Yashiro Dewan-Emon

  • Home
  • Yashiro Dewan-Emon
 িভিউনাম: Summertime Rendering [2022]সিজন: ১ [কাহিনী কমপ্লিট]এপিসোড সংখ্যা: ২৫ {২৩ মিনিট করে}Genre: Mystery, Supernatura...
12/06/2024

িভিউ

নাম: Summertime Rendering [2022]

সিজন: ১ [কাহিনী কমপ্লিট]

এপিসোড সংখ্যা: ২৫ {২৩ মিনিট করে}

Genre: Mystery, Supernatural, Suspense,Time Travel

Demographic: Shounen (R-17+)

সোর্স: Manga

স্টুডিও: OLM

Mal Rating: 8.49

পারসোনাল রেটিং: ৮.৫/১০

🌠মূল ঘটনা: বাবা মায়ের মৃত্যুর পর থেকে Shinpei Ajiro তাদের প্রতিবেশী Kofune পরিবারের সাথে বড় হতে থাকে। সে পরিবারে দুটা মেয়ে আছে যাদের নাম Mio এবং Ushio. পড়ালেখার জন্য Shinpei টোকিওতে চলে যায়, কিন্ত দুবছর পরে সে ফিরে আসে কারন সে শুনতে পায় Ushio একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে মা রা গেছে।
কিন্ত ময়নাতদন্তের পরে Ushio এর গলায় কিছু চিহ্ন দেখে Shinpei এর মনে সন্দেহ জাগে যে Ushio কে কেউ হ* ত্যা করতে পারে। সে এবং Mio এটির তদন্ত শুরু করে, কিন্ত তদন্ত করতে গিয়ে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। অনেক মানুষ হঠাৎ হারিয়ে যেতে শুরু করে, ফলে তাদের মনে পড়ে যে তাদের দ্বীপে একটা Shadow নামের অতিপ্রাকৃতিক প্রানীদের বসবাসের রূপকথা শোনা যেতো একসময়ে। Shinpei কি পারবে Ushio এর মৃ* ত্যুর পেছনের রহস্য খুজে বের করতে? আর কারা এই Shadows নামের প্রানীরা? জানতে চাইলে দেখতে পারেন ২০২২ সালের এই চমৎকার আনিমেটা❤️

👑 পারসোনাল মতামত: এক সিজনে চমৎকার কাহিনীর Anime দেখতে চাইলে এটি দেখতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটা Suspense ধরে রাখছে কাহিনীতে। প্রতিটি এপিসোডে টুইস্ট দিয়ে ভরা। তাছাড়া Time Travel হিসেবেও চমৎকার এটা। যাদের Erased, Steins gate কিংবা Re zero এর মতো টাইম ট্রাভেল আনিমে ভালো লাগে, তারা অবশ্যই এটি দেখতে পারেন। আনিমেটাতে যথেস্ট ভায়ো লেন্স, Gore scene আছে পাশাপাশি ভালোই ইমোশনাল দৃশ্য আছে। একশন দৃশ্যগুলাও চমৎকার। কাহিনীটার এন্ডিংও সুন্দর দিয়েছে। Happy Ending বলে ভালো লাগছে।

🎭 Characters: এটার নায়ক Ajiro Shinpei কে খুব ভালো লাগছে। Strong mentality এর নায়ক। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া ushio, mio এদেরও ভালো লাগছে। Hizuru সেনসেকেও চমৎকার লাগছে। এরপর অন্য সাইড ক্যারেকটারদের প্রতিও ভালোই ফোকাস করছে। তবে ভিলেনটাকে Lame লাগছে, যেজন্য এটাকে 8.5 দিয়েছি। Villain এর উদ্দেশ্য পুরাই ফালতু লাগছিলো আমার পারসোনালি।

🎥Animation: এর এনিমেশন খুব সুন্দর ছিলো। প্রতিটি এপিসোডে চমৎকার এনিমেশন। Fight এর দৃশ্যগুলা কিংবা ভায়োলেন্স দৃশ্যগুলা আরো নিখুঁত ভাবে ফুটিয়ে তুলছে। এছাড়া ইমোশনাল দৃশ্যগুলাও সুন্দর ছিলো।

🪩মিউজিক: Summer time render এর ওপেনিং-এন্ডিং দুটা Song ই ভালো লাগছে। তাছাড়া এটার BGM ও সুন্দর ছিলো। ফাইটের দৃশ্যগুলায় ভালো মিউজিক ব্যবহার করছে।

🧩🎇🔥 Watch Order: শুধু একটাই সিজন, এটা দেখলেই হবে। মাংগার Perfect Adaption করছে যা ভালো লাগছে।

তো সময় থাকলে দেখতে পারেন, একসিজনের এই চমৎকার আনিমেটা।

Happy watching❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: 86 Eighty-Six(2021)সিজন: ১ [ ২ টা পার্ট]এপিসোড সংখ্যা: ২৩ { ২৩ মিনিট করে}Genre: Action, Drama, Sci-Fi, Mecha, ...
12/06/2024

িভিউ

নাম: 86 Eighty-Six(2021)

সিজন: ১ [ ২ টা পার্ট]

এপিসোড সংখ্যা: ২৩ { ২৩ মিনিট করে}

Genre: Action, Drama, Sci-Fi, Mecha, Military,Romance

Demographic: Shounen(R-17+)

Studio: A-1 Pictures

সোর্স: লাইট নোভেল

Mal Rating: 8.70/10

পারসোনাল রেটিং: ৯.৫/১০❤️

🌠মূল ঘটনা: San Mongolia একটি স্বৈরাচারী দেশ, যেখানে তাদের নিজেদের নাগরিকদের সাথেই বৈষম্যমূলক আচরন করা হয়। তারা তাদের প্রতিবেশী দেশ Giadian Empire এর সাথে যুদ্ধে লিপ্ত, কিন্ত এই যুদ্ধে তারা শুধু নামায় তাদের দেশের 86 sector এর নাগরিকদের, যাদের এরা মানুষই মনে করে না। কারন তাদের চুলের রং আর চোখের রং San Mongolia এর আসল নাগরিকদের থেকে ভিন্ন। এজন্য এরা নিজেদের সেরা ভাবে এবং তারা 85 sector এ নিরাপদে, নিশ্চিন্তে বসবাস করে।

এই 86 sector এর বাসিন্দাদের লড়াই করতে হয় Giadian Empire এর রোবটদের সাথে যাদের Legion বলা হয়। 85 sector থেকে শুধু কমান্ড দেওয়া হয়। আর তাদের বলে Handler.

Vladilena Milizé তেমনই একজন কমান্ডার। কিন্ত এই মেয়েটি 85 sector এর বাসিন্দা হলেও সে অন্যদের মতো এরকম বৈষম্যমূলক আচরনে বিশ্বাস করে না। তার দায়িত্বে পরে Spearhead Squadron এর যাদের লিডার হলো Shinei Nouzen. যে কিনা যুদ্ধক্ষেত্রে Undertaker নামে পরিচিত। তার দলে আরো অনেক সদস্য আছে। কিভাবে দুটি ভিন্ন জগতের মানুষদের মাঝে দেখা না হয়েও শুধু কথার মাধ্যমে ভালো একটি বন্ধুত্ব গড়ে উঠে যা পরে ভালোবাসায় রূপ নেয়, সেটি দেখতে চাইলে দেখতে পারেন এই আনিমেটা।

👑পারসোনাল মতামত: ২০২১ সালের এই আনিমেটা আসলেই চমৎকার। আমি Mecha আনিমের তেমন ফ্যান না, কিন্ত 86 খুব চমৎকার লাগছে। এর কাহিনীটা অসাধারন ছিলো। যাদের কখনো দেখাও হয়নি শুধু ফোনে কথা হয়, তাদের মাঝে এত চমৎকার করে বন্ধুত্ব গড়ে উঠে সেটা ভালো লাগছে। এছাড়া এটায় প্রচুর একশন যেমন আছে, তার চেয়ে বেশী আছে ইমোশনাল দৃশ্য। প্রথম সিজনটা তো প্রচুর কস্টের। যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে সেটা খুব সুন্দর ভাবে তুলে ধরছে। তবে লাস্ট এপিসোডটা এত চমৎকার ছিলো যে সব কস্ট ভুলে গেছিলাম দেখে❤️

