Heritage Bangla News

  • Home
  • Heritage Bangla News

Heritage Bangla News Heritage Bangla News is a news cm infotainment channel aiming to entertain its viewers by presentin
(1)

22/05/2024
যে নদী মরুপথে হারালো ধারাশুভ্র চ্যাটার্জি ছোট্ট রাজা ক্রিকেট খেলছিলো তার চেয়ে কয়েক মিনিটের বড়  যমজ দাদার  সঙ্গে বাড়ির ই ...
19/05/2024

যে নদী মরুপথে হারালো ধারা

শুভ্র চ্যাটার্জি

ছোট্ট রাজা ক্রিকেট খেলছিলো তার চেয়ে কয়েক মিনিটের বড় যমজ দাদার সঙ্গে বাড়ির ই এক ফালি বারান্দায়। তাদের তরুণী মা ঘরকন্নার কাজ সামলাতে সামলাতে নজর রাখছিলেন তাদের দিকে। তাঁর ওপর সব দায়িত্ব চাপিয়ে অকালেই যে চলে গেছেন বাচ্চাদের সামরিক অফিসার বাবা !
দুই শিশুপুত্রকে নিয়ে এক অসম লড়াই করছিলেন নিতান্তই অল্প বয়সী মা টি।
কিন্তু অভিজাত ঘরের সংস্কৃতিবান পরিবারের কন্যা ও বধূ তিনি, সহজে ভেঙে পড়বেন কেন ..! মায়ের শিক্ষায় বেড়ে ওঠা দুই ভাই পাড়া - প্রতিবেশী সবার খুব প্রিয় হয়ে উঠলো শিগগগিরই। রাজার স্কুল অর্থাৎ জগবন্ধু ইনস্টিটিউট এর খেলার শিক্ষক হঠাৎ একদিন রাজার মধ্যে আবিষ্কার করলেন এক সুপ্ত ক্রিকেট প্রতিভাকে। খুব অল্প বয়সেই রাজা বড় দাদাদের হারিয়ে শুধু স্কুল দলে জায়গাই পেল না, ধারাবাহিক ভাল পারফরমেন্স এর জোরে দেশের সবচেয়ে প্রতিশ্রুতিমান ওপেনার হিসাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াগামী ভারতীয় স্কুল দলে নির্বাচিত হলো। ইংল্যান্ডে সেই সময় পতৌদির নেতৃত্বে খেলতে যাওয়া ভারতীয় সিনিয়র দল তখন ক্রমাগত হেরে চলেছে। কিন্তু ভারতীয় স্কুল দলের চমৎকার পারফরমেন্স যেন কিছুটা হলেও সেই গ্লানির ওপর একটা স্বস্তির পরশ দিলো। অধিকাংশ খেলায় জয়ী হয়ে ও অপরাজিত থাকা সেই দলে যে ব্যাটসম্যান সবচেয়ে নজর কেড়েছিল তার নাম রাজা মুখার্জি। প্রখ্যাত ক্রিকেট সাংবাদিক ও কিংবদন্তী ক্রিকেট লেখক নেভিল কর্দাস পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন রাজার খেলায়। এজবাস্টনে রাজার সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত হন তিনি। সারা সফরে তিনটি সেঞ্চুরি করে ভারতীয় স্কুল দলের তরুণ ওপেনার টি। ভারতীয় সিনিয়র দলের অধিনায়ক পতউদির বিশেষ প্রিয়পাত্র হয়ে ওঠে সুদর্শন রাজা তার অতুলনীয় ক্রিকেট স্কিল ও সুভদ্র ব্যবহারের জন্য। স্কুল টিমে রাজার সহযোগী খেলোয়াড় রা ছিলো কার্সন ঘাউরি, মহিন্দর ও সুরিন্দর অমরনাথ, কিরমানি সহ ভাবী কালের অনেক তারকা ভারতীয় ক্রিকেটার ।
দেশে ফিরে আসার পর রাজাকে নিয়ে দেশ জুড়ে হৈচৈ পড়ে গেলো। এখনকার মতো অডিও ভিজ্যুয়াল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তো তখন ছিলোনা, তা সত্বেও কাগজে কাগজে ছবি ও রাজার জয় জয়কার ..! তারপরই ভারতীয় স্কুল দলের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয় সদ্য তরুণ রাজা। অস্ট্রেলিয়া সফরে আবারো ভারতীয় দলের চমকদার প্রদর্শন সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে ক্যাপ্টেন রাজা মুখার্জির ব্যাটিং মুগ্ধ করে ক্রিকেট কিংবদন্তী সার ডোনাল্ড ব্র্যাডম্যান কে ও! হ্যা, সচিন তেন্ডুলকরের অনেক আগেই এক বাঙালি কিশোরের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন ব্র্যাডম্যান, যাকে ক্রিকেট বোদ্ধারা চিহ্নিত করেছিলেন ভারতীয় সিনিয়র দলের পরবর্তী ওপেনার হিসাবে। সুনীল গাভাস্কারের আগেই রঞ্জি খেলা রাজাকে সত্যি ই ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতের সিনিয়র দলের এক নম্বর ওপেনার হিসাবে ভেবেছিলেন । কিন্তু ঘৃণ্য প্রাদেশিক চক্রান্তের শিকার রাজার আর ভারতীয় দলে খেলা হয়নি ,যদিও সুনীল গাওস্কর সহ রাজার নেতৃত্বে খেলা সুরিন্দর ও মহিন্দর অমরনাথ , ঘাউরি বা কিরমানি দীর্ঘকাল ভারতীয় দলের সেবা করার সুযোগ পান।
বাংলা ক্রিকেটে সুপরিচিত রাজা মুখার্জির দুরন্ত ব্যাটসম্যানশিপ নিয়ে , তাঁর নিখুঁত টেকনিক্যাল খেলা নিয়ে উচ্ছ্বসিত রাজু মুখার্জি বা পলাশ নন্দীর মত তাঁর সমসাময়িক ক্রিকেটাররা।
বছর দুয়েক আগে চলে যাওয়া রাজাদার কালকে জন্মদিন ছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি, যে এমন একজন দুরন্ত ক্রিকেটার ও অসাধারণ মানুষের অপরিমিত ভালোবাসা ও সান্নিধ্য পেয়েছিলাম । কিন্তু বাংলার ক্রিকেটের দুর্ভাগ্য যে সৌরভ গাঙ্গুলির অনেক আগেই এমন একজন ক্রিকেট আইকন হয়ে ওঠার যোগ্যতা সম্পন্ন ক্রিকেটারকে পেয়েও হারিয়ে ফেলেছিলো।

