21/10/2024
সারে চার বছর বন্ধ থাকার পর অবশেষে আজকে থেকে চালু হলো কুড়িগ্রাম-রমনাবাজার রুটে 'রমনা লোকাল' ট্রেন।
তবে ফিরছে এবার নতুন রুপে। প্রারম্ভিক স্টেশন হিসেবে তিস্তার পরিবর্তে ৪১৫ এর রুট বর্ধিত করে রংপুর থেকে একটা ট্রিপ থাকছে। পাশাপাশি সময়সূচিতে থাকছে পরিবর্তন। পার্বতীপুর থেকে ছাড়বে সকাল ৭ টায়৷
রমনা লোকালের একটি ট্রিপ প্রারম্ভিক স্টেশন হিসেবে রংপুর পর্যন্ত বর্ধিত করা একটি ভালো সিদ্ধান্ত। এছাড়াও পরিবর্তিত সময়সূচি যাত্রী বান্ধব হবে আশাকরি।
সংক্ষিপ্ত সময়সূচি:
৪২২ পার্বতীপুর ছাড়বে সকাল ৭.০০,রমনাবাজার পৌঁছেবে সকাল ১১.৩৫
৪১৫ রমনা বাজার ছাড়বে ১২.০০,রংপুর পৌঁছেবে দুপুর ৩.১০
৪১৬ রংপুর ছাড়বে দুপুর ৩.৪০,কুড়িগ্রাম পৌঁছেবে বিকেল ৫.০০
৪২১ কুড়িগ্রাম ছাড়বে বিকেল ৫.২০,পার্বতীপুর পৌঁছেবে রাত ৮.৩০