ১ এপিসোড সংখ্যা: 24 এপিসোড সময়কাল: 24 মিনিটGenre: Sports, Drama, Slice of LifeDemographic: ...
22/04/2025

িভিউ

নাম: Ao Ashi(২০২২)

সিজন: ১

এপিসোড সংখ্যা: 24

এপিসোড সময়কাল: 24 মিনিট

Genre: Sports, Drama, Slice of Life

Demographic: Seinen

Studio: Production I.G

Source material: Manga

MAL Rating: 8.2+

Personal Rating: ৮.৮/১০

📖 মূল ঘটনা:

Ao Ashi শুরু হয় Ash*to Aoi নামের এক ৩য়য় বর্ষের হাইস্কুল ফুটবল প্লেয়ারের গল্প দিয়ে, যে খুবই raw এবং village-level ফুটবল খেলে। তার ভিতরে অদ্ভুত এক ফুটবল সেন্স আছে,একটা natural talent কিন্ত zero strategy আর discipline। বলতে পারেন অনেকটা স্বার্থপরের মতো Self centered football খেলে সে।

একদিন তার খেলা দেখতে আসে Fukuda Tatsuya নামের একজন কোচ, যে J youth League এর কোচ। সে Ash*to-র মাঝে দেখে অফুরন্ত সম্ভবনা। এরপর শুরু হয় Ash*to-র Tokyo যাওয়ার পথ, intense ট্রায়াল, একাডেমিক লড়াই, টিমওয়ার্ক শেখা, নিজের ইগো ভাঙা, সবমিলিয়ে ফুটবলের ভিতর দিয়ে এক জীবনের জার্নি। শুরু হয় তার নিজেকে খুজে পাওয়ার যাত্রা। সে কি পারবে এতে সফল হতে? জানতে চাইলে দেখতে পারেন এই চমৎকার আনিমেটা।

👑 পারসোনাল মতামত:

Ao Ashi আমার দেখা অন্যতম রিয়ালিস্টিক ফুটবল আনিমে। এটা Blue Lock বা Haikyuu’র মতো flashy না বরং, এখানে ফুটবলকে দেখানো হয়েছে অনেক grounded ভাবে যেন বাস্তবের মাঠের গল্প।

Ash*to character এর development অসাধারণ। প্রথম দিকে সে ছিলো overconfident আর Solo Player, কিন্তু ধীরে ধীরে সে বুঝে ফুটবলে টিমের গুরুত্ব, একজন প্লেয়ারের সীমাবদ্ধতা, আর নিজের flaws গুলা

এই আনিমের সবচেয়ে ভালো লাগেছে ফুটবল ট্যাকটিকস। কিভাবে একটা প্লেয়ার পজিশনিং বুঝে, কিভাবে টিমে chemistry তৈরি হয়, কীভাবে একটা মিস পাস পুরো ম্যাচ নষ্ট করে দিতে পারে সবকিছু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেন মনে হবে আসলেই ফুটবল দেখতেছেন। Ao ashi in terms of plot & realistic moment এর হিসাবে Blue Lock থেকে হাজারগুনে এগিয়ে থাকবে। Blue Lock কে Football কম Supernatural Battle মনে হয়। আমি নিজে একজন ফুটবল লাভার আর স্কুল লাইফে ফুটবল খেলতাম। যেকারনে Blue Lock আমার তেমন ভালো লাগে নাই, কিন্ত AoAshi এর সাথে Relate করতে পারছি।

কোচ Fukuda এর vision একটা পুরো শো র মেরুদণ্ড বলা যায়। সে শুধু প্লেয়ার ট্রেইন করে না, তার বিশ্বাস একটা ছেলেকে মানুষ করাও কোচের কাজ

🎭 Characters:
Ash*to Aoi ওর ক্যারেকটার ডেভেলাপমেন্ট চোখে পড়ার মতো। একটা স্বার্থপর Player থেকে Team player এ যেভাবে পরিনত হইছে ও সেটা অসাধারণ।

কোচ হিসেবে Fukuda Tatsuya তার calm & composed attitude, Father Figure vibe এবং visionary চিন্তাভাবনা আমাকে বারবার Alex Ferguson এর মতো মনে হয়েছে।

অন্যদিকে Akutsu, Ohtomo, keiji, Hana এরা সাইড ক্যারেকটার হলেও কাহিনীতে ভালো Impact রাখছে। ওদের নিজস্ব স্ট্রাগল আর bonding দেখলে মনে হয় একটা সত্যিকারের ফুটবল টিম দেখছি।

🎥 Animation:

Production I.G ভালোই কাজ করছে। মুভমেন্টগুলো fluid, ম্যাচের সময়গুলো realistic—কোনো over-the-top ঝাঁপাঝাঁপি নেই। আর facial expressions দারুণ ছিলো, বিশেষ করে intense ম্যাচের সময়।

Rating: ৮/১০

💿🪩 Music:

Opening এবং Ending গানগুলো catchy, কিন্তু যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো match-এর সময় background score tension build-up, emotional moments সব জায়গায় Perfect।

Rating: ৭.৫/১০

📺 Watch Order:

১. Ao Ashi Season 1 (2022) একটাই সিজন। নতুন সিজন শুনছি আসবে। Date দেয় নাই।

🌠 কারা Ao Ashi দেখবেন?

যদি আপনি Sports anime দেখতে পছন্দ করেন যেটা খালি উড়াধুরা অবাস্তব এনিমেশন টাইপ না বরং character growth, real tactics, আর grounded ফুটবল দেখায় তাহলে এটা আপনার জন্য।

Blue lock টাইপ আজগুবি ফুটবল Match Enjoyer হলে এটা দেখতে বারন করবো।

"The field doesn't lie. If you're weak, it'll expose you. If you're strong, it'll reward you." — Ash*to Aoi

☝️Written By: Emon Dewan

Happy Watching❤️

 িভিউনাম: Odd Taxi(2021)সিজন: ১ (কাহিনী কমপ্লিট)এপিসোড: ১৩+ ১ মুভি(Recap, লাস্টে New scene)Genre: Award Winning, Drama, ...
10/04/2025

িভিউ

নাম: Odd Taxi(2021)

সিজন: ১ (কাহিনী কমপ্লিট)

এপিসোড: ১৩+ ১ মুভি(Recap, লাস্টে New scene)

Genre: Award Winning, Drama, Mystery, Suspense,Adult Cast, Anthropomorphic, Organized Crime

Demographic: Seinen

স্টুডিও: OLM, P.I.C.S

Source Material: Anime Original

Mal rating: 8.68/10

পারসোনাল রেটিং: ৯/১০

🌠মূল ঘটনা: Hiroshi odokawa নামের একজন ট্যাক্সিচালক, যে টোকিওর রাস্তায় ট্যাক্সি চালায়। তার জীবন একদমই স্বাভাবিকভাবে চলে। তার ট্যাক্সিতে বিভিন্ন ধরনের মানুষ উঠে, হোক সেটা Taichi kabasawa এর মতো অনলাইনে ভাইরাল হতে চাওয়া তরুণ, Miho shirakawa এর মতো নার্স কিংবা Dobu নামের গুন্ডা।
কিন্ত হঠাৎ করে ওদোকাওয়ার স্বাভাবিক জীবনে নেমে আসে অশান্তির কালোমেঘ। একটি মেয়ে যেকিনা ওদোকাওয়ার ট্যাক্সিতে উঠে সেই মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। যার সাথে জড়িত হয়ে পড়েছে মাফিয়া এবং পুলিশেরা। ওদোকাওয়া কি পারবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে? জানতে চাইলে দেখতে পারেন ২০২১ সালে নতুন আনিমেগুলোর মধ্যে 25th Japan Media Arts Festival এ সেরা আনিমের পুরস্কার জেতা এই Masterpiece টা❤️