ঈশ্বরের পদচিহ্ন (একটি সত্য ঘটনা )শুভ্র চ্যাটার্জি আমি তখন হিমাচল প্রদেশ এর বাদ্দি তে কর্মরত। বাদ্দি সোলান জেলাতে অবস্থিত...
14/05/2024

ঈশ্বরের পদচিহ্ন (একটি সত্য ঘটনা )

শুভ্র চ্যাটার্জি

আমি তখন হিমাচল প্রদেশ এর বাদ্দি তে কর্মরত। বাদ্দি সোলান জেলাতে অবস্থিত একটি এক্সাইজ ফ্রী জোন, যেখানে ভারতবর্ষের তাবড় তাবড় কোম্পানির প্ল্যান্ট বিরাজমান।
আমি আমার কোম্পানি র কারখানা সংলগ্ন দোতলা বাংলোতে থাকি ( দোতলা বাংলো একটু সোনার পাথরবাটির মত শোনায় যদিও ) । নিচের তলায় আমার অফিস। ওপরতলায় আমার দুই নেপালি কুক , ডাইনিং হল , প্যান্ট্রি ও আমার বেডরুম । নিচের তলায় আমার চেম্বার ছাড়াও আমার চিফ একাউন্টেন্ট শ্রীবাস্তব, এসিস্টেন্ট শর্মা ও ফ্যাক্টরি ইনচার্জ নরেশকুমারের কোয়ার্টার ও অফিস। আর বিশাল ফ্যাক্টরির পিছন দিকে আমার ড্রাইভার ও কেয়ার টেকারের কোয়ার্টার্স।