🎭Characters: 86 এর ক্যারেকটারগুলা অসাধারন। বিশেষ করে এর নায়ক Shinei Nouzen. ও খুব চমৎকার একজন লিডার, পাশাপাশি একজন ভালো যোদ্ধাও। কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত অনায়াসে নিতে পারে। দলটাকে একাই সামলায় বলতে গেলে। নায়িকা হিসেবে Milze কেও অসাধারন লাগছে। সিরিজের শুরুতে ওকে এভারেজ একটা মেয়ে মনে হলেও ধীরে ধীরে ওর প্রচুর Development দেখিয়েছে। আর ওর বুদ্ধিও অনেক। মাঝে মাঝে এমন কিছু কাজ করেছে যে মনে হবে ও কতটা দূরের চিন্তা করে রাখতে পারে। বিশেষ করে Nouzen আর Milze এর Chemistry টা খুব উপভোগ করছি। পাশাপাশি সাইড ক্যারেকটার হিসেবে Kurena, Anju, rikka এরাও চমৎকার ছিলো। ভালোই স্ক্রিনটাইম+ Backstory দেওয়া হয়েছে এদের।

🎥Animation: 86 এর এনিমেশন অসাধারন। বিশেষ করে যুদ্ধের সীনগুলাতে এত সুন্দর ভাবে এনিমেট করছে যে মনে হবে Ufotable স্টুডিও বোধহয় কাজ করছে। রোবটগুলার সাথে লড়াইয়ের দৃশ্যগুলা সেই ছিলো🔥

A-1 Pictures এ দিক দিয়ে চমৎকার জিনিস দেখিয়েছে। ইমোশনাল দৃশ্যগুলাও ভালোমতো ফুটিয়ে তুলছে।

🪩মিউজিক: 86 এর Bgm টা খুব সুন্দর ছিলো। সিরিয়াস মোমেন্টগুলাকেও সুন্দর করে ফুটিয়ে তুলছে। ইমোশনাল দৃশ্যগুলাকে আরো ইমোশনাল করে তুলছে শুধু মিউজিক দিয়েই।

তো সময় থাকলে দেখতে পারেন এই চমৎকার, Mecha আনিমেটা।

86 এর ২য় সিজনের কোনো খোঁজখবর নাই, আশা করি সামনে আসবে

Happy watching❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: Bleach(2004)Part: 2এপিসোড সংখ্যা: ১ম পার্টে ৩৬৬ আর ২য় পার্ট TYBW তে ২৬ এপিসোড সময়কাল: ২৪ মিনিট করেGenre: Actio...
12/06/2024

িভিউ

নাম: Bleach(2004)

Part: 2

এপিসোড সংখ্যা: ১ম পার্টে ৩৬৬ আর ২য় পার্ট TYBW তে ২৬

এপিসোড সময়কাল: ২৪ মিনিট করে

Genre: Action, Adventure, Fantasy,Comedy, Supernatural, School

Demographic: Shounen(Pg -13)

স্টুডিও: Pierrot

Source Material: Manga

Myanimelist Rating: ১ম পার্ট 7.85, ২য় Part 9.04

পারসোনাল রেটিং: ৯/১০

👑মূল ঘটনা: ১৫ বছর বয়সী Ichigo ছোটোবেলা থেকেই আত্মাদের দেখতে পায়। তবে সেটা তার স্বাভাবিক জীবনের পথে বাধা হয়ে দাড়ায়নি। বরং সে যতটুকু সাধ্যমত ওই আত্মাদের সাহায্যে করার চেস্টা করে। একদিন সে যখন তার বাড়িতে ফিরে, তখন তার রুমে একটা অচেনা মেয়েকে দেখতে পায় যার নাম Rukia. সে নিজেকে Shinigami বলে পরিচয় দেয় যাদের কাজ হলো মৃত আত্মাদের পরকালের দুনিয়ায় পৌছাতে সাহায্যে করা। এমন সময় তাদের উপর হামলা করে একটি Hollow, Hollow হচ্ছে একধরনের অশুভ শক্তি যারা মানুষের আত্মাকে খেয়ে ফেলে। শিনিগামীরা এসব Hollow দের সাথে লড়াই করে মানুষদের নিরাপদ রাখে। Rukia ইচিগোকে বাঁচাতে গিয়ে আহত হয়, ফলে রুকিয়ার সামনে একটি পথ খোলা থাকে আর তা হলো Ichigo কেও একজন শিনিগামীতে পরিনত করা। রুকিয়া তার শক্তির একটা অংশ Ichigo কে দেয় ফলে Ichigo হয়ে উঠে একজন Part time shinigami. শুরু হয় ইচিগোর নতুন জীবন। Rukia এর হয়ে সে এখন Hollow দের সাথে লড়াই করে এবং মানুষদের Safe রাখে। তার সাথে যোগ দেয় Sado, Orihime এবং Ishida নামের তার ক্লাসমেট রা যাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু ক্ষমতা আছে। তারা কি পারবে Human World কে Safe রাখতে? আর কোথা থেকে আসলো এই Hollow রা? তারা ই কি সব সমস্যার মূল নাকি তাদের পেছনেও কলকাঠি নাড়ছে অন্য কেউ? জানতে চাইলে দেখতে পারেন Shounen Genre এর Big 3 এর অংশ Bleach🎆

👑পারসোনাল মতামত: Big 3 এর মধ্যে আমার নিজের ব্যাক্তিগত ভাবে Bleach কে বেশী ভালো লাগছে। কারন এটা দেখা শুরু করছিলাম টিভিতে। ব্লীচের কাহিনী যেমন সুন্দরভাবে গুছানো, তেমনি প্রতিটি আর্কের Conclusion ও ভালো। শুরুরদিকের এপিসোডগুলার এনিমেশন তেমন সুবিধার না, কারন ২০০৪ সালের যেহেতু, আর ফিলার প্রচুর বেশী। তবে যতই সামনে যায় ততই কাহিনী যেমন ভালো হয় তেমনি Animation ও ভালো হয়। আসলে Bleach ভুল সময়ে রিলিজ পাইছিলো, তখন প্রযুক্তি এত ভালো ছিলো না যে Bleach এর মাংগার Art গুলার পারফেক্ট এডাপশন করতে পারবে। এখন যেমন Bleach TYBW এর চমৎকার এডাপশন হচ্ছে, এরকম এডাপশনটা প্রথম পার্টেরও দরকার ছিলো🥲
তাছাড়া ব্লীচে একশন+কমেডি এবং Adventure সবই সুন্দর। যেটা ভালো লাগছে। আরো একটা সুন্দর বিষয় হলো ব্লীচে সব Strong Female character আছে যেটা অন্য Shounen Anime গুলায় সাধারনত দেখা যায় না। এ জিনিসটা ভালো লাগছে।

🎭 Characters: ব্লীচের ক্যারেকটারগুলো অসাধারন। নায়ক হিসেবে Ichigo যথেস্ট Mature. অন্য Shounen নায়ক গুলা যেমন কিছু হলেই কান্নাকাটি করে, Ichigo তেমন না। খুব Strong Personality এর নায়ক। সাইড ক্যারেকটারগুলো হচ্ছে Bleach এর Main power. এত চমৎকার সাইড ক্যারেকটার আছে যে তাদের ভালো না লেগে উপায় নেই। Byakuya,Renji,Matsumoto, Youroichi Shunsui সহ সবগুলা সাইড ক্যারেকটারদের ভালো লাগছে। আর Bleach এর ক্যারেকটার ডিজাইনগুলো অসাধারন। সবগুলা ক্যারেকটার Fashion সচেতন ডিজাইন, Kubo সেনসে Bleach এর ডিজাইনের বেলায় কোনো কার্পণ্য করে নাই। Gotei 13 এর প্রত্যেকটা Members কেই ভালো লাগছে। আর Bleach এর Female character গুলোও চমৎকার।

