আমির হামজা

  • Home
  • আমির হামজা

আমির হামজা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমির হামজা, TV Channel, .

22/06/2024

রাসেল বাইপার এই সাপ নাকি পাশের দেশের দাদা বাবুরা বাংলাদেশে ছেড়েছে..................................তাও জেলাই জেলাই

ঈদ মুবারাক তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! রবের রাহে কুরবানী হোক, তাকওয়ার আলোয় সুভাষিত হোক মুমিনের প্রাণসবাইকে ঈ...
16/06/2024

ঈদ মুবারাক
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
রবের রাহে কুরবানী হোক,
তাকওয়ার আলোয় সুভাষিত হোক মুমিনের প্রাণ
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

11/06/2024
01/06/2024

সৌদি আরবের নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রকাশিত স্কুলের পাঠ্যবইয়ে প্রকাশিত মানচিত্রে ফিলিস্তিনের নাম দেওয়া হয়নি। ....

09/05/2024

🤲

তুর্কি সেনাদের ইসলামে ফেরানোর মহানায়ক, হুলুসি আকার পাশাTurkey Pedia Official
05/05/2024

তুর্কি সেনাদের ইসলামে ফেরানোর মহানায়ক, হুলুসি আকার পাশাTurkey Pedia Official

তুর্কি সেনাদের ইসলামে ফেরানোর মহানায়ক, হুলুসি আকার পাশাTurkey Pedia Official #তুর্কি_পিডিয়া তুর্কি গনতন্ত্রের জন....

ওদের খাদ্য দ্রব্য কিনবেন না টাকা দিয়ে ক্যানসার কিনে আনবেন না
03/05/2024

ওদের খাদ্য দ্রব্য কিনবেন না টাকা দিয়ে ক্যানসার কিনে আনবেন না

সূরাঃ আল-বাকারা | Al-Baqara | سورة البقرة - আয়াতঃ ২৫৫
30/04/2024

সূরাঃ আল-বাকারা | Al-Baqara | سورة البقرة - আয়াতঃ ২৫৫

সূরা নং- ২, আল-বাকারা, আয়াত নং - ২৫৫ (২:২৫৫) এর বঙ্গানুবাদ ও তাফসীর | Bengali translation and Tafsir of Surah 2, Al-Baqara, Aya: 255 (2:255)

30/04/2024

পীরে কামেল,হাবিবুর রহমান মিসবাহ সাহেবের ৪র্থ স্ত্রী লাইভে এসে বিশাল বয়ান পেশ করেছেন।
আর নাঈমা ভাবি নাকি তার ৫ম স্ত্রী.!🙀

প্রেমিক পরিবার🤣সারা বছর তারা আলোচনায় নারী কেলেঙ্কারি তে🤣🤣
30/04/2024

প্রেমিক পরিবার🤣
সারা বছর তারা আলোচনায় নারী কেলেঙ্কারি তে🤣🤣

রাসুল (সা.)–এর স্ত্রী সাফিয়া (রা.)–এর জীবনধারাহজরত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব (রা.) ছিলেন অভিজাত ইহুদি বংশের মেয়ে। ...
25/04/2024

রাসুল (সা.)–এর স্ত্রী সাফিয়া (রা.)–এর জীবনধারা
হজরত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব (রা.) ছিলেন অভিজাত ইহুদি বংশের মেয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল ইহুদি গোত্র বনু কুরাইজার বিখ্যাত কবি ও নেতা সালাম ইবনে মাশকামের সঙ্গে। সে বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয় বিয়ে হয় হিজাজের বিখ্যাত সওদাগর কিনানা ইবনে আবিল হুকাইকের সঙ্গে। তাঁর সম্মান ও প্রতিপত্তি ছিল অনেক। সাফিয়া (রা.)-এর বাবা হুয়াই ইবনে আখতাব মদিনার ইহুদিদের বিখ্যাত গোত্র বনু নাদিরের প্রধান নেতা ছিলেন। প্রাচীনকাল থেকে আরবের উত্তরাঞ্চলে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের মধ্যে ‘বনু কুরাইজা’ ও ‘বনু নাদির’ অন্য ইহুদি গোত্রের চেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী বলে গণ্য হতো। সাফিয়ার বাবা হুয়াইকে তাঁর গোত্রের লোকেরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখত। সবাই তাঁর হুকুম ও নেতৃত্ব বিনা প্রশ্নে মেনে নিত।
সপ্তম হিজরির ঘটনা। খাইবারের যুদ্ধে ইহুদিরা বিপর্যয়ের মুখে পড়ে। এ যুদ্ধে তাদের গোত্রের বিখ্যাত লোকেরা নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাফিয়ার বাবা, ভাই ও স্বামী ছিল। খাইবারের যুদ্ধে ইহুদিরা পরাজিত হলে মুসলিমদের হাতে প্রচুর ধনসম্পদ গনিমত হিসেবে হস্তগত হয়। বিশাল ধনী হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াও যুদ্ধবন্দী হিসেবে মুসলিমদের কবলে আসে।