👑পারসোনাল মতামত: এই Anime টা একদম একটা Gem. এর তুলনা ই হয় না। এত Deep কাহিনী এর যেটা বলার বাইরে। কাহিনী প্রথমদিকে একদমই Slow, প্রথম ৬ এপিসোড দেখতে আমার ৫ দিন সময় লেগে গেছিলো। কিন্ত লাস্টের ৭ এপিসোড একদিনে দেখছিলাম এত চমৎকারভাবে কাহিনী এর গুছাইছে। প্রতিটি চরিত্রের জীবন যে একে অপরের সাথে কানেক্টেড এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। সবার জীবন ভিন্ন ভাবে আগালেও একই বিন্দুতে এসে সেটা কিভাবে মিলে যায় সেটা খুব ভালো লাগছে। আর এটার Ending টা হচ্ছে One of the best endings ever. এত সুন্দর একটা Ending দিছে,যেটা বলার বাইরে। একদম একটা Cliffhanger এ রেখে দিছে আর এটাই এর আসল সৌন্দর্য। অবশ্য যারা Cliffhanger নিতে পারেন না, তারা মুভিটা দেখতে পারেন। লাস্টের ৫ মিনিটে Cliffhanger টা সমাধান দিছে। যারা পশুপাখি নায়ক নায়িকা বলে এই Anime টা দেখছেন না, তারা খুব সুন্দর একটা জিনিস মিস করছেন।

🎭Characters: এটার সবগুলা ক্যারেকটারই Mature. নায়ক হিসেবে ওদোকাওয়াকে খুবই ভালো লাগছে। তাছাড়া Miho তো একদম পারফেক্ট Waifu❤️

Yano নামের সজারুটাকেও ভালো লাগছে। সবগুলা চরিত্রই চমৎকার ছিলো

🎥Animation: Odd Taxi এর এনিমেশনটা মোটামুটি ছিলো, বেশী High না হলেও কাহিনী বোঝার এবং উপভোগ করার জন্য যথেস্ট। আর প্রতিটি এপিসোডে এমন কিছু ছোটো ছোটো বিষয় হিন্ট দিয়ে রাখবে যা লাস্ট এপিসোডে গিয়ে বুঝবেন।

🪩মিউজিক: Odd Taxi এর Opening-Ending দুই সং ই চমৎকার। তাছাড়া খুব ভালো BGM আছে এটায়। একদম একটা থ্রিল Vibe ধরে রাখছে জটিল মূহুর্তগুলায়।

🧩🎇🔥Watch Order:

একটাই সিজন সেটা দেখবেন। আনিমের Ending নিয়ে খুতখুত থাকলে মুভিটা দেখতে পারেন। পারসোনালি মুভিটা দেখতে মানা করবো। কারন এর আসল সৌন্দর্য হলো ওই Cliffhanger এ😆

🧩🎇🌠বিদ্র: এটি 25th Japan Media Arts Festival এর নতুন Anime গুলার মধ্যে সেরা আনিমের পুরস্কার জেতা❤️

তো সময় থাকলে দেখে নেন এই Masterpiece টা

Written By: Emon Dewan

Happy watching❤️

 িভিউনাম: Overlord(2015)সিজন: ৪এপিসোড সংখ্যা: ৫২ + Ova episodes+ 1 movie(New)সময়কাল: ২৪ মিনিট করেGenre: Action, Adventur...
07/04/2025

িভিউ

নাম: Overlord(2015)

সিজন: ৪

এপিসোড সংখ্যা: ৫২ + Ova episodes+ 1 movie(New)

সময়কাল: ২৪ মিনিট করে

Genre: Action, Adventure, Comedy, Fantasy,Isekai,Supernatural, Horror

Demographic: Seinen(R-17+)

স্টুডিও: Madhouse👑

সোর্স: Light Novel

Mal rating: 7.9+ করে, চার নাম্বার সিজন 8+

পারসোনাল রেটিং: Anime 8.5/10,
Lightnovel: 10/10❤️

🌠মূল ঘটনা: একটি জনপ্রিয় Virtual reality গেমস Yggdrasil যেটি ১৫ বছর চলার পরে জনপ্রিয়তা হারিয়ে তাদের সার্ভার চিরতরে বন্ধের ঘোষনা দেয়। সেই জনপ্রিয় গেমসটির একজন পুরান খেলোয়ার Momonga ভাবে যে সার্ভার যেহেতু বন্ধ হয়ে যাবে তাহলে শেষ কয়েকটা মূহুর্ত সে গেমসের ভেতরে থাকুক। কিন্ত সার্ভার বন্ধ হয়ে যাওয়ার পরে সে দেখলো যে সে এই গেমসের দুনিয়ায় আটকা পড়ে গেছে এবং গেমসের NPC চরিত্রগুলা সবাই নিজস্ব জীবন ও বুদ্ধিমত্তা পেয়েছে।

এরকম অদ্ভুত পরিস্থিতির শিকার হয়ে Momonga তার Loyal Servent দের ডাকে, তাদের দায়িত্ব দেয় এই নতুন দুনিয়ার সবকিছু জানতে। সে কি একাই এরকম আটকা পড়েছে নাকি আরো কেউ আছে এই নতুন দুনিয়ায় তার মতো? আর কেনই বা এ জিনিসটি হলো? Momonga কি পারবে এই দুনিয়ায় টিকে থাকতে? জানতে চাইলে দেখতে পারেন এই চমৎকার ইসেকাই আনিমেটা❤️

👑পারসোনাল মতামত: Overlord আমার সবচেয়ে পছন্দের ইসেকাই। মূলত Light Novel পড়া শুরুই করি Overlord দিয়ে। এটার সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে এটার নায়কদের দলরা মূলত তাদের দুনিয়ার ভিলেন। আপনি কাহিনী মূলত Villain দের দৃষ্টিকোণ থেকে দেখবেন। প্রথম ২ সিজন বুঝা যায় না তেমনভাবে যে নায়কদের দলরা Evil, কারন প্রথম ২ সিজনে নায়ক মূলত নিজের দলের ভেতরের সমস্যাগুলো ঠিক করে। কিন্ত সিজন ৩ এ সেটা পুরাপুরি বুঝে যাবেন। এমন নিষ্ঠুর কিছু কাজ করে নায়ক যেটা দেখে তখন বুঝতে পারি যে ওরাই ভিলেন, আর এটাই Overlord কে অন্য Isekai আনিমেগুলা থেকে আলাদা করে। এটায় প্রচুর একশন আছে, ভায়োলেন্স ও আছে। পাশাপাশি কমেডিও পাবেন। আর Magic Power গুলো তো অসাধারন।

🎭Characters: Overlord এর সবগুলা ক্যারেকটার আমার পছন্দের। বিশেষ করে এটার নায়ক Momonga কে ভালো লাগছে। নতুন দুনিয়ায় এসে আস্তে আস্তে ও কিভাবে Evil হতে থাকে সেটা চমৎকার লাগছে। তাছাড়া ও আসলে কোনো Plan বানায় না, অথচ ওর দলের পাবলিকরা ওরেই জিনিয়াস ভাবে এই জিনিসটা খুব মজার ছিলো😆