🛡️ Power system: ব্লীচের পাওয়ার সিস্টেমটা ভালো লাগছে। Soul Power টা ভালোভাবেই ব্যাখা করছে, তাছাড়া ওদের প্রত্যেকের Bankai আর Shikai নামের পাওয়ারগুলাও ডিটেইলসে দেখানো+ Variation অনেক। তাছাড়া ভিলেনদের Power গুলাও ডিটেইলস ভরা। যেটা চমৎকার। Big 3 এর মধ্যে Power scale এর হিসেবে Bleachverse সবচেয়ে উপরে।

👹 ভিলেন: Bleach এর ভিলেন টিমগুলাও চমৎকার। বিশেষ করে Anime ইতিহাসের Best ভিলেনদের একজনকে দেখবেন Bleach এ। তাছাড়া ভিলেন Team হিসেবে Espada কিংবা Sternritter দেরও চমৎকার ভাবে উপস্থাপন করছে।

🎥Animation: আগেই বলছি যে ২০০৪ সালের বলে প্রথম অংশের এনিমেশন অত ভালো না, তবে সামনে ভালো হয়। বিশেষ করে এখন TYBW আর্কে যেই লেভেলের Animation দিছে তা আপনি Demon slayer এর মতো Anime তে পাবেন। বর্তমানে Bleach এর এনিমেশন পারফেক্ট।

🪩 মিউজিক: Bleach এর মিউজিকগুলা এর আরেকটা চমৎকার দিক। Opening ending সংগুলা ভালো। পাশাপাশি প্রতিটি ক্যারেকটারের আলাদা আলাদা Theme song আছে যেটা একমাত্র Jojo তে দেখছি। এটা অনেক ভালো লাগছে। পাশাপাশি Action এর মূহুর্তে ভালো BGM ইউস করছে।

🧩🪁🪅🔥Watch Order: Bleach এর কোনো জটিল Watch order নেই। Release Date অনুসারে প্রথমে ৩৬৬ এপিসোড দেখে এরপর TYBW দেখা শুরু করবেন। ৩৬৬ এপিসোডে অনেকগুলা Filler Episode আছে চাইলে সেগুলা Skip করতে পারেন সমস্যা নেই। তবে Filler arc গুলার মধ্যে আমার Zanpaktu rebellion Arc টা ভালো লাগছে। Bleach এর ৪ টা মুভি আছে যেগুলা Non canon, না দেখলেও চলবে। তবে ভালো সেগুলা।

🌠🎆🪅🪩 কিছু বিশেষ তথ্য: Bleach এর মাংগার TYBW আর্কটা যারা পড়েন নি, তাদের এটা আর পড়ার দরকার নেই, কারন Bleach এর রাইটার TYBW Final arc এ বহুতকিছুই মাংগা থেকে চেন্জ করছেন Anime তে। বর্তমানে TYBW আর্ক একদম মাংগা থেকে ভিন্ন পথে যাচ্ছে, এটা লেখক নিজেই চেন্জ করতেছেন, মানে এটা Canon. উনি অসুস্থ ছিলেন বলে মাংগাটা Rushed করে শেষ করছিলেন, সেগুলা উনি এখন Anime তে ঠিক করতেছেন। আর Bleach এর Novel গুলাও চমৎকার। বিশেষ করে আমার Cyfow টা ভালো লাগছে❤️
সময় থাকলে এটার Lightnovel গুলা পড়তে পারেন।

তো সময় থাকলে দেখে ফেলুন এই Anime টা।

Happy Watching❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: Hunter x Hunter(2011)সিজন: ১এপিসোড: ১৪৮ [২৩+ মিনিট করে]Genre: Action, Adventure, Fantasy,ComedyDemographic: Sh...
07/06/2024

িভিউ

নাম: Hunter x Hunter(2011)

সিজন: ১

এপিসোড: ১৪৮ [২৩+ মিনিট করে]

Genre: Action, Adventure, Fantasy,Comedy

Demographic: Shounen(Pg-13)

স্টুডিও: Madhouse

সোর্স: Manga

Mal Rating: 9.04

পারসোনাল রেটিং: ৯/১০

🌠মূল ঘটনা: অজানাকে জানা কিংবা অজয়কে জয় করাই মানুষের নেশা। আর সেই নেশাকেই পেশা হিসেবে গ্রহন করেছে Hunter রা। Hunter দের কাজ হলো পৃথিবীর ওইসব জায়গায় যাওয়া যেখানে মানুষের পা পড়েনি, গুপ্তধন খুজে বের করা কিংবা বিভিন্ন Monster দের সাথে লড়াই এসবই করে Hunter রা। যেজন্য Hunter পেশাটা সবার কাছে যেমন সম্মানিত তেমনি প্রচুর টাকা ও প্রতিপত্তিও আনে।

কিন্ত হান্টার হওয়া এত সোজা না, এজন্য Hunter exam দিতে হয়, যারা পাশ করে তারাই লাইসেন্স পায়। কিন্ত এই Exam এ মানুষের প্রানও চলে যায়। Gon নামের একটি ছেলে যার ইচ্ছা Hunter হওয়া। কারন তার লক্ষ্য হান্টার হয়ে তার বাবাকে খুজে বের করা।
এই Hunter exam দিতে গিয়ে Gon এর সাথে দেখা হয় Killua নামের এক Assassin ছেলের সাথে পাশাপাশি আরো দেখা হয় Kurapika যে কিনা নিজের Clan এর প্রতিশোধ নেওয়ার জন্য আগ্রহী এবং Leorio নামের আরেকজনের সাথে যে কিনা ডাক্তার। তারা প্রত্যেকেই একেক উদ্দেশ্যকে সামনে নিয়ে Hunter হতে চায়। তারা কি পারবে সকল বাধা পেরিয়ে Hunter হতে? আর Hunter হওয়ার পরের জীবনটা কি এত সহজ হয়ে উঠবে? জানতে চাইলে দেখতে পারেন এই চমৎকার Anime টা ❤️

👑পারসোনাল মতামত: HxH আসলেই একটা Masterpiece. সোনেন Genre এর মধ্যে সেরা। এর কাহিনীর শুরু এবং Pace সবই চমৎকার। প্রতিটি আর্ক সুন্দর করে সাজানো এবং প্রতিটি আর্কের শেষও চমৎকার ভাবে করেছে। Hunter exam আর্কটা অন্যতম সুন্দর কম্পিটিশন আর্ক Anime দুনিয়ার মধ্যে। তেমনি Chimera Ant আর্কটা হচ্ছে আনিমে ইতিহাসের সেরা আর্ক।
এটায় যথেস্ট ভালো একশন আছে, পাশাপাশি ভালো কমেডিও আছে।

🎭 Characters: HxH এর চমৎকার বিষয় লাগছে এর ক্যারেকটার ডেভেলাপমেন্টটা। প্রতিটি Arc এ Gon, Killua এর ভালো Growth হয়েছে। হোক সেটা Physically কিংবা Mentally. ওদের Power up টাও ভালোই ছিলো। পাশাপাশি অন্য সাইড ক্যারেকটারগুলাও চমৎকার। যেমন Hisoka,Chrollo, কিংবা Chairman Netero. Phantom Troupe member প্রত্যেকের Backstory ও ভালো। আর Chimera ant arc টা তো একদম Peak masterpiece. ভালো মানুষের ভেতরেও Evil থাকে আর Evil এর ভেতরেও যে ভালো গুন থাকতে পারে সেটা খুব সুন্দর করে দেখিয়েছে। বিশেষ করে Villain Meruem এর Growth টা খুব ভালো লাগছে❤️

HXH এর World building টা অনেকটাই One piece এর World building এর মতোই নিখুঁত, যেটা চমৎকার

🛡️ Power system: HxH এ আনিমে ইতিহাসের অন্যতম সেরা পাওয়ার সিস্টেম NEN আছে। এত সুন্দর করে Nen Power টাকে বর্ননা করছে যা বলার বাইরে। প্রতিটি Nen user এর পাওয়ারের Advantage, disadvantage সব সুন্দর করে দেখানো হয়েছে।

🎥 Animation: HxH এর এনিমেশন কাহিনী উপভোগ করার জন্য ভালোই। Fight সীনগুলা ভালোভাবেই দেখিয়েছে, ইমোশনাল দৃশ্যগুলাও চমৎকার ভাবে ফুটিয়ে তুলছে

