বিশ্ব আদিবাসী দিবস ২০২২
উপলক্ষে বিশেষ ঘোষণা
জনস্বার্থেঃইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সক্রীয় অংশগ্রহণ প্রকল্প
বি.দ্রঃ এই ঘোষণাটিতে প্রচারিত তথ্য ও বিষয়বস্তু ইউরোপীয় ইউনিয়নের মতামতকে প্রতিফলিত করে না।
আপনি কি বিদেশ যেতে আগ্রহী
আপনি কি বিদেশ যাচ্ছেন
তাহলে আপনার খুবই প্রয়োজন এই এপসটির।
আপনি প্রবাস জীবনের সহয়তা এখান থেকে পেতে এক্ষুনি এপসটি ডাউন্ডলোড করুন এবং আইডি ক্রিয়েট করুন।
এখানে আপনার তথ্য সংরক্ষন ও করতে পারবেন। যদি প্রবাস জীবনে আপনার প্রয়োজনীয় কাগজ পত্র যেমন পাসর্পোট, ভিসা বা এনওসি / কাজের অনুমতি পত্র ছবি তুলে রাখতে পারবেন। যদি কাগজ হারিয়ে যায় তবে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে সংরক্ষিত ডকুমেন্টস দেখাতে পারবেন সমস্যার সমাধান নিতে পারবেন। নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন।
প্রচারে : রেডিও নলতা
সুপ্রিয় শ্রোতা, এখন শুনছেন রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান,“উৎকর্ষ” অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)এর কারিগরী সহায়তায়।প্রচারে রেডিও নলতা ৯৯.২এফ এম।
সুপ্রিয় শ্রোতা,
এখন শুনছেন রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান,“উৎকর্ষ” অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে গ্যাপ ইন-এর পেস প্রগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)এর কারিগরী সহায়তায়। প্রচারে রেডিও নলতা ৯৯.২এফ এম।