Albedo আমার পছন্দের Female character দের একজন। এরপর Demiurge কে চমৎকার লাগছে, প্রচুর জিনিয়াস ও। Shalltear, Sebas এরাও চমৎকার ছিলো। Overlord এ Side character দের যথেস্ট Screentime, Backstory দিয়েছে। Just one dimensional character বানিয়ে রাখে নাই, বরং তাদেরও যে নিজস্ব জীবন আছে সেগুলায়ও Focuse করছে। প্রচুর রাজনৈতিক ব্যাপার, Tactics আছে যেটা সচারচর দেখা যায় না অন্য আনিমেগুলায়।

🎥Animation: Overlord এর এনিমেশন ভালো। যেহেতু Madhouse স্টুডিও কাজ করছে সেটা বুঝতেই পারছেন। তবে লাইট নোভেলে যত ভায়োলেন্স আছে, আনিমেতে তার ১০ ভাগের একভাগও দেখায় নি। এটার Lightnovel এর ভায়োলেন্সগুলা ঠিকমতো এডাপশন করলে Berserk লেভেলের হিংস্র কিছু দেখতে পেতেন, Madhouse এরকম Soft হয়ে যাবে আশা ই করি নি। প্রথম দু সিজন তাই ধৈর্য ধরে দেখতে বলবো।

🪩মিউজিক: এর সবগুলা Opening ending জোস। ভালো লাগবেই এমন। পাশাপাশি BGM গুলা একদম Smooth. Madhouse আসলেই চমৎকার কাজ করছে

🧩🔥🧩🔥 Watch Order: সিজন ১,২,৩,৪ এভাবে করে দেখবেন। প্রথমদিকের মুভিগুলা দেখার দরকার নেই ওগুলা Recap. আর Ova গুলা একভাবে দেখলেই হবে, ওগুলা শুধু কমেডির জন্য। Ova skip করলেও সমস্যা নেই।

বিদ্র: OVERLORD: The Sacred Kingdom(2024) এই মুভিটা Must দেখবেন, এটা Canon movie

Happy Watching❤️

Written By: Emon Dewan

 িভিউ নাম: Natsume’s Book of Friends এপিসোড সংখ্যা: 86 (7টি সিজন + OVA+ movie)এপিসোড সময়কাল: 24 মিনিটGenre: Supernatural...
19/03/2025

িভিউ

নাম: Natsume’s Book of Friends

এপিসোড সংখ্যা: 86 (7টি সিজন + OVA+ movie)

এপিসোড সময়কাল: 24 মিনিট

Genre: Supernatural, Slice of Life, Drama, Fantasy, iyashikei, Mythology, Comedy

Demographic: Shoujo

Studio: Brain’s Base

Source material: Manga

MAL Rating: 8.5+ (প্রত্যেক সিজন টপ রেটেড)

Personal Rating: ১০/১০ ( ১০ ও কম হয়ে যায়)

📖 মূল ঘটনা:

Takashi Natsume, ১৫ বছর বয়সী এক কিশোর যে ছোটবেলা থেকেই অদ্ভুত কিছু জিনিস দেখে—Youkai (আত্মা)। তার মৃত দাদী Reiko Natsume দেখতে পেতো ও সে তাদের হারিয়ে সেসব Youkai( আত্মা) দের সাথে চুক্তি করতো এবং তাদের নাম একটি বইতে লিখে রাখতো—এই বইটিই "Book of Friends"। এখন, Reiko মারা যাওয়ার পর Natsume এই বইয়ের মালিক হয়। ফলে, প্রচুর Yokai তাকে খুঁজে বেড়ায়—কেউ সাহায্য চাইতে, কেউ প্রতিশোধ নিতে, আবার কেউ কেবল তাদের নাম ফিরে পেতে। এই নামগুলোই মূলত Youkai দের কন্ট্রোল করতে পারে।

Natsume, তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী Nyanko-sensei (একটি মোটা বিড়াল যে আসলে Madara নামে এক শক্তিশালী Youkai) এর সাহায্যে এই Book of Friends নিয়ে নিজের জীবনের পথ খুঁজে পায়। তার বিভিন্ন Youkai দের সাথে দেখা হওয়া, বন্ধুত্ব গড়ে তোলা, তাদের গল্প শোনা—এই সব নিয়েই Natsume’s Book of Friends এর কাহিনী এগিয়ে চলে।

👑 পারসোনাল মতামত:

Natsume’s Book of Friends আমার দেখা সবচেয়ে সুন্দর ও Heart touching anime গুলোর মধ্যে একটি। এটা শুধুমাত্র Youkai নিয়ে নয়, বরং মানুষের একাকীত্ব, স্মৃতি, বন্ধুত্ব, ও জীবনের ছোট ছোট মুহূর্তের গল্পগুলোর কথা বলে। এটায় একটানা হাসানোর বা hyped action scenes নেই, কিন্তু এর শান্ত, আবেগী পরিবেশ এতটাই মন ছুঁয়ে যাবে যে মনে হবে যেন নিজেই Natsume র সাথে Youkai গুলোর গল্প শুনছি।

আনিমেটির সবচেয়ে best part হলো এর গল্পের Depth. প্রতিটি Youkai এর নিজস্ব ব্যাকস্টোরি আছে, তাছাড়া Natsume কে প্রত্যেকবার একেকটা বিড়ম্বনায় পড়তে হয় ওর Power এর জন্য, এ জিনিসটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলছে। And im a Big Mushihsi Fan, আর Natsume's book আনিমেটা অনেকটা মুশিশির সাথে মিল তাই আরো এনজয় করছি এটা।

কোনো প্রকার ১৮+ দৃশ্য নেই, Adult jokes কিংবা Unnecessary fanservice নেই, যা এই আনিমেটাকে আরো সুন্দর ও উপভোগ্য করে তুলেছে।

🎭 Characters:

Natsume এর ক্যারেকটারটা অনেক চমৎকার। তার কষ্ট, একাকীত্ব, এবং পরবর্তীতে পাওয়া বন্ধুত্বের মূল্য সে খুব ভালোভাবেই বোঝে। Natsume এর Character ও ধীরে ধীরে Mentally Strong হয় প্রতি সিজনে। এ জিনিসটা ভালো লাগছে। ওর Voice actor হচ্ছেন Hiroshi Kamiya যে কিনা Aot তে Levi এবং Monogatari তে Araragi এর ভয়েস এক্টর। তার ভয়েসটা আমার খুবই পছন্দের।

Natsume এর দাদী রেইকোকেও খুব ভালো লাগছে, মানে তার Flashbacks কাহিনীগুলা অসাধারণ ছিলো। প্রচুর Wild এবং Badass একটা ক্যারেকটার ছিলো, মানে টমবয় Vibe দেয়। সে আলাদা একটা স্পিন অফ ডিজার্ভ করে Fs

Nyanko-sensei এই আনিমের সবচেয়ে iconic ক্যারেকটার—একদিকে সে Natsume র অভিভাবকের মতো, আবার অন্যদিকে কমেডির মূল উৎস। বলতে পারেন সে হচ্ছে Natsume এর Guardian Angel. প্রতিটা বড় বড় বিপদে সে Natsume কে Protect করে। অবশ্য মাদারা( Naruto এর মাদারা না ভাই🤣) এর নিজস্ব প্ল্যান আছে, সে নিজেও মূলত ওই Book of friends টা চায়,কারন সে নিজেও মুক্তি চায়, এজন্যই সে Natsume কে Help করে এবং তাদের মাঝে একটা Bonding গড়ে উঠে, সে জিনিসটাও চমৎকার লাগছে

Yanagura, Tanuma, Taki—তারা প্রত্যেকেই Natsume এর বন্ধু, তাদেরও ভালো একটা স্ক্রিন টাইম দেওয়ার চেস্টা করছে। আবার অনেক Youkai চরিত্রগুলোর মধ্যেও অনেক ভালো স্টোরি আছে, যেগুলা অনেক সময় দু:খেরও লাগে। আবার মজাও দেয়।

