06/11/2022
সিলেট পাসপোর্ট অফিস ও অব্যবস্থাপনা।
পাসপোর্ট অফিসের এই হয়রানি আর কোনো দেশে আছে কি না তা আমার জানা নেই!
প্রায় ৫০০ মানুষের জন্য জাস্ট একটা রুমে ফিঙ্গার ও ছবি কার্যক্রম চলতেছে, অংসখ্য অসুস্থ মানুষ প্রচন্ড রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন।
নিচতলার বাথরুমের কথা আর কি বলবো, কোনো সুস্থ মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না।
মারাত্মক নোংরা এবং দুর্গন্ধ, মনে হয় ১ বছরের মধ্যে ক্লিন করা হয়নি!
কোনো ভিনদেশী পাসপোর্ট অফিস ঢুকলে, কনফিউজড হয়ে যাবে এটা কলোনি নাকি অন্য কিছু
আফসোস! আমাদের দেশে কি একজন মানুষ নেই, যিনি এই পাসপোর্ট ব্যাবস্থা টা শৃঙ্খলার ভিতর নিয়ে আসতে পারেন, এট লিস্ট বৃদ্ধ, অসুস্থ মানুষের জন্য বসার ব্যবস্থা করতে পারেন?
মানসম্মত একটা বাথরুমের ব্যবস্থা করে দিতে পারেন?
দেশ টারে মধ্যম আয়ের দেশ বানান অথবা উন্নতি চন্দ্রে নিয়া যান , যদি দেশের মানুষদের জন্য সরকারি অফিসে একটু ভালো পরিবেশ তৈরি না করতে পারেন তাইলে এই উন্নতির গান গেয়ে রকেটে যাতায়াত করলেও কোনো কিছুতে কাজে আসবে না।