22/04/2025
িভিউ
নাম: Ao Ashi(২০২২)
সিজন: ১
এপিসোড সংখ্যা: 24
এপিসোড সময়কাল: 24 মিনিট
Genre: Sports, Drama, Slice of Life
Demographic: Seinen
Studio: Production I.G
Source material: Manga
MAL Rating: 8.2+
Personal Rating: ৮.৮/১০
📖 মূল ঘটনা:
Ao Ashi শুরু হয় Ash*to Aoi নামের এক ৩য়য় বর্ষের হাইস্কুল ফুটবল প্লেয়ারের গল্প দিয়ে, যে খুবই raw এবং village-level ফুটবল খেলে। তার ভিতরে অদ্ভুত এক ফুটবল সেন্স আছে,একটা natural talent কিন্ত zero strategy আর discipline। বলতে পারেন অনেকটা স্বার্থপরের মতো Self centered football খেলে সে।
একদিন তার খেলা দেখতে আসে Fukuda Tatsuya নামের একজন কোচ, যে J youth League এর কোচ। সে Ash*to-র মাঝে দেখে অফুরন্ত সম্ভবনা। এরপর শুরু হয় Ash*to-র Tokyo যাওয়ার পথ, intense ট্রায়াল, একাডেমিক লড়াই, টিমওয়ার্ক শেখা, নিজের ইগো ভাঙা, সবমিলিয়ে ফুটবলের ভিতর দিয়ে এক জীবনের জার্নি। শুরু হয় তার নিজেকে খুজে পাওয়ার যাত্রা। সে কি পারবে এতে সফল হতে? জানতে চাইলে দেখতে পারেন এই চমৎকার আনিমেটা।
👑 পারসোনাল মতামত:
Ao Ashi আমার দেখা অন্যতম রিয়ালিস্টিক ফুটবল আনিমে। এটা Blue Lock বা Haikyuu’র মতো flashy না বরং, এখানে ফুটবলকে দেখানো হয়েছে অনেক grounded ভাবে যেন বাস্তবের মাঠের গল্প।
Ash*to character এর development অসাধারণ। প্রথম দিকে সে ছিলো overconfident আর Solo Player, কিন্তু ধীরে ধীরে সে বুঝে ফুটবলে টিমের গুরুত্ব, একজন প্লেয়ারের সীমাবদ্ধতা, আর নিজের flaws গুলা
এই আনিমের সবচেয়ে ভালো লাগেছে ফুটবল ট্যাকটিকস। কিভাবে একটা প্লেয়ার পজিশনিং বুঝে, কিভাবে টিমে chemistry তৈরি হয়, কীভাবে একটা মিস পাস পুরো ম্যাচ নষ্ট করে দিতে পারে সবকিছু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেন মনে হবে আসলেই ফুটবল দেখতেছেন। Ao ashi in terms of plot & realistic moment এর হিসাবে Blue Lock থেকে হাজারগুনে এগিয়ে থাকবে। Blue Lock কে Football কম Supernatural Battle মনে হয়। আমি নিজে একজন ফুটবল লাভার আর স্কুল লাইফে ফুটবল খেলতাম। যেকারনে Blue Lock আমার তেমন ভালো লাগে নাই, কিন্ত AoAshi এর সাথে Relate করতে পারছি।
কোচ Fukuda এর vision একটা পুরো শো র মেরুদণ্ড বলা যায়। সে শুধু প্লেয়ার ট্রেইন করে না, তার বিশ্বাস একটা ছেলেকে মানুষ করাও কোচের কাজ
🎭 Characters:
Ash*to Aoi ওর ক্যারেকটার ডেভেলাপমেন্ট চোখে পড়ার মতো। একটা স্বার্থপর Player থেকে Team player এ যেভাবে পরিনত হইছে ও সেটা অসাধারণ।
কোচ হিসেবে Fukuda Tatsuya তার calm & composed attitude, Father Figure vibe এবং visionary চিন্তাভাবনা আমাকে বারবার Alex Ferguson এর মতো মনে হয়েছে।
অন্যদিকে Akutsu, Ohtomo, keiji, Hana এরা সাইড ক্যারেকটার হলেও কাহিনীতে ভালো Impact রাখছে। ওদের নিজস্ব স্ট্রাগল আর bonding দেখলে মনে হয় একটা সত্যিকারের ফুটবল টিম দেখছি।
🎥 Animation:
Production I.G ভালোই কাজ করছে। মুভমেন্টগুলো fluid, ম্যাচের সময়গুলো realistic—কোনো over-the-top ঝাঁপাঝাঁপি নেই। আর facial expressions দারুণ ছিলো, বিশেষ করে intense ম্যাচের সময়।
Rating: ৮/১০
💿🪩 Music:
Opening এবং Ending গানগুলো catchy, কিন্তু যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো match-এর সময় background score tension build-up, emotional moments সব জায়গায় Perfect।
Rating: ৭.৫/১০
📺 Watch Order:
১. Ao Ashi Season 1 (2022) একটাই সিজন। নতুন সিজন শুনছি আসবে। Date দেয় নাই।
🌠 কারা Ao Ashi দেখবেন?
যদি আপনি Sports anime দেখতে পছন্দ করেন যেটা খালি উড়াধুরা অবাস্তব এনিমেশন টাইপ না বরং character growth, real tactics, আর grounded ফুটবল দেখায় তাহলে এটা আপনার জন্য।
Blue lock টাইপ আজগুবি ফুটবল Match Enjoyer হলে এটা দেখতে বারন করবো।
"The field doesn't lie. If you're weak, it'll expose you. If you're strong, it'll reward you." — Ash*to Aoi
☝️Written By: Emon Dewan
Happy Watching❤️