19/06/2021
জীবনের meaning বুঝলে responsibility পালন করা সহজ হয়ে যায়। জীবনের meaning খুঁজে পেতে নিজের দিকে, পরিবারের দিকে, সমাজের দিকে তাকান। ধর্মের দিকে তাকান। Old fashioned ideas গুলোর দিকে তাকান।
জীবনের অর্থ বা উদ্দেশ্য অগোছালো room কে অগোছালো রাখা না। অর্গানাইজড করা।
অসুস্থ হলে sad হয়ে থাকা না, sick যাতে না হন তার সব রকম চেষ্টা করা।
জীবনের অর্থ, কষ্ট পেলে ভেঙ্গে পরা না, আবার পায়ের উপর মাথা উঁচু করে দাঁড়ানো।
জীবন মানে এটা না, নিজের ব্যর্থতার জন্য নিজেকে দোষ দেওয়া বা অন্যকে বা ভাগ্যকে দোষ দেওয়া । খুঁজে বের করা সফলতা কীভাবে অর্জন করা যায়।
অতিরিক্ত খুশি হলে নিজেকে নিয়ন্ত্রন করা কারণ অতিরিক্ত
খুশি মানে সিদ্ধান্ত গুলো পাগলামো।
জীবন মানে failed হলে মাথা নিচু করে বসে থাকা না, এর মানে চেষ্টায় ডুবে থাকা যাতে ব্যর্থতার কথা মনেই না আসে।
জীবন মানে এটা না টাকা আছে টাকা উড়াবো। এই অর্থ তো সমাজ আপনাকে বিশ্বাস করে বলে সুযোগ দিয়েছে। তাই আপনি বিত্তের মালিক। আপনার অর্থ তো সমাজের অর্থ।
জীবন মানে এটা না: জীবন তো একটাই। আমার জীবন আমি যা ইচ্ছে তা করবো। না জীবন আপনার না। আপনি এই সমাজের সন্তান, দেশের সন্তান। জীবন নিয়ে পাগলামো আপনি করতেই পারেন না। আপনার অপচয় দেশের অপচয়। আপনার অর্জন, সমাজের অর্জন।
জীবন মানে আমি আমি আমার এটা না। যখন বেস্ট ফ্রেন্ড হয় তখন তার প্রয়োজনীয়তা আগে। যখন সন্তান হয়, তখন সন্তান আগে।
জীবন মানে কপটতা না, ভন্ডামী না, জীবন মানে গর্তের মাঝে লুকিয়ে থাকা না। জীবন হল প্রকৃতির নিয়মে চলা, সৃষ্টিকর্তার নিয়মে চলা, নিজের পায়ে নিজে দাঁড়ানো, self রেসপেক্ট বজায় রেখে চলা।
হার্মলেস Rabit হওয়া জীবন না। জীবনে জানতে হবে কীভাবে dangerous হতে হয়, harmful হতে হয়। Harmful বা dangerous হবার যোগ্যতা অর্জন করবেন যাতে কেউ আপনাকে নির্যাতন করে পার পেয়ে না যায়।
প্রকৃতির নিয়মে চলাই হল জীবন। এতে আপনার কী করা উচিৎ বা উচিৎ না তা বুঝা যায়।