🪩 মিউজিক: HxH এর ওপেনিং-এন্ডিং Song গুলাও চমৎকার। পাশাপাশি BGM ও ভালো ব্যবহার করছে। যেটা সিরিয়াস সীনগুলাকে আরো উপভোগ্য করছে

🎇🌠🔥🧩 Watch Order: HxH(2011) এর ভার্সনটা দেখলেই হবে। HxH(1999) সালের ভার্সনটা দেখার দরকার নেই, যদিও সেটার আর্ট স্টাইলটা বেশী Deep ছিলো, কিন্ত সেটা filler দিয়ে ভরা। তাই শুধু HxH(2011) এর ভার্সনটাই দেখলে হবে আর অন্যটা দেখার দরকার নেই।

তবে যদি মন চায় ১৯৯৯ সালেরটার Hunter exam arc টা দেখতে পারেন, ওটা অনেক ভালো লাগছিলো।

🧩🎇🌠বিদ্র: HxH এর রাইটার টোগাসি সেনসে কিন্ত আরেকটি চমৎকার মাংগা এর লেখক যেটার নাম Yu yu Hakuso আর উনার স্ত্রী হচ্ছেন আরেকজন জনপ্রিয় Sailor Moon মাংগার রাইটার

তো সময় থাকলে দেখে ফেলুন এই চমৎকার Anime টা।

Happy watching❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: Made in Abyss(2017)সিজন: ২ এপিসোড: ২৫ টি+ ৩ টা মুভিএপিসোড সময়কাল: ২৫ মিনিট করেGenre: Adventure, Drama, Fantasy...
07/06/2024

িভিউ

নাম: Made in Abyss(2017)

সিজন: ২

এপিসোড: ২৫ টি+ ৩ টা মুভি

এপিসোড সময়কাল: ২৫ মিনিট করে

Genre: Adventure, Drama, Fantasy, Mystery, Sci-Fi,Gore, Survival, Dark fantasy

Demographic: Seinen(R-17+)

স্টুডিও: Kinema Citrus

সোর্স: Web manga

Mal Rating: 8.65/10

পারসোনাল রেটিং: 10/10

🌠মূল ঘটনা: Abyss হচ্ছে পৃথিবীর মাঝে একটি গর্ত যেখানে রয়েছে এক অন্য এক জগত। বিভিন্ন ধরনের অদ্ভুত জীবেরা যেমন সেখানে বাস করে তেমনি সেখানে রয়েছে অনেক সম্পদ। কিন্ত Abyss এ রয়েছে মারাত্মক বিপদ। মৃত্যু সেখানে একদম সাধারন বিষয়। তবুও কি মানুষের কৌতুহলকে থামানো যায়? সেই Abyss এও ছুটে যায় মানুষেরা। জানতে চায় কি রয়েছে এর শেষপ্রান্তে। তাদের বলে Divers আর তাদের মধ্যেও সেরা হলো White Whistlers রা, যারা অনেক নিচ পর্যন্ত গিয়েছে Abyss এর।

এমনই এক White Whistle Diver এর মেয়ে হলো Riko, যে কিনা তার মায়ের মতো Abyss এ ভ্রমণ করতে চায়। কিন্ত বাচ্চা মানুষ বলে সে শুধু Abyss এর Upper realm এ ভ্রমণ করার অনুমতি পায়।সেই Riko এর সাথে দেখা হয় Reg নামের একটি রোবট শিশুর। যে শিশুটি Abyss এর একদম শেষ প্রান্ত থেকে এসেছে। ফলে Riko এর মনে নতুন করে আশা জন্মায় Abyss এ ভ্রমণ করার জন্য। Reg কে নিয়ে সে যাত্রা শুরু করে Abyss এর শেষপ্রান্তে পৌছানোর জন্য। তারা কি পারবে সকল বাধা বিপত্তি পেরিয়ে Abyss এর তলদেশে পৌঁছাতে? আর Riko কি খুজে পাবে তার মাকে? জানতে চাইলে দেখতে পারেন এই Anime টা।

👑পারসোনাল মতামত: Made in Abyss আমার টপ ৫ টা আনিমের একটা। এটার কভার দেখে বাচ্চাকাচ্চার শো মনে করে ভুল করবেন না। প্রচুর Dark anime এটা। কিছু এপিসোড এত Dark আর ভয়ংকর যে তা গা শিউরে উঠার মতো। এর কাহিনী Pacing টা খুব সুন্দর। Made in Abyss এর World Building টা আমার কাছে One piece থেকেও বেশী সুন্দর আর Detailed লাগছে। ফলে বুঝতেই পারছেন কতটা নিখুঁত করছে। যারা Adventure আনিমে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন। একশনও মোটামুটি কয়েকজায়গায় প্রচুর আছে। কিছু এপিসোড আবার মন হাসি খুশি করার মতো কমেডি। কিছু এপিসোড আবার প্রচুর ইমোশনাল। সব দিক দিয়ে Perfect Anime গুলার মধ্যে একটি বলতে পারেন।

🎭Character: Reg, riko,Nanachi এদের অনেক ভালো লাগছে। এই ছোট্ট তিনটা শিশু সকল বাধা বিপত্তি পার করে তাদের Adventure টা চালিয়ে যায়। অনেক সময় তাদের মাঝে ঝগড়া হয়, কিংবা তারা একেকটা ভেজালে পড়ে, এই জিনিসগুলা সুন্দর ভাবে দেখিয়েছে। মূলত এদের প্রতিই বেশী ফোকাস করা। ওদের Backstory প্রত্যেকেরই দু:খের। ওদের পাশাপাশি অন্য সাইড ক্যারেকটারগুলাও ভালো ছিলো।

🎥Animation : সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে Made in Abyss এর এনিমেশনটা। এত সুন্দর এনিমেশন যে মনে হবে Mappa এর মতো স্টুডিও কাজ করছে। ওদের দুনিয়াটাকে একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলছে। বিশেষ করে Monster গুলোর এনিমেশন চমৎকার করেছে।

🪩মিউজিক: এর ওপেনিং-এন্ডিং আর BGM টা অস্থির। সিরিয়াস মূহুর্তগুলাকে যা আরো দারুন করে তুলছে। তেমনি ফাইটের মূহুর্তগুলাকেও।

🧩🔥🧩🎇 Watch Order:

প্রথমে Made in Abyss সিজন ১

এরপর দেখবেন ৩ নাম্বার মুভিটা

এরপর Made in Abyss সিজন ২

[১ ও ২ নাম্বার মুভি দুটা হলো সিজন ১ এর Recap. ওগুলা দেখার দরকার নেই]

তো সময় থাকলে দেখে ফেলুন এই চমৎকার আনিমেটা। সামনে ৩য় সিজন আসবে এর

Happy Watching❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: 20th Century Boys(1999-2006)ভলিয়ম: ২২(কাহিনী Completed)চাপ্টার: ২৪৯লেখক: Naoki Urasawa( Monster এর লেখকও উনি)G...
05/06/2024

িভিউ

নাম: 20th Century Boys(1999-2006)

ভলিয়ম: ২২(কাহিনী Completed)

চাপ্টার: ২৪৯

লেখক: Naoki Urasawa( Monster এর লেখকও উনি)

Genre: Award Winning, Drama, Mystery, Sci-Fi,Historical, Psychological

Serialization: Big Comic spirits

Mal Rating: 8.95

পারসোনাল রেটিং: ১০/১০

🌠মূল ঘটনা: Kenji edo একজন সাধারন দোকানদার। বহুত কস্টে তার জীবন চলে ছোটো দোকান চালিয়ে। একদিন সে জানতে পারে তার এক বন্ধু যাকে সবাই Donkey বলে ছোটোবেলায় ডাকতো সে আত্মহ*- ত্যা করছে। বন্ধুর এরকম মৃত্যু কেনজি মেনে নিতে পারেনি, সে এটার রহস্য খুঁজতে থাকে। তার মৃত বন্ধু কিছু Clue রেখে গেছিলো সেটা থেকে কেনজি একটা গুপ্তসংঘঠনের খোজ পায় যাদের লিডার হলো Friend নামের একজন। কিন্ত অবাক করার বিষয় হচ্ছে এই গুপ্তসংঘঠনটা কোনোভাবে Kenji এর ছোটোবেলায় যে জিনিসগুলা তারা মজার ছলে খেলতো, সেই খেলাগুলাকে দিয়েই সমাজে ক্রাইম করছে এবং তাদেরই ছোটোবেলার বন্ধুদের টার্গেট করছে। ফলে Kenji এর স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না, সে তার ছোটোবেলার বন্ধুদের খুজে বের করে এবং তাদের নিয়ে Friend নামের এই রহস্যময় ব্যাক্তির আসল পরিচয় বের করে নেমে পড়ে।