🎥 Animation:

Brain’s Base স্টুডিওর animation simplistic হলেও একদম eye-soothing। Youkai দের ডিজাইন artistic, আর landscapes গুলো এত সুন্দর ও শান্ত যে পুরো anime টাকে aesthetic Vibe দেয়। মানে মন শান্ত হয়ে যাবে এমন আরকি।

৮/১০

💿🪩 Music:

Natsume’s Book of Friends এর মিউজিকগুলা অসাধারণ। বিশেষ করে BGM গুলো এটার স্পেশালিটি। যা anime টার বিভিন্ন ইমোশনাল মূহুর্তগুলোকে ফুটায়া তুলছে। 7/10

🎇🎆🔥 Watch Order: আনিমে রিলিজ অর্ডার অনুযায়ী দেখলেই হবে

১. Natsume’s Book of Friends Season 1

২.Natsume’s Book of Friends Season 2

৩.Natsume’s Book of Friends Season 3

৪. Natsume’s Book of Friends Season 4

💫 Natsume’s Book of Friends OVA

৫.Natsume’s Book of Friends Season 5

৬ • Natsume’s Book of Friends Season 6

💫• Natsume’s Book of Friends: Utsusemi ni Musubu (Movie)

৭.Natsume' Book of friends Season 7( নতুন সিজন)

🌠 কারা Natsume’s Book of Friends দেখবেন?

যদি আপনি Slice of Life ও Supernatural পছন্দ করেন, যদি আপনি Mushishi, Violet Evergarden, কিংবা Hotarubi no Mori e এর মতো আনিমে পছন্দ করেন তাহলে এটা দেখতে পারেন। পাশাপাশি Yokai বা জাপানি Folklore শুনতে পছন্দ করলেও এটা আপনার জন্য দেখা উচিত।

এটি action-heavy anime নয়, তাই যদি আপনি fast-paced কাহিনী ও টানটান উত্তেজনা চান, তাহলে এটা আপনার জন্য না। তবে যদি আপনি heartwarming, slow-paced anime পছন্দ করেন, তাহলে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ!

✨ "When you are kind to someone, someone else will be kind to you too." — Takashi Natsume

Happy Watching! ❤️

Written by: Emon Dewan

 িভিউনাম: Dr. Stone (2019)সিজন: ৪+ (Ongoing)এপিসোড সংখ্যা: ৬৯ (Special সহ)এপিসোড Runtime: ২৪ মিনিটGenre: Adventure, Sci-...
11/03/2025

িভিউ

নাম: Dr. Stone (2019)

সিজন: ৪+ (Ongoing)

এপিসোড সংখ্যা: ৬৯ (Special সহ)

এপিসোড Runtime: ২৪ মিনিট

Genre: Adventure, Sci-Fi, Shounen, Comedy, Post apocalyptic world

Demographic: Shounen (PG-13)

Source Material: Manga

Studio: TMS Entertainment

MAL Rating: 8.33

পারসোনাল রেটিং: Anime - 9/10 ও
Manga - 9/10

🐐 মূল ঘটনা:
একদিন হঠাৎ করে পৃথিবীতে এক অদ্ভুত ঘটনা ঘটে! এক রহস্যময় আলোর ঝলকানি মানবজাতিকে পাথরে পরিণত করে ফেলে। ফলে ধব্বংস হয়ে যায় সভ্যতা। হাজার বছর পর, এক কিশোর বিজ্ঞানী Senku Ishigami এই অবস্থার ভেতর থেকে বের হয় এবং বিজ্ঞানকে হাতিয়ার বানিয়ে মানবসভ্যতাকে আবার গড়ে তোলার সংকল্প নেয়।
কিন্তু একা সে কতদূর যেতে পারবে? তার সাথে যোগ দেয় তার বিশ্বস্ত বন্ধু Taiju Ooki, যার শারীরিক শক্তি অনেক হলেও বুদ্ধি কম। কিন্তু সমস্যা শুধু এখানেই শেষ না—পুরনো সমাজব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়ে থাকা Tsukasa Shishio নামে এক ভয়ঙ্কর প্রতিপক্ষও জেগে ওঠে, যার আদর্শ সম্পূর্ণ ভিন্ন।
Senku কি পারবে বিজ্ঞান দিয়ে নতুন পৃথিবী গড়তে? নাকি Tsukasa তার সমাজের ভবিষ্যৎ নিজের আদর্শেই গড়ে তুলবে? জানতে হলে দেখতে পারেন বিজ্ঞান আর অ্যাডভেঞ্চার মিশ্রিত Dr. Stone নামের এই ইউনিক আনিমেটি!

👑 পারসোনাল মতামত:

Dr. Stone আমার দেখা সবচেয়ে ইউনিক ও ইনফরমেটিভ শোনেন আনিমেগুলোর একটি। এখানে প্রতিটি সমস্যার সমাধান বিজ্ঞানের মাধ্যমে দেখানো হয়েছে, যা শুধু মজাই দেয় না বরং অনেক কিছু শেখায়ও লেখক Riichiro Inagaki ও আর্টিস্ট Boichi অসাধারণ কাজ করেছেন এই মাঙ্গাতে।
বিশেষ করে, Senku চরিত্রটি অসাধারণভাবে গঠন করা হয়েছে—একজন বিজ্ঞানপ্রেমী, যার আত্মবিশ্বাস ও জ্ঞান অতুলনীয়। অন্যদিকে, Tsukasa’র মতামতও ভুল নয়, বরং কিছু জায়গায় তার লজিকও যথেষ্ট বাস্তবসম্মত। পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন Concept, আবিষ্কার গুলো অনেক নিখুঁত ভাবে উপস্থাপন করছে। কমেডিটাও ভালোই ছিলো।

🎭 Characters:

Dr. Stone-এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো। Senku তো বরাবরই অসাধারণ, কিন্তু তার সঙ্গীরা যেমন Chrome, Kohaku, Gen ও অন্যান্য চরিত্ররাও যথেষ্ট ইন্টারেস্টিং। প্রতিটি চরিত্রের নিজস্ব গুরুত্ব রয়েছে এবং সবাইকেই কিছু না কিছু অবদান রাখতে দেখা যায়। Tsukasa যেমন দুর্দান্ত ভিলেন, তেমনই Gen Asagiri-র মত মজাদার ক্যারেক্টার আনিমেকে আরও উপভোগ্য করে তুলেছে।
Senku এর বাপের Backstory টাও সুন্দর লাগছে। জোস একটা ক্যারেকটার ছিলো Byakuya। তাছাড়া Suika, kohaku, Yuzuriha এদেরও ভালো লাগছে। প্রত্যেককে যথেস্ট Screentime দিয়েছে আনিমেতে। পাশাপাশি ছোটো ক্যারেকটারদেরও কাহিনীতে ভালোই Impact রাখছে।

🛡️ Power System:
Dr. Stone-এ কোনো ট্র্যাডিশনাল পাওয়ার সিস্টেম নেই, কারণ এখানে ম্যাজিক বা সুপারন্যাচারাল শক্তির পরিবর্তে বিজ্ঞানই শক্তি। এখানে গোলা বারুদ থেকে শুরু করে ওষুধ, ইলেকট্রিসিটি থেকে টেলিকমিউনিকেশন—সবকিছুই বিজ্ঞানকে Base করে দেখানো হয়েছে, যা এটাকে অন্যসব শোনেন আনিমের থেকে আলাদা।