গনিমতের মাল বণ্টনের সময় সব বন্দীকে হাজির করা হলো। দাহহিয়া কালবি (রা.) নামের সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে একজন দাসীর আবেদন করলে তিনি সাফিয়াকে হস্তান্তর করতে বললেন। এতে সাহাবিরা আপত্তি জানান। তখন রাসুল (সা.) দাহহিয়া কালবির কাছে অন্য একজনকে তুলে দিয়ে সাফিয়াকে মুক্ত করে দেন। পরে রাসুল (সা.) সাফিয়া (রা.)-কে বিয়ে করে তাঁকে দাসত্ব থেকে মুক্তি দেন।
মদিনায় আসার পথে রাসুল (সা.) সাফিয়া (রা.)-কে নিজের উটের পিঠে বসিয়ে পর্দা টানিয়ে তাঁকে ঢেকে দেন। এভাবে জানিয়ে দেওয়া হয় যে সাফিয়া (রা.) দাসী নন, বরং তিনি রাসুল (সা.)-এর পবিত্র স্ত্রীর মর্যাদা লাভ করেছেন। বিয়ের সময় সাফিয়া (রা.)-এর বয়স ছিল ১৭ আর রাসুল (সা.)-এর বয়স ৬০ বছর।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাফিয়া (রা.)-এর জীবনের ধারা বদলে যায়। তিনি লেখাপড়া জানতেন। আত্মীয়দের কাছে চিঠি লিখে তাঁদের ইসলামের প্রতি আহ্বান জানাতেন। এতে বহু ইহুদি ইসলাম কবুল করেন। সাফিয়া (রা.)–এর প্রচুর ধনসম্পদ ছিল। ছিলেন অত্যন্ত উদার ও দানশীল।
সাফিয়া (রা.)-এর কোনো সন্তান ছিল না। তিনি ছোট শিশুদের খুব আদর করতেন। তাদের নানা রকম পোশাকে সাজাতে পছন্দ করতেন। রাসুল (সা.) তাঁকে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় খুশি রাখার চেষ্টা করতেন।

সাফিয়া (রা.) ছিলেন ইলম ও ফিকাহ শাস্ত্রের কেন্দ্র। প্রায় সময়ই বহু নারী সাহাবি ও নারী তাবেঈন তাঁর ঘরে বিভিন্ন মাসয়ালা জানতে ভিড় করতেন। সাফিয়া (রা.)-এর বর্ণনা করা ১০টি হাদিস পাওয়া গেছে।
সাফিয়া (রা.) ছিলেন স্পষ্টবাদী। একবার এক দাসী খলিফা হজরত উমর (রা.)-এর কাছে সাফিয়া (রা.)-এর বিরুদ্ধে অভিযোগ করে বলে, এখনো তাঁর মধ্যে ইহুদি মনোভাব বিদ্যমান। কারণ, তিনি শনিবারকে মানেন এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দাসীর কথার সত্যতা যাচাইয়ের জন্য হজরত উমর (রা.) লোক মারফত সাফিয়া (রা.)-কে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করেন।

সাফিয়া (রা.) জবাব দেন, ‘যখন থেকে আল্লাহ আমাকে শনিবারের বদলে জুমা দান করেছেন, তখন থেকে শনিবার মানার কোনো প্রয়োজন আমার নেই। আর ইহুদিদের সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণ হলো, তাদের মধ্যে আমার আত্মীয়স্বজন আছে। সে সম্পর্ক আমাকে বজায় রাখতে হয়।’