একেবারে ঘড়ি ধরে চলা জীবন। সকাল সাড়ে ছটায় চমৎকার বেড টি। সকাল আট টা র মধ্যে চান করে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট এর টেবিলে হাজিরা। ঘি বা বাটার মাখান পরোটা, আচার ও শেষে চমৎকার আর এক কাপ চা খেয়ে নিচের অফিসে । আবার দশটার সময় আর এক কাপ চা চেম্বারে। কাঁটা ধরে দুপুর একটায় লাঞ্চ ( যদিও সম্পূর্ণ নিরামিষ )! আবার বিকেল চার টে য় আর এক প্রস্থ চা। আমার কাজ সারতে সারতে সাধারণত সাত টা বেজে যেতো । কখনো কখনো নয়টা অবধি কাজ করতাম। তারপর ওপরে উঠতাম। যেদিন তাড়াতাড়ি হত সেদিন একটু হাঁটতে বেরোতাম ফ্যাক্টরি র চত্বরের বাইরে। বাইরে যদিও কুলি কামিনদের ভিড় ই বেশী । আমার অফিসে এক কসম্মপলিটন আবহাওয়া। শ্রীবাস্তব মুম্বাই এর লোক, শর্মা দিল্লির, এইচ আর অফিসার সোমন আবার দক্ষিণ ভারতীয় । নরেশ জি ও তার ডান হাত মুকেশ কুমার দুই বিশাল দেহী ই হরিয়ানার লোক। আবার কারখানার শ্রমিকরা সবাইই হিমাচলের ভূমিপুত্র। প্ল্যান্ট হেড হিসাবে এদেরকে সামলানো এক নতুন ও বিচিত্র অভিজ্ঞতা ছিলো। তবে বাংলা বলতে না পেরে হাঁপিয়ে উঠতাম মাঝে মাঝে। গোটা বাদ্দি তে বাঙালি ছিলো হাতে গুনে কয়েকজন , তাও তার সন্ধান পেয়েছিলাম অনেক পরে। তার মধ্যে একজন ছিলেন রেকিট এন্ড কোলম্যান এর অমিত মুখার্জী। সে যাই হোক, আমাদের ক্লায়েন্ট ছিলো কোলগেট, ডাবর, নিকলাস পিরামল, জ্যোতি ল্যাবরেটরিস (উজালা ) , রেকিট এন্ড কোলম্যান ( কলিন ) , কোক, শ ওয়ালেশ ....এমন অনেক নামী ব্র্যান্ড। কোলগেট অফিসে বন্ধুত্ব হয়েছিল তৎকালীন ভি.পি. র সঙ্গে যিনি ঘটনাচক্রে কপিলদেবের বন্ধু ছিলেন এবং যার ফলশ্রুতি কপিলদেবের বিখ্যাত বিজ্ঞাপন " পামলিভ কা জবাব নেহি .."!
যাই হোক, হয়তো ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে, তবু এগুলো না বললে আমার বর্ণনা অসম্পূর্ণ থেকে যাবে। প্রায় প্রতি শনিবার গাড়ি নিয়ে যেতাম কালকা হয়ে চন্ডিগড় । এক শনিবারে চন্ডিগড় এসে একটা বিসনেস লিড পেয়ে পরের সোমবার ই আমার ড্রাইভার কে নিয়ে রওনা দিলাম সকাল সকাল । যাবো নালাগড় । যাই হোক বর্ধমান গ্রূপের বিশাল এলাকা পেরিয়ে একসময় পৌঁছলাম গন্তব্যে। অতঃপর সারাদিন মিটিং ...খাওয়াদাওয়াতে কেটে গেল। বেরোতে বেরোতে প্রায় বিকেল। মিনিট পনেরো আসার পর হঠাৎ ঝুপ করে পাহাড়ে যেন সন্ধ্যে নেমে এলো ....