🎥 Animation:
TMS Entertainment এই আনিমেটির অ্যানিমেশন যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করেছে। বিশেষ করে ল্যান্ডস্কেপ ডিজাইনের সিনগুলো বেশ ইমপ্রেসিভ। তবে কিছু অংশে মাঙ্গার আর্ট স্টাইলের তুলনায় আনিমেশনে কম ডিটেইল দেওয়া হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে অ্যানিমেশন পারফরম্যান্স ভালোই ছিল। 7.5/10

🎸🎹 মিউজিক:
Dr. Stone-এর Opening এবং Ending গানগুলো দারুণ, বিশেষ করে “Good Morning World!” গানটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে! BGM-ও বেশ ইম্প্রেসিভ, বিশেষ করে সাসপেন্সফুল ও ইমোশনাল সিনগুলোর সময়।
7.5/10

🔮 Manga:
যদি আপনি বিজ্ঞান ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তবে Dr. Stone-এর মাঙ্গা ভার্সনটি অবশ্যই ট্রাই করা উচিত! এতে অনেক ডিটেইল দেওয়া হয়েছে, যা আনিমেতে কিছুটা কাটছাঁট করা হয়েছে। Boichi-এর আর্টস্টাইল অসাধারণ! তাই যারা দ্রুত গল্পটি এগিয়ে নিতে চান, তারা মাঙ্গা ট্রাই করতে পারেন। 8.7/10

🧩🪩🎲 Watch Order:
জটিল কোনো Watch Order নেই, শুধু Release Order অনুযায়ী দেখলেই হবে।

Dr. Stone (2019) – Season 1

Dr. Stone: Stone Wars (2021) – Season 2

Dr. Stone: Ryusui (2022) – Special Episode

Dr. Stone: New World (2023) – Season 3

Dr.Stone: Science Future (2025)- Season 4

🎆🪩🪁🪅 কিছু বিশেষ তথ্য:
Dr. Stone-এর মাঙ্গা Shueisha’s Weekly Shounen Jump ম্যাগাজিনে ২০১৭-২০২২ পর্যন্ত প্রকাশিত হয়েছিল এবং ২৪+ ভলিউম রয়েছে।
মাঙ্গার সেলস ১৫ মিলিয়ন+ কপি পার করেছে
লেখক Riichiro Inagaki এর আগে Eyeshield 21 মাঙ্গার জন্য পরিচিত ছিলেন।
আর্টিস্ট Boichi দক্ষিণ কোরিয়ান, এবং তার আর্টস্টাইল বিশ্বের অন্যতম Detailed Manga Art হিসেবে বিবেচিত হয়!

শেষ কথা:
যদি বিজ্ঞান, অ্যাডভেঞ্চার, আর ভালো গল্প ভালোবাসেন, তাহলে Dr. Stone মিস করা উচিত না! এটি শুধু একটা শোনেন এনিমে না, বরং অনেক বিজ্ঞানভিত্তিক তথ্য জানতে পারবেন যা বাস্তবেও কাজে লাগতে পারে। এজন্য অনেক আবিষ্কার গুলোর নিচে সর্তকতা বাণী দেওয়া থাকে এটায়💀

One Piece, Naruto, Attack on Titan-এর মত বড় আনিমেগুলোর ভিড়ে এটি হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে, কিন্তু এটি দেখার পর অবশ্যই মনে থাকবে।

💎 বিজ্ঞান প্রেমীদের জন্য Highly Recommended!

✍️ Written By: Emon Dewan

 িভিউনাম: Hellsing Ultimate(2006)সিজন: ১ (কাহিনী Completed)এপিসোড সংখ্যা: ১০ ( ৫০ মিনিট করে)Genre: Action, Horror, Super...
17/10/2024

িভিউ

নাম: Hellsing Ultimate(2006)

সিজন: ১ (কাহিনী Completed)

এপিসোড সংখ্যা: ১০ ( ৫০ মিনিট করে)

Genre: Action, Horror, Supernatural,Adult Cast, Gore, violence, Military,Vampire

Demographic: Seinen( R-17+)

Source Material: Manga

Studio: Madhouse👑

Mal rating: 8.35

পারসোনাল রেটিং: ৯/১০

🪅মূল ঘটনা: শত শত বছর ধরে Demon,Vampire কিংবা Ghouls দের মতো অতিপ্রাকৃতিক শক্তিরা মানুষের মাঝেই বাস করে। তারা মানবজাতির জন্য এক ভয়াবহ আতংকের নাম। এদের থেকে মানুষদের নিরাপদ রাখার জন্য কাজ করে অনেক গোপন সংস্থা। তাদের মধ্যে একটি হল ইংল্যান্ড-ভিত্তিক Hellsing , এর নেতা স্যার Intrega Hellsing. Hellsing সংগঠনের তুরুপের তাস হল Alucard, যে কিনা নিজেই একজন Vampire এবং সবচেয়ে শক্তিশালী Vampire. সে Vampire হয়েও মানুষদেরকে নিরাপদ রাখে অন্য Vampire দের থেকে। সেই Hellsing সংঘঠনে ভাগ্যক্রমে যোগ দেয় Seras victoria নামের এক মেয়ে পুলিশ অফিসার, যার জীবন বাচানোর জন্য Alucard তাকে Vampire বানায়। Seras কে সাথে নিয়ে Alucard তার মিশন চালিয়ে যায়। হোক সেটা মানুষ কিংবা অন্য Demon রা, যারাই Hellsing এর বিরুদ্ধে দাঁড়াবে তাদের ধব্বংস করাই Alucard এর কাজ। Alucard কি পারবে মানবজাতিকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করতে? জানতে চাইলে দেখতে পারেন অন্যতম সেরা Action আনিমে Hellsing Ultimate❤️

👑পারসোনাল মতামত: ২০০৬ সালটা আসলেই আনিমের জন্য সেরা বছর ছিলো। Deathnote, Gintama,Code geass কিংবা Hellsing Ultimate সব এই বছরটাতেই আসছে। Hellsing ultimate পুরাটা Action এ ভরপুর। আপনার একশন ভালো লাগলে Must watch এটা। কোনো ফালতু কমেডি এটায় নাই। প্রচুর Violence, Gore সীন দিয়ে ভরা। একদম Adrenalin rush দিবে সবগুলা এপিসোড। আমি এই ১০ এপিসোড একদিনে শেষ করছিলাম। এতটাই ভালো লাগছিলো। তাছাড়া একটা হরর Vibe দিছে যেটা খুব ভালো ছিলো। এছাড়া ২য় বিশ্বযুদ্ধের সাথেও কাহিনীটার কানেকশন ভালো লাগছে। অনেক ঐতিহাসিক জিনিসও আছে এটায় যেটা চমৎকার।

🎭 Characters: Hellsing Ultimate এ সব Bad a- ss ক্যারেকটার দিয়া ভরা। Alucard আমার দেখা সবচেয়ে Sigma হিরো গুলার একটা। যেমন ওর ডায়লগ+ তেমন একশন। আর ওর Power আর Fight গুলা পুরা Goosebump দেয়। এছাড়া Seras, intrega এরা মহিলা ক্যারেকটার হলেও Well written. এদেরও যথেস্ট স্ক্রিনটাইম + Developed করছে। Alucard আর Anderson হচ্ছে সেরা রাইভাল। ওদের Fight গুলা ছিলো অসাধারন। আমার দেখা সেরা রাইভালদের একজন ওরা। ভিলেন হিসেবে Major কে সেই লাগছিলো, এত ভয়ংকর ভিলেন কম ই দেখা যায়। আসলেই Madhouse শুধু Masterpiece ই বানায়, Hellsing তার উদাহরন।