হিজরি ৩৫ সনে বিদ্রোহীরা হজরত উসমান (রা.)-কে গৃহবন্দী করে, তাঁর বাসায় সবকিছুর সরবরাহ বন্ধ করে দেয় এবং বাসাটির চারদিক ঘেরাও করে রাখে। সেই কঠিন সময়ে সাফিয়া (রা.) তাঁর দাসীর মাধ্যমে উসমান (রা.)-এর ঘরে খাবার ও পানি পৌঁছে দিয়েছিলেন।

হিজরি ৫০ সনের রমজান মাসে ৬০ বছর বয়সে হজরত সাফিয়া (রা.) মদিনায় ইন্তেকাল করেন। মসজিদে নববির কাছে জান্নাতুল বাকি কবরস্থানে তাঁকে কবর দেওয়া হয়।
---
ফেরদৌস ফয়সাল
আপডেট: ০২ মে ২০২৩, ১০: ৫১

19/04/2024

❤️💕❤️💕❤️💕❤️

আলহামদুলিল্লাহ্
21/03/2024

আলহামদুলিল্লাহ্

আলহামদুলিল্লাহ!পরিবার নিয়ে নবীর দেশে রওনা করেছেন  প্রিয় ভাই মুফতি আমীর হামজা। (এডমিন পোস্ট)
20/03/2024

আলহামদুলিল্লাহ!পরিবার নিয়ে নবীর দেশে রওনা করেছেন প্রিয় ভাই মুফতি আমীর হামজা।
(এডমিন পোস্ট)

আসুন আমরা তরমুস কেনো থেকে বিরত থাকি তাহলে দাম কমে যাবে ।।
16/03/2024

আসুন আমরা তরমুস কেনো থেকে বিরত থাকি তাহলে দাম কমে যাবে ।।

সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙ্গে ভেঙ্গে হৃদয়ের সকল বাধন,আল্লামা লুৎফর রহমান (রাহিমাহুল্লাহ) ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই...
03/03/2024

সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙ্গে ভেঙ্গে হৃদয়ের সকল বাধন,
আল্লামা লুৎফর রহমান (রাহিমাহুল্লাহ)
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন, ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। তার শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

সূরা আল আনফাল ( আয়াত নং - ১৭ )فَلَمۡ تَقۡتُلُوۡہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ قَتَلَہُمۡ ۪ وَمَا رَمَیۡتَ اِذۡ رَمَیۡتَ وَلٰکِنّ...
17/02/2024

সূরা আল আনফাল ( আয়াত নং - ১৭ )
فَلَمۡ تَقۡتُلُوۡہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ قَتَلَہُمۡ ۪ وَمَا رَمَیۡتَ اِذۡ رَمَیۡتَ وَلٰکِنَّ اللّٰہَ رَمٰی ۚ وَلِیُبۡلِیَ الۡمُؤۡمِنِیۡنَ مِنۡہُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ

অর্থঃ
মুফতী তাকী উসমানী
সুতরাং (হে মুসলিমগণ! প্রকৃতপক্ষে) তোমরা তাদেরকে (অর্থাৎ কাফেরদেরকে) হত্যা করনি; বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছিলেন এবং (হে নবী!) তুমি যখন (তাদের উপর মাটি) নিক্ষেপ করেছিলে, তখন তা তুমি নিক্ষেপ করনি; বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন ৯ আর (তা তোমাদের হাত দ্বারা করিয়েছিলেন) তার মাধ্যমে মুমিনদেরকে উত্তম প্রতিদান দেওয়ার জন্য। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর শ্রোতা ও সবকিছুর জ্ঞাতা।

তাফসীরে মুফতি তাকি উসমানীঃ
৯. বদর যুদ্ধের সময় শত্রু বাহিনী যখন সর্বশক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে এক মুঠো মাটি ও কাঁকর তুলে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা তা প্রতিটি কাফের পর্যন্ত পৌঁছিয়ে দিলেন, যা তাদের চোখে-মুখে গিয়ে লাগল। ফলে শত্রুবাহিনীতে হই-চই পড়ে গেল। এখানে সেই ঘটনার দিকেই ইঙ্গিত করা হয়েছে।

