05/08/2024
শ্রদ্ধার বাংলাদেশ মিলিটারি, ১৯৭১ এর পর দেশের সবচেয়ে বড় ক্রান্তিকাল এখন। দেশের জন্য জীবন দেয়া আপনাদের বাহিনীর মূলমন্ত্র। এ যাত্রায় জীবন দিতে হবে না, যাদের জীবন রক্ষার শপথ করেছেন, শুধু আপনার দেশের সেই মানুষদের জীবন নিয়েন না জাস্ট, তাহলেই হবে।
চেইন অফ কমান্ড কখনো দেশের চেয়ে বড় হতে পারে না ৷ আপনাদের শপথ থেকে শুরু করে আত্মত্যাগ, সবকিছু এই দেশের জন্য ৷ চেইন অফ কমান্ড মানলে মতিউর রহমান বীরশ্রেষ্ঠ হতেন না। মানুষ আপনাদের ভালবাসে, শ্রদ্ধা করে।
জাতির সাথে বেইমানি করবেন না। আপনাদের প্রতি আস্থাটা সারাজীবনের জন্য হারিয়ে ফেলবেন না ৷