কোথা থেকে উড়ে এসেছে এক ঝাঁক কালো মেঘ ; আর ভালো করে বুঝতে না বুঝতেই নেমে এলো তুমুল বৃষ্টি ! আর সে কি বৃষ্টি ! গাড়ির ওয়াইপার উইন্ডস্ক্রিন পরিষ্কার করতে ব্যর্থ ....খুবই রিস্ক নিয়ে গাড়ি চলছে । এমন সময় আমার টাটা সুমো প্রবল ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো। আসার সময় পার হয়ে আসা প্রায় শুকনো পাহাড়ি
ঝোরা কোন এক মন্ত্রবলে এক দুরন্ত পাহাড়ি নদী তে রূপান্তরিত হয়ে সামনের রাস্তা কে প্রায় অদৃশ্য করে বয়ে চলেছে। চিরকালের প্রকৃতি প্রেমী বিশেষ ত পাহাড় প্রেমী আমিও ঐ দৃশ্য দেখে চিন্তায় পড়ে গেলাম। আমার তরুণ শিখ ড্রাইভার তাও সাহসে ভর করে সুমো নিয়ে এগোতে গেলো....
কিন্তু তীব্র জলস্রোতে গাড়ি খাদের দিকে সরে যেতে লাগলো। প্রবল আতঙ্ক তখন আমাদের গ্রাস করেছে.......এমন সময় আমাদের গাড়ি কিসে যেন আটকে গেল ; ড্রাইভার আর আমি গাড়ি থেকে প্রায় লাফ দিয়ে নেমে এসে পরস্পর কে ধরে কোনোরকমে ঐ তীব্র জলস্রোত পেরিয়ে এলাম। দেখলাম একটা বিশাল বোলডারে গাড়ি আটকে আছে । আমার ড্রাইভার বললো ' সাব , আপ পয়দলমে নিকাল যাও জিতনা সকে ....' ! আমি বললাম ওকে ফেলে আমি যাবো না, কিন্তু ওর যুক্তি যে পাহাড়ি বৃষ্টি একটু পর থেমে গেলে জলস্রোত ও কমে যাবে, ও তখন গাড়ি নিয়ে আসবে। গাড়ি ছেড়ে যাওয়া টা ঠিক হবে না। ভেবে দেখলাম, ও ঠিক ই বলছে। বৃষ্টি তখন শরীরে কাঁপন ধরিয়ে দিয়েছে। তার মধ্যে আমি সামনে দিকে রওনা দিলাম । কিন্তু একটু এগিয়েই চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকারে , বৃষ্টির মধ্যে রাস্তা, খাদ আলাদা করে বোঝাই দায়। তার ওপর মাথার ওপরের পাহাড়ে কেমন গুম গুম শব্দ মনে আরো আতঙ্ক ধরিয়ে দিচ্ছে! মনে হচ্ছে যে কোন সময় পাহাড় থেকে গড়িয়ে পড়বে পাথর ..! 2008 সালের গোড়া র মোবাইলে টর্চ তো যেমন জোরালো ছিলো না , তার ওপর বৃষ্টির দরুণ মোবাইল বার করাও যাচ্ছে না ...