তাওরাত কিতাবের ভবিষ্যৎবানি মিলে গেল,নেতানিহাওর নাম তাওরাতে, মুফতি কাজী ইব্রাহিম , M***i Kazi Ibrahim
16/02/2024

তাওরাত কিতাবের ভবিষ্যৎবানি মিলে গেল,নেতানিহাওর নাম তাওরাতে, মুফতি কাজী ইব্রাহিম , M***i Kazi Ibrahim

তাওরাত কিতাবের ভবিষ্যৎবানি মিলে গেল,নেতানিহাওর নাম তাওরাতে, মুফতি কাজী ইব্রাহিম , M***i Kazi Ibrahim.....................Bangla waz official site ..............

দেশী পণ্য
13/02/2024

দেশী পণ্য

কোন শিয়াল যদি বলে— "আমি নিজেকে মুরগি মনে করি", তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরগি যেমনি তার ...
24/01/2024

কোন শিয়াল যদি বলে— "আমি নিজেকে মুরগি মনে করি", তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরগি যেমনি তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূ/পা // ন্তর মতবাদের কারণে নারী-পুরুষের প্রাকৃতিক বাইনারিও অস্তিত্ব হু/ ম/ কিতে পড়বে।
আমাদের কোমলমতি শিশুদের ফিতরাত কলু/ ষি/ত করার মানব অস্তিত্ব বি/ ধ্বং/ সী এই মতবাদকে স্পষ্ট ভাষায় ‘না’ বলুন। দল-মত,ধর্ম,বর্ণ নির্বিশেষে সরব প্রতিবাদ করুন। প/ শ্চি /মা এই অ// সভ্যতার বিস্তার রুখে দেওয়ার সময় এখনই। বি /কৃত মনস্করা যেন মনে না করে, দেশের সুস্থ মস্তিষ্কের মানুষেরা প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে।

23/01/2024

বিকাশ এর বিকল্প
নগদ ইসলামিক
ব্যবহার করতে পারেন।

· জুলফিকার আলী ভুট্টোর শাসনামলে সৌদিআরবের বাদশাহ ফয়সাল (রাহিমাহুল্লাহ) পাকিস্তান সফরে এসেছিলেন। একপর্যায় জুলফিকার আলী ভু...
21/01/2024

·
জুলফিকার আলী ভুট্টোর শাসনামলে সৌদিআরবের বাদশাহ ফয়সাল (রাহিমাহুল্লাহ) পাকিস্তান সফরে এসেছিলেন। একপর্যায় জুলফিকার আলী ভুট্টো তাঁকে নিয়ে যান মুহাম্মদ আলী জিন্নাহ'র কবরের কাছে! উঁচু ও শ্বেতপাথরে বাঁধানো জাঁকজমকপূর্ন জিন্নাহর কবরকে ভুট্রো স্যালুট করলেন ও বাদশাহকেও করতে বললেন! বাদশাহ তার কারন জিজ্ঞেস করলে ভূট্টো বলেন; এটা পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর কবর... এখানে সম্মান প্রদর্শন করতে হয়। বাদশাহ ফয়সাল (রাহিমাহুল্লাহ) বললেন, "মিঃ ভূট্টো... পাকিস্থানীদের কাছে আছে জিন্নাহর কবর... আর আমার সৌদির কাছে আছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর! যদি কবরে স্যালুট করা সিজদা করা জায়েজই থাকতো তাহলে আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর স্বর্ণ দিয়ে মুড়িয়ে দৈনিক পাঁচবার সৌদিয়ানরা স্যালুট করতো, আমিও সিজদাহ করতাম! কিন্তু ইসলামে কবর উচুঁ করা, কবর পাকা করা! কবরে স্যালুট বা সিজদা দেওয়া হারাম এবং নিষিদ্ধ!



copy

দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে  শৈশবের মতো শানিত করতে পেছনে ফিরে যাচ্ছি
20/01/2024

দেশের প্রতি ভালোবাসার অনুভূতিকে শৈশবের মতো শানিত করতে পেছনে ফিরে যাচ্ছি

10/01/2024

আমির হামজা

মুফতি আমির হামজা কক্সবাজারের পথে।
10/01/2024

মুফতি আমির হামজা কক্সবাজারের পথে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আমির হামজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share