কে এই Friend, আর কি তার উদ্দেশ্য? কেন সে পুরো পৃথিবীকে ধব্বংসের জন্য নেমেছে? জানতে চাইলে পড়তে পারেন এই চমৎকার Manga টা❤️

👑পারসোনাল মতামত: 20th century boys আমার অন্যতম পছন্দের মাংগা। কাহিনীটা শুরুতে একদম Simple থাকলেও ধীরে ধীরে এতটা জটিল হয়েছে যেটা বলার বাইরে। বিশেষ করে এর Ending টা এখনো ধোঁয়াশায় রেখে দিছে। ছোটোবেলায় আমরা কতকিছুই মজার ছলে খেলি বা করে থাকি, সেই জিনিসগুলাকে যখন কেন্দ্র করে ঘটনাটা করছে সেটা খুব চমৎকার লাগছে। আর একটা ইলুমি*-না- তির মতো সংঘঠনের Vibe পাইছি যেটা খুব ভালো লাগছে। পারসোনালি এরকম গুপ্তসংঘঠন টাইপ জিনিসগুলা আমাকে মজা দেয়। কাহিনীটা শুরু থেকে শেষ পর্যন্ত Thrill ধরে রাখছে। এর সিকুয়েল 21st century boys টাও ভালোই ছিলো

🎭Characters: Naoki Urasawa সেনসের ভিলেন বানানোতে জুড়ি নেই। মাংগা ইতিহাসের দুটা সেরা ভিলেন তার ই বানানো। Friend খুব চমৎকার লেভেলের ভিলেন। একদম Johan এর রাইভাল বলতে পারেন। আসলে একই লেখকের সৃস্টি বলে কথা। Friend কে জোহানের চেয়ে কম রহস্যময় করে রাখে নাই, বরং আরেকটু বেশীই মনে হয়েছে।
নায়ক হিসেবে Kenji edo কেও খুব ভালো লাগছে। একজন সাধারন দোকানদার থেকে ওর ক্যারেকটারের এতটা Development ঘটবে যেটা আশা করি নি। এছাড়া Chouji, setoguchi এরাও চমৎকার ছিলো।

🏞️ Artstyle: এর আর্ট স্টাইলটা ভালোই। অনেকটা Monster, Pluto vibe পাবেন( Same writer বলে কথা😆)
তাছাড়া পারিপার্শ্বিক জিনিসগুলো খুব সুন্দর ও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলছে।

🎇🧩🎇কিভাবে পড়বেন: 20th century boys পড়বেন প্রথমে এরপর 21st century boys টা পড়বেন। এর কোনো Anime adaptation নেই, শুধু মাংগা ই, আর একটা Live এডাপশন আছে, যেটা এভারেজ

🎇🧩🎇🛡️🧩বিশেষ তথ্য: 20th century boys আর 21st century Boys একসাথে 37th Japan Cartoonist Awards এ সেরা মাংগার পুরস্কার জিতে।

তো যারা ভালো একটা মাংগা পড়তে চাচ্ছেন তারা পড়তে পারেন এটি।

Happy Reading❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: Bungou Stray Dogs(2016)সিজন: ৫ + ১ মুভিএপিসোড সংখ্যা: ৬১ (২৩ মিনিট করে)Genre:Action, Mystery, Supernatural,Adu...
02/06/2024

িভিউ

নাম: Bungou Stray Dogs(2016)

সিজন: ৫ + ১ মুভি

এপিসোড সংখ্যা: ৬১ (২৩ মিনিট করে)

Genre:Action, Mystery, Supernatural,Adult Cast, Detective, Organized Crime, Super Power

Demographic: Seinen( R-17+)

সোর্স: Manga

স্টুডিও: Bones

Mal rating: প্রতি সিজন 8+

পারসোনাল রেটিং: ৯/১০

🌠 মূল ঘটনা: Atsushi নামের একটি অনাথ ছেলেকে তার অনাথ আশ্রম থেকে বের করে দেওয়া হয়, কারন তাকে ঘিরে কিছু ভৌতিক ঘটনা ঘটে বলে। ক্ষুূধার্ত Atsushi এরপর নদীর তীরে ডুবতে থাকা একজন ডিটেক্টিভের জীবন বাচায় যার নাম Osamu dazai. Osamu Dazai একটি গোয়েন্দা সংস্থার প্রধান যেখানে প্রতিটি সদস্যেরই নিজস্ব কিছু Superpower আছে। Atsushi এরও সুপারপাওয়ার আছে আর তা হলো নিজেকে Tiger এ রূপান্তর করতে পারা। ফলে ওসামু দাজাই এই ছেলেটিকে তাদের Detective agency তে নিয়ে নেয়। শুরু হয় আতসুসির নতুন জীবন। তাদের কাজ হলো সেই সকল কেসগুলা সলভ করা যা সাধারন পুলিশেরা পারে না। কারন সুপারন্যাচারাল পাওয়ারের কেস তারাই সমাধান করতে পারে যাদের সেইরকম শক্তি রয়েছে। কিন্ত এসব কেস সমাধান করার পথেও রয়েছে প্রচুর বাধা, কারন অপরাধীরাও Super power এর অধিকারী। তাছাড়া Detective Agency এর একটি শত্রু দলও রয়েছে যাদের নাম Port mafia. তো Atsushi কি পারবে এই নতুন জীবনে খাপ খাইয়ে নিতে? জানতে চাইলে দেখতে পারেন এই Masterpiece টা❤️

👑পারসোনাল মতামত: Bungou Stray Dogs আমার পছন্দের Anime গুলার একটা। এর প্রতিটি সিজন তার পূর্বের সিজনের চেয়ে সেরা। আর ৫ নাম্বার সিজনটা তো পুরাই Peak. BSD তে চমৎকার Action আছে। প্রতিটি Character এর আলাদা আলাদা সুপারপাওয়ার আছে। আর কমেডিও চমৎকার লাগছে। তবে সিজন যত সামনে গেছে কমেডি তত কমছে এবং কাহিনী আরো সিরিয়াস হয়েছে। কাহিনী Plot twist ও প্রচুর। Bungou Stray dogs না দেখলে এটা আপনার মিস। কারন এই আনিমেটাকে সবদিক দিয়েই সেরা লাগছে। তাছাড়া যখন Port mafia আর Detective Agency এর সদস্যেরা মিলে অন্য ভিলেনদের বিরুদ্ধে কাজ করে সে জিনিসটা প্রচুর ভালো লাগছে

🎭Character: BSD এর সবগুলা ক্যারেকটারই চমৎকার ভাবে লেখা। বিশেষ করে আমার ভালো লাগছে ওসামু দাজাইকে। প্রচুর জিনিয়াস আর Calculative মানুষ ও। সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করে। এরপর ডিটেক্টিভ এজেন্সির Ranpo, Kunikada,Kyouka কেও ভালো লেগেছে। তাছাড়া Port Mafia এর Nakahara chuuya কিংবা Ryuunske কেও খুব চমৎকার লাগছে। Detective Agency এর সবগুলা চরিত্রের Backstory সুন্দর, তেমনি Port Mafia এর সদস্যেদেরও।তাছাড়া BSD এর সবগুলা ভিলেন চমৎকার এবং Well written. প্রতি সিজনে নতুন নতুন Villain আর তাদের উদ্দেশ্যও ভিন্ন ভিন্ন। কেউ যদি Broken hero হয় অন্যজন সেখানে Pure Evil. আমি আজো বুঝি না এই আনিমেটা কেন এত Underrated?

