16/09/2022
YouTube link for tour details: https://youtu.be/PEPO4e53gBw
মালয়েশিয়া ভ্রমণের প্রথম পর্ব আমরা সাজিয়েছি কুয়ালালামপুর নিয়ে। কোন ধরনের ট্যুর প্যাকেজ বা ট্রভেল এজেন্সির সাহায্য ছাড়া গিয়েছিলাম আমরা। প্লেনের টিকিট কাটা থেকে শুরু করে হোটেল- খাওয়া দাওয়া- যাতায়াত- ঘুড়াঘুড়ি সব কিছুই নিজেরা করেছিলাম এবং কোন পূর্ব পরিকল্পনা ছাড়া। আগামীকাল কোথায় কোথায় যেতে পারি তা আগেরদিন রাতে ঠিক করতাম, সিন্ধান্ত নিতাম সকালে ঘুম থেকে উঠে!
প্লেনের টিকিট জনপ্রতি ২৯ হাজার পরেছিল ইউ-এস বাংলা। কুয়ালালামপুর-লাংকাউয়ি এর টিকিট আসা যাওয়ায় পড়েছিল জনপ্রতি ৬০০০ এর একটু বেশি এয়ার এশিয়া। অভ্যন্তরীণ যাতায়াতের জন্য Grab ইউজ করেছি। ফুল ডে/ ঘন্টা হিসেবে গাড়ি নেই নি কখনও। সাথে ২ বছরের বাচ্চা ছিল বলে ফেক্সিবিলিটিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিলাম। কুয়ালালামপুর এ গেন্টিং হাইল্যান্ড ও বাটু কেভ যায় নি। মায়ামীনের আম্মু আগেও গিয়েছিল আর আমার নিজেরও তেমন আগ্রহ ছিল না। ১০ দিনের কুয়ালালামপুর ট্যুরের একটা ছোট্ট বাজেট হল:
🛫🛬 প্লেন ভাড়া : ৮৫ হাজার টাকা তিন জনের (DHK-KUL-DHK) চেষ্টা করবেন সরাসরি এয়ার লাইন্স থেকে কাটার জন্য যাতে প্লেনের কোন শিডিউল চেঞ্জ হলে সরাসরি আপনাকেই জানানো হয়। আমি Sharetrip এপস থেকে কিনেছিলাম লাংকাউয়ির টিকিট। প্লেনের টাইম চেঞ্জ হয়েছিল। এয়ারলাইন্স শেয়ারট্রিপকে জানালেও, শেয়ারট্রিপ আমাকে জানায়নি। তাও ভাল প্লেনের সময় পিছিয়েছিল, যদি এগিয়ে নিতো সময়, এয়ারপোর্ট এ চেক ইন করতে গিয়ে দেখতাম প্লেন অলরেডি departed!! কী একটা অবস্থা।
🏢 হোটেল : ৬ দিন $২১০ (Agoda থেকে নেয়া) ২১,০০০ টাকা (ধরলাম)
🍜🍽️ খাওয়া -দাওয়া : বাঙালি হোটেলে ২ রিংগিত ভাত, ৬-৮ রিংগিত (মুরগী/গরু/কলিজা/মাছ) পানি ২ রিংগিত। প্রতি বেলায় প্রতিজন ১০ রিংগিত (২৫০ টাকা) ধরতে পারেন। যদিও বাস্তবে এভাবে হিসাব করা মুশকিল, কেননা প্রায়ই আপনি kfc/ Mcdonald/Burger king / street food/ fast food/ other continental cuisine try করবেন। kfc /Mcdonals এর এভারেজ মিল জনপ্রতি ২০-২৫ রিংগিত ( ৭০০ টাকাই ধরুন) ধরে রাখতে পারেন।
আমাদের Anniversary dinner করেছিলাম Envy Skydinning এ (Envi Skydining
+60 19-771 7170
https://maps.app.goo.gl/8avDunJRj9YGvnWAA)
২৩০ রিংগিত (৫৫০০ টাকা) এর কাছাকাছি বিল এসেছিল।
🚕 যাতায়াত :এয়ারপোর্ট এর ওয়ান ওয়েতে ৭২-৭৫ রিংগিত (১৫০০ টাকা ধরুন) যায় Gra.@। এয়ারপোর্ট থেকে মেট্রোতেও ৫০ রিংগিত জনপ্রতি। তাও আবার KL Sentral station পর্যন্ত। তারপর আবার Grab এ করে হোটেল। সুতরাং একজন হলেও airport transport এর জন্য Grab বেষ্ট। আন্ত্যসিটিতে দিনে গড়ে ১৫০০-১৮০০ টাকার মত খরচ হয়েছিল Grab এ। তবে গেন্টিং+বাটু কেভ এ গেলে আরো ৫-৮ হাজার (grab, মেট্রো/বাসের খরচ আরেকটু কম। তবে ৩ জনের অধিক হলে ট্যাক্সি/ রেন্ট কারে যাওয়াই ভাল) খরচ হতে পারতো শুধু যাতায়াতে।
💲এন্ট্রি টিকেট: এটাই সবচেয়ে বড় খরচ! দেখার মঅত জায়গাগুলোতে 50-75 রিংগিত ( 1800 টাকাই ধরুন গড়ে) ধরে রাখুন জনপ্রতি। আর টুইন টাওয়ারে উঠতে জনপ্রতি ২৫০০ টাকা ধরে রাখুন।
📡 সিম: এয়ারপোর্ট থেকেই নিতে পারেন। বাইরের দামের সাথে তেমন তফাৎ নেই। Maxis Hotlink থেকে Digi (আমাদের জিপির লোগো) টা ভাল। ১ সপ্তাহ -১ মাসের টুরিস্ট সিম (প্রিপেইড) আছে। ডাটা প্যাকেজ অনুযায়ী আলাদা দাম। ২০ জিবি ১ মাস =৪০ রিংগিত আর ২ জিবি ১ সপ্তাহ = ১৫ কি ২৫ রিংগিত পড়েছিল।
বিস্তারিত ভিডিও : https://youtu.be/PEPO4e53gBw
মালয়েশিয়া ট্যুরের Langkawi পর্বের ভিডিও : Upcoming soon
#কুয়ালালামপুর #মালয়েশিয়া