ব্যাগ এর ভেতর থাকা মোবাইল জলের প্রকোপ থেকে বেঁচে আছে কিনা তাই ই বোঝা যাচ্ছে না। তার মধ্যেই মরিয়া হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সামান্য পরেই একেবারে হাল ছেড়ে দেওয়া পরিস্থিতি হলো। নিশ্চ্ছিদ্র অন্ধকারে দাঁড়িয়ে পড়ে পিছনে তাকিয়ে দেখলাম, নিঃসীম অন্ধকারকে ছিন্নভিন্ন করে ঝরে পড়া তুমুল বারিধারা ছাড়া আর কিছু নজরে এলোনা। আবার এগোনোর চেষ্টা করে একেবারে দিশা হারিয়ে ফেললাম। সামনে যাবো, না ডান দিকে যাবো না বাঁদিকে যাবো কিচ্ছু বুঝতে না পেরে অসহায় এর মতো দাঁড়িয়ে গেলাম । অথচ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকাও অসম্ভব। কিন্তু এগোনোর চেষ্টা করতে গিয়ে কিছুই ঠাহর হলো না। আমি রীতিমতো অসহায় বোধ করতে লাগলাম।
নিরুপায় আমি লোকনাথ বাবাকে স্মরণ করতে লাগলাম ( জানি অনেকেই ব্যাঙ্গের হাসি হাসবেন, কিন্তু মাথার ওপর আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে সম্পূর্ণ অচেনা পাহাড়ি চরাচরে ঘুটঘুটে অন্ধকারে খাদে পড়ে যাওয়ার আতঙ্ক যখন গ্রাস করে, যুক্তি তখন কাজ করে না).........!
সামনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়েও পা থমকে যাচ্ছে, কারণ বুঝছি না ঠিক দিকে নাকি খাদের দিকে যাচ্ছি এতটাই ঘন কালো অন্ধকার। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলো ...আর সেই আলোতে দেখলাম গজ দশেক দূরে একটা মানুষ যেন হেঁটে যাচ্ছে ! হাতে চাঁদ পেলাম যেন. ... লোকটার চলন লক্ষ্য করে একটু তাড়াতাড়ি পা চালালাম। অন্ধকারের মধ্যেও একটা সাদা অবয়ব স্পষ্ট দেখতে পেলাম। ডুবন্ত মানুষ যেমন করে খড়কুটোও আঁকড়ে ধরে, তেমন করে আমিও ঐ ছায়া অবয়ব কে ফলো করে এগোতে লাগলাম সমস্ত টুকু মনসংযোগ দিয়ে।
এই ভাবে কতক্ষণ চলেছি জানিনা, হঠাৎ অনুভব করতে লাগলাম, পায়ের তলা থেকে জল স্রোত ভ্যানিস হয়ে গেছে ...পথ চলা টা যেন একটু সহজ হয়ে গেছে ...অন্ধকার টা ও যেন একটু পাতলা হয়ে এসেছে ..! কারণ টা বুঝতে পারলাম, আলো দেখা যাচ্ছে ...একটা দোকান যেন! প্রাণ ফিরে এলাম যেন । মনে মনে লোকনাথ বাবা কে ধন্যবাদ জানাতে গিয়ে খেয়াল হলো : আরে, সামনের লোক টা কোথায় গেল ..! ভালো করে তাকিয়ে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজেও দেখতে পেলাম না কাউকে ! প্রচন্ড বিস্মিত আমি হঠাৎ কেমন যেন একটা ধাক্কা খেলাম ..। তাহলে , ঐ ছায়া অবয়ব কি ........!! আজও জানি না ! কিন্তু যা বললাম তার এক বর্ণ ও মিথ্যে নয় । আমার কাছে কোন ব্যাখ্যা নেই , শুধু মনে করি ঈশ্বর ই সেদিন পথ দেখিয়েছিলেন । তাঁর পদচিহ্ন অনুসরণ করেই রক্ষা পেয়েছিলাম বুঝি ..!