📽️ Animation: ২০০৬ সালের হলেও এর এনিমেশন চমৎকার। পুরা একটা হরর Vibe দেয়। Madhouse খুব সুন্দরভাবে এটা Handle করছে। প্রতিটি এপিসোডের এনিমেশন ভালো লাগছে। Fight গুলা Enjoy করার মতো। এনিমেশনটা অনেকটা ডেথনোটের মতো লাগবে কারন একই Studio এর কাজ।

💿 Music: Hellsing এর BGM নিয়ে কোনো কথা হবে না। এত চমৎকার Bgm খুব কমই দেখা যায়। প্রতিটি Fight এর BGM ভালো। ফাইটগুলা ঠিকমতো Enjoy করতে পারবেন এত ভালো।

🔥🔥🪅🎆 Watch Order: Hellsing Ultimate টা দেখলেই হবে। যেটা ১০ এপিসোডের। এটা পুরা মাংগা কভার করছে। পরে যদি মন চায় অন্য Hellsing গুলা দেখতে পারেন।

তো সময় থাকলে দেখে ফেলুন এই চমৎকার Anime টা💀

"The Bird of Hermes is my name, eat my wings to keep me tame"- Alucard

Written By: Emon Dewan

Happy Watching❤️

 িভিউনাম: Ergo Proxy(2006)সিজন: ১ (কাহিনী Completed)এপিসোড: ২৩ (২৫ মিনিট করে)Genre:Action,Mystery, Sci-Fi,Adult Cast, Ps...
22/09/2024

িভিউ

নাম: Ergo Proxy(2006)

সিজন: ১ (কাহিনী Completed)

এপিসোড: ২৩ (২৫ মিনিট করে)

Genre:Action,Mystery, Sci-Fi,Adult Cast, Psychological thriller

Demographic: Seinen ( R-17+)

Source Material: Anime Original

Studio: Manglobe

Mal rating: 7.90/10

পারসোনাল রেটিং: ৯/১০

🌠 মূল ঘটনা: হাজার বছর আগে এক বৈশ্বিক দূর্যোগের কারনে পৃথিবী প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মানবজাতি তাই বসবাস করে Dome নামের কিছু Isolated কৃত্রিম শহরে। মানবজাতিকে সাহায্যে করার জন্য AutoReives নামের একধরনের রোবট কাজ করে। তেমনি একটি শহরের নাম হলো Romdo যেখানে একটি নতুন ভাইরাসের উৎপত্তি ঘটেছে যার নাম Cogito Virus, এরা মানুষকে না বরং রোবটদের আক্রমন করে এবং এর ফলে রোবটরা মানুষের মতো চিন্তা শক্তি পেয়ে যায় এবং অবাধ্য হয়ে উঠে। এর পাশাপাশি শহরে রাতের বেলা নাকি দেখা যায় এক অদ্ভুত প্রাণীকে। Romdo এর শাসকের নাতনি Re-I Meyer ও তার রোবট Iggy এর তদন্তে নামে। ঘটনাক্রমে তার সাথে দেখা হয় Vincent Law নামের এক রোবট মেকানিক্সের সাথে এবং একটি ছোট্ট বাচ্চা রোবট Pino এর সাথে। Vincent, Re-I,Pino,Iggy জড়িয়ে পড়ে এই কেসে। কিন্ত তদন্তের ফলে ধীরে ধীরে তাদের সামনে এমনকিছু উঠে আসা শুরু করে যা তাদের দুনিয়া সম্পর্কে ধারনাই পাল্টে দেয়। তারা কি পারবে এই রহস্যের সমাধান করতে? আর Proxy জিনিসটাই বা কি? Cogito virus এর সাথে এর সম্পর্ক ই কি? জানতে চাইলে দেখতে পারেন ২০০৬ সালে রিলিজ পাওয়া এই চমৎকার সাইকোলজিক্যাল থ্রিলারটি🔥

👑পারসোনাল মতামত: Ergo proxy আনিমেটা আমার পছন্দের টপ ১০ টা আনিমের একটা। এটার কাহিনী খুব সুন্দরভাবে গুছানো। শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীর প্রতি একটা আলাদা আর্কষন ধরে রাখবে আপনার। ২৩ এপিসোডের মধ্যে একটা চমৎকার ফিনিশিং দিয়েছে। আর এটার Ending হচ্ছে One of the best Ending. লাস্টে এমন এন্ডিং দিয়েছে যে মনে হবে কাহিনী তো মাত্র শুরু। খুব ভালো লাগছে ব্যাপারটা। তাছাড়া মানুষ এবং রোবটদের মধ্যে Co-exist এর ব্যাপারটাও ভালো লাগছে। এরপর Proxy জিনিসটাও চমৎকার ছিলো, অনেক Mythological রেফারেন্স ও ছিলো, যেটা Anime টাকে একদম রহস্যময় করে তুলছে। কোনো কমেডি নাই এটায়, পুরাটাই সিরিয়াস Vibe. কিছু এপিসোড বেশীই ইমোশনাল। আর যেভাবে Twist দিয়ে একেকটা কাহিনী Revealed করছে সেটা অসাধারন ছিলো।

🎭Characters: Ergo proxy এর সবগুলা ক্যারেকটার Well written. আমার বেশী ভালো লাগছে Re-I meyer কে। আমি সবসময় Strong female চরিত্রগুলার ফ্যান। Re-I তেমনই, ও একদম নরমাল মানুষ কিন্ত ওর পারসোনালিটি প্রচুর স্ট্রং। কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে পারে। নায়ক হিসেবে Vincent Law ও ভালো এবং Strong. তাছাড়া বাচ্চা রোবট Pino কে খুব ভালো এবং Cute লাগছে। বলতে গেলে এই Dark show টাকে কিছুটা হাল্কা এই Pino ই করছে। এছাড়া বাকি ক্যারেকটারগুলা Average

🎥Animation: এর সমস্যটা আমার এনিমেশনেই লাগছে। বুঝলাম ২০০৬ সালের, কিন্ত এনিমেশন আরেকটু ভালো করতে পারতো। অত খারাপ না, উপভোগ করার মতো ঠিকই আছে, কিন্ত Ergo proxy আনিমেটা আরো ভালো এনিমেশন ডিজার্ভ করে। কারন যেহেতু Sci-Fi.

💿🪩 মিউজিক: Ergo proxy এর Bgm গুলা পুরা Horror একটা Vibe দেয়। সবচেয়ে ভালো লাগছে এর BGM টা। একদম সিরিয়াস মূহুর্তগুলাকে সুন্দর ভাবে তুলে ধরেছে।

🔥🧩🌠🎆 কিছু বিশেষ তথ্য: অনেকেই হয়তো যারা বাংলাদেশী Anime group গুলায় আছেন অনেক আগে থেকে তারা Mazecity নামের গ্রুপটাকে চিনেন। তাদের গ্রুপের নামটা কিন্ত Ergo proxy এর একটি এপিসোডের নাম থেকে নেওয়া, যেটার টাইটেল Mazecity

তো সময় থাকলে দেখে ফেলুন এই
চমৎকার Anime টা❤️

Written By: Emon Dewan

Happy watching🪅

 িভিউ নাম: Perfect Blue(1998) [Movie]সময়কাল: ১ ঘন্টা ২১ মিনিটGenre: Avant Garde, Drama, Horror,Adult Cast, Psychological...
17/09/2024

িভিউ

নাম: Perfect Blue(1998) [Movie]

সময়কাল: ১ ঘন্টা ২১ মিনিট

Genre: Avant Garde, Drama, Horror,Adult Cast, Psychological, Showbiz

Demographic: Seinen(R-17+)