🎥Animation: BSD এর এনিমেশনও চমৎকার। ফাইটের দৃশ্যগুলা খুব সুন্দর করে তুলে ধরছিলো। বিশেষ করে প্রত্যেকের সুপারপাওয়ার ব্যবহারের দৃশ্যটা। সেগুলায় যথেস্ট ভালো এনিমেশন ছিলো। ৮/১০

🪩মিউজিক: BSD এর মিউজিকগুলা খুব চমৎকার। এর Opening-Ending সংগুলাও ভালো। তাছাড়া প্রতিটি Fight এ চমৎকার BGM ছিলো যা সিরিয়াস একটা Vibe বজায়া রাখছে।

🛡️Power system: BSD এর Power system টাও একদম অসাধারন। প্রত্যেকের একেকরকম পাওয়ার। তাছাড়া এদের Team combination ফাইটগুলাও বেশী ভালো ছিলো। বিশেষ করে আতসুসি এবং রিয়ুনেসকের টিমওয়ার্কটা। এছাড়া ভিলেনদের পাওয়ারগুলাও অসাধারন। প্রত্যেকের Power এর আলাদা করে ব্যাখা এবং কাউন্টার সবই দেখানো হয়েছে।

🪅🔥🔥🧩🎇 Watch Order: জটিল ওয়াচ ওর্ডার নেই। টানা ৫ টা সিজন দেখবেন তাহলেই হবে। তাছাড়া BSD এর একটা Spin off আছে, Bungou Stray dogs:Wan এটা পুরাটা কমেডি ভার্সন।

🎇🎆🔥বিদ্র: Bungou Stray dogs এর সবগুলা ক্যারেকটারের নাম হলো সত্যিকারের মানুষদের নাম থেকে। বেশীরভাগই জাপানের একেকজন রাইটার ছিলেন, যেমন ওসামু দাজাই উনি একজন রাইটার ছিলেন তার নাম থেকে এই আনিমেতে দাজাইয়ের নাম রাখা হয়েছে। তেমনি অন্যদের বেলায়ও।

তাছাড়া সামনে এর নতুন সিজনও আসবে। যদিও সময় লাগবে।

তো সময় থাকলে দেখতে পারেন এই Anime টা।

Happy Watching❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: Berserk(1989)ভলিয়ম: ৪২চাপ্টার: ৩৭৫+(Ongoing)Genre:Action, Adventure, Award Winning, Drama, Fantasy, Horror, Su...
30/05/2024

িভিউ

নাম: Berserk(1989)

ভলিয়ম: ৪২

চাপ্টার: ৩৭৫+(Ongoing)

Genre:Action, Adventure, Award Winning, Drama, Fantasy, Horror, Supernatural,Gore, Military, Mythology, Psychological

Demographic: Seinen(R-17+)

Serialization: Young animal

রাইটার: কেনতারো মিয়ুরা

Mal Rating: 9.47/10 (Top 1)

Personal Rating: 9/10❤️

🌠মূল ঘটনা: Guts নামের এক যোদ্ধা, যার জীবনের সংগ্রাম শুরুই হয়েছে ছোটোবেলা থেকে। মাতাল বাবার ঘরে বড় হওয়া অত্যাচারের শিকার Guts বড় হয়ে একজন যোদ্ধা হিসাবে সুনাম কামায়। পরে সে যোগ দেয় Band of The hawks নামের একটি Mercenary দলে যাদের লিডার হলো Griffith নামের একজন সুদর্শন কিন্ত শক্তিশালী যুবক। Guts তার জীবন দিয়ে Griffith কে Follow করা শুরু করে। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে তার এককালের সবচেয়ে সেরা বন্ধু Griffith ই হয়ে উঠে Guts এর চরমশত্রু। অশুভ ক্ষমতা পাওয়ার লোভে Guts এর জীবন থেকে সে সবকিছুই কেড়ে নেয়। ফলে Guts হয়ে উঠে প্রতিশোধপরায়ন। কিন্ত একজন সাধারন মানুষ Guts কি করে প্রতিশোধ নিবে Griffith এর উপর? যেকিনা হয়ে উঠেছে একজন Demonic God? জানতে চাইলে পড়তে পারেন এই চমৎকার মাংগাটা।

👑পারসোনাল মতামত: Berserk এর আনিমে এডাপশন আছে, কিন্ত তবুও মাংগার রিভিউ দিলাম। কারন Berserk এর কোনো আনিমে এডাপশনই ভালো হয়নি। ১৯৯৭ সালের একটা এডাপশন আছে যেটা ২৫ এপিসোডের। কিন্ত সেটার এনিমেশন খারাপ। আবার ২০১৬ সালেরটার মধ্যে এত বাজে CGI ব্যবহার করছে যে মনে হবে Cartoon দেখতেছেন।

সে যা ই হোক, যাদের ভায়োলেন্স, Gore, একশন ভালো লাগে তারা এই মাংগাটা পড়তে পারেন। বলে রাখা ভালো এটায় প্রচুর Ra* pe, নির্যা; তন সহ অনেক ভয়াবহ জিনিস আছে। যারা Dark Fantasy ভালোবাসেন তারা এটা পড়তে পারেন। এটা দূর্বল হৃদয়ের মানুষের জন্য না। প্রচুর Mature জিনিস আছে মাংগাটাতে। তাছাড়া Military Tactics গুলাও চমৎকার।

🎭Characters: এর নায়ক Guts আমার পছন্দের ক্যারেকটারদের একজন। Guts এর মতো জীবনে এত কস্ট খুব আনিমের/মাংগার নায়কই করছে। ওর জীবনটা পুরাটা দু:খে ভরা। কিন্ত তবুও ও সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। এই জিনিসটা আসলেই অনেককে অনুপ্রেরণা দিয়েছে। নায়িকা হিসাবে Casca এভারেজ। তেমন Character development ওর চোখে পড়ে নাই। প্রথম দিকে Strong female হিসাবে আনলেও পরে ওকে Damsel in distress হিসাবেই রাখছে।

ভিলেন হিসাবে Griffith একটা ভয়ংকর লেভেলের ভিলেন। ও এমন একটা ভিলেন যাকে ঘৃনা করতে বাধ্য হবেন আপনি। Well written ভিলেন যাকে বলে আরকি। নিজের লক্ষ্য আর উদ্দেশ্য পূরনের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে Griffith সেটার প্রকৃষ্ট উদাহরণ। পাশাপাশি সাইডক্যারেকটার গুলাও চমৎকার। Puck, Skull knight এদের ভালো লেগেছে।

🏞️Art: Berserk এর আর্ট হচ্ছে একদম শিল্প। মূলত Berserk এর আর্টগুলার ভালো এনিমেশন করা সম্ভব হয়নি বলেই এর সঠিক Anime এডাপশন করা যায় না। অনেক বড় বড় অনুষ্ঠানে Berserk এর আর্টগুলার প্রদর্শনীও হয়েছে।

⛩️ সেরা আর্ক: Berserk এর সেরা আর্ক আমার কাছে Golden age Arc টাই। এত সুন্দর করে কাহিনীর শুরু থেকে শেষ করছে যেটা অসাধারন। Miura sensei চমৎকার আর্টও করে দেখিয়েছেন, পাশাপাশি ক্যারেকটারগুলার মধ্যে চমৎকার কানেকশনও করেছেন। তবে Golden age arc এর পরের আর্কগুলা আমার আহামরি ভালো লাগেনি। আর Miura sensei(Berserk এর আসল লেখক) মারা যাওয়ার পর থেকে কেন জানি Berserk এর কাহিনী কিছুটা Down হচ্ছে বলে মনে হচ্ছে। অন্য কারো এমন লাগছে কিনা কমেন্টে জানাবেন।

🛑🚦🛑বিশেষ তথ্য: Berserk অনেকগুলা এওয়ার্ড জিতেছে তার মধ্যে একটি হলো Tezuka Osamu Cultural Prize. তাছাড়া Dark Souls সহ আরো অনেক গেমস, Fantasy Show এগুলা Berserk থেকেই অনুপ্রাণিত। ৩৬৪ চাপ্টার চলাকালীন সময়ে এর আসল লেখক মিউরা সেনসে মারা যান। এখন Berserk এর মাংগা আঁকছেন তার বাল্যকালের বন্ধু Kouji Mori. মিউরা সেনসে তার সাথে Berserk এর এন্ডিং কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতেন।