27/04/2023
11/04/2023

The answer to the increasing Tiger population in India is hidden among the traditions and culture of India and its natural urge towards biodiversity and environment: Prime Minister
Narendra Modi

02/04/2023

Wiping out bid ?

By
Subhro Chatterjee

Last night's scintillating shootout at Shaktigarh on NH 2 causing assassination of Coal Mafia Raju Jha once again reveals the hint to the nexus between the politics and Mafia raj .
The deceased Raju Jha was not only a seasoned coal Mafia of the coal belt but very influential to dictate the business terms of entire West Burdwan district. Even he dominated the Kolkata -Asansol Volvo route as he
owned several Volvo buses plied on that route . But most significantly he was close to Enamul Haque, the infamous coal - cow syndicate Mafia arrested by ED and imprisoned at Tihar already.
From our personal source , it is known that Enamul already has exposed the details of the coal & cow racket and the name of the end beneficiaries.
He already named Raju Jha as a co witness who was already on the line to be intetrrogated by ED shortly.
Now , according to our sources that summon by ED proved fatal to Jha. Reportedly he was on target since the call from ED and only three days back he escaped an assassination attempt on him in Durgapur.
So, now it's evident that , this murder is the outcome of a desperate effort by " influential end beneficiaries" to get scot -free.

উদ্বেগ ও আমরাশুভ্র চ্যাটার্জি ছোটবেলায় পড়া সেই ' গান গাওয়া ' মুচির গল্প কার না মনে আছে ! সেই আনন্দে গান গেয়ে দিন কাট...
27/03/2023

উদ্বেগ ও আমরা

শুভ্র চ্যাটার্জি

ছোটবেলায় পড়া সেই ' গান গাওয়া ' মুচির গল্প কার না মনে আছে ! সেই আনন্দে গান গেয়ে দিন কাটানো মুচির জীবনে নিরানন্দ নেমে আসে ধন - প্রাপ্তির পরে ।
সম্প্রতি হাতে আসা World Anxiety index এ দেখা যাচ্ছে আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে পৃথিবীর সমৃদ্ধ তম দেশ গুলির মানুষরা সবথেকে বেশি মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে । অন্যদিকে ভারতের মতো দারিদ্র্যজর্জর দেশ এর স্থান ১৯১ তম। একি সেই সরল মুচির গল্পের মতোই সরল .! বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। মনস্তাত্বিক, অর্থনৈতিক, ঐতিহাসিক এমন ভৌগলিক ....নানা কারণ থাকতে পারে। তবে আমরা বরং আমাদের সমস্যাগুলো ভুলে আপাতত উদ্বিগ্ন নরওয়ে বা সুইজারল্যান্ড এর লোকদের দিকে তাকিয়ে থাকি।

27/03/2023

📸

President Droupadi Murmu pays floral tribute to Netaji Subhash Chandra Bose at Netaji Bhawan, in West Bengal

राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मु ने आज पश्चिम बंगाल की राजधानी कोलकाता में स्थित नेताजी भवन में नेताजी सुभाष चंद्र बोस को पुष्प समर्पित कर श्रद्धांजलि अर्पित की

26/03/2023
Last ride togetherব্রাউনিং সাহেবের এই বিখ্যাত সৃষ্টি আমার খুব প্রিয় একটি কবিতা। প্রার্থিতা কে জীবনের সপ্তপদী গমনের শেষ ...
26/03/2023

Last ride together

ব্রাউনিং সাহেবের এই বিখ্যাত সৃষ্টি আমার খুব প্রিয় একটি কবিতা। প্রার্থিতা কে জীবনের সপ্তপদী গমনের শেষ চরণেও সঙ্গে পেতে কে না চায় ! কিন্তু ওদিকে শেকসপিয়র সাহেব বলে গেছেন প্রার্থিতাকে না পাওয়ার মধ্যেই অর্থাৎ বিরহের মাঝেই প্রেমের চরম প্রকাশ ...!
তাহলে ...! পেয়েও না পাওয়ার একটা ভাব জাগিয়ে কৃত্রিম বিরহ ব্যথার সুখ অনুভব করা নাকি না পেয়েও প্রকৃত বিরহ ব্যথার মাধুর্য অনুভবের মধ্যে দিয়ে প্রেমকে চির জাগরুক করে রাখা ..; যেখানে ' হঠাৎ আলোর ঝলকানি ' র মত প্রেমাস্পদর ক্ষণিক উপস্থিতি প্রেম কে চিরতরুণ করে রাখে..!
ব্রাউনিং সাহেবের ইচ্ছের মত প্রার্থিত বা প্রার্থিতা র পাশে পথ চলার মুহূর্ত ই যেন সভ্যতার শেষ মুহূর্ত হয় .... প্রেম কে চিরস্থায়ী করে সভ্যতার শেষ ছবিটা যেন হয় প্রেমের ..! কিন্তু শেষ ছবি প্রেমের হলে সভ্যতার শেষ তো হতে পারে না ! বরং তার উত্তরণ ঘটে ...আর সেই উত্তরিত অবস্থা স্বর্গের ই নামান্তর।
আসুন , আজ থেকে আমরা সেই পথেই হাঁটতে থাকি .....কুসুমে কুসুমে চরণ চিন্হ রেখে ভবিষ্যত প্রজন্মের জন্য ......।