স্টুডিও: Madhouse👑

সোর্স: Novel

ডিরেক্টর: Satoshi Kon

Mal Rating: 8.54/10

পারসোনাল রেটিং: ৯/১০

🌠মূল ঘটনা: জাপানের একটি উদীয়মান Idol Group হলো Cham!, যারা তাদের নাচ-গানের মাধ্যমে ভক্তদের মন জয় করে নিয়েছে। Cham! এর প্রধান তারকা হলো Mima kirigoe, তার স্বপ্ন হলো নায়িকা হওয়া, ফলে ২ বছর পরে সে এই J-Pop গ্রুপ ছেড়ে এক্টিংয়ের জগতে পা দেয়। কিন্ত এক্টিংয়ের জগত যে J-pop থেকে কতটা আলাদা সেটা সে ধীরে ধীরে টের পায়। সে কঠিন থেকে কঠিন Role গুলো করার চেস্টা করে যেটি তার এবং তার ম্যানেজার Rumi এর জন্যও চ্যালেঞ্জিং হয়ে দাড়ায়। এরমাঝে একটি লোক যে কিনা তার ফ্যান ছিলো সে তাকে Stalk করা শুরু করে, আবার কে জানি ইন্টারনেটে তার উপর নজরদারী করতে থাকে। তাকে ছাড়াও তার পুরোনো Idol গ্রুপটা খুব চমৎকার ভাবে এগিয়ে যেতে থাকে। একেরপর এক মানসিক চাপের কারনে Mima এর জীবন হয়ে উঠে অসহ্য। সে বাস্তব আর কল্পনার জগতের মাঝে পার্থক্যটা বুঝতে পারে না। কি হচ্ছে Mima এর সাথে? কে তাকে ফলো করছে? আর কোনটাই বা সত্যি আর কোনটা তার কল্পনা? জানতে চাইলে দেখতে পারেন Director satoshi kon এর মাস্টারপিস মুভি Perfect Blue

👑পারসোনাল মতামত: Perfect Blue মুভিটা আসলে কালজয়ী মুভি। ডিরেক্টর সাতোশি কন যে কোন লেভেলের ডিরেক্টর ছিলেন এই মুভিটা দেখলে বুঝবেন। ১৯৯৮ সালে যখন ইন্টারনেট একদম শিশু অবস্থায় রয়েছে সেই সময়ই এই মুভিটাকে Cyber Crime জিনিসটা যে একজন মানুষের জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে সেটা সুন্দর ভাবে দেখিয়েছে। যাদের সাইকোলজিক্যাল মুভি ভালো লাগে তারা এটি অবশ্যই দেখবেন। মুভিটাতে শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল+হরর ধরে রাখছে। আর Ending টাও এমন দিয়েছে যেটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আপনি ভাবতেও পারবেন না যা! দেখা শেষে মাথায় খালি প্রশ্নের পর প্রশ্ন জেগে উঠবে। কোনটি বাস্তব আর কোনটি কল্পনা সেটি বুঝবেন না। এসব জিনিস একমাত্র Satoshi Kon এর পক্ষেই বানানো সম্ভব।

মুভিতে যথেস্ট ভায়োলেন্স, ১৮+ দৃশ্য আছে। দেখার সময় তাই সর্তকতা অবলম্বন করবেন

🎭Characters: এর প্রতিটি চরিত্র চমৎকার, প্রত্যেকের ভালোই প্রভাব কাহিনীতে আছে। বিশেষ করে ওই Stalker টা একদম ভয়ংকর💀

🎥এনিমেশন: যেহেতু Studio এর নাম Madhouse সেহেতু বুঝতেই পারছেন এটা কেমন হবে! ১৯৯৮ সালের হলেও যথেস্ট ভালো এনিমেশন। কাহিনী উপভোগ করতে সমস্যা হবে না

🪩মিউজিক: Perfect blue এর BGM গুলা পুরা একটা হরর Vibe ধরে রাখছে। কাহিনীটাকে আরো Interesting করছে ব্যাপারটা

🚦🧩🚦 বিদ্র: Perfect Blue 1998 সালে সেরা এশিয়ান মুভির পুরস্কার জিতে কানাডার Montreal এ🔥

তো সময় থাকলে দেখে ফেলুন এই চমৎকার Anime মুভিটা।

Written By: Emon Dewan

Happy Watching❤️

 িভিউনাম: Welcome to Demon School! Iruma(2019)সিজন: ৩এপিসোড সংখ্যা: ৬৫ (২৩ মিনিট করে)Genre: Action,Comedy, supernatural,...
04/09/2024

িভিউ

নাম: Welcome to Demon School! Iruma(2019)

সিজন: ৩

এপিসোড সংখ্যা: ৬৫ (২৩ মিনিট করে)

Genre: Action,Comedy, supernatural, Fantasy,Isekai, Mythology, School

Demographic: Shounen(pg-13)

স্টুডিও: Bandai Namco pictures

সোর্স: Manga

Mal Rating: 7.8+ করে

পারসোনাল রেটিং: ৮.৫/১০❤️

🌠মূল ঘটনা: ১৪ বছর বয়সী সুজুকি ইরুমার জীবন পুরোটাই দু:খে ভরপুর। তার বাবা মা তাকে দিয়ে টাকা কামানোর জন্য সকল অমানুষিক কাজ কর্ম করায়। একদিন ইরুমা জানতে পারে যে তার বাবা মা টাকার লোভে ইরুমাকে একটি Demon এর কাছে বিক্রি করে দিয়েছে, যার নাম Sullivan. Sullivan ইরুমাকে নিজের নাতি হিসেবে পালার জন্য Demon দের দুনিয়ায় নিয়ে যায় এবং সেখানে Babyls নামের স্কুলে ভর্তি করে দেয়, তবে ইরুমাকে সে বলে যে কেউ যাতে জানতে না পারে যে ইরুমা একজন মানুষ। নাহলে ইরুমার ক্ষতি হবে।
শুরু হয় ইরুমার নতুন জীবন, Demon দের স্কুলে একজন মানুষ হয়ে কিভাবে বেচে থাকবে Iruma? জানতে চাইলে দেখতে পারেন এই চমৎকার কমেডিতে ভরপুর Anime টা

👑পারসোনাল মতামত: Demon school আনিমেটা আমার খুব ভালো লাগছে। কাহিনীর গতি ঠিক রাখছে প্রতিটি জায়গায়। প্রতিটি Arc সুন্দর। আর এতে কমেডি প্রচুর। বিশেষ করে Demon দের জাতীয় সংগীতটা শুনলে এখনো হাসি পায়😆
একশন যদিও কম, তবে যতটুকুই আছে তা ভালো। পাশাপাশি School Life টাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং পারিবারিক বন্ধনের বিষয়টাও ভালো লাগছে। কিছু রোমান্স সীনও আছে, যেটা ভালো লাগছে। আর এর ভিলেনগুলাও Well written. কাহিনীতে কিছু Twist ও আছে যা একদমই আশা করিনি, যেটা খুব ভালো লাগছে।

🎭Characters: এর প্রতিটি ক্যারেকটারকে ভালো লাগছে। বিশেষ করে নায়ক Iruma কে। সে খুব শান্ত শিষ্ঠ স্বভাবের। তবে সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং সবার উপকার করে। এছাড়া Sullivan কে আমার খুব ভালো লাগছে। একটা Demon হয়েও সে ইরুমাকে একদম নিজের নাতির মতো আদর করে। পাশাপাশি Asmodeous, Ameri, Clara এদেরও চমৎকার লাগছে। প্রতিটি সিজনে সবগুলা ক্যারেকটারের ভালো Development দেখা গেছে। অন্য সাইড ক্যারেকটারদেরও কাহিনীতে ভালোই ভূমিকা রাখতে দেওয়া হয়েছে।