তো সময় থাকলে পড়ে ফেলুন এই চমৎকার Manga টা

Happy reading❤️

Written By: Emon Dewan

 িভিউনাম: One piece(1999)সিজন: ২০এপিসোড সংখ্যা: ১১০৬+🙂(Ongoing)এপিসোড Runtime: ২৪ মিনিটGenre: Action, Adventure, Comedy,...
27/05/2024

িভিউ

নাম: One piece(1999)

সিজন: ২০

এপিসোড সংখ্যা: ১১০৬+🙂(Ongoing)

এপিসোড Runtime: ২৪ মিনিট

Genre: Action, Adventure, Comedy, fantasy

Demographic: Shounen(pg-13)

Source Material: Manga

Studio: Toei Animation

Mal rating: 8.72

পারসোনাল রেটিং: Anime 8.5/10
[Manga 9.5/10]

মূল ঘটনা: জলদস্যুদের রাজা Gol D.Roger তার জীবনে সবকিছুই অর্জন করেছেন। হোক সেটা ধন সম্পদ কিংবা প্রতিপত্তি বা প্রভাব। মৃত্যুর পূর্বে তিনি এমন এক গুপ্তধনের কথা পৃথিবীবাসীর সামনে ঘোষনা দিয়ে যান যেটার নাম হলো One piece. যে ই এটা পাবে সে যেমন হয়ে উঠবে ধনী তেমনি তাকে সকল জলদস্যুরা King of Pirates বলে মেনে নিবে। ফলে শুরু হয়ে যায় বিশ্বজুড়ে এই One piece কে খোঁজার এক অভিযান। সকল জলদস্যু ই চায় One Piece কে পেতে। কিন্ত এত সোজা তো আর সেটি হবার কথা না।

তেমনি এক কিশোর জলদস্যু বালক Luffy ও চায় One Piece কে খুজে বের করতে। কিন্ত বেচারা লুফির না আছে ভালো জাহাজ কিংবা ভালো Crewmate. তো লুফি ধীরে ধীরে একেক যাত্রায় ভিন্ন ভিন্ন ধরনের মানুষদের তার দলে ভেড়ায়। হোক সেটা Sanji এর মতো Simplord কিংবা Zoro এর মতো সেরা যোদ্ধা কিন্ত পথভোলা মানুষ😴
এই অদ্ভুত দলের সদস্যদের নিয়ে কি Luffy খুজে পাবে One Piece? আর কত বাধার সম্মুখীন হতে হবে তাকে এই যাত্রায়? জানতে চাইলে দেখতে পারেন Shounen Genre এর Big 3 বলে খ্যাত One piece নামের এই চমৎকার আনিমে টা🔥

👑পারসোনাল মতামত: One Piece আসলেই একপিস(One piece). ২৫ বছর ধরে কাহিনীর কোয়ালিটি Maintain করা এত সোজা ব্যাপার না। আর One piece এর রেটিং কিন্ত ধীরে ধীরে বেড়েই চলছে। এই Anime টার সবচেয়ে সুন্দর হলো এটার World Building টা। এত সুন্দর আর Well detailed ওয়ান পিসের দুনিয়াটা, যেন দেখলে মনে হবে বাস্তব মানুষের কাহিনী দেখছেন। একদম ছোট্ট থেকে ছোট্ট ক্যারেকটারদের কথাও বাদ দেন নি। Oda সেনসে আসলেই একজন জিনিয়াস এ ব্যাপারে। প্রতিটি দ্বীপ, শহরগুলো এত সুন্দর করে সাজানো যে আপনার মনেই হবে না এটা কোনো কাল্পনিক দুনিয়া। প্রতিটি আর্ক গুছানো এবং Conclusion ও সুন্দর করে করা প্রতিটি আর্কের। শুরুর দিকে One piece বিরক্তিকর, এটা আমিও মানি। একবার ড্রপ পর্যন্ত করে দিয়েছিলাম। কিন্ত যত সামনে আগায় কাহিনী তত ভালো হয়+এনিমেশনও ভালো হতে থাকে। One piece এ যথেস্ট ভালো কমেডি যেমন আছে, একশনও খুব ভালো আছে। পাশাপাশি Emotional দৃশ্যও অনেক❤️‍🩹

🎭 Characters: ওয়ান পিসে শুধু নায়ক লুফি কিংবা ওর দলের সদস্যদের প্রতিই কাহিনী Focused করা না। বরং সবগুলা ক্যারেকটারকে রাইটার Grow করার সুযোগ দিছেন। নায়ক হিসেবে লুফির ভালোই ক্যারেকটার ডেভেলাপমেন্ট দেখা গেছে। তাছাড়া Zoro,Sanji, Nami, Boa এদেরও ভালো লাগছে। প্রত্যেকের Backstory ভালো। ভিলেনগুলাও Well Written. আমার পছন্দের লাগছিলো পারসোনালি ডোফ্লেমিনংগো কে। একটা ভিলেনও ছিলো ও👑

🛡️ Power System: যেহেতু One piece একশন Shounen আনিমে, তাই এর একটা Power System ও আছে যেটার নাম Devil Fruit. এছাড়া Haki জিনিসটাও ভালো লাগছে। প্রতিটি পাওয়ার ডিটেইলসে দেখানো হয়েছে এবং প্রত্যেকের Ability আলাদা যেটা ভালো লাগছে।

🎥Animation: ১৯৯৭ সালের বলে প্রথমদিকের এনিমেশনগুলা তত ভালো না, কিন্ত যতই সামনে এগিয়েছে তত ভালো হয়েছে Animation. আর বর্তমানের এপিসোডগুলা তো চমৎকার Animation দেখানো হচ্ছে। Toei Studio ভালোভাবেই সামলাচ্ছে ব্যাপারটা। 8/10

🎸🎹 মিউজিক: মিউজিকগুলাও ভালো লাগছে। Opening-Ending song যেমন ভালো তেমনই ভালো BGM ও আছে। 7/10

🔮Manga: ওয়ান পিস যদি শুরুর দিকে আপনার বিরক্তিকর লাগে আর ড্রপ করে দিতে চান, তাহলে অন্তত মাংগাটা সাজেস্ট করবো। ২০০-৩০০ চাপ্টার পর্যন্ত পড়ে Anime তে শিফট করতে পারেন। One piece এর মাংগাটাও চমৎকার। কাহিনী+Art দুটাই ভালো। One piece এর মাংগাকে আমি 9.5/10 দিবো❤️

🧩🪩🎲Watch Order: জটিল কোনো Watch order নেই, শুধু Release Date অনুযায়ী এপিসোডগুলা দেখলেই হবে।

🎆🪩🪁🪅কিছু বিশেষ তথ্য: One piece বিশ্বের সবচেয়ে বেশী বিক্রি হওয়া Manga. Big 3 এর Naruto এবং Bleach এর Sell এক করলেও One piece থেকে কম। প্রায় ৫১৬ মিলিয়নের বেশী বিক্রি হয়েছে, এমনকি যা DC Comics এর জনপ্রিয় হিরো Batman এবং Superman এর কমিক থেকেও বেশী। তাছাড়া ৫০ এর অধিক গেমসও আছে One piece নিয়ে।

তো সময় হলে দেখে ফেলুন এই Anime টা, যেহেতু Final Saga তে আছে❤️

💎সামনে Wit Studio ওয়ান পিসের রিবুট আনবে, আশা করি তখন Slow pacing জিনিসটা দূূর হবে।

Happy watching❤️

📢The only people who ha te One piece have never watched one piece"

Written By: Emon Dewan

 িভিউনাম: Gintama(2006)এপিসোড সংখ্যা: ৩৬৭+ ১ মুভিএপিসোড সময়কাল: ২৪ মিনিট করেGenre:Action, Comedy, Sci-Fi, Gag Humor, His...
25/05/2024

িভিউ

নাম: Gintama(2006)

এপিসোড সংখ্যা: ৩৬৭+ ১ মুভি

এপিসোড সময়কাল: ২৪ মিনিট করে

Genre:Action, Comedy, Sci-Fi, Gag Humor, Historical, Parody, Samurai

Demographic: Shounen(pg -13)

Studio: Sunrise

Source material: Manga

Mal Rating: 9.06 [সবগুলা সিজন টপ ২০ এ]

Personal rating: 10/10

মূল ঘটনা: জাপানের Edo Period এ Amanto নামের এলিয়েনরা জাপানে আক্রমন করে, জাপান যুদ্ধে হেরে যাওয়ার পরে এলিয়েনরা জাপানে একটা পুতুল সরকার বসায় যারা Amanto দের সাথে যুদ্ধে তাদের পথের কাটা সামুরাইদের তলোয়ার ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। বলতে গেলে সামুরাইদের পুরোপুরি Ban করে দেয়, যাতে Amanto দের বাধা দেওয়ার কেউ না থাকে।

Sakata Gintoki যে নিজেও একজন সামুরাই এবং Amanto দের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ ও করেছিলো। যুদ্ধ শেষে সে শুরু করে তার নতুন জীবন। Yorozuya নামের একটি প্রতিষ্ঠান খুলে সে যেটার কাজ হলো টাকার বিনিময়ে মানুষের যেকোনো কাজ করে দেওয়া বা সমস্যার সমাধান করা। তার এই প্রতিষ্ঠানে কাজ করে Shimura Shinpachi নামের একটি তরুন সামুরাই, Kagura yato নামের একটি এলিয়েন মেয়ে যার খিদের শেষ নেই এবং Sadaharu নামের একটি কুকুর। Gintama আনিমে মূলত তাদের দৈনন্দিন জীবনের ঘটনা নিয়েই তৈরী। কিভাবে তারা তাদের সামনে আসা সমস্যাগুলোর সমাধান করে এবং তাদের হাস্যরসাত্মক কর্মকান্ড দেখতে চাইলে দেখতে পারেন এই Anime টা।

👑পারসোনাল মতামত: Gintama আমার সবচেয়ে প্রিয় Anime. Gintama এর কাহিনী প্রথমদিকে নরমাল মনে হলেও আস্তে আস্তে জটিল হতে থাকে। কমেডি Anime এর মধ্যে Gintama সেরা। তবে এটায় যেমন কমেডি আছে তেমনই সিরিয়াস Arc ও এপিসোড আছে যেগুলা দেখলে মনেই হবে না যে এটি কমেডি Show. কিছু এপিসোড তো এত ইমোশনাল যে তখন আপনি নিজেই চাইবেন আবারো কমেডি এপিসোডগুলা ফিরে আসুক। আর হাসি তামাশার মধ্যে দিয়ে অনেক Deep Message দেয় গিনতামায় যেটা অসাধারন লাগছে।

Gintama তে কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীর Pace ঠিক রাখছে, সিরিয়াস আর্কগুলার পরে আবার নরমাল কমেডি কাহিনী শুরু হয় যেটা ভালো লাগছে। আর Gintama তে প্রচুর Parody আছে অন্য Anime গুলার। অনেক আনিমেকে Troll করার বিষয়টা মজা লাগছে, যেমন নারুতো, DBZ, bleach কিংবা One piece এর মতো বড় বড় শো গুলাকে😆
আর Anime ইতিহাসের অন্যতম সেরা Arc Shougun Assassination আর্কটাও গিনতামার। গিনতামার প্রতিটি আর্ক চমৎকার। Action হিসেবে যেসব Fight গিনতামায় আছে সেগুলা অনেক বড় Action anime গুলায় দেখতে পাবেন না। Gintama is Perfect in everyway.

🎭 Characters: গিনতামায় সবগুলা ক্যারেকটার এত সুন্দর ভাবে তৈরী করা যে তাদের প্রত্যেককে ভালো লাগবেই। Gintoki হচ্ছে সোনেন হিরোদের মধ্যে সেরা। ওর ক্যারেকটারটা খুব চমৎকার ভাবে গুছানো। যেমন কমেডি করে ও তেমনি Serious Fight গুলায় ওর সিরিয়াস মুড টাও চমৎকার লাগে। Kagura, Shinpachi এদের ক্যারেকটার Develop চোখে পড়ার মতো। পাশাপাশি Katsura, Hasegawa, Kondo,Shougo, Takasugi দেরও ভালো লাগছে। প্রতিটি ক্যারেকটারকে যথেস্ট স্ক্রিনটাইম দিয়েছে এবং তাদের কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে। Backstory গুলাও চমৎকার তাদের। আসলে Gintama তে তাদের কুকুর সাদাহারুর ও যে লেভেলের Character development ঘটছে সেটা অনেক Anime এর নায়কদেরও হয় না।

🎃 ভিলেন: Gintama তে প্রতিটি Arc এ নতুন নতুন ভিলেন থাকে, আর সবগুলা ভিলেনই ভয়ংকর এবং Well Written. বিশেষ করে Main Villain টাকে সবচেয়ে চমৎকার লাগবে।

🎥Animation: 2006 সালের হিসেবে এনিমেশন ভালো ই, তাছাড়া সামনে আরো ভালো হয়। কাহিনী উপভোগ করার মতো যথেষ্ট

💿🪩 Music: Gintama এর প্রতিটি Opening-Ending গানগুলা চমৎকার। তাছাড়া ভালো BGM, প্রতিটি ক্যারেকটারের জন্য আলাদা Music এর বিষয়টা ভালো লাগছে। সিরিয়াস ফাইট/ ইমোশনাল দৃশ্যে BGM এর চেন্জটা চমৎকার ছিলো

🔥🎇🎆🔥 Watch Order:

𝗚𝗜𝗡𝗧𝗔𝗠𝗔

• Gintama Season 1 (Episodes 1 to 57)

• Gintama: Benizakura-Hen Arc(58 to 61 episode) এটার মুভিটাও এই এপিসোডগুলো নিয়ে করা

• Gintama (Episodes 62-201: end of season 1)

• Gintama’ (Season 2) (Episodes 202-252)

• Gintama Season 3 or Gintama’: Enchousen (Episodes 253-265)

Gintama Movie 2: The Final Chapter- Be Forever Yorozuya

• Gintamaº (Season 4) (Episodes 266-316)

• Gintama°: Aizome Kaori-hen (two-episode OVA)

• Gintama. (Season 5) (Episodes 317-328)

• Gintama: Slip Arc (Season 6) (Episodes 329-341)

• Gintama: Silver Soul Arc (Season 7) (Episodes 342-367)

• Gintama: The Semi-Final

• Gintama: The Final Movie

🔥🔥🔥🎇🌠 কারা Gintama দেখবেন:🔥🔥🔥

আপনি যদি নতুন Anime watcher হন আপনাকে গিনতামা আপাতত দেখতে মানা করবো। কারন এটা Veteran Anime. গিনতামাতে অনেক Anime কে Parody করে, ট্রল করে। যদি আপনার কম আনিমে দেখা থাকে তাহলে সেগুলা উপভোগ করতে পারবেন না ফলে আপনার তেমন মজা লাগবে না। অন্ততপক্ষে One piece,Naruto,Bleach, Dbz সহ আরো কিছু পপুলার আনিমে গুলা দেখা থাকলে বা তাদের ক্যারেকটার/প্লট সম্পর্কে ধারনা থাকলে Gintama দেখতে পারেন। শুধু Anime না, গিনতামাতে অনেক Hollywood এর মুভি, Animated series গুলাকেও ট্রল করছে😆

Gintoki হচ্ছে অনেকটা Deadpool এর মতো ক্যারেকটার যে সবাইকে ট্রল করে। 4th wall break একদমই নরমাল বিষয় Gintama তে। আর Gintama অবশ্যই জাপানিজ ভাষায় ইংরেজি সাবটাইটেলে দেখবেন, কারন এটায় কিছু Double meaning jokes আছে যেগুলার ভালো Dubbing হয়নি ইংরেজিতে, আর সবগুলা সিজনের ডাব নেই ও এজন্য।

তো সময় থাকলে দেখে ফেলুন Gintama. আর Gintama এর নতুন সিজনও সামনে আনার ঘোষনা দিয়েছে যেটা তাদের Lightnovel এর এডাপশন হবে।

"If you have time to be thinking of a beautiful death, why not just live beautifully until the end?”- Sakata Gintoki

Happy Watching❤️

Written By: Emon Dewan

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Yashiro Dewan-Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share