শুভ্র চ্যাটার্জি

26/03/2023

Corruption....thy name is Politics

Long ago , Socrates opined that an honest man never will be successful in politics but perished.
Unfortunately his idea on politics seems to be true considering the world of politics today around us . If we take into consideration a span of last twenty five years and a slice of this Eastern part of India consisting mainly of three states West Bengal, Bihar & Odissa ,we see truly a bleak and gloomy picture reflecting Socrates ' notion of politics.
Once the ' Gunda- raj ' of Bihar climbed to his peak during the era of Lalu Prasad and Rabri Devi and became the cynosure of all eyes in India. After a long and devastating turmoil Nitish Kumar took the hot seat of the CM to put a restrain on the corruption. He was successful to a great extent in bringing Bihar in a path of development and good administration. Suddenly he also fell victim to the sickness of political insecurity only to shake hands with a known corrupt political party like RJD. This decision not only posed as a stumble block on the way of development of Bihar but thrashed the clean & bold image of Nitish.
In West Bengal Left front started in a whirlwind fashion implementing ' Operation Barga ' in 1977 and continued the good job for few years . But soon their suicidal industrial policy killed once the industrial hub of India. All the great guns like Martin Burn, GKW, Dunlop and the jute factories breathed its' last . The cadre based machinery of left front ruled the administration and a ' Party -raj ' was established. The one sided election result supported by so called clinical rigging ( according to oppositions ' scientific rigging ') made the ruler more adamant . Only hope came in the form of Chief minister Buddhadev Bhattacharya who honestly tried to free the administration from the ' Party ' influence and sincerely thought of a future employment option by delivering the software hub in sector five. This success made him confident to look for bigger venture . He almost brought Tata over here to set up an automobile hub at Singur.
But then also the meagre political ambition of the the then opposition TMC .... precisely Mamata Banerjee spell the doom. And now it's almost a ' Jungle -raj ' prevailing in West Bengal. A bunch of lumpens encroaching all the fields of administration are pulling the state to the rock bottom. Of course there are few good and educated personalities are there , but to make the Socrates remark true , they are fast perishing.
Now, it's the turn of Odissa and the turn of only hope as well. Naveen Patnaik , a politician not by choice but by chance , despite being an educated, honest and apolitical creature not only has been surviving gallantly but he has overthrown all the stumble blocks in flying colours. His silent, publicity -less development works are enriching his state to a great extent. In every direction and in all dimensions Odissa under Naveen ' s leadership marching ahead to a great sunshine.
Now the onus is on Naveen Patnaik to make the age old saying of Socrates wrong.

By Subhro Chatterjee

26/03/2023

Asian rift over Ukraine invasion

Recent visit of Chinese state head xi Jinping to Russia resulted in a host of agreements between the two countries. China confirmed the process of more Russian oil imports , where as Putin assured of giving entry to a lot of Chinese companies to Russia.
Since the Russian invasion of Ukraine, China has been supplying Russia drones & drone components continuously.
Right this moment, the sudden visit of Japan Prime minister Fumio Kishida to Ukraine sparked a row in world politics. The rift between two Asian giants over various issues is getting intensified over the Ukraine issue only. Japan is seeking its strength in western alignment quite naturally.
With North Korean hostility and the rifts between the powerhouses of Asia over Ukraine issue , Asian geo political scenario has been looking complex enough.

By Subhro Chatterjee

25/03/2023

উন্নত এবং আত্মনির্ভর ভারতের ঝলক।হাইড্রোজেন জ্বালানি নির্ভর ট্রেন।এই বছরেই ট্রায়াল রান করবে ভারতীয় রেলের ভবিষ্যত হাইড্রোজেন ট্রেন❤️🙏🚩🇮🇳🇮🇳
🙏🙏❤️🇮🇳আত্মনির্ভর ভারত🇮🇳❤️🙏🙏
🙏🇮🇳উন্নত ভারত 🇮🇳🙏