🎥Animation: এর এনিমেশন Average হলেও কাহিনী উপভোগ করার জন্য ভালোই। তাছাড়া মাংগার ভালো এডাপশন করছে Anime তে। Magic Scene গুলা চমৎকার ছিলো

🪩মিউজিক: এর ওপেনিং-এন্ডিং দুটা গানই চমৎকার। চাইলেও Skip করতে পারবেন না এত ভালো। আর Bgm গুলাও অসাধারন।

🧩🔥🧩🌠 Watch Order: সিজন ১,২,৩ এভাবে দেখলেই হবে। কোন জটিল Watch Order নেই।

আশা করি সামনে এর নতুন সিজন আসবে❤️

তো সময় থাকলে দেখে ফেলুন এই চমৎকার Anime টা।

Written By: Emon Dewan

Happy Watching❤️

 িভিউনাম: Re:Zero(2016)সিজন: ২+২ মুভিএপিসোড সংখ্যা: ৫০এপিসোড সময়কাল: ২৬ মিনিট করেGenre:Action, Drama, Fantasy, Suspense,...
02/09/2024

িভিউ

নাম: Re:Zero(2016)

সিজন: ২+২ মুভি

এপিসোড সংখ্যা: ৫০

এপিসোড সময়কাল: ২৬ মিনিট করে

Genre:Action, Drama, Fantasy, Suspense,Isekai, Psychological Thriller, Time Travel

Demographic: Seinen(R-17+)

স্টুডিও: White Fox

সোর্স: Light novel

Mal Rating: 8.33/10

পারসোনাল রেটিং: ৯/১০

🌠মূল ঘটনা: নাতসুকি সুবারু নামের একটি ছেলে জাপানে থাকে, একদিন দোকান থেকে ফেরার পথে হঠাৎ করে সে অন্য এক জাদুর দুনিয়ায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরপরই তার উপরে দুটা গুন্ডা আক্রমন করে এবং তাকে পি*-টায়। তখন সুবারুকে বাচায় এমিলিয়া নামের এক সুন্দরী মেয়ে, যার একটি মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। সুবারু ভাবে এমিলিয়াকে সে সাহায্য করবে জিনিসটি খোজায়। যখন তারা সেই জিনিসটি খুজে পায়, তখনই কে যেন এমিলিয়া আর সুবারুকে হ*- ত্যা করে ফেলে💀

কিন্ত আবারো সব আগের থেকে শুরু হয়, সুবারু আবারো অতীতে সেই সময়ে পৌঁছে যায় যখন গুন্ডারা তাকে আক্রমন করেছিলো এবং এমিলিয়া এসে সুবারুকে সাহায্য করে। ঘটনাক্রমে সুবারু বুঝতে পারে যে, সে যতবার মা*- রা যায় ততবারই সে অতীতে ফিরে যায়(অনেকটা Games এ মারা যাওয়ার পরে একটা নির্দিস্ট চেক পয়েন্ট থেকে খেলা শুরু হওয়ার মতো)

সুবারু তখন এর রহস্যে বের করার চেস্টা করে, কেন সে এই দুনিয়ায় আসলো, কেন তাকে এই Power টা দেওয়া হলো? কে ই বা তাকে এখানে আনলো? সুবারু কি পারবে এর সমাধান করতে? নাকি হয়ে যাবে Game Over?

জানতে চাইলে দেখতে পারেন এই অসাধারন Underrated Isekai আনিমেটা❤️

👑পারসোনাল মতামত: Re zero অন্য ৮-১০ টা ইসেকাই আনিমের মতো না যেখানে নায়ক শুরু থেকেই Overpowered, তার পেছনে মেয়েদের লাইন লেগে থাকে কিংবা ফ্যানসার্ভিস প্রচুর। Infact এর নায়ক সুবারু পুরা সিরিজজুড়ে দূর্বলই থাকে ও ট্রেনিংও প্রচুর করছে কিন্ত লাভ হয় নাই,যেটা আমার কাছে বাস্তব লাগছে। Rezero হচ্ছে Quality পূর্ন ইসেকাই। এটার প্লট দুর্দান্ত, Matured মানুষদের জন্য। Rezero এর World Building টাও রহস্যময় ও সুন্দট।এর কাহিনী Slow pacing, তবে ধীরে ধীরে জমে উঠে। প্রথম সিজনের ১৫-১৬ এপিসোড পর থেকে কাহিনী জমা শুরু করে, ধৈর্য ধরে প্রথম ১৬ টা এপিসোড দেখবেন। পাশাপাশি টাইম ট্রাভেল যে কতটা যন্ত্রনার কারন হতে পারে সেটা খুব সুন্দর ও ভয়ংকর ভাবে তুলে ধরছে Re:Zero তে💀

🎭Characters: Re zero এর ক্যারেকটারগুলা অসাধারন ভাবে লেখা। সুবারু শুরুতে একদম হাস্যেজ্বল একটা ছেলে থাকলেও টাইম ট্রাভেলের কারনে+ বারবার মৃ*- ত্যু কিভাবে ধীরে ধীরে তাকে Depression ও পাগলপ্রায় বানিয়ে ফেলে সেই জিনিসটা নিখুঁত ভাবে তুলছে যা অনেকটা Steins Gate এর Vibe পাবেন।
পাশাপাশি এর Villain দেরও চমৎকার Backstory দেওয়া।
নায়িকা হিসাবে এমিলিয়া Well written, ওর ডেভেলাপমেন্ট চোখে পড়ার মতো সিরিজজুড়ে, সুবারু আর ওর Chemistry টাও Cute. তবে Rem পুরাই Overrated. কোনো ক্যারেকটার ডেভেলাপমেন্ট ওর নাই, অথচ ওরে নিয়া ফ্যানরা হুদাই নাচানাচি করে😐
অন্য সাইড ক্যারেকটারগুলাও চমৎকার স্ক্রিনটাইম পাওয়া এবং Well written

🎥Animation: Re zero এর এনিমেশন অসাধারন, White Fox Studio কিন্ত Stein's Gate এর এডাপশনও করছে। Time Travel+সাইকোলজিক্যাল জিনিসগুলা বানাতে তারা যে কতটা Expert সেটা Re zero দেখে নিশ্চিত হইছি। খুব সুন্দরভাবে Subaru এর Pain গুলা ফুটিয়ে তুলছে, কিছু জায়গায় একটু অতিরিক্তই করে ফেলছে পোলাটার সাথে🥲💔
Gore,Violence সীনগুলা নিখুঁত ভাবে এডাপশন করছে।

🪩মিউজিক: এর মিউজিক বিশেষ করে BGM গুলা অসাধারন। সবসময় একটা হরর, Mystery vibe ধরে রাখছে। পাশাপাশি কাহিনীটাকেও Interesting করছে

🧩🫶🧩🔥Watch Order: প্রথমে সিজন ১ দেখবেন। এরপর মুভি ২ টা দেখবেন। এরপর সিজন ২ এর দুটা পার্ট দেখে ফেলবেন। এটার কিছু Chibi comedy version আছে, ওগুলা যেকোনোভাবে দেখলেই হবে। মূল কাহিনীর সাথে সম্পর্ক নেই

তো সময় থাকলে দেখে ফেলুন এই চমৎকার আনিমেটা। আশা করি ভালো লাগবে।

Written By: Emon Dewan

Well Happy Watching❤️

Address

Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Yashiro Dewan-Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share