25/03/2023

আজ ( ১৯ শ মার্চ , ২০২৩ ) সকালে একটি সুন্দর অভিজ্ঞতা হলো। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ বহু হাত ঘুরে আমার কাছে আসে। ঝাড়খণ্ডের এক টি হতদরিদ্র পরিবারের একটি তীরন্দাজ মেয়ে দীপ্তি কুমারীর অসহায়তা নিয়ে। লেখাটি জনৈক আশাভরী সেন এর সুললিত গদ্যে। লেখাটির মধ্যে যেহেতু মাননীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও নিশীথ প্রামাণিকের প্রতি আবেদনের ইঙ্গিত ছিল, আমি লেখাটি সরাসরি মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিকের কাছে পাঠিয়ে দিই।
আশ্চর্যের বিষয় এটাই, দশ মিনিটের মধ্যে মন্ত্রী নিজেই আমাকে রিং ব্যাক করেন এবং ডিটেইলস এ জানতে চান সব টুকুই। আমি লেখার মাধ্যমে যেটুকু জেনেছি তার বাইরে এর সত্যতা সম্পর্কে কিছুই জানি না বলি। উনি তখন ওনার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন। এর আগেও উত্তরবঙ্গের একটি হতদরিদ্র পরিবারের এক খেলোয়াড় সন্তান কোনো এক ভুঁইফড় সংস্থার প্ররোচনায় প্রচুর টাকার ঋণ এর জালে জড়িয়ে যাচ্ছিল। বিদেশে কোনো এক বেসরকারি প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য এই সংস্থাটি সব ব্যবস্থা করে দেওয়ার নাম করে প্রচুর অর্থ দাবি করে । তখন সেই অসহায় পরিবার উত্তরবঙ্গের ভূমিপুত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখাপেক্ষী হয় ।
মন্ত্রী নিজে খোঁজ খবর করে বুঝতে পারেন , প্রতিযোগিতা ও সংস্থা দুটোই ভুয়ো এবং হতোদরিদ্র পরিবারটিকে আরো বিপদে ফেলা ছাড়া আর কোনো কাজে লাগবেও না। তখন মন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে সেই খেলোয়াড় কে সাই এ ট্রেনিং এর শুধু ব্যবস্থা করেন নি, তার প্রতিভা অনুযায়ী তার প্রতিষ্ঠার সু বন্দোবস্ত করেছেন। এখন সে একটা সুন্দর ভবিষ্যৎ এর স্বপ্ন দেখছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষ টা এমন হয়না। কিছু ফড়ে সংস্থার পাল্লায় পড়ে সর্বস্বান্ত হয় স্বপ্ন দেখা মানুষগুলো। তাই এ ক্ষেত্রেও সঠিক তথ্যানুসন্ধান এর প্রয়োজন আছে। কোন প্রতিযোগিতা , কোন কোম্পানির ধনুক সে কিনেছিল ....এই সমস্ত জানার প্রয়োজন আছে। কারণ প্রতিটা ধনুক প্রস্তুতকারক সংস্থা ই একটি নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি দিতে বাধ্য এবং সংশ্লিষ্ট প্রতিযোগিতা আয়োজক সংস্থারও কিছু দায় থাকে।
সুতরাং কিছু সুনির্দিষ্ট তথ্য জানা প্রয়োজন। এই কলামের লেখিকা শ্রীমতী আশভরী সেন কে অনুরোধ তিনি যেন আরো একটু তথ্য সমৃদ্ধ লেখা পাঠান ..! কারণ সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সুবিধা হবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও পরিবারটির পাশে দাঁড়াতে । কোন প্রতিযোগিতায় ও কোন কোম্পানির ধনুক ব্যবহার করা হয়েছে, এটা জানা দরকার। আমি নিশ্চিত, যে মন্ত্রী মেসেজ পাঠানোর দশ মিনিটের মধ্যে ফোনে যোগাযোগ করে প্রতিবিধান এর চেষ্টা করেন , উপযুক্ত তথ্য পেলে তিনি আন্তরিক ভাবে সর্বাত্মক প্রচেষ্টা করবেন পাশে থাকার। তাই সুললিত গদ্যে সুপাঠ্য হলেই শুধু চলবে না, তাতে আবেগে আপ্লুত হয়ে অনেকে লেখার বাহবা হয়তো দেবেন, বা লেখাটি বহুপঠিত হবে, কাজের কাজ কিছু হবে না। বরং আবেগ কমিয়ে তথ্যের জোর একটু বেশি থাকলে লেখাটি সত্যি ই সার্থক হবে।
যাই হোক, মন্ত্রী মহোদয় কে তাঁর সদিচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে লেখা শেষ করলাম।

শুভ্র চ্যাটার্জি।

12/02/2023

Swachh Bharat, Swachh Tracks 🛤️

14/01/2023

भारतीय संस्कृति की सुगन्ध विदेशों में बिखेरने वाले साहित्य, दर्शन और इतिहास के प्रकाण्ड विद्वान स्वामी विवेकानन्द जी की जयंती पर कोटि-कोटि नमन एवं राष्ट्रीय युवा दिवस की हार्दिक शुभकामनाएं।

#स्वामीविवेकानन्द

29/12/2022
20/12/2022
20/12/2022

Comming soon....

13/11/2022
11/11